Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিমরাজি Bengali definition [নিম্‌রাজি] (বিশেষণ) অর্ধেক রাজি; প্রায় সম্মত (নিমরাজী না গররাজি-রাজশেখর বসু (পরশু))। {(ফারসি) নীম+ (আরবি) রাদী}
  • Bengali Word নিমা Bengali definition [নিমা] (বিশেষ্য) ছোট অন্তর্বাস; আধাহাতা খাটোজামা। {(ফারসি) নীমহ্‌}
  • Bengali Word নিমাই Bengali definition [নিমাই] (বিশেষ্য) শ্রীচৈতন্যের বাল্য কালের নাম। {নিম+আই}
  • Bengali Word নিমাঞা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিমায়াঁ] (অসমাপিকা ক্রিয়া) নির্মাণ করে (নিমাঞা দিব যত গেছে পুড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নির+√মা>নির্মা>}
  • Bengali Word নিমাথি, নিমাথিতী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিমাথি, নিমাথিতি] (বিশেষণ) নিঃসহায়া; অনাথা (নিমাথিতী দেখিয়া মোক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; পাঁতরে একাসরী পাইয়া নিমাথিতী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।{(তৎসম বা সংস্কৃত) নি+মস্তক>মাথা+ (বাংলা) ই}
  • Bengali Word নিমালি Bengali definition [নিমালি] (বিশেষ্য) নির্মাল্য (নিমালিক মালা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নির্মাল্য>}
  • Bengali Word নিমিখ Bengali definition [নিমিখ্‌] (বিশেষ্য) পলকপাত; চক্ষু নিমীলন (মৃতের নয়নে দাও তব চপল আঁখি নিমিখ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নিমিষ>}
  • Bengali Word নিমিঝিমি Bengali definition [নিমিঝিমি] (অব্যয়) মিটমিট করা (তারা হইল নিমিঝিমি রাত্র নিশাকালে-পূর্ববঙ্গ গীতিকা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word নিমিত Bengali definition [নিমিতো] (বিশেষ্য) দ্বেষ ও মোহ থেকে পরিত্রাণ লাভের জন্য বৌদ্ধধর্মে নির্দিষ্ট পাঁচ উপায়। {(তৎসম বা সংস্কৃত) নি+√মি+ত(ক্ত)}
  • Bengali Word নিমিত্ত Bengali definition [নিমিত্‌তো] (বিশেষ্য) ১ কারণ; হেতু; জন্য (কি নিমিত্তই বা এই দুর্গম জনশূন্য-রাজশেখর বসু (পরশু))। ২ উপলক্ষ; উদ্দেশ্য; প্রয়োজন। ৩ শুভ বা অশুভ চিহ্ন। ৪ সাধনের অবলম্বন। □ (অব্যয়) জন্য। নিমিত্তের ভাগী (বিশেষ্য) শুধু সংস্রবহেতু ফলের জন্য দায়ী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) নি+√মিদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিমিশ্ল Bengali definition [নিমিশ্‌লো] (বিশেষণ) সংবদ্ধ; সংশ্লিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) নিঃশেষে মিশ্রিত বা শ্লিষ্ট অর্থে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত}
  • Bengali Word নিমিষ Bengali definition ⇒ নিমেষ
  • Bengali Word নিমীল Bengali definition [নিমিল্‌] (বিশেষ্য) নিমীলিত; মুদ্রিত (তন্দ্রা নিমীল অলস দু’চোখ-মাহমুদা খাতুন সিদ্দিকা)। নিমীলন (বিশেষ্য) চোখ বোজা; চক্ষু মুদ্রিতকরণ (তখন আমি নেত্র নিমীলন করিয়া হাসিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সঙ্কোচন; মুদ্রণ। নিমীলিত (বিশেষণ) মুদিত; মুদ্রিত; সঙ্কুচিত (নিমীলিত তব যুগলনয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নি+√মীল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word নিমেষ, নিমিষ Bengali definition [নিমেশ্‌, নিমিশ্‌] (বিশেষ্য) ১ পলক; চোখের পাতার স্পন্দন (অতলের পানে চাহি নয়নে নিমেষ নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পলক ফেলতে যেটুকু সময় প্রয়োজন; মুহূর্তকাল; অতি অল্প সময়। {(তৎসম বা সংস্কৃত) নি+√মিষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিম্ন Bengali definition [নিম্‌নো] (বিশেষণ) ১ নিচু; ঢাল; অধঃ; অনুন্নত। ২ নিকৃষ্ট। ৩ তলা; তলদেশ; নিচু বা ঢালু স্থান। নিম্নতা বি। নিম্নগ (বিশেষণ) ঢালুর দিকে যায় এমন; নিম্নগামী। নিম্নগা (স্ত্রীলিঙ্গ)। নিম্নগামী(-মিন্‌) (বিশেষণ) ১ অধোগামী; নিম্নাভিমুখী। ২ কুপথগামী। □ (বিশেষ্য) নদী। নিম্ন প্রাথমিক (বিশেষণ) নিম্নশিক্ষার প্রাথমিক স্তর; প্রারম্ভিক; lower primary। নিম্নলিখিত (বিশেষণ) অধোলিখিত; নিচে লেখা আছে এমন। