Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word টাকা ২ Bengali definition [টাকা] (বিশেষ্য) ১ একশত পয়সার সমমানের মুদ্রা; মুদ্রাবিশেষ। ২ অর্থ; ধন (অনেক টাকা, টাকার মানুষ)। টাকা উড়ানো, টাকা ওড়ানো (ক্রিয়া) অর্থ অপব্যয় করা; টাকা পয়সা অযথা ব্যয় করা। টাকাওয়ালা (বিশেষণ) ধনী; ধনশালী; বিত্তবান। টাকাকড়ি (বিশেষ্য) অর্থ; ধন সম্পত্তি। টাকা করা (ক্রিয়া) টাকা জমানো; সঞ্চয় করা বা উপার্জন করা। টাকাটা সিকেটা (বিশেষ্য) কিছু অর্থ; যৎসামান্য পয়সাকড়ি। পয়সা (বিশেষ্য) অর্থ-সম্পত্তি; ধনদৌলত। টাকা ভাঙানো (ক্রিয়া) ১ টাকার বদলে খুচরা পয়সা নেওয়া। □(বিশেষ্য) টাকা ও খুচরা পয়সার বিনিময়। টাকার আণ্ডিল (বিশেষ্য) বিপুল ধনের অধিকারী ব্যক্তি। টাকা কুমির (বিশেষ্য) প্রভূত ধনশালী। টাকার গরম (বিশেষ্য) ধনদৌলতের অহঙ্কার; ধনগর্ব। টাকার মানুষ (বিশেষ্য) ধনী। টাকার মুখ দেখা (ক্রিয়া) ১ ধন সংগ্রহে সফল হওয়া। ২ নতুন পথে ভালো উপার্জন করা। টাকার যখ (বিশেষ্য) কুবের তুল্য ধনী; ধনকুবের। টাকার শ্রাদ্ধ (বিশেষ্য) অপরিমিত অর্থের অপব্যয়; বিপুল অর্থের অপচয়। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কা>}
  • Bengali Word টাকার Bengali definition [টাকার্‌] ((প্রাচীন বাংলা)) (বিশেষ্য) ১ ঘুষি। ২ ধারালো অস্ত্রবিশেষ (টাকারের ঘাএ কংসে লইব পরাণে-বড়ু চণ্ডীদাস)। {টৌকা>}
  • Bengali Word টাকাহার Bengali definition [টাকাহার] (বিশেষ্য) একপ্রকার সুগন্ধি লতা। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word টাকু, টাকুরা, টেকো, টাকুর Bengali definition [টাকু, টাকুরা, টেকো, টাকুর্‌] (বিশেষ্য) ১ সুতা কাটার ও জড়িয়ে রাখার এক প্রকার শলাকা; তকলি। ২ নাটাই। {(তৎসম বা সংস্কৃত) তর্কু>(প্রাকৃত) তক্কু>
  • Bengali Word টাগ Bengali definition [টাগ্‌] (বিশেষ্য) ১ চরণ (কেশের আগ, চুম্বয়ে টাগ-চণ্ডীদাস)। ২ জঙ্ঘা। ৩ হাঁটু। {(তৎসম বা সংস্কৃত) টঙ্গ(জঙ্ঘা)>}
  • Bengali Word টাঙন, টাংগন, টাঙ্গন Bengali definition [টাঙোন্‌, টাঙ্‌গোন্‌, টাঙ্‌গন] (বিশেষ্য) পার্বত্য অশ্ব; পাহাড়ি ঘোড়া। {(তৎসম বা সংস্কৃত) তুরঙ্গম}
  • Bengali Word টাঙা, টাংগা, টাঙ্গা, টোংগা, টোঙ্গা Bengali definition [টাঙা, টাঙ্‌গা, টাঙ্গা, টোঙ্গা] (বিশেষ্য) টাটু ঘোড়াবাহিত দুই চাকার গাড়িবিশেষ (তিনি মাত্র একটি সুটকেশ নিয়ে টাঙ্গায় করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। টাঙাওয়ালা (বিশেষ্য) টাটু ঘোড়া-বাহিত দুই চাকার গাড়ির চালক বা গাড়োয়ান (টাঙাওয়ালারা খালি গাড়ি, বোঝাই গাড়ি এমনি কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) tonga}
