Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাখরা, নাখারা, ন্যাকরা Bengali definition [নাখোরা, নাখারা, ন্যাক্‌রা] (বিশেষ্য) ১ কৌতুক; তামাশা; নেকামি (নে রাখ, নেকরা করিসনে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; যাদের কাছে এইচি তারা কিছু বলচে না তোর বাবু অত ন্যাকরায় কাজ কিদীনবন্ধু মিত্র)। ২ ছলাকলাপূর্ণ হাবভাব বা অঙ্গভঙ্গি (আঁখি ঠারে নাচ করে হাসে মুচকিয়া না ভুলে হাতেম তার নাখারা দেখিয়া-সৈয়দ হামজা)। {(ফারসি) নখ্‌রাহ}
  • Bengali Word নাখারা Bengali definition ⇒ নাখরা
  • Bengali Word নাখুদা Bengali definition ⇒ নাখোদা
  • Bengali Word নাখুশ Bengali definition ⇒ নাখোশ
  • Bengali Word নাখেরাজ Bengali definition ⇒ নাখেরাজ
  • Bengali Word নাখোদা, নাখুদা Bengali definition [নাখোদা, নাখুদা] (বিশেষ্য) ১ অর্ণবপোতের অধ্যক্ষ; জাহাজের কাপ্তান। ২ যে ব্যক্তি জাহাজে মাল আমাদানি-রপ্তানি করে। ৩ জাহাজের মাল সরবরাহ-কারক। ৪ বোম্বাই প্রদেশের মুসলমানদের একটি সম্প্রদায় (নাখোদাদের তৈরি মসজিদ)। {(ফারসি) নাখুদা}
  • Bengali Word নাখোশ, নাখুশ Bengali definition [নাখোশ্‌, নাখুশ্‌] (বিশেষণ) অসন্তুষ্ট; অপ্রসন্ন; রুষ্ট (তার প্রতি নাখোশ হবেন না)। {(ফারসি) নাখুশ্‌}
  • Bengali Word নাগ ১ Bengali definition [নাগ্‌] (অব্যয়) লাগ; নাগাল; সঙ্গ (ও কুলত গেলেঁ যদি নাগ পাত্র কাহ্নে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন>}
  • Bengali Word নাগ ২ Bengali definition [নাগ্‌] (বিশেষ্য) ১ সাপ (লম্ফঝম্ফ ভূমিকম্প নাগ কূর্ম্ম লড়িছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হাতি (দিঙ্‌নাগ)। ৩ বাঙালি হিন্দুর উপাধিবিশেষ (মতিলাল নাগ)। নাগী, নাগিনী (স্ত্রীলিঙ্গ)। নাগকেমর, নাগেশ্বর (বিশেষ্য) ফুলবিশেষ ও তার গাছ (নাগকেশরের গন্ধে ভরপুর হলগৃহের প্রাঙ্গণ-মাহমুদা খাতুন সিদ্দিকা)। নাগগর্ভ (বিশেষ্য) নাগ অর্থাৎ সিসা থেকে প্রস্তুত সিঁদুর; মেটে সিঁদুর। নাগদন্ত (বিশেষ্য) ১ হাতির দাঁত। ২ দেয়ালে সংলগ্ন কাঠের গোঁজ যাতে বস্ত্রাদি ঝুলিয়ে রাখা হয়। নাগদমন (বিশেষ্য) ১ সাপুড়ে; সর্পবৈদ্য। ২ কৃষ্ণ। নাগদ্বীপ (বিশেষ্য) বর্তমান শ্রীলঙ্কার উপকূলবর্তী ক্ষুদ্র দ্বীপ; শ্রীলঙ্কার সঙ্গে সংলগ্ন বর্তমান জাফনা। নাগপঞ্চমী (বিশেষ্য) আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমী অথবা শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী; হিন্দুদের মনসাপূজার তারিখ। নাগপতি (বিশেষ্য) ঐরাবত, অনন্ত প্রভৃতি অষ্টনাগ। নাগপাশ (বিশেষ্য) ১ হিন্দু দেবতা বরুণের অস্ত্র; বরুণাস্ত্র ছাড়লে লক্ষ্যবস্তুকে সাপে বেড়িয়ে ধরে বলে বিশ্বাস। ২ দুশ্ছেদ্য বন্ধন (মায়ার নাগপাশ)। নাগপুষ্প (বিশেষ্য) নাগকেশর। নাগফণা, নাগফণী (বিশেষ্য) ফণী-মনসার গাছ। নাগবল্লরি, নাগবল্লি, নাগলতা (বিশেষ্য) পানের লতা বা পান গাছ। নাগমাতা (বিশেষ্য) ১ সার্পজননী; মনসা; কশ্যপ কন্যা; কদ্রু। ২ মসনা। নাগরাজ (বিশেষ্য) ১ সার্পরাজ বাসুকি বা অনন্ত। ২ ঐরাবত। নাগলোক (বিশেষ্য) পাতাল। নাগসিন্দুর (বিশেষ্য) মেটে সিঁদুর। অষ্টনাগ (বিশেষ্য) অনন্ত; বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীর, কর্কট, ও শঙ্খ-পুরাণোক্ত এই আটটি সর্প। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অ(অণ্‌)}