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্নধৃত (বিশেষণ) নিচে কথিত বা উল্লিখিত। নিম্নোন্নত (বিশেষণ) উচ্চনিচ; উঁচুনিচু; অসমতল; বন্ধুর। {(তৎসম বা সংস্কৃত) নি+√ম্না+অ(ক)}
  • Bengali Word নিম্ব, নিম্বক Bengali definition [নিম্‌বো, নিম্‌বক্‌] (বিশেষ্য) নিম ফল; নিমগাছ; Melia azadiracta। {(তৎসম বা সংস্কৃত) নিম্ব, নিম্বক}
  • Bengali Word নিম্বাইত Bengali definition [নিম্বাইত্‌] (বিশেষ্য) প্রসিদ্ধ মাধবাচার্য প্রবর্তিত নিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) নিম্ব+ (বাংলা) আইত}
  • Bengali Word নিম্বু, নিম্বুক Bengali definition [নিম্‌বু, নিম্‌বুক্‌] (বিশেষ্য) কাগজি লেবু; লেবু গাছ। {(তৎসম বা সংস্কৃত) √নিম্ব্‌+উ, উক}
  • Bengali Word নিযুক্ত Bengali definition [নিজুক্‌তো] (বিশেষ্য) বহাল; কর্মে ভারপ্রাপ্ত। □ (বিশেষণ) ১ নিয়োজিত। ২ ব্যাপৃত; প্রবৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) নি+√যুজ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিযুত Bengali definition [নিযুত্‌] (বিশেষ্য), (বিশেষণ) দশ লক্ষ; million। {(তৎসম বা সংস্কৃত) নি+যুত}
  • Bengali Word নিযোক্তা Bengali definition ⇒ নিয়োক্তা
  • Bengali Word নিযোজ্য Bengali definition ⇒ নিয়োজ্য
  • Bengali Word নির Bengali definition ⇒ নিঃ
  • Bengali Word নিরংশ Bengali definition [নিরঙ্‌শো] (বিশেষণ) ১ (জ্যোতির্বিজ্ঞান) রাশির প্রথম ও শেষ দিন; সংক্রান্তি। ২ যে সম্পত্তির অংশভাগী নয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অংশ}
  • Bengali Word নিরংশু Bengali definition [নিরঙ্‌শু] (বিশেষণ) জ্যোতিহীন; নিষ্প্রভ (সুধাংশু নিরংশু যথা সে রবির তেজে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অংশু}
  • Bengali Word নিরক্ষ Bengali definition [নিরোক্‌খো] (বিশেষ্য) ১ বিষুবরেখা; শূন্য ডিগ্রিবিশিষ্ট অক্ষরেখা; equator। ২ দিবারাত্রি সমান হয় এমন স্থান; বিষুবরেখার উপরিস্থ দেশ। নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত (বিশেষ্য) যে কাল্পনিক গুরুবৃত্তের সাহায্যে পৃথিবীর উত্তরার্ধ ও দক্ষিণার্ধ বিভক্ত করা হয়েছে; বিষুবরেখা। নিরক্ষীয় (বিশেষণ) নিরক্ষরেখা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অক্ষ’ বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরক্ষর Bengali definition [নিরক্‌খোর্‌] (বিশেষণ) লিখতে পড়তে জানেন না এমন; অক্ষরজ্ঞানহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অক্ষর}
  • Bengali Word নিরক্ষর Bengali definition [নিরক্‌খোর্‌] (বিশেষণ) লিখতে পড়তে জানেন না এমন; অক্ষরজ্ঞানহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অক্ষর}
  • Bengali Word নিরক্ষরেখা, নিরক্ষীয় Bengali definition ⇒ নিরক্ষ
  • Bengali Word নিরখা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নিরখা] (ক্রিয়া) বিশেষ করে দেখা; নিরীক্ষণ করা। নিরখিয়া (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বিশেষভাবে বা নিপুণভাবে বা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে দেখে; নিরীক্ষণ করে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঈক্ষ্‌}