  • Bengali Word টাঙানো, টাঙ্গানো, টাঙ্গান Bengali definition [টাঙানো, টাঙ্‌গানো, টাঙ্‌গানো] (ক্রিয়া) ১ লটকানো; ঝুলিয়ে রাখা; ঝুলানো। ২ খাটানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থসমূহ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
  • Bengali Word টাঙি Bengali definitionটাংগি
  • Bengali Word টাঙ্গা ১, টাঙ্গাওয়ালা Bengali definition টাঙা
  • Bengali Word টাঙ্গি, টাঙি Bengali definition [টাঙ্‌গি, টাঙি] (বিশেষ্য) পরশু; কুঠার জাতীয় লৌহ নির্মিত অস্ত্রবিশেষ। {⇒ টাংগি}
  • Bengali Word টাঙ্গি, টাঙ্গী Bengali definitionটাংগি
  • Bengali Word টাট ১ Bengali definition [টাট্‌] (বিশেষ্য) ১ পূজায় ব্যবহৃত থালা; তাম্রপাত্রবিশেষ। ২ কাষ্ঠনির্মিত উচ্চাসন। ৩ গদি; সওদাগর বা মহাজনের বসার স্থান। ৪ কপটতা। ৫ মোহ। ৬ পর্দা; বেড়া। ৭ ক্যাম্বিসের কাপড় (ইউছুফ ঢাকয়া তায় গায়ে দিল টাট-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>}
  • Bengali Word টাট ৩ Bengali definition [টাট্‌] (বিশেষ্য) ১ দোষ; ত্রুটি; অপরাধ। ২ বিপদ; দুঃখ; ক্লেশ (কংশ শুনিলে পড়ি যাইবে টাটে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ত্রুটি> টুটা/টোট>টাট}
  • Bengali Word টাটকা Bengali definition [টাট্‌কা] (বিশেষণ) ১ সতেজ; তাজা (টাটকা মাছ, টাটকা ফল)। ২ আনকোরা; নতুন। ৩ সদ্যোজাত। {(তৎসম বা সংস্কৃত) তৎকাল>}
  • Bengali Word টাটানো, টাটান Bengali definition [টাটানো] (ক্রিয়া) টনটন করা; বেদনা করা; কঠিন যন্ত্রণাবোধ হওয়া (ফোঁড়াটা টাটাচ্ছে)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। টাটানি (বিশেষ্য) ১ বেদনা; ব্যথা। ২ টনটনানি। চোখ টাটানো (ক্রিয়া) অন্যের সৌভাগ্যে ঈর্ষা করা। {(তৎসম বা সংস্কৃত) √তট্‌>}
  • Bengali Word টাটি ১, টাটী ১, টাট্টি ১ Bengali definition [টাটি, টাটী, টাট্‌টি] (বিশেষ্য) ১ বাঁশের তৈরি বেড়া; ঝাঁপ; দরমার বেড়া। ২ আবরণ (এই সংসার ধোকার টাটী-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>}
  • Bengali Word টাটি ২, টাটী ২, টাঠি Bengali definition [টাটি, টাটি, টাঠি] (বিশেষ্য) ১ মাটির তৈরি ছোট পাত্রবিশেষ; মাটির ছোট খুরি (ভাণ্ড টাটী বাটাবাটী পরিপূর্ণ ঘর-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>}
