Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ট্যাং, টেং, টাং ট্যাং Bengali definition [ট্যাং, ট্যাং, ট্যাং ট্যাং] (বিশেষ্য) অবজ্ঞা বা অসন্তোষের ভাবজড়িত ভ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>টং}
  • Bengali Word ট্যাংক, ট্যাঙ্ক Bengali definition [ট্যাঙ্‌ক্‌] (বিশেষ্য) ১ জল প্রভৃতি তরল পদার্থের বা গ্যাসের বড় আধার (পানির ট্যাঙ্ক থেকে টপ টপ করে পানি পড়তে লাগল-সৈয়দ শামসুল হক)। ২ কামানসংযুক্ত সাঁজোয়া গাড়ি। {(ইংরেজি) tank}
  • Bengali Word ট্যাংগস ট্যাংগস Bengali definition ট্যাঙস ট্যাঙস
  • Bengali Word ট্যাংরা Bengali definition টেংরা১
  • Bengali Word ট্যাক্স Bengali definition [ট্যাক্‌স্‌] (বিশেষ্য) খাজনা; রাজস্ব; কর; শুল্ক; মাসুল (তার তরকারীতে ও সরকারী কোন ট্যাক্স-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) tax}
  • Bengali Word ট্যাক্সি Bengali definition [ট্যাক্‌সি] (বিশেষ্য) ভাড়ায় যাত্রীবহনকারী মোটর গাড়ি; ভাড়াটে মোটরগাড়ি। {(ইংরেজি) taxi}
  • Bengali Word ট্যাঙস ট্যাঙস, টেঙস টেঙস Bengali definition [ট্যাঙোশ্‌ট্যাঙোশ্‌] (অব্যয়) শ্রান্তভাবে পা টেনে চলার ভাব; বহু কষ্টে টেনে টেনে চলবার ভাব। □(বিশেষণ) মন্দগতি। □(বিশেষ্য) উদ্দেশ্যবিহীন-ভাবে ঘুরে বেড়ানো। {ট্যাং(জঙ্ঘা)>}
  • Bengali Word ট্যাটন Bengali definition = টেঁটন
  • Bengali Word ট্যাটা Bengali definition টেঁটা
  • Bengali Word ট্যান্ডল Bengali definition টেন্ডল
  • Bengali Word ট্যাপা Bengali definition টেপা
  • Bengali Word ট্যাবলেট, টেবলেট Bengali definition [ট্যাব্‌লেট্‌] (বিশেষ্য) ১ ঔষধের বড়ি (আমাকে একশিশি ফ্লু টেবলেট দিয়ে যান-সৈয়দ মুজতবা আলী)। ২ মৃত ব্যক্তির স্মরণার্থ প্রাচীরগাত্রে লিপিবদ্ধ ফলক। {(ইংরেজি) tablet}
  • Bengali Word ট্যামট্যাম Bengali definition [ট্যাম্‌ট্যাম্‌] (অব্যয়) শুকনা চামড়া ও টিনের উপর ঘা মারার শব্দ। □(বিশেষ্য) ট্যামট্যাম শব্দকারী বাদ্যযন্ত্র। ট্যামট্যামি, ট্যামটেমি (বিশেষ্য) ট্যামট্যাম শব্দকারী বাদ্যযন্ত্র। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ট্যামাই Bengali definition টেমাই
  • Bengali Word ট্যারা Bengali definition টেরা
  • Bengali Word ট্যাসেল Bengali definition [ট্যাসেল্‌] (বিশেষ্য) ১ রেশমের থোপনা; রেশমি ঝাপ্পা (বাবুর ট্যাসেল দেওয়া টুপী-কালীপ্রসন্ন সিংহ)। ২ চুল বাঁধার উপরকরণবিশেষ; রেশমের থোপনা দেওয়া চুল বাঁধার দড়ি। {(ইংরেজি) tassel}
  • Bengali Word ট্রাংক, ট্রাঙ্ক Bengali definition [ট্রাঙ্‌ক্‌] (বিশেষ্য) টিন প্রভৃতি দ্বারা তৈরি বড় বাক্স; তোরঙ্গ। {(ইংরেজি) trunk}
  • Bengali Word ট্রাক Bengali definition [ট্রাক্‌] (বিশেষ্য) মালগাড়িবিশেষ; মালবাহী মোটরযান বিশেষ। {(ইংরেজি) truck}
  • Bengali Word ট্রাক্টর Bengali definition [ট্রাক্‌টর্‌] (বিশেষ্য) জমি চাষ করার জন্য ইঞ্জিনচালিত যন্ত্রবিশেষ। {(ইংরেজি) tractor}
  • Bengali Word ট্রাঙ্ক Bengali definition ট্রাংক
  • Bengali Word ট্রাজেডি Bengali definition ট্রাজেডি
  • Bengali Word ট্রান্সপোর্টেশন Bengali definition [ট্রান্‌স্‌পোর্‌টেশন্‌] (বিশেষ্য) দ্বীপান্তর; স্বদেশ থেকে বহিষ্করণ; নির্বাসন। {(ইংরেজি) transportation}
  • Bengali Word ট্রান্সফার, ট্র্যান্সফার Bengali definition [ট্রান্‌স্‌ফার্‌] (বিশেষ্য) বদলি; স্থানান্তর-করণ; স্থান পরিবর্তন। ট্রান্সফার সার্টিফিকেট (বিশেষ্য) এক বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমতিপত্র। {(ইংরেজি) transfer}
  • Bengali Word ট্রাফিক, ট্র্যাফিক Bengali definition [ট্রাফিক্‌, ট্র্যাফিক্‌] (বিশেষ্য) রাস্তায় লোক ও মালপত্র প্রভৃতির গমনাগমন। ট্রাফিকজ্যাম (বিশেষ্য) যানবাহনের অত্যধিক ঠাসাঠাসি অবস্থা। ট্রাফিক পুলিশ (বিশেষ্য) যানবাহন নিয়ন্ত্রণকারী পুলিশ। {(ইংরেজি) traffic}
  • Bengali Word ট্রাভেল Bengali definition ট্র্যাভেল
  • Bengali Word ট্রাম Bengali definition [ট্রাম্‌] (বিশেষ্য) লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুৎবাহিত (পূর্বে অশ্বচালিত) গাড়ি। {(ইংরেজি) tram}
  • Bengali Word ট্রাষ্ট Bengali definition ⇒ ট্রাস্ট
  • Bengali Word ট্রাস্ট, ট্রাষ্ট Bengali definition [ট্রাস্‌ট্‌] (বিশেষ্য) ন্যাস; স্থাপন; অর্পণ। ট্রাস্টি, ট্রাষ্টি, ট্রাষ্টী (বিশেষ্য) অর্পিত দ্রব্যের রক্ষাকারী। {(ইংরেজি) trust}
  • Bengali Word ট্রায়াল Bengali definition ট্রায়েল
  • Bengali Word ট্রায়েল, ট্রায়াল Bengali definition [ট্রায়েল্‌, ট্রায়াল্‌] (বিশেষ্য) ১ যাচাই করা; পরীক্ষা (মাকে বলা মাত্রই দুই ট্রায়েলের পরই ঠিক জিনিষ তৈরি করে দেন-সৈয়দ মুজতবা আলী)। ২ বিচার। {(ইংরেজি) trial}