Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিরলস Bengali definition [নিরলশ্‌] (বিশেষণ) অনলস; আলস্যহীন; শ্রমশীল (নিরলস হস্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিরলসা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিরালস্য>}
  • Bengali Word নিরস Bengali definition ⇒ নীরস
  • Bengali Word নিরসন Bengali definition [নিরশন্‌] (বিশেষ্য) দূরীকরণ; খণ্ডন; ভঞ্জন; মোচন; নিরাকরণ (দ্বিধার নিরসন করলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অসন}
  • Bengali Word নিরস্ত Bengali definition [নিরস্‌তো] (বিশেষণ) ১ বিরত; ক্ষান্ত; নিবৃত্ত (শুনিয়া নিরস্ত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নিরাকৃত; দূরীকৃত; বহিষ্কৃত; নিষ্কাশিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√অস্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিরস্ত্র Bengali definition [নিরস্‌ত্রো] (বিশেষণ) অস্ত্রবিহীন; অস্ত্রশূন্য। নিরস্ত্রীকরণ (বিশেষ্য) ১ অস্ত্রশূন্যকরণ; অস্ত্রহীন করা; disarmament। ২ যুদ্ধাস্ত্র বর্জন বা হ্রাস করা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অস্ত্র; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরহঙ্কার Bengali definition [নিরহোঙ্‌কার্‌] (বিশেষণ) গর্ব নেই এমন; দেমাগহীন; অহঙ্কারশূন্য (নিরহঙ্কার, নিরলঙ্কার, নির্বাক মাটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অহঙ্কার; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরহঙ্কারী (-রিন্‌) Bengali definition [নিরহোঙ্‌কারি] (বিশেষণ) অহঙ্কারশূন্য; গর্বশূন্য। {নিঃ+অহঙ্কারী}
  • Bengali Word নিরাক, নিরাগ Bengali definition [নিরাক্‌, নিরাগ্‌] (বিশেষণ) হাওয়াশূন্য স্তব্ধতা (একদিন শ্রাবণের শেষাশেষি নিরাক পড়েছে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। {নি+রাগ(রোষ)>; আঞ্চলিক}
  • Bengali Word নিরাকরণ Bengali definition [নিরাকরোন্‌] (বিশেষ্য) ১ খণ্ডন; ভঞ্জন; দূরীকরণ; নিরসন; মেটানো। ২ প্রত্যাখ্যান। ৩ নিবারণ। ৪ নির্ণয়; নির্ধারণ; অবধারণ। নিরাকৃত (বিশেষণ) দূরীভুত; নিরাকরণ করা হয়েছে এমন। নিরাকৃতি (বিশেষ্য) নিরাকরণ; নিরসন; খণ্ডন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকরণ}
  • Bengali Word নিরাকাঙ্ক্ষ Bengali definition [নিরাকাঙ্‌খো] (বিশেষণ) আকাঙ্ক্ষাহীন; কামনাহীন; নির্লোভ; নিস্পৃহ। নিরাকাঙ্ক্ষা (বিশেষ্য) আকাঙ্ক্ষাহীনতা; লোভহীনতা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকাঙ্ক্ষা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাকার Bengali definition [নিরাকার্‌] (বিশেষণ) আকারশূন্য; অবয়বহীন; নিরবয়ব; মূর্তিহীন; বিমূর্ত। □ (বিশেষ্য) ১ আল্লাহ; উপনিষদের পরমব্রহ্ম (এই সকল লোক একমাত্র নিরাকার খোদা তা’আলার আরাধনা করিতেন-শেখ আবদুর রহিম)। ২ আকাশ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকার; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাকুল Bengali definition [নিরাকুল] (বিশেষণ) ১ অত্যন্ত উদ্বিগ্ন; অতিশয় ব্যাকুল। ২ ভারাক্রান্ত; সমাকুল; পরিপূর্ণ (নিরাকুল ফুলভারে বকুল বাগান-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) উদ্বেগহীন; প্রশান্ত; আকুলতাশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকুল; প্রাদি.}
  • Bengali Word নিরাকৃত, নিরাকৃতি ১ Bengali definition ⇒ নিরাকরণ
  • Bengali Word নিরাকৃতি ২ Bengali definition [নিরাক্‌কৃতি] (বিশেষণ) আকারহীন; আকৃতিহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আকৃতি; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাগ্রহ Bengali definition [নিরাগ্‌গ্রোহো] (বিশেষণ) আগ্রহহীন (তিনি বহির্জগৎ সমন্ধে আদৌ নিরাগ্রহ নন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আগ্রহ}