  • Bengali Word টাটি ৩, টাটী ৩, টাট্টি ২ Bengali definition [টাটি, টাটি, টাট্‌টি] (বিশেষ্য) ১ পায়খানা; মলত্যাগের স্থান। ২ বাহ্য (টাট্টি যাওয়া, টাটী ফেরা)। {(তৎসম বা সংস্কৃত) তাম্রপাত্র>(পালি)তট্টক>; (তুলনীয়) (ইংরেজি) latrine}
  • Bengali Word টাটু, টাট্টু Bengali definition [টাটু, টাট্‌টু] (বিশেষ্য) ক্ষুদ্রকায় অশ্ববিশেষ; ছোট ঘোড়া; pony। {(হিন্দি) টাট্টু}টাট্টী ⇒ টাটি১, টাটি৩
  • Bengali Word টাণ্ডা, টাণ্ডাই Bengali definitionটণ্ডাই
  • Bengali Word টান Bengali definition [টান্‌] (বিশেষ্য) ১ আকর্ষণ। ২ ঝোঁক; বিশেষ আসক্তি (দেশের প্রতি টান)। ৩ নিঃশ্বাসের সঙ্গে ধূম শোষণ বা আকর্ষণ (সিগারেটে কয়েকটি টান দিয়ে বলল)। ৪ আসক্ত; মায়া; ভালোবাসা (নাড়ির টান)। ৫ অভাব; ঘাটতি (বিবাহ-বাড়িতে কোনো জিনিসের টান পড়েনি)। ৬ চাহিদার বৃদ্ধি (বাজারে মালের টান ধরেছে)। ৭ হাঁপানি; শ্বাসকষ্টের রোগবিশেষ (টানের ব্যারাম)। ৮ উচ্চারণভঙ্গি ও বাচনভঙ্গি (বরিশালের বিশেষ টান)। ৯ আঁকবার ভঙ্গি; রেখার ভঙ্গি (কলমের টানে মাত্রা হয়ে গেছে রেফ)। ১০ দাগ; রেখা; আঁচড়। ১১ অহঙ্কার; দেমাক (যার গোলায় ধান তার কথায় টান-প্রবাদ)। ১২ সুরের আলাপ বা তাল (প্রথম টান সুরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ১৩ খিঁচুনি; আগ্রহ; spasm। ১৪ উচ্চভূমি; জলাভূমির বিপরীত। ১৫ স্রোত (নদীতে খুব টান আছে)। □(বিশেষ্য), (বিশেষণ) আঁটসাঁট; দৃঢ়সংবদ্ধ। টান টান (বিশেষণ) ১ আঁটসাঁট। ২ অহমিকাপূর্ণ; চড়া; উগ্রভাবপূর্ণ। □(ক্রিয়াবিশেষণ) লম্বা হওয়া বা হাত পা টানা □ টাল
  • Bengali Word টানা ১, তানা Bengali definition [টানা, তানা] (বিশেষ্য) ১ কাপড়ের দৈর্ঘের দিকের সুতা। ২ দেরাজ। ৩ মেয়েদের নথ প্রভৃতির ভার হালকা করার উপযোগী ধাতব শিকলবিশেষ। টানা দেওয়া (ক্রিয়া) লম্বা করে ঝুলিয়ে দেওয়া বা টাঙানো। টানাপড়েন, টানাপোড়েন (বিশেষ্য) ১ দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের সুতা (তাহার পরনে মোটা ধুতি, এমন মোটা যে, উহার টানাপড়েনগুলি স্পষ্ট তাই চোখে পড়ে-মাহবুব-উল-আলম)। ২ তাঁতের দৈর্ঘ্যের দিকের ও আড় দিকের সুতা। ৩ পুনঃপুন ক্লান্তিকর গমনাগমন। {√টান্‌+আ}
