ছ পৃষ্ঠা ৬
- Bengali Word ছালামত Bengali definition ⇒ সালামত
- Bengali Word ছালিক্য Bengali definition [ছালিক্কো] (বিশেষ্য) নৃত্যবিশেষ (চক্ষু খুলে ব্রহ্মা দেখেন দেবতারা ছালিক্য নৃত্য করছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ছার>ছাল>}
- Bengali Word ছালেক Bengali definition ⇒ সালেক
- Bengali Word ছাড় Bengali definition ছাড় [ছাড়্] (বিশেষ্য) ১ বর্জন; পরিত্যাগ (ছাড় পাড়)। ২ অনুমতি (ছাড়পত্র)। ৩ মুক্তি। ৪ বিরাম; অবসর। ৫ খালাস মুক্তি বা গ্রহণ করার অনুমতিপত্র; ছাড়পত্র। ছাড়পত্র (বিশেষ্য) শুল্কমক্তি বা গমনাগমনের অনুমতিপত্র; passport; স্বীকৃতি (গদ্য কাব্য আজকাল ছাড়পত্র পেয়েছে সবার-রখাঁ)। {(তৎসম বা সংস্কৃত) √ছর্দ>(প্রাকৃত) ছড্ড>ছাড়}
- Bengali Word ছাড়া Bengali definition [ছাড়া] (ক্রিয়া) ১ বর্জন করা; ত্যাগ করা; পরিত্যাগ করা (বাড়ি ছাড়া)। ২ বদলানো; পরিবর্তন করা (পোশাক ছাড়া)। ৩ যাত্রা করা; রওনা হওয়া (স্টিমার ছাড়া)। ৪ মুক্তি দেওয়া (জেল থেকে ছাড়া)। ৫ দূর হওয়া (চিন্তা ছাড়া)। ৬ নিষ্কৃতি দেওয়া (না খেয়ে ছাড়বো না)। ৭ উপেক্ষা করা; বাদ দেওয়া (ওর কথা ছেড়ে দাও)। ৮ শিথিল হওয়া; খোলা (বাঁধন ছাড়া)। ৯ স্বর উচ্চে তোলা (গলা ছেড়ে ডাক দেওয়া)। ১০ ডাকে দেওয়া (চিঠি ছাড়া)। ১১ স্পন্দনহীন হওয়া (নাড়ি ছাড়া)। ১২ প্রসব করা (ডিম ছাড়া)। ১৩ নিক্ষেপ করা (বাণ ছাড়া) □(বিশেষণ) ১ পরিত্যাগ করা হয়েছে এমন; পরিত্যাগ। ২ মুক্ত; বন্ধনহীন (ছাড়া বনের পাখি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বঞ্চিত (মা ছাড়া)। ৪ বর্জিত (লক্ষ্মীছাড়া)। ৫ বহির্ভূত (সৃষ্টিছাড়া)। □(বিশেষ্য) ১ উপরোক্ত ক্রিয়ার সব অর্থে। ২ মুক্তি; খালাস; রেহাই। □(অব্যয়) ব্যতীত (তাছাড়া, এছাড়া)। ছাড়া ছাড়া (বিশেষণ) বিরল; মধ্যে মধ্যে; ফাঁক বা ব্যবধান রাখা; দূর দূর; ফাঁক ফাঁক। ছাড়ানো (ক্রিয়া) ১ ত্যাগ বা বর্জন করানো (নেশা ছাড়ানো)। ২ তাড়ানো (ভূত ছাড়ানো)। ৩ পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো)। ৪ মুক্ত হওয়া (হাত ছাড়ানো)। ৫ মুক্ত করা; খালাস করা; উদ্ধার করা (হাজত থেকে ছাড়ানো)। ৬ শিথিল বা শ্লথ করা; খোলা (জট ছাড়ানো)। ৭ দূর করা; বাদ দেওয়া (খোসা ছাড়ানো)। □(বিশেষ্য) মুক্ত; উদ্ধার লাভ; খালাস। □(বিশেষণ) মুক্ত; বর্জিত; বিদূরিত। উক্ত অর্থ সমূহে। {ছাড়+আ}
