Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word টপ ৩ Bengali definition [টপ্‌] (বিশেষ্য) ১ রৌদ্র বৃষ্টি ইত্যাদি নিবারণ করার আচ্ছাদন বিশেষ। ২ উপরের আচ্ছাদন বা আবরণ। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভ}
  • Bengali Word টপকা Bengali definition [টপ্‌কা] (বিশেষণ) অপ্রত্যাশিত; আলটপকা। □(ক্রিয়াবিশেষণ) সহসা; অকস্মাৎ। □(বিশেষ্য) উল্লাম্ফন; লাফিয়ে পার হওন। {√টপকা}
  • Bengali Word টপকানো, টপকান Bengali definition [টপ্‌কপনো] (ক্রিয়া) ১ অতিক্রম করা; উল্লঙ্ঘন করা; ডিঙিয়ে যাওয়া; লাফ দিয়ে পার হওয়া। □(বিশেষ্য) লাফিয়ে পার হওয়া; উল্লঙ্ঘন। □(বিশেষণ) উল্লঙ্ঘিত। {√টপকা+আনো}
  • Bengali Word টপটপ Bengali definition [টপ্‌টপ্‌] (অব্যয়) ১ তরল পদার্থের একাধিক ফোঁটা পড়ার শব্দ। ২ ক্রমান্বয়ে অতি দ্রুত পতন সূচক শব্দ (টপটপ করে রক্ত পড়ছে)। ৩ যন্ত্রণা বা বেদনাসূচক শব্দ। টপটপানি (ক্রিয়া) ১ টপ টপ শব্দে তরল পদার্থের ফোঁটা পড়া। ২ টপ টপ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া। ৩ যন্ত্রণা হওয়া। টপাটপ (অব্যয়) অতি দ্রুত গলাধঃকরণ বোধক (টপাটপ গেলা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টপ্পর Bengali definition [টপ্‌পর্] (বিশেষ্য) গোয়ালের ছাউনি; বাঁশ ও চাটাই দিয়ে প্রস্তুত ছাউনি যা গরুর গাড়িতে ব্যবহার করা হয়। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>ছত্‌তর>; (তুলনীয়) (হিন্দি) ছপ্‌পর}
  • Bengali Word টপ্পা Bengali definition [টপ্‌পা] (বিশেষ্য) ১ সঙ্গীতের প্রকারভেদ বিশেষ। ২ প্রণয় সঙ্গীত; আদিরসের গানবিশেষ। টপ্পাবাজ (বিশেষ্য) ১ টপ্পা গানে নিপুণ। ২ স্ফুর্তিবাজ। টপ্পামারা (ক্রিয়া) দায়িত্বহীন আমোদ-প্রমোদ জীবন যাপন করা। {(হিন্দি) টপ্পা
  • Bengali Word টব Bengali definition [টব্‌] (বিশেষ্য) ১ কাঠ বা টিনের তৈরি জলপাত্র বা বালতি। ২ জল রাখার অথবা ফুলগাছ রোপন করার মৃৎপাত্রবিশেষ। {(ইংরেজি) Tub}
  • Bengali Word টব টব Bengali definition [টব্‌টব্‌] (অব্যয়) ১ জল আন্দোলিত হওয়ার শব্দ; পানি পড়ার শব্দ। ২ পানি দিয়ে পাত্র পূর্ণ হওয়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টবর Bengali definition [টবোর্‌] (বিশেষ্য) ১ ‍কুটির; কুঁড়েঘর। ২ জলাশয়। ৩ আত্মীয়স্বজন; জ্ঞাতিগুষ্টি; পরিবারপরিজন (আপন টবর নিয়া বসিল অনেক মিঞা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(হিন্দি) টাবর}
  • Bengali Word টম-হ্যারি, টম-ডিক-হ্যারি Bengali definition [টম্‌হ্যারি, টম্‌ডিক্‌হ্যারি] (বিশেষ্য) ইউরোপের সাধারণ লোক। {(ইংরেজি) Tom-Dick & Harry}
  • Bengali Word টমক Bengali definition [টমক্‌] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (রণশিঙ্গা কাড়া পড়া টমক-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word টমটম Bengali definition [টম্‌টম্‌] (বিশেষ্য) এক ঘোড়ায় টানা দুই চাকার গাড়ি; একটি অশ্ববাহিত দ্বিচক্রযান; এক্কা; টাঙ্গা। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) (ইংরেজি) tandem}
  • Bengali Word টমিগান Bengali definition [টোমিগান্‌] (বিশেষ্য) আগ্নেয়াস্ত্রবিশেষ (গুলি করার জন্য তৈরি তাদের কাঁধে ঝুলছে টমিগান-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) tommy gun}