  • Bengali Word টানা ২ Bengali definition [টানা] (ক্রিয়া) ১ আকর্ষণ করা (দড়ি টানা)। ২ অঙ্কন করা (লাইন টানা)। ৩ বহা; বহন করা (মোট টানা)। ৪ পক্ষপাতিত্ব করা। ৫ খাড়া করানো। ৬ খরচ কমানো; হিসাব করে চলা (টেনে চলা)। ৭ শোষণ করা (তামাক টানা)। ৮ শুষ্ক হওয়া (তরকারির ঝোল আরও না টানলে সুস্বাদু হইবে না)। ৯ মাদকদ্রব্যাদি পান করা। □(বিশেষণ) ১ চালিত; বাহিত (গরুতে টানা গাড়ি)। ২ টেনে চালানো হয় এমন (টানা পাখা)। ৩ ঋজু ও দীর্ঘ (টানা পথ)। ৪ বিরামহীন; নিরবচ্ছিন্ন (টানা দুই ঘন্টা)। ৫ মন্থন করা হয়েছে এমন; মাখন তোলা (টানা দুধ)। ৬ আয়ত; বিস্তৃত (টানা চোখ)। ৭ অঙ্কিত (মসি দিয়ে টানা রেখা)। টানা কাড়া (বিশেষ্য) ১ অনবরত গমানাগমন। ২ কাপড় বোনার সময়ে মাকুর পুনঃপুন গমনাগমন। টানা জাল (বিশেষ্য) একসঙ্গে বহু মাছ ধরার মতো অতিবৃহৎ জাল। টানা টানা (বিশেষণ) ১ বাঁকা; বক্র; লম্বা লম্বা (টানা টানা কথা)। ২ বিস্তৃত; আয়ন (টানা টানা চোখ)। টানা টানি (বিশেষ্য) ১ একে অপরকে টানা; পরস্পর আকর্ষণ (যমে মানুষে টানাটানি)। ২ অভাব; অনটন (টানাটানির সংসার-রাজিয়া খান)। {√টান্‌+আ}
  • Bengali Word টানান ১ Bengali definition [টানান্‌] (বিশেষ্য) অহংকার; দেমাক; গুমর। {টান+আন}
  • Bengali Word টানানো, টানান ২ Bengali definition [টানানো] (ক্রিয়া) লম্বা করে বাঁধা বা ঝুলিয়ে রাখা। টানা পাখা (বিশেষ্য) যে পাখা দড়ি দিয়ে হাতে অথবা যন্ত্রের সাহায্যে টেনে ব্যবহার করা হয়। টানাবুনা, টানাবোনা (বিশেষণ) ১ কষ্টে গেঁথে তোলা; জোড়াতাড়া দেওয়া (দুটো চারটে টানাবোনা কথার পরেই কথাসূত্র একেবারে ছিঁড়িয়া ঝাঁকা হইয়া গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। টানাহেঁচড়া (বিশেষ্য) ১ টানাটানি; অভাব। ২ অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক কাজে প্রবৃত্ত করার চেষ্টা। ৩ ধ্বস্তাধ্বস্তি করে কাজে লাগানোর চেষ্টা। একটানা (বিশেষণ) ক্রমাগত। দোটানা (বিশেষ্য), (বিশেষণ) দুই দিকের টান বা আকর্ষণ; উভয় সঙ্কট। {√টান্‌+আনো}
  • Bengali Word টানেল Bengali definition [টানেল্‌] (বিশেষ্য) পাহাড়ের তলা দিয়ে তৈরি রাস্তা; পর্বত ভেদ করে প্রস্তুত সুড়ঙ্গ (জামালপুর টানেল রাস্তা ভেদ করে প্রস্তুত একটা রাস্তা-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) tunnel}
  • Bengali Word টাপু Bengali definition [টাপু] (বিশেষ্য) ১ দ্বীপ। ২ উচ্চস্থান। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word টাপুর-টুপুর Bengali definition [টাপুর্‌-টুপুর্‌] (অব্যয়) ক্রমাগত মৃদু বৃষ্টি পতনের ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টাপেটোপে Bengali definition [টাপেটোপে] (ক্রিয়াবিশেষণ) ইশারায়; ইঙ্গিতে; ভাবভঙ্গিতে (তাই টাপে টোপে ধারে-ধারে-সৈয়দ মুজতবা আলী)। {টোপ+এ; (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)টাপ+এ}