  • Bengali Word নাগর Bengali definition [নাগোর্‌] (বিশেষণ) ১ নগরসংক্রান্ত বা নগরজাত; পৌর; নাগরিক (নাগার সভ্যতা)। ২ নগরবাসী (গামক বসলে বোলিঅ গমার। নগরাহু নাগর বোলিঅ সঁসার-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) ১ প্রধানত অবৈধ প্রণয়ী (বাঙালী নাগর ধর্মের কাহিনী শোনে না-সৈয়দ মুজতবা আলী)। ২ শৌখিন রসিক পুরুষ; বিদগ্ধ জন। ৩ দেবনাগর অক্ষর; নাগরী। নাগরক (বিশেষ্য) ১ নগর-রক্ষক। ২ হাতের কাজে সুদক্ষ। ৩ চোর। ৪ দেবনাগরী অক্ষর। নাগরদোলা (বিশেষ্য) দোলনবিশেষ, যাতে কয়েক জন একত্রে বসে চারদিকে বা উপরে –নিচে ঘোরে বা পাক খায়। নাগরপনা, নাগরালি (বিশেষ্য) ১ নগরবাসী; সপ্রতিভ প্রগল্‌ভ রসিক; লম্পট; প্রেমিকের ভাব; নাগরের ভাব; প্রণয়ী। ২ প্রেমচাতুর্য। ৩ ব্যভিচার; লাম্পট্য। ৪ রসিকতা; বিদগ্ধতা। নাগরভূপ (বিশেষ্য) নাগরচূড়ামণি; নাগর প্রধান (কোন পথ দিয়া কেমন করিয়া আইল নাগরভূপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাগরী১ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রণয়িনী। ২ রসিকা (নারী চেনে নাগরী-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ নগরে বাস করে এমন; নগরবাসিনী। ২ ছলাকলাসম্পন্না। {(তৎসম বা সংস্কৃত) নগর+অ(অণ্‌)}
  • Bengali Word নাগরঙ্গ Bengali definition [নাগ্‌রঙ্‌গো] (বিশেষ্য) নারঙ্গি; লেবু। {(তৎসম বা সংস্কৃত) নাগরঙ্গ}
  • Bengali Word নাগরা ১ Bengali definition [নাগ্‌রা] (বিশেষ্য) ১ এক প্রকার চামড়ার জুতা। ২ শালি ধান বিশেষ। {নগর>}
  • Bengali Word নাগরা ২, নাগারা, নাগড়া ১ Bengali definition [নাগ্‌রা, নাগারা, নাগড়া] (বিশেষ্য) মৃত্তিকা বা ধাতুনির্মিত চর্মাবৃত বৃহৎ বাদ্যযন্ত্রবিশেষ; টিকারা (ধাঁধাঁ গুড়গুড় বাজে নাগারা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) নকাকরাহ}
  • Bengali Word নাগরাজ Bengali definition ⇒ নাগ২
  • Bengali Word নাগরারি, নাগরালী Bengali definition [নাগোরালি/নাগ্‌রালী] (বিশেষ্য) ১ নাগরের ভাব; প্রণয়ী। ২ প্রেম-চাতুর্য (আমাদের প্রেমগাথায় স্বর্গ-নরকের দ্বন্দ্ব নেই, আছে শুধু নির্লজ্জ নাগরালি-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ ব্যভিচার; লাম্পট্য (কুটিনীরে ফাঁকি দিয়া করে নাগরালী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ রসিকতা; বিদগ্ধতা। {(তৎসম বা সংস্কৃত) নাগর+ (বাংলা) আলি, আলী}
  • Bengali Word নাগরি, নাগড়া ২ Bengali definition [নাগ্‌রি, নাগ্‌ড়া] (বিশেষ্য) এক প্রকার মাটির কলস (গুড়ের নাগরি)। {(তুলনীয়) গাগরী}