  • Bengali Word টমেটো, টোম্যাটো Bengali definition [টমেটো, টোম্যাটো] (বিশেষ্য) সবজি শ্রেণির ফলবিশেষ; আনাজবিশেষ; বিলাতি বেগুন; টক বেগুন (সঙ্গে সঙ্গে ফুলে উঠল কপালের বাম দিকে টোম্যাটোর মত-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) Tomato}
  • Bengali Word টরকানো Bengali definition [টর্‌কানো] (ক্রিয়া) লাফ দেওয়া; বেগে গমন করা; ঠিকরিয়ে যাওয়া (টরকিয়া যার ময়নামতী গরদানত ধরিল-মানিক রাজার গান)। {(হিন্দি) টরকানা}
  • Bengali Word টর্চ Bengali definition [টর্‌চ্‌] (বিশেষ্য) ব্যাটারির সাহায্যে জ্বরে এমন বৈদ্যতিক আলোবিশেষ; মশাল (টর্চ জ্বেলে পথ দেখাচ্ছে-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) Torch}
  • Bengali Word টর্নি, এটর্নি Bengali definition [টোর্‌নি, অ্যাটোর্‌নি] (বিশেষ্য) আমমোক্তার; অ্যাটির্নি; মালিকের পক্ষে নিযুক্ত কার্যকারক। {(ইংরেজি) Attorney}
  • Bengali Word টর্নেডো Bengali definition [টর্‌নেডো] (বিশেষ্য) প্রচণ্ড ঘূর্ণিবাত; ঘুর্ণিঝড় (গেছি গেছি, গেচে গান-এ যে শব্দের টর্নেডো বহমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {স্পে. tornado}
  • Bengali Word টর্পেডো Bengali definition [টর্‌পেডো] (বিশেষ্য) ১ জাহাজ ধ্বংসকারী বিস্ফোরক; ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করে জাহাজ উড়িয়ে দেওয়ার বিস্ফোরক (আমি ভরা তরী করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন-কাজী নজরুল ইসলাম)। ২ বিদ্যুৎ শক্তিসম্পন্ন মৎস্যবিশেষ। {(ইংরেজি) Torpedo}
  • Bengali Word টল ১ Bengali definition [টল্‌] (বিশেষ্য) ১ পায়চারিকরণ; টহল। ২ প্রহরীর কর্ম। টহল দেওয়া (ক্রিয়া) পাহারা দেওয়া; পায়চারি করে চৌকি দেওয়া। {হ. টহল>}
  • Bengali Word টল ২ Bengali definition [টল্‌] (বিশেষ্য) ১ টলন; নড়ন; বিচলন; স্খলন; স্থানচ্যুতি। ২ বিহবলতা; বিমুগ্ধতাদ; বিবশতা। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌}
  • Bengali Word টলটল Bengali definition [টল্‌টল্‌] (অব্যয়) ১ পানি নড়ার শব্দ। ২ কানায় কানায় পরিপূর্ণ পাত্রে তরল পদার্থে সামান্য আন্দোলিত হওয়ার ভাবপ্রকাশ; স্বচ্ছতার ভাব (পুকুরে পানি টলমল করছে)। □(বিশেষণ) অস্থির; চঞ্চল। □(ক্রিয়াবিশেষণ) আন্দোলিত। টলমলানি (বিশেষ্য) ১ টলটল করার ভাব। ২ আন্দোলিত হয়ে পড়ার উপক্রম হয়েছে এমন; পড়ার বা পতনের অবস্থা; পতনোন্মুখ অবস্থা (গদি টলটলায়মান)। টলটলানো (ক্রিয়া) টলটল করা। টলটলে (বিশেষণ) ১ মালিন্যহীন; অনাবিল; স্বচ্ছ। ২ তরলতার জন্য ঈষৎ আন্দোলনশীল; স্বচ্ছ। টলট্টল (অব্যয়) ১ কানায় কানায় পূর্ণ তরল পদার্থের ঈষৎ বিক্ষুব্ধ ও আন্দোলিত অবস্থা (টলট্টল কলক্কল তরঙ্গ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌+অ(অপ্‌/ঘঞ্‌)>}
  • Bengali Word টলন Bengali definition [টলোন্‌] (বিশেষ্য) ১ নড়ন; বিচলিত হওয়া; স্খলন; স্থানচ্যুত হওয়া। ২ বিহবলতা; বিবশতা; মুগ্ধতা। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word টলবল Bengali definition [টল্‌বল্‌] (অব্যয়) ১ টলে পড়ার ভাব; পড়ো পড়ো ভাব (টলবল করে যেন পদ্ম পত্রের বারি-মানিক গাঙ্গুলী)। □(বিশেষণ) ১ কম্পিত। ২ সঞ্চালিত; আলোচিত। ৩ আন্দোলিত হচ্ছে বা দুলছে এমন; দোলায়মান; চঞ্চল। টলবলানি (বিশেষ্য) আন্দোলন। টলবলানো (ক্রিয়া) টলমল করা; আন্দোলিত করা (নাঅ টলবলাএ-বড়ু চণ্ডীদাস)। {টলমল>}
