Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিরঙ্কুশ Bengali definition [নিরোঙ্‌কুশ্‌] (বিশেষণ) ১ বাধাহীন; স্বাধীন; মুক্ত; বন্ধনহীন (আমরা নিরঙ্কুশ কেমন দেখুন দিকি-মনোজ বসু)। ২ অনিবার্য। ৩ স্বেচ্ছাচারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অঙ্কুশ}
  • Bengali Word নিরজন (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নিরোজন্‌] (বিশেষণ) নির্জন; কোলাহলশূন্য (দ্বিপ্রহর নিরজন ক্ষীণকণ্ঠ কাঁদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নির্জন}
  • Bengali Word নিরঞ্জন Bengali definition [নিরন্‌জোন্‌] (বিশেষ্য) ১ নিষ্কলঙ্ক; বিশুদ্ধ; পবিত্র। ২ হিন্দুমতে ব্রহ্ম; ভগবান; ধর্মঠাকুর; শূন্যদেবতা। ৩ হিন্দুদের প্রতিমা বিসর্জন। ৪ আল্লাহ (অলখ নিরঞ্জন)। □ (বিশেষণ) কলঙ্কহীন; শুদ্ধ; নির্মল। নিরঞ্জনা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নির্মলা। ২ পূর্ণিমা তিথি। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অঞ্জন}
  • Bengali Word নিরত Bengali definition [নিরতো] (বিশেষ্য) ব্যাপৃত; নিযুক্ত; নিবিষ্ট (আমি আত্মসুখে নিরত হইয়া তাহাদের অবস্থার প্রতি ক্ষণমাত্রও দৃষ্টিপাত করি না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) অনুরক্ত; আসক্ত। নিরতা (স্ত্রীলিঙ্গ)। নিরতি (বিশেষ্য) অতিশয় অনুরক্তি; অত্যন্ত আসক্তি (শুধু দ্যুতিহীন নিরতি স্তদ্ধীভূত প্রতীক্ষা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিরতিশয় Bengali definition [নিরোতিশয়্‌] (বিশেষণ) অত্যধিক; অত্যন্ত; অতিরিক্ত; সুপ্রচুর (আমার চিত্তে নিরতিশয় ঔৎসুক্য জন্মিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অতিশয়}
  • Bengali Word নিরত্যয় Bengali definition [নিরোত্‌তয়] (বিশেষণ) ১ নাশরহিত; অবিনাশী; ক্ষয়হীন; অক্ষয়। ২ দোষহীন; নির্দোষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অত্যয়}
  • Bengali Word নিরন্তর Bengali definition [নিরন্‌তর্‌] (বিশেষণ) ১ অবিরাম; একটানা (নিরন্তর প্রশান্ত অম্বরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিরবচ্ছিন্ন; ছেদহীন □ (ক্রিয়াবিশেষণ) অবিরত; সর্বদা; নিত্য; নিয়ত (তারা দেখুক নিরন্তর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অন্তর}
  • Bengali Word নিরন্ন Bengali definition [নিরন্‌নো] (বিশেষণ) অন্নসংস্থানহীন; অন্নহীন; খাদ্যহীন; ক্ষুধাময়; অতিশয় দরিদ্র। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অন্ন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরপত্য Bengali definition [নিরপত্‌তো] (বিশেষণ) সন্তানহীন; নিঃসন্তান। নিরপত্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অপত্য; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরপরাধ, নিরপরাধী (অশুদ্ধ) Bengali definition [নিরপোরাধ্‌, নিরপোরাধি] (বিশেষণ) ১ নির্দোষ; অপরাধ করেনি এমন; অপরাধশূন্য; কোনো পক্ষেই নেই এমন। ২ স্বাধীন; স্বতন্ত্র; কারো মুখাপেক্ষী নয় এমন। ৩ (দর্শন শাস্ত্র) অনন্যসম্বন্ধ; অন্যসম্পর্কশূন্য; categorical। নিরপরাধা (সংস্কৃত), নিরপরাধিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অপরাধ}
  • Bengali Word নিরপেক্ষ Bengali definition [নিরোপেক্‌খো] (বিশেষণ) ১ পক্ষপাতশূন্য; কোনো পক্ষই গ্রহণ না করা (নিরপেক্ষ বিচার)। ২ স্বাধীন; স্বতন্ত্র; কারও মুখাপেক্ষী নন এমন (কোনো আচরণই স্থানিক, কালিক, ব্যক্তিক প্রভাব-নিরপেক্ষ নয়-আশ)।□ (বিশেষ্য) (দর্শন শাস্ত্র) অনন্যসম্বন্ধ; অন্যসম্পর্কশূন্য; categorical। নিরপেক্ষতা (বিশেষ্য) ১ পক্ষপাতশূন্য; অপক্ষপাত। ২ স্বাধীনতা; স্বাতন্ত্র্য। নিরপেক্ষতা (বিশেষ্য) ১ পক্ষপাতহীনতা; অপক্ষপাত। ২ স্বাধীনতা; স্বাতন্ত্র্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অপেক্ষ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরবকাশ Bengali definition [নিরবোকাশ্‌] (বিশেষণ) অবসরশূন্য; ফাঁকশূন্য; অবকাশহীন; নিরন্তর। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবকাশ}
  • Bengali Word নিরবচ্ছিন্ন Bengali definition [নিরবচ্‌ছিন্‌নো] (বিশেষণ) অবিরাম; একটানা; ছেদহীন; ফাঁকশূন্য; নিরন্তর (নিরবচ্ছিন্ন কালো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবচ্ছিন্ন; নঞ্‌ তৎপুরুষ সমাস}
