Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিরেস, নিরেশ Bengali definition [নিরেশ্‌] (বিশেষণ) মন্দ; খারাপ; নিকৃষ্ট; খেলো (জন্মভূমি রঙ নক্সা মিলিয়ে সরেস নিরেশ মালের বাছবিচার হয়-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) নীরস্‌>}
  • Bengali Word নিরোধ Bengali definition [নিরোধ্‌] (বিশেষ্য) ১ অবরোধ; আটক। ২ প্রতিরোধ; বাধা দান; প্রতিবন্ধ। ৩ নিগ্রহ; অত্যাচার। ৪ সংযম। ৫ কারাবন্ধন। নিরোধক (বিশেষণ) প্রতিরোধক; নিবারক। নিরোধন (বিশেষ্য) ১ বাধা দান; প্রতিরোধ। ২ রুদ্ধকরণ; নিরোধ। ৩ সংযমন; সংযতকরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√রুধ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নির্গত Bengali definition [নির্‌গতো] (বিশেষ্য), (বিশেষণ) ১ নিষ্ক্রান্ত; বহির্গত; নিঃসৃত (অশ্রু নির্গত হওয়া)। ২ প্রবাহিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word নির্গন্ধ Bengali definition [নির্‌গন্‌ধো] (বিশেষণ) গন্ধ নেই এমন; গন্ধশূন্য; গন্ধহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+গন্ধ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্গম, নির্গমন Bengali definition [নির্‌গম্‌, নির্‌গমোন্‌] (বিশেষ্য) ১ নিষ্ক্রমণ; বহির্গমন (মাধবী লতার এই যে মুকুলনির্গম এ তোমারই শুভসূচক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নিঃসরণ; নিঃস্রাব; ক্ষরণ। ৩ দ্বার; পথ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√গম্‌+অ(ঘঞর্থে ক), অন(ল্যুট্‌)}
  • Bengali Word নির্গলন Bengali definition [নির্‌গলোন্‌] (বিশেষ্য) ১ নিঃসরণ; ক্ষরণ; চোয়ানো। ২ বিগলন। নির্গলিত (বিশেষণ) ১ বিগলিত। ২ ক্ষরিত; চুইয়ে নির্গত। ৩ গলিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√গল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নির্গুণ Bengali definition [নির্‌গুন্‌] (বিশেষণ) ১ গুণহীন; গুণশূন্য। ২ সদ্‌গুণহীন; অযোগ্য; অক্ষম। ৩ গুণাতীত। ৪ হিন্দুমতে ত্রিগুণাতীত পরব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+গুণ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্গৃহ Bengali definition [নির্‌গৃহো] (বিশেষণ) ১ গৃহহীন। ২ আশ্রয়হীন; নিরাশ্রয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+গৃহ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্গ্রন্থ Bengali definition [নির্‌গ্রোন্‌থো] (বিশেষণ) ১ বিদ্যাহীন; মূর্খ। ২ বন্ধনহীন। ৩ দিগম্বর। ৪ আসক্তিহীন; অনাসক্ত। ৫ মুণ্ডিত মস্তক জৈন বা বৌদ্ধ সন্ন্যাসী; ক্ষপণক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+গ্রন্থ}
  • Bengali Word নির্ঘণ্ট Bengali definition [নির্‌ঘন্‌টো] (বিশেষ্য) ১ বর্ণানুক্রমিক সূচি; নিঘণ্টু। ২ অনুষ্ঠানাদির ক্রমিক তালিকা; অনুক্রমণিকা। ৩ বিশেষভাবে নির্ধারণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঘন্ট্‌+অ(অচ্‌)}