  • Bengali Word নাগরিক Bengali definition [নাগোরিক্‌] (বিশেষণ) ১ শহুরে। ২ পৌরজন। ৩ রাষ্ট্রীয় (নাগরিক অধিকার)। ৪ নগরবাসী। ৫ নগর বা শহর সংক্রান্ত। □ (বিশেষ্য) রাষ্ট্রের অধিবাসী; citizen (বাংলাদেশের নাগরিক)। নাগরিকী (স্ত্রীলিঙ্গ)। নাগরিকা (বিশেষ্য), (বিশেষণ) নগরে বাসকারিণী; নগরবাসিনী। নাগরিয়া (বিশেষ্য) নগরের স্ত্রীলোক (সেই মত দেখ বুঝি নাগরিয়া সকলে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) নগর+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word নাগরিয়া Bengali definition [নাগোরিয়া] (বিশেষণ), (বিশেষ্য) নাগরিক; নগরবাসী (নাগরিয়া যত লোক করিল বিদায়-ময়মনসিংহ গীতিকা)। {নগর্‌>}
  • Bengali Word নাগরী ১ Bengali definition ⇒ নাগর
  • Bengali Word নাগরী ২ Bengali definition [নাগ্‌রি] (বিশেষ্য) দেবনাগরী অক্ষর। {(হিন্দি) নাগরী}
  • Bengali Word নাগলতা, নাগলোক, নাগসিন্দুর Bengali definition ⇒ নাগ২
  • Bengali Word নাগা ১ Bengali definition [নাগা] (বিশেষ্য) ১ উলঙ্গ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ২ ভারতের পর্বতবিশেষ। ৩ নাগা পর্বতবাসী জাতিবিশেষ। ৪ (মধ্যযুগীয় বাংলা) আটক (যখন পাকিবে খন্দ পাতিবে বিষম দ্বন্দ্ব দরিদ্রের ধানে দিবে নাগা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
  • Bengali Word নাগাত, নাগাদ, লাগায়েৎ Bengali definition [নাগাত্‌, নাগাদ্‌, লাগায়েত্‌] (অব্যয়) ১ হতে; থেকে (সোমবার নাগাত জ্বর)। ২ পর্যন্ত; অবধি (ঢাকা নাগাদ যাব; সন্ধ্যা লাগয়েৎ শক্তি পাইতে পারি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।ইস্তক নাগাত (অব্যয়) আগাগোড়া; আদ্যন্ত; প্রথম থেকে শেষ অবধি। {(আরবি) লাগায়াত}
  • Bengali Word নাগাধিপ, নাগাধিপতি Bengali definition [নাগাধিপ্‌, নাগধিপোতি] (বিশেষ্য) ১ নাগরাজ। ২ ঐরাবত। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অধিপ, অধিপতি}
  • Bengali Word নাগাধিপা Bengali definition [নাগাধিপা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মনসা। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অধিপা}
  • Bengali Word নাগান্তক Bengali definition [নাগান্‌তক্‌] (বিশেষ্য) ১ সর্পভুক; গরুড়। ২ ময়ূর। ৩ সিংহ। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অন্তক; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word নাগারা Bengali definition ⇒ নাকারা ও নাগরা২
  • Bengali Word নাগাল Bengali definition [নাগাল্‌] (বিশেষ্য) সামীপ্য; সংস্পর্শ; নৈকট্য (বিবেকের জ্ঞান যার পেল না নাগাল-রখা)। নাগাল পাওয়া (ক্রিয়া) ১ নৈকট্য লাভ করা (তার নাগাল পাওয়া ভার)। ২ আপন হিসাবে পাওয়া (বন্ধুর নাগাল পেলাম না-গান)। {(ফারসি) নাগূল অথবা (বাংলা) লাগ ((তৎসম বা সংস্কৃত) লগ্ন>লগ্‌গ>লাগ)>নাগ+আল=নাগাল}
  • Bengali Word নাগাড়, লাগাড় (বিরল) Bengali definition [নাগাড়্‌, লাগাড়্‌] (বিশেষণ) ১ বিরতিহীন; অবিরাম; একটানা (নাগাড় দশ দিন বৃষ্টি)। ২ অবিশ্রান্ততা; ক্রম (তবু দাওয়াতের নাগাড় মরিত না-আবুল মনসুর আহমদ)। নাগাড়ে (ক্রিয়াবিশেষণ) অবিশ্রান্তভাবে; ক্রমাগত; বিরামহীনভাবে; লাগাতার (এক নাগাড়ে দিন পনের কেটে গেল-মুহম্মদ আবদুল হাই)। {লাগা(=নাগ)+আড়}
  • Bengali Word নাগিনী, নাগী Bengali definition ⇒ নাগ২