- Bengali Word ছায়া Bengali definition [ছায়া] (বিশেষ্য) ১ আলোক রশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উৎপন্ন প্রতিবিম্ব। ২ ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব; অশরীরী অবয়ব। ৩ রৌদ্রাভাব। ৪ প্রতিরূপ; একরূপতা; তুল্যতা; সাদৃশ্য। ৫ অন্ধকার। ৬ দীপ্তি; ঔজ্জ্বল্য। ৭ আশ্রয়। ৮ সূর্যপত্নী। ছায়াকর (বিশেষণ) ১ ছায়া করে এমন। ২ ছত্রধর; ছাতাধারী। ছায়াকরী (স্ত্রীলিঙ্গ)। ছায়াচিত্র (বিশেষ্য) ১ সিনেমার ছবি। ২ ফটোগ্রাফ; আলোকচিত্র। ছায়াচ্ছন্ন (বিশেষণ) ১ ছায়া দ্বারা আচ্ছন্ন; ছায়ায় ঢাকা। ২ অন্ধকার। ছায়াতরু (বিশেষ্য) ১ ছায়াপ্রধান তরু; যে বৃক্ষের ছায়া বহুদূর বিস্তৃত (পার হয়ে এসেছ মরু নাই যে সেথায় ছায়তরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বটবৃক্ষ। ছায়াদেহ (বিশেষ্য) অশরীরী বা কায়াহীন মূর্তি; ভূত। ছায়ানট (বিশেষ্য) একটি রাগিণীর নাম (আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল-কাজী নজরুল ইসলাম)। ছায়াপথ (বিশেষ্য) পুঞ্জীভূত নক্ষত্রসমূহ বা নীহারিকা দ্বারা শুভ্র জ্যোতির্ময় আকাশপথ; আকাশগঙ্গা; glaxy; Milky Way (চাঁদের কুমারী ফেরে একাকিয়া ছায়াপথ ছায়াবাটে-জসীমউদ্দীন)। ছায়া পুরুষ (বিশেষ্য) শূন্যে দৃশ্যমান দেহীর অনুরূপ ছায়া বা প্রতিবিম্বাত্মক মূর্তি। ছায়াবাজি (বিশেষ্য) ছায়ার বা ম্যাজিক লন্ঠনের খেলা। ছায়া মণ্ডপ (বিশেষ্য) ১ চাঁদোয়া দ্বারা আবৃত স্থান। ২ ছাদনাতলা। ছায়াময় (বিশেষণ) ছায়াবৃত। ছায়া মাড়ানো (ক্রিয়া) কাছে যাওয়া; নিকটে যাওয়া। ছায়ামূর্তি (বিশেষ্য) ছায়াকৃতি দেহ; বায়বীয় শরীর; অশরীরী কায়া। {(তৎসম বা সংস্কৃত) √ছো+য+আ(টাপ্)}
- Bengali Word ছায়েল Bengali definition ⇒ সায়েল
- Bengali Word ছি, ছিঃ, ছ্যাঃ Bengali definition [ছি, ছিহ্, ছ্যাহ্] (অব্যয়) ঘৃণা, নিন্দা বা লজ্জাব্যঞ্জক শব্দ। ছি-ছি (বিশেষ্য) ধিক্কার নিন্দা ঘৃণা বা লজ্জা প্রকাশ। ছি-ছি করা (ক্রিয়া) নিন্দা করা; ধিক্কার দেওয়া; ঘৃণা করা; অপবাদ দেওয়া; লজ্জা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধিক্ ধিক্>(প্রাকৃত) ছি ছি}
- Bengali Word ছিঁচকা ১, ছিঁচকে ১, ছিচকা, ছিচকে Bengali definition [ছিঁচ্কা, ছিঁচ্কে, ছিচ্কা, ছেচ্কে] (বিশেষ্য) লোহার সরু শিক যা দিয়ে হুঁকার নল পরিষ্কার করা হয়। {(ফারসি) সীখ্য়াহ্}