  • Bengali Word নির্ঘাত Bengali definition [নির্‌ঘাত্‌] (বিশেষ্য) ১ প্রবল বায়ুর আঘাতজনিত শব্দ; বায়ুর পরস্পর সংঘাত। ২ বজ্রাঘাত। □ (বিশেষণ) ১ প্রবল; প্রচণ্ড; ভীষণ; ভয়ানক। ২ নিষ্ঠুর; কঠোর। ৩ মর্মান্তিক। ৪ অবশ্য; নিশ্চয়; নিঃসন্দেহে; নিশ্চিতভাবে (নির্ঘাত জানা)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√হন্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নির্ঘৃণ, নিঘিন্ন Bengali definition [নিরঘৃনো, নিঘিন্‌নো] (বিশেষণ) ১ ঘৃণা নেই এমন; ঘৃণাহীন; ঘৃণা হয় না এমন। ২ নির্লজ্জ; লজ্জাহীন; হায়াশূন্য; বেহায়া। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ঘৃণা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্ঘোষ Bengali definition [নির্‌ঘোশ্‌] (বিশেষ্য) ভীষণ আওয়াজ; গভীর নিনাদ; প্রচণ্ড গর্জন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ঘোষ}
  • Bengali Word নির্জন Bengali definition [নির্‌জন্‌] (বিশেষণ) জনহীন; নিভৃত; নিরালা। □ (বিশেষ্য) জনশূন্য স্থান; নিভৃতস্থান। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+জন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্জর Bengali definition [নির্‌জর্‌] (বিশেষণ) ১ জরাবর্জিত; জরাহীন (নির্জর সবারে জিনি নিল ইন্দ্রপদ-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+জর; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্জল Bengali definition [নির্‌জল্‌] (বিশেষণ) ১ জলহীন। ২ পানি মিশ্রিত নয় এমন (প্রসন্ন যে দুগ্ধ দেয় তাহা নির্জল এবং দামে সস্তা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ পানি পান নিষিদ্ধ এমন; নিরম্বু (নির্জল উপবাস)। নির্জলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+জল; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্জলা Bengali definition [নির্‌জলা] (বিশেষণ) ১ জলহীন; শুষ্ক (পশ্চিম একে পাহাড়ে উপরন্তু নির্জলা দেশ-প্রথম চৌধুরী)। ২ জলমিশ্রিত নয়; খাঁটি (এ নির্জলা সত্য কথা-হবীবুল্লাহ বাহার)। ৩ নিরম্বু। ৪ (ব্যঙ্গার্থ) নিভাঁজ; সম্পূর্ণ ভেজালশূন্য (নির্জলা মিথ্যা)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+জল+ (বাংলা) আ}
  • Bengali Word নির্জাস (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নির্‌জাশ্‌] (বিশেষ্য) লক্ষ্য (গালে মাথে মারে চড় নির্জাস করিয়া। মিম্বর হইতে ভূমে পড়িল ঢলিয়া-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) নির্‌+√যিাসি+অ(অচ্‌)=নির্যাস>}
  • Bengali Word নির্জিত Bengali definition [নির্‌জিতো] (বিশেষণ) ১ পরাজিত বা দমন করা হয়েছে এমন; পরাভূত; পরাজিত; দমিত। ২ বশীকৃত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√জি+ত(ক্ত)}
  • Bengali Word নির্জীব Bengali definition [নির্‌জিব্‌] (বিশেষণ) ১ প্রাণশূন্য; জীবনহীন। ২ জীবনীশক্তি ক্ষীণ হচ্ছে এমন। মৃতকল্প। ৩ অতিশয় দুর্বল। ৪ অত্যন্ত ক্লান্ত বা অবসন্ন। নির্জীবতা (বিশেষ্য) ১ প্রাণশূন্যতা; প্রাণহীনতা। ২ শক্তিহীনতা। ৩ জড়তা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+জীব}
  • Bengali Word নির্ঝঞ্ঝাট Bengali definition [নির্‌ঝন্‌ঝাট্‌] (বিশেষণ) নির্ঝঞ্ঝাটহীন; উপদ্রবহীন; নিরুপদ্রব; নির্বিঘ্ন। নির্ঝঞ্ঝাটে (ক্রিয়াবিশেষণ) বিনা উপদ্রবে; নির্বিঘ্নে। □বিণ শান্তিপ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+ (বাংলা) ঝঞ্ঝাট; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্ঝর Bengali definition [নির্‌ঝর্‌] (বিশেষ্য) ১ পর্বত থেকে অবতীর্ণ পানির ধারা; ঝরনা; ফোয়ারা; উৎস (ঝরিছে ঝর্ঝরে নির্ঝর-মাইকেল মধুসূদন দত্ত)। ২ যার প্রবাহ অফুরন্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঝৃ+অ(অপ্‌)}
