ন পৃষ্ঠা ৩৪
- Bengali Word নির্ধন Bengali definition [নির্ধন] (বিশেষণ) ধনশূন্য; ধনহীন; বিত্তহীন; দরিদ্র; গরিব। নির্ধনতা (বিশেষ্য) দারিদ্র্য; বিত্তহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ধন; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্ধারক Bengali definition [নির্ধারোক্] (বিশেষণ) নির্ণয়কারী; নির্ধারণকারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধারি+অক(ণ্বুল্)}
- Bengali Word নির্ধারণ Bengali definition [নির্ধারোন্] (বিশেষ্য) নিরূপণতা; নির্ণয়; সিদ্ধান্ত; স্থিরীকরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধারি+অন(ল্যুট্)}
- Bengali Word নির্ধারিত Bengali definition [নির্ধারিতো] (বিশেষণ) নির্ধারণ করা হয়েছে এমন; স্থিরীকৃত; নির্দিষ্ট; নির্ণীত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধারি+ত(ক্ত)}
- Bengali Word নির্ধার্য Bengali definition [নির্ধার্জো] (বিশেষণ) নির্ণেয়; নিরূপণীয়; নির্ধারণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ধার্য}
- Bengali Word নির্ধুত, নির্ধূত Bengali definition [নির্ধুত্] (বিশেষণ) বিশেষভাবে কম্পিত; বিতাড়িত; বিদূরিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ধূ+ত(ক্ত)}
- Bengali Word নির্ধূম Bengali definition [নির্ধুম্] (বিশেষণ) ধূমহীন; ধূমশূন্য; পরিষ্কার (আমদের মাড়ে এক নির্ধূম আনন্দ আছে-জীবনানন্দ দাশ; নির্ধূম অগ্নি)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ধূম; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্নিমিখ (ব্রজবুলি) Bengali definition [নির্নিমিখ্] (ক্রিয়াবিশেষণ) একদৃষ্টে; অপলক-নেত্রে; পলকহীনভাবে (মার মুখ চাহি রহিল বালক নির্নিমিখ-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) পলকহীন; অপলক; নির্নিমেষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (ব্রজবুলি) নিমিখ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্নিমিত্ত Bengali definition [নির্নিমিত্তো] (বিশেষণ) ১ অকারণ; কারণের অভাব। ২ অনর্থক; নিরর্থক। ৩ হঠাৎ; আকস্মিক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+নিমিত্ত; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্নিমেষ Bengali definition [নির্নিমেশ্] (বিশেষণ) নিমেষহীন; পলকহীন (তুমি চেয়ে নির্নিমেষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+নিমেষ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বংশ Bengali definition [নির্বঙ্শো] (বিশেষণ) বংশধর নেই এমন; লুপ্তবংশ; আঁটকুড়ে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বংশ}
- Bengali Word নির্বচন Bengali definition [নির্বচোন্] (বিশেষ্য) ১ নিশ্চয়কাব্য বা কথন; নিরুক্তি। ২ শব্দের ব্যুৎপত্তি ও টীকাটিপ্পনী। ৩ সূত্রাকারে জ্যামিতির উপপাদ্যের বিষয়বস্তু নির্দেশ। □ (বিশেষণ) বচনশূন্য; মৌন; নির্বাক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বচন}
- Bengali Word নির্বন্ধ Bengali definition [নির্বন্ধো] (বিশেষ্য) ১ নিয়ম; বিধান; বিধি; নির্দেশ; ব্যবস্থা (অকস্মাৎ ঘটে আসি দৈবের নির্বন্ধ-ঘনরাম চক্রবর্তী)। ২ বিশেষ অনুরোধ; প্রার্থনা; পীড়াপীড়ি; জেদ; গোঁ; গভীর আগ্রহ (সনির্বন্ধ)। ৩ সংযোগ; ঘটনা; ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বন্ধ্+অ(ঘঞ্)}
- Bengali Word নির্বন্ধিত Bengali definition [নির্বোন্ধিতো] (বিশেষণ) ১ নিবন্ধীকৃত; নির্বন্ধযুক্ত। ২ নিশ্চিত; বিহিত। নিবন্ধিত (মধ্যযুগীয় বাংলা) নির্বন্ধনযুক্ত; নিয়মিত; নিশ্চিত (দেব নিবন্ধিত-রাগ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বন্ধ্+ত(ক্ত)}
- Bengali Word নির্বর্তক Bengali definition [নির্বর্তক্] (বিশেষণ) সম্পাদক; কার্যনির্বাহক। নির্বর্তন (বিশেষ্য) কার্য সম্পাদন। নির্বতির্ত (বিশেষণ) কার্য সম্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বৃত্+অক(ণ্বুল্)}
- Bengali Word নির্বর্ষ Bengali definition [নির্বর্শো] (বিশেষণ) বর্ষাহীন; বৃষ্টিশূন্য; খরা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বর্ষা}