- Bengali Word ছিঁচকা ২, ছিঁচকে ২ Bengali definition [ছিঁচ্কা, ছিঁচ্কে] (বিশেষণ) তুচ্ছ বস্তু চুরি করে এমন; সামান্য জিনিসও চুরি করে এমন (ছিঁচকা চোর)। {(তৎসম বা সংস্কৃত) সূচক>ছুচকা}
- Bengali Word ছিঁচকাঁদুনে Bengali definition [ছিচ্কাঁদুনে] (বিশেষণ) অল্পেই কেঁদে ফেলে এমন। (ছেলেবেলায় আমি যা ছিঁচকাঁদুনে ছিলাম-আজা)। ছিঁচকাঁদুনী (স্ত্রীলিঙ্গ)। {ছিছি+(তৎসম বা সংস্কৃত) ক্রন্দন>কাঁদন+ইয়া>}
- Bengali Word ছিঁচে-পানি (বিরল) Bengali definition [ছিঁচেপানি] (বিশেষ্য) ছিটা পানি বা পানির ছিটা (ছিঁচে-পানি আর মিছে কথা মানুষের গায়ে বড্ড লাগে না-কাজী নজরুল ইসলাম)। {ছিটা>+পানি}
- Bengali Word ছিঁড়া Bengali definition ⇒ ছেঁড়া
- Bengali Word ছিচকা, ছিচেকে Bengali definition ⇒ ছিঁচকা১
- Bengali Word ছিজ্জিন (বিরল) Bengali definition [ছিজ্জিন্] (বিশেষ্য) মরণান্তর পাপীদের আবাসস্থল; দোজখ; নরক (ছিজ্জিন মোকামে রহে নানা বিড়ম্বনে-হেয়াত মাহমুদ)। {(আরবি) সিজ্জীন}
- Bengali Word ছিট ১ Bengali definition [ছিট্] (বিশেষ্য) ১ ফোঁটা; বিন্দু; দাগ (কাদার ছিটা)। ২ নকশার ছাপমারা কাপড় (ছিট কাপড়)। ৩ সামান্য পাগলামি; বাতিক (তার মাথায় ছিট আছে)। ৪ লক্ষণ; চিহ্ন; আভাস (পাগলামির ছিট)। {(তৎসম বা সংস্কৃত) চিত্র>; (তুলনীয়) (হিন্দি) ছীট}
- Bengali Word ছিট ২ Bengali definition [ছিট্] (বিশেষ্য) ১ টুকরা; খণ্ড। ২ অবশিষ্ট; শেষ (কাজের ছিট)। ৩ বিচ্ছিন্ন ফালি বা টুকরা (ছিট জমি)। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্>; (তৎসম বা সংস্কৃত) শিষ্ট>(প্রাকৃত) সিট্ঠ>}
- Bengali Word ছিটকানি ১ Bengali definition [ছিট্কানি] (বিশেষ্য) ছিটকে পড়া জল-কাশীরাম দাস জাতীয় পদার্থ। {√ছিটকা+আনি}
- Bengali Word ছিটকানো, ছিটকনো Bengali definition [ছিট্কানো, ছিট্কনো] (ক্রিয়া) ১ ছিটানো; বিক্ষিপ্ত করা; ছড়ানো। ২ ঠিকরানো; সজোরে নিক্ষেপ করা বা নিক্ষিপ্ত হওয়া। ৩ বেগে ধাবন; ঠিকরিয়ে যাওয়া (ছিটকাইয়া গিয়া সাধুর বেটী শক্তিকে সাত ঘা খ্যাংরা মারিয়া গর্জিয়া উঠে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√ছিটকা+আনো}
- Bengali Word ছিটকিনি, ছিটকানি ২ Bengali definition [ছিট্কিনি, ছিট্কানি] (বিশেষ্য) হুড়কাবিশেষ; দরজা জানালা প্রভৃতি বন্ধ করার খিল বা কীলক (দরজার ছিটকিনিটা খুলে ফেলল-আলাউদ্দীন আল আজাদ)। {(হিন্দি) সিটকিনী}
- Bengali Word ছিটন, ছিটনো Bengali definition ⇒ ছিটানো