  • Bengali Word নির্ঝরিণী Bengali definition [নির্‌জোরিনি] (বিশেষ্য) নদী; প্রবাহিণী। নির্ঝরী পর্বত/পাহাড় (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) নির্ঝর+ইন্‌(ইনি)+ঈ(ঙীষ্)}
  • Bengali Word নির্ণয়, নির্ণয়ন Bengali definition [নির্‌নয়, নির্‌য়োন্‌] (ক্রিয়া) নিরূপণ; সিদ্ধান্তকরণ; নির্ধারণ; স্থিরীকরণ। □ (বিশেষ্য) সিদ্ধান্ত। নির্ণায়ক (বিশেষণ) সিদ্ধান্তকর; সিদ্ধান্তকারী; নিরূপক; নির্ণয়কারী। □ (বিশেষ্য) মানদণ্ড; criterion। নির্ণায়কসভা (বিশেষ্য) বিচারকার্যে সাহায্যকারী সভা; board of jurors or assessors। নির্ণায়ক সভ্য (বিশেষ্য) নির্ণায়ক সভার সদস্য; juror। নির্ণীত (বিশেষণ) নির্ণয় করা হয়েছে এমন। নির্ণেতা (বিশেষণ) নির্ণয়কারী; বিচারক। নির্ণেয় (বিশেষণ) নির্ণয় করতে হবে এমন; নির্ণয় করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√নী+অ(অচ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word নির্দিষ্ট Bengali definition ⇒ নিদেশ
  • Bengali Word নির্দিষ্ট ২ Bengali definition [নির্‌দিশ্‌টো] (বিশেষণ) ১ নির্ণীত; স্থিরীকৃত; নির্ধারিত; নিরূপিত। ২ বিশেষভাবে প্রদর্শিত; নির্দেশ করা হয়েছে এমন; নির্দেশিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√দিশ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নির্দেশ Bengali definition [নির্‌দেশ্‌] (বিশেষ্য) ১ নির্ধারণ; স্থিরীকরণ; নিরুপণ। ২ বিশেষভাবে প্রদর্শন। ৩ আজ্ঞা; হুকুম; আদশে। ৪ বর্ণন; বিবৃতি। ৫ উপদেশ; হেদায়েত। ৬ উল্লেখ। নির্দশক, নির্দেষ্টা (বিশেষণ) ১ নির্ণায়ক; নির্ধারক। ২ নির্দেশ করে এমন; নির্দেশকারী। ৩ আজ্ঞাকারী; আদেশকারী; হাকিম। নির্দেশন, নির্দেশনা (বিশেষ্য) নির্দেশকরণ; নির্ধারণ। নির্দেশনী (বিশেষণ) নির্দেশ করা যায় এমন; সূচি; index। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√দিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নির্দোষ Bengali definition [নির্‌দোশ্‌] (বিশেষণ) ১ দোষরহিত; দোষবর্জিত। ২ অপরাধ নেই এমন; নিরপরাধ। ৩ নিখুঁত; ত্রুটিহীন; কলঙ্করহিত। নির্দোষী (অশুদ্ধ) (বিশেষণ) অপরাধ করেনি এমন; নিরপরাধ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+দোষ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্দ্বন্দ্ব Bengali definition [নির্‌দন্‌দো] (বিশেষণ) ১ দ্বন্দ্বহীন; নির্বিরোধ; নির্বিবাদ। ২ শীত-উষ্ণ সুখ-দুঃখ রাগ-দ্বেষাদি দ্বন্দ্বরহিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+দ্বন্দ্ব; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নির্দয় Bengali definition [নির্‌দয়্‌] (বিশেষণ) ১ দয়াশূন্য; নিষ্ঠুর; কঠোর। ২ সুকঠিন; দুঃসহ (নির্দয় পীড়ন)। নির্দয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নির্দয়তা (বিশেষ্য) দয়াহীনতা; নিষ্ঠুরতা; করুণাহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+দয়া]