- Bengali Word নির্বল Bengali definition [নির্বল্] (বিশেষণ) ১ বলহীন; নিস্তেজ; দুর্বল; ক্ষীণ। ২ সহায়-সম্বলহীন (নির্বলের বল ধর্ম)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বল}
- Bengali Word নির্বস্ত্র Bengali definition [নির্বস্ত্রো] (বিশেষণ) ১ বস্ত্র নেই যার এমন; বিবস্ত্র। ২ উলঙ্গ; দিগম্বর। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বস্ত্র}
- Bengali Word নির্বাক Bengali definition [নির্বাক্] (বিশেষণ) ১ বাকশূন্য; বাকহীন; মূক; নীরব; শব্দহীন। ২ হতবাক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বাচ্/বাক্; বহুব্রীহি সমাস}
- Bengali Word নির্বাচক Bengali definition [নির্বাচোক্] (বিশেষণ) ১ নির্বাচন বা বাছাই করে এমন; নির্বাচনকারী; বাছাইকারী। ২ ভোট দেবার অধিকারী; প্রার্থী নির্বাচন করে এমন; voter। নির্বাচকমণ্ডলী (বিশেষ্য) নির্বাচনকারী জনসমষ্টি; ভোটাধিকারপ্রাপ্ত কেন্দ্রবিশেষের জনগণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√চ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word নির্বাচন Bengali definition [নির্বাচোন] (বিশেষ্য) ১ স্থিরীকরণ; নির্ধারণ। ২ অনেকের মধ্য থেকে বেছে নেওয়া; বাছাই; মনোনয়ন; ভোট নেওয়া বা দেওয়া; election। নির্বাচনক্ষেত্র (বিশেষ্য) প্রতিনিধি নির্বাচিত হওয়ার নির্দিষ্ট এলাকা; constituency। উপনির্বাচন কোন সংসদ সদস্যের সংসদ থেকে পদত্যাগ বা মৃত্যুর কারণে সৃষ্ট শূন্যপদে পুনরায় নির্বাচন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বাচি+ অন(ল্যুট্)}
- Bengali Word নির্বাচনি, নির্বাচনী Bengali definition [নির্বাচোনি] (বিশেষণ) নির্বাচন সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) নির্বাচন+(বাংলা) ই, ঈ}
- Bengali Word নির্বাচিত Bengali definition [নির্বাচিতো] (বিশেষণ) বাছাই বা নির্বাচন করা হয়েছে এমন; মনোনীত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বাচি+ত(ক্ত)}
- Bengali Word নির্বাচ্য Bengali definition [নির্বাচ্চো] (বিশেষণ) ১ নির্বাচনের যোগ্য; নির্বাচনের উপযুক্ত। ২ কথনযোগ্য; কথ্য। ৩ ব্যাখ্যেয়; ব্যাখ্যাযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বাচ্য}
- Bengali Word নির্বাণ Bengali definition [নির্বান্] (বিশেষ্য) ১ বিলয়; সমাপ্তি; অবসান। ২ নির্বাপিত হওয়া (নির্বাণ দীপ, রুদ্ধ দুয়ার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মোক্ষ; মুক্তি; ভববন্ধন থেকে পরিত্রাণ লাভ; জীবন্মুক্তি; অজ্ঞানতা থেকে মুক্তিলাভ। ৪ অস্তগমন। □ (বিশেষণ) ১ মুক্ত; জীবন্মুক্ত; মোক্ষপ্রাপ্ত। ২ নিবন্ত; নির্বাপিত; জ্বলনরহিত। ৩ অস্তমিত (নির্বাণ সূর্য)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বা+ ত(ক্ত)}
- Bengali Word নির্বাণোন্মুখ Bengali definition [নির্বানোন্মুখ্] (বিশেষণ) ১ প্রায় নির্বাপিত; নিবুনিবু; নিভে যাচ্ছে এমন। ২ শ্রীঘ্রই নির্বাণপ্রাপ্ত হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) নির্বাণ+উন্মুখ}
- Bengali Word নির্বাত Bengali definition [নির্বাত্] (বিশেষণ) ১ বায়ুশূন্য; বাতাসহীন; হাওয়াশূন্য (নির্বাত পালে ঝড় ভরে দাও-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ স্থির; অচঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বাত}
- Bengali Word নির্বাধ Bengali definition [নির্বাধ্] (বিশেষণ) ১ বাধাশূন্য; বাধাহীন (একেবারে নির্বাধ শান্তি-মনোজ বসু)। ২ মায়া বা মোহযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বাধ}
- Bengali Word নির্বাপক Bengali definition [নির্বাপোক্] (বিশেষণ) নিবায় এমন; নির্বাপণকারী; অবসানকারী। নির্বাপয়িতা (বিশেষণ) নেভায় এমন; উপশমকারক; সন্তাপহারক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বাপি+অক(ণ্বুল্)}
- Bengali Word নির্বাপণ Bengali definition [নির্বাপোন্] (বিশেষ্য) ১ নেভানো। ২ বিনাশ; অবসান করানো। ৩ শান্তকরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√বাপি+অন(ল্যুট্)}