- Bengali Word ছিটা, ছিটে Bengali definition [ছিটা, ছিটে] (বিশেষ্য) ১ বিন্দু; ফোঁটা; কণা; সামান্য পরিমাণ (এক ছিটা নুন)। ২ নিক্ষিপ্ত কণা; ছাট (পানির ছিটা)। ৩ বন্দুকের ছররা বা ছিটে গুলি। ৪ আফিম-গুলিতে প্রস্তুত মাদক-দ্রব্য। ছিটাগুলি (বিশেষ্য) বন্দুকে ব্যবহার্য ছোট ছোট গুলি (সিকি পয়সা দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছিটাছিটি (বিশেষ্য) পরস্পরের প্রতি ছিটানো। ছিটাপাড়া (ক্রিয়া) মন্ত্র পড়ে গায়ে জলেল ছিটা দেওয়া; মন্ত্রপূত জলশরীরে নিক্ষেপ করা। ছিটেফোঁটা (বিশেষ্য) ১ অতি সামান্য পরিমাণ। ২ অতি সামান্য বা কণিকা পরিমাণ বস্তু। ছিটাবেড়া (বিশেষ্য) মাটির প্রলেপ দেওয়া বাঁশের বেড়া। ছিটাবোনা (ক্রিয়া) চাষ না করে বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা (বিশেষ্য) ১ ক্ষতে লবণ দিয়ে যন্ত্রণা বৃদ্ধি। ২ আর্ত হৃদয়ে অপমানাদি প্রয়োগ যন্ত্রণা বৃদ্ধিকরণ। {(তৎসম বা সংস্কৃত) ছটা; √ছিট্+আ; (তুলনীয়) (হিন্দি) ছীট}
- Bengali Word ছিটানো, ছিটনো Bengali definition [ছিটানো, ছিটনো] (ক্রিয়া) ১ ছড়িয়ে দেওয়া; ছিটিয়ে দেওয়া। ২ নিক্ষেপ করা; সেঁচা; ছাড়নো। □(বিশেষ্য) সিঞ্চন; সিক্তকরণ। □(বিশেষণ) সিঞ্চিত। {√ছিট+আনো}
- Bengali Word ছিটুনি Bengali definition ⇒ ছাটনি১
- Bengali Word ছিটে ১ Bengali definition [ছিটে] (বিশেষ্য) ফুটি ফুটি চিহ্ন। □(বিশেষণ) ফুটি ফুটি চিহ্নবিশিষ্ট; চিত্র-বিচিত্র (গলায় ছিটে-কোকিলের গায়ের মত টাই-খগেন্দ্রনাথ মিত্র)।{(তৎসম বা সংস্কৃত)ছটা/চিত্র>}
- Bengali Word ছিটে ২ Bengali definition ⇒ ছিটা
- Bengali Word ছিণ্ড (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ছিন্ডো] (ক্রিয়া) ছিন্ন করা; ছেঁড়া (মুণ্ড ছিণ্ডি আনিছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ছিণ্ডন বি। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন; (তৎসম বা সংস্কৃত) √ছিদ্>(প্রাকৃত) √ছিন্দ>}
- Bengali Word ছিতম (বিরল), সিতম Bengali definition [সিতম্] (বিশেষ্য) অত্যাচার; জুলুম (আগে কারো পরে নাহি পৌঁছাই ছিতম-ফকির গরীবুল্লাহ)। {(ফারসি) সিতম্}
- Bengali Word ছিদর Bengali definition [চিদর্] (বিশেষণ) ধূর্ত; শঠ। {(তৎসম বা সংস্কৃত) ছিত্বর>}
- Bengali Word ছিদ্যমান Bengali definition [ছিদ্দোমান্] (বিশেষণ) ছেদন বা কর্তন করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্+মান(শানচ্)}