  • Bengali Word নিরাজন, নীরাজন Bengali definition [নিরাজন্‌] (বিশেষ্য) বিসর্জন। {(তৎসম বা সংস্কৃত) নির্‌+√রাজি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিরাতঙ্ক Bengali definition [নিরাতোঙ্‌কো] (বিশেষণ) নিঃশঙ্ক; নির্ভয়; আতঙ্কহীন (সেই ভাল দেখ সেই কর নিরাতঙ্ক-দৌকা)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আতঙ্ক; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাতপ Bengali definition [নিরাতপ্‌] (বিশেষণ) ১ তাপহীন; আতপহীন; রৌদ্রহীন। ২ ছায়াযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আতপ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাধার Bengali definition [নিরাধার্‌] (বিশেষণ) ১ আধারশূন্য (নিরাধার প্রেমধারা ভরি সংসার উছিল পরশে অমরায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আশ্রয়শূন্য; নিরাশ্রয়; অবলম্বনশূন্য (নিরাধারে আশ্রয় ‍তুমি করুণাময়)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আধার; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরানন্দ Bengali definition [নিরানোন্‌দো] (বিশেষণ) ১ আনন্দ নেই এমন; আনন্দহীন (আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুঃখিত; অসন্তুষ্ট। □ (বিশেষ্য) ১ আনন্দশূন্যতা; অসন্তোষ। ২ দুঃখ; বিষাদ; শোক। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আনন্দ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরানব্বই, নিরানব্বুই Bengali definition [নিরানোব্‌বোই, নিরানোববুই] (বিশেষ্য) ৯৯ সংখ্যা; একশতের এক কম। □ (বিশেষণ) ৯৯ সংখ্যক। নিরানব্বুয়ের ধাক্কা (বিশেষ্য) টাকা জমানোর লোভ। {(তৎসম বা সংস্কৃত) নবনবতি>}
  • Bengali Word নিরাপত্তা Bengali definition [নিরাপত্‌তা] (বিশেষ্য) ১ নিরাপদ অবস্থা; নির্বিঘ্নতা; বিপদশূন্যতা। ২ সুরক্ষা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আপদ্‌+তা(তল্‌)}
  • Bengali Word নিরাপদ, নিরাপৎ Bengali definition [নিরাপদ্‌, নিরাপত্‌] (বিশেষণ) ১ আপদমুক্ত; নির্বিঘ্ন। ২ বিপদমুক্ত। ৩ নিরুপদ্রব। নিরাপদে (ক্রিয়াবিশেষণ) নিরুপদ্রবে; অবাধে; নির্বিঘ্নে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আপদ্‌; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাপদেষু, নিরাপৎসু Bengali definition [নিরাপদেশু, নিরাপত্‌সু] (বিশেষ্য) ১ বিপদ স্পর্শশুন্য ব্যক্তির নিকট। ২ পত্রে শুভকামনাসূচক সম্বোধনবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আপদ্‌+সু(৭মী বহুবচন)}
  • Bengali Word নিরাবরণ Bengali definition [নিরাবরোন্‌] (বিশেষণ) ১ অনাবৃত; আবরণহীন (নিরাবরণ বক্ষে তব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উন্মুক্ত; খোলা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আবরণ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাভরণ Bengali definition [নিরাভরোন্‌] (বিশেষণ) আভরণশূন্য; অলঙ্কারহীন; নিরলঙ্কার (নিরাভরণ দেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিরাভরণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আভরণ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরামিষ Bengali definition [নিরামিশ্‌] (বিশেষণ) আমিষবর্জিত; মাছ মাংস ডিম বাদ দিয়ে আহার্য। নিরামিষভোজী(-জিন্‌); নিরামিষাশী (-শিন্‌) (বিশেষণ) আমিষ খাদ্য ভোজন করে না এমন; মাছ মাংস ডিম খায় না এমন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আমিষ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরাময় Bengali definition [নিরাময়্‌] (বিশেষণ) ১ রোগহীন; নীরোগ; সুস্থ (সুস্থ নিরাময়ভাবে বসিয়া রহিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দূরীকৃত; বিতাড়িত (চিকিৎসা দ্বারা নিরাময় করা)। □ (বিশেষ্য) দূরীকরণ; বিতাড়ন (অসুস্থতা নিরাময়ের জন্য)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আময়; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরালম্ব Bengali definition [নিরালম্‌বো] (বিশেষণ) অবলম্বনশূন্য; অবলম্বন-রহিত (নিরালম্ব শূন্যে আচম্বিতে উপজিল স্বপ্নলোক-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ নিঃসহায়; নিরাশ্রয়; আশ্রয়হীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আলম্ব; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরালস্য Bengali definition [নিরালোশ্‌শো] (বিশেষণ) আলস্যহীন; উদ্যমশীল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+আলস্য; বহুব্রীহি সমাস}