  • Bengali Word টলমল, টলোমলো Bengali definition [টল্‌মল্‌, টলোমলো] (বিশেষণ) ১ ঘন ঘন আন্দোলিত; বিচলিত, কম্পিত। ২ পতনোন্মুখ। ৩ সংশয়াপন্ন; সংশয়াকুল (মুহূর্তে হইবে শান্ত টলমল প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ পরিপূর্ণ; উচ্ছলিত (দিক্‌বিদিক্‌ ভেদ নাই টলমল সব ঠাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৫ দোলায়মান। □(অব্যয়) পড়ে পড়ে এমন ভাব; ঘন আন্দোলনের ভাব; হেরাদোলায় ভাব (টলোমলো নয়নের প্রান্তে জাগে বিমুগ্ধ বিস্ময়-রখা)। টলমলানি (বিশেষ্য) টলমলকরণ; টলমলে অবস্থা। টলমলানো (বিশেষ্য) টলমলানি। □(ক্রিয়া) টলমলে অবস্থা। টলমলায়মান, টলমলে (বিশেষণ) ১ টলমল করছে এমন; দোলায়মান। ২ অনির্দিষ্ট; সংশয়পূর্ণ (তার উপর ছিলো তার লেখা থেকে সতত টলমলায়মান আয়-বুদ্ধদেব বসু)। ৩ পতনোন্মুখ। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌>টল+অনু, মল}
  • Bengali Word টলা Bengali definition [টলা] (ক্রিয়া) ১ চঞ্চল হওয়া, বিচলিত হওয়া। ২ আন্দোলিত হওয়া; কম্পিত হওয়া। ৩ পতনোন্মুখ হওয়া। ৪ ব্যতিক্রম হওয়া; অন্যথা হওয়া; নড়চড় হওয়া; নড়ে যাওয়া। ৫ স্খলিত হওয়া; বিচ্যুত হওয়া; ভ্রষ্ট হওয়া। টলাটলি (বিশেষ্য) ক্রমাগত টলার অবস্থা বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌+(বাংলা) আ}
  • Bengali Word টলানো, টলান Bengali definition [টলানো] (ক্রিয়া) ১ টলিয়ে বা নড়িয়ে দেওয়া; আন্দোলিত করা (যার রূপ আছে সে রূপ দিয়েই মন টলায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্যথা করানো। ৩ স্থানচ্যুত করা; নড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌+ণিচ্‌+(বাংলা) আনো}
  • Bengali Word টস, টসটস Bengali definition [টশ্‌, টশ্‌টশ্‌] (অব্যয়) ১ তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ। ২ রসে পরিপূর্ণতার ভাবসূচক। ৩ পেকে ওঠার ভাবসূচক (ফোঁড়াটা পেকে টসটস করছে)। টসটসানি (বিশেষ্য) ১ ফোঁটা করে পড়ার ভাব। ২ রসে পরিপূর্ণতার ভাব। ৩ পরিপক্বতার ভাব। টসটসানো (ক্রিয়া) ১ চুইয়ে পড়া; টসটস করে বিন্দু পতন। ২ পেকে রসে পূর্ণ হওয়া। ৩ পেকে ওঠার দরুণ বেদনা হওয়া বা টনটন করা (ফোঁড়াটা টসটসাচ্ছে)। টসটসে (বিশেষণ) ১ রসে ভর্তি হওয়ার ভাব (বাগানের টসটসে ফলের সুরভি-শামসুর রাহমান)। ২ পূর্ণ হওয়ার ভাব। {ধ্বন্যাত্মক>⇒ টুসটুস}
  • Bengali Word টসকানো, টসকান Bengali definition [টশ্‌কানো] (ক্রিয়া) ১ ভাঙা; ভগ্নস্বাস্থ্য হওয়া (শরীরখানা বেশ টসকেছে)। ২ সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (টসকায় তো মচকায় না)। ৩ নিটোল ভাব নষ্ট হওয়া; মজে যাওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {√টসকা+আনো; (তুলনীয়) (হিন্দি) টস্‌কনা}
  • Bengali Word টহল Bengali definition [টহোল্‌] (বিশেষ্য) ১ পদচারণ; পর্যটন; ঘোরাফেরা। ২ প্রহরার জন্য পদচারণ (সৈনিক টহল দিয়ে বেড়াচ্ছে--মুনীর চৌধুরী)। ৩ ভিক্ষার জন্য অথবা বিনা কারণে গান গেয়ে বেড়ানো। টহলদার, টহলিয়া (বিশেষ্য) যে টহল দেয়; চৌকিদার; প্রহরী। □(বিশেষ্য), (বিশেষণ) যে অকারণে বাড়ি বাড়ি ঘোরে অথবা ভিক্ষা করে বেড়ায়। টহলদারি (বিশেষ্য) ১ পায়চারি; পর্যটন। ২ খবরদারি করণ। ৩ ভিক্ষার জন্য গান গেয়ে দ্বারে দ্বারে পর্যটন। টহলানো, টহলান (ক্রিয়া) ১ টহল দেওয়ান। ২ টহল দেওয়া। ৩ ঘোড়াকে হাঁটানো বা পায়চারি করানো। {(হিন্দি) টহল}