Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ট্রিগার Bengali definition [ট্রিগার্‌] (বিশেষ্য) বন্দুকের ঘোড়া (সুযোগ বুঝিয়া তাঁহার পকেটস্থ পিস্তলের ট্রিগার টিপিয়া দেন-মোঃ ওয়ালিউল্লাহ)। {(ইংরেজি) trigger}
  • Bengali Word ট্রে Bengali definition [ট্রে] (বিশেষ্য) বারকোশ; খুঞ্জা; দ্রব্য বহনের থালাবিশেষ। {(ইংরেজি) tray}
  • Bengali Word ট্রেজারি Bengali definition [ট্রেজারি] (বিশেষ্য) সরকারি কোষাগার; ধনাগার; খাজাঞ্চিখানা। {(ইংরেজি) treasury}
  • Bengali Word ট্রেঞ্চ Bengali definition [ট্রেন্‌চ্‌] (বিশেষ্য) পরিখা; খাত; খাদ বা খানাবিশেষ (এই সাতদিন ধরে একরোখা ট্রেঞ্চে কাদায় শুয়ে শুয়ে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) trench}
  • Bengali Word ট্রেডমার্ক Bengali definition [ট্রেড্‌মার্‌ক্‌] (বিশেষ্য) পণ্যচিহ্ন (রেজিস্টার্ড ট্রেড মার্ক)। {(ইংরেজি) trade mark
  • Bengali Word ট্রেন Bengali definition [ট্রেন্‌] (বিশেষ্য) রেলগাড়ি; রেললাইনের উপরে ইঞ্জিনের দ্বারা চালিত বগিসমূহ (জীবনের ট্রেন চলেছে ছুটে-আশরাফ সিদ্দিকী)। {(ইংরেজি) train}
  • Bengali Word ট্রেসপাস Bengali definition [ট্রেস্‌পাস্‌] (বিশেষ্য) অনধিকার প্রবেশ; অন্যের এলাকায় প্রবেশ। {(ইংরেজি) trespass}
  • Bengali Word ট্র্যাজিডি, ট্র্যাজেডি, ট্রাজেডি Bengali definition [ট্র্যাজিডি, ট্র্যাজেডি, ট্র্যাজেডি] (বিশেষ্য) ১ শোকাবহ ঘটনা বা ব্যাপার; দুঃখজনক ব্যাপার বা ঘটনা (বেচারাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডী-কাজী নজরুল ইসলাম)। ২ দুঃখজনক অবস্থা বা ঘটনাসংবলিত রচনা বা বিয়োগান্ত নাটকাদি। গ্রিক ট্র্যাজিডি (বিশেষ্য) বিশেষ লক্ষণযুক্ত বিষাদাত্মক রচনা। ট্র্যাজিক (বিশেষণ) বিয়োগান্ত; বিষাদময় (তার ট্র্যাজিক পরিণামের কাহিনী-আনিসুজ্জামান)। {(ইংরেজি) tragedy}
  • Bengali Word ট্র্যাডিশন Bengali definition [ট্র্যাডিশন্‌] (বিশেষ্য) ঐতিহ্য (অভিজাত বংশের ট্র্যাডিশন অর্থাৎ ঐতিহ্যনির্ভর পটভূমি না থাকলে-আ.ন.ম. বজলুর রশীদ)। {(ইংরেজি) tradition}
  • Bengali Word ট্র্যাভেল, ট্রাভেল Bengali definition [ট্র্যাভেল্‌, ট্রাভেল্‌] (বিশেষ্য) ভ্রমণ; পর্যটন। {(ইংরেজি) travel}
  • Bengali Word টয়ে বাঁধা Bengali definition [টয়ে বাঁধা] (বিশেষণ) ১ যার মাথার চাদর পাগড়ির মতো জড়ানো; ফ্যাঁটা-বাঁধা (টয়ে বাঁধা ইংরেজী ওয়ালা দরখাস্ত লিখছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ ঢাকের উপর শোভিত ময়ূরপুচ্ছ প্রভৃতি। {টই+এ>+বাঁধা}