  • Bengali Word নিরবদ্য Bengali definition [নিরোবোদ্‌দো] (বিশেষণ) নিন্দাহীন; কলঙ্কশূন্য; অনবদ্য; সর্বাঙ্গসুন্দর। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবদ্য}
  • Bengali Word নিরবধি Bengali definition [নিরোবোধি] (ক্রিয়াবিশেষণ) সর্বদা; অনবরত; অনুক্ষন; নিরন্তর (দুই তটের একই গান সে শোনায় নিরবধি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অবধি নেই এমন; অনন্ত; সীমাহীন; শেষহীন; অশেষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবধি; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরবমেস Bengali definition [নিরবশেশ্‌] (বিশেষণ) অবশেষ নেই এমন; অবশিষ্টহীন; সম্পূর্ণ; নিঃশেষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবশেষ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরবরম্ব, নিরবলম্বন Bengali definition [নিরবলম্‌বো, নিরবলম্‌বোন্‌] (বিশেষণ) ১ অবলম্বনহীন। ২ নিঃসহায়; অনাথ; এতিম; আশ্রয়শূন্য; নিরাশ্রয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবলম্ব; অবলম্বন}
  • Bengali Word নিরবয়ব Bengali definition [নিরবয়ব্‌] (বিশেষণ) অবয়ব নেই এমন; নিরাকার; মূর্তিহীন। □ (বিশেষ্য) ১ আল্লাহতা’আলা; উপনিষদের পরমব্রহ্ম। ২ পরমাণু; আকাশ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অবয়ব; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরভিমান Bengali definition [নিরোভিমান্‌] (বিশেষণ) ১ অভিমানহীন; অভিমান নেই এমন। ২ অহঙ্কারশূন্য; নিরহঙ্কার। নিরভিমানা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অভিমান; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরভিমানী(-নিন্‌) Bengali definition [নিরোভিমানি] (বিশেষণ) অভিমানশূন্য; নিরহঙ্কার; গর্বশূন্য। নিরভিমানিনী (স্ত্রীলিঙ্গ)। {নিঃ+অভিমানী}
  • Bengali Word নিরভ্র Bengali definition [নিরব্‌ভ্রো] (বিশেষণ) মেঘশূন্য। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অভ্র; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরমল Bengali definition ⇒ নির্মল
  • Bengali Word নিরমা, নিরমান, নিরমানো Bengali definition ⇒ নির্মা
  • Bengali Word নিরমিলু, নিরমিলুঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিরমিলু, নিরমিলুঁ] (ক্রিয়া) নির্মাণ করলাম (নিরমিলু দেহারা আপনি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নির্‌+√মা}
  • Bengali Word নিরম্বু Bengali definition [নিরম্‌বু] (বিশেষণ) ১ পানিহীন; জলশূন্য। ২ পানি পান করাও নিষিদ্ধ এমন (একে সমস্ত দিন নিরম্বু উপবাস-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অম্বু; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরর্গল Bengali definition [নিরর্‌গোল্‌] (বিশেষণ) ১ অর্গলহীণ; অপ্রতিবন্ধ; নির্বিঘ্ন (প্রবেশমার্গ নিরর্গল করিবার নিমিত্ত দন্তকাষ্ঠ দ্বারা সেই মহাগর্ত খনন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অবাধ; মুক্ত; উদ্দাম। □ (ক্রিয়াবিশেষণ) অবাধে; অনর্গল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অর্গল; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরর্থ Bengali definition [নিরর্‌থো] (বিশেষণ) অর্থহীন; যার কোনো অর্থ হয় না (ঐ তার গিরিদুর্গে অবরুদ্ধ নিরর্থ ভ্রূকুটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অর্থ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরর্থক Bengali definition [নিরর্‌থোক্‌] (বিশেষণ) ১ অর্থহীন; অনর্থক; নিষ্প্রয়োজন। ২ অকারণ; উদ্দেশ্যহীন; ব্যর্থ। □ (ক্রিয়াবিশেষণ) বৃথা; নিষ্ফল। নিরর্থ (বিশেষণ) অর্থহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অর্থক; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নিরল (প্রাচীন বাংলা) Bengali definition [নিরল্‌] (বিশেষণ) বিরল; জনশূন্য; নির্জন। {(তৎসম বা সংস্কৃত) বিরল>নিরল}
  • Bengali Word নিরলঙ্কার Bengali definition [নিরলোঙ্‌কার্‌] (বিশেষণ) অলঙ্কারশূন্য; আভরণ-হীন; নিরাভরণ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অলঙ্কার; বহুব্রীহি সমাস}