Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গত Bengali definition [গতো] (বিশেষণ) ১ চলে গেছে এমন; শেষ। ২ বিগত; পূর্বে সংঘটিত; অতীত। ৩ বর্তমানকালের পূর্ববর্তী; অব্যবহিত পূর্ববর্তী (গত বৎসর)। ৪ মৃত (তিনি গত হয়েছেন)। ৫ অধিগত; লব্ধ; প্রাপ্ত (পুঁথিগত বিদ্যা)। ৬ নিহিত; নিবেশিত; স্থপিত (বংশগত, রক্তগত)। ৭ অনুযায়ী; অনুমত; সম্মত (প্রথাগত)। গতকল্য (বিশেষ্য) আজকের অব্যবহিত পূর্বদিন। গতক্লম (বিশেষণ) ক্লান্তি দূর হয়েছে এরূপ; উপশমিত শ্রান্তি; অপগত ক্লান্তি (বিগতক্লম ব্যক্তি)। গতচেতন (বিশেষণ) চেতনাহীন; চেতন নাই এমন; সংজ্ঞাহীন; হতচৈতন্য। গতচেতনা (বিশেষণ ) (স্ত্রীলিঙ্গ) (সীতাও শ্রবণমাত্র গতচেতনা হইয়া .... ভূতলশায়িনী হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গতজীব, গতজীবন, গতপ্রাণ (বিশেষণ) প্রাণহীন; মৃত; বিগতপ্রাণ (হেরি গতজীব শিশু, বিবশা বিষাদে-মাইকেল মধুসূদন দত্ত)। গতনিদ্র (বিশেষণ) ১ ঘুমহীন; নিদ্রাহীন। ২ ঘুম ভেঙে উঠেছে এমন। গত প্রায় (বিশেষণ) প্রায় চলে গেছে বা শীঘ্রই চলে যাবে এরূপ। গতবল (বিশেষণ) বলহীন; হৃতশক্তি (এতদিনে গতবল দেবি-মাইকেল মধুসূদন দত্ত)। গতবুদ্ধি (বিশেষণ) ১ ব্যথা দূর হয়েছে এমন (বিগতব্যথ ব্যক্তি)। ২ ব্যথাশূন্য; বেদনাশূন্য। গতভাষ (বিশেষণ) বাক্যহারা বা বাক্‌শক্তিরহিত (অকস্মাৎ হেরিলাম মূর্তি তার ক্লান্ত গতভাষ-বিষ্ণু দে)। গতভূষণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আভরণহীনা; ভূষণহীনা; হৃতালংকারা (গতভূষণা ইন্দ্রাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। গতযৌবন (বিশেষণ) ১ যৌবনোত্তীর্ণ; বিগত যৌবন। ২ প্রৌঢ় বা বৃদ্ধ। ৩ লুপ্ত যৌবন। গতযৌবনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (গতযৌবনা ক্ষীরোদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। গতশোক (বিশেষণ) শোকশূন্য; শোকোত্তীর্ণ। গতশোচনা (বিশেষ্য) অতীত বিষয়ের জন্য অনুতাপ; কৃতকর্মের জন্য খেদ। গতসঙ্গ (বিশেষণ) আসক্তিহীন; নিরাসক্ত। গতস্পৃহ বিন বীতরাগ; কামনাশূন্য; নিষ্কাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word গতর Bengali definition [গতোর্‌] (বিশেষ্য) ১ শরীর; গেত; কায়া (যার না বলে পাশ কাটালে চলে না, এমনকি গত খারাপ হলেও না-সরদার জয়েনউদ্দীন; গতরে ছিল অসুর শক্তি-শামসুল হক)। ২ স্থূলকায়; শরীরের স্থূলতা। ৩ স্বাস্থ্য। ৪ সামর্থ্য; দেহের শক্তি। গতরখাকি, গতরখাগি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশ্রমবিমুখ স্ত্রীলোক; কুঁড়ে মেয়েলোক। □ (বিশেষ্য) গালিবিশেষ (শাশুড়ি গতরখাগি-(কাজী নজরুল ইসলাম))। গতর খাটানো (ক্রিয়া) শারীরিক পরিশ্রম করা। গতর খেকো (বিশেষ্য) (পুংলিঙ্গ) সামর্থ্য থাকলেও যে খাটতে চায় না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র>}
  • Bengali Word গতশোক, গতশোচনা, গতসঙ্গ, গতস্পৃহ Bengali definition গত
  • Bengali Word গতাগত Bengali definition গতায়াত
  • Bengali Word গতাগতি, গতায়তি Bengali definition [গতাগোতি, গতায়োতি] (বিশেষ্য) ১ যাতায়াত; গমনাগমন; যাওয়া আসা (এই যে রূপের রথের চালান গতাগতি- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জন্ম ও মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+আগিত, আয়তি}
  • Bengali Word গতানুগতিক Bengali definition [গতানুগোতিক্‌] (বিশেষণ) ১ নতুনত্ব বর্জিত। ২ নির্বিচারে পূর্বপ্রথানুসারী; পূর্ব দৃষ্টান্তের অনুবর্তী; মামুলি বা প্রচলিত ধারা অনুগামী। ৩ একঘেয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+অনুগতিক}
  • Bengali Word গতানুশোচনা, গতানুশোচন Bengali definition [গতানুশোচোনা, গতানুশোচোন্‌] (বিশেষ্য) পশ্চাত্তাপ; গত বিষয়ের জন্য অনুতাপ; অতীত বিষয় বা কৃতকার্যের জন্য শোক বা খেদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+অনুশোচনা}
  • Bengali Word গতানো Bengali definition [গতানো] (ক্রিয়া) গছানো; চাপিয়ে দেওয়া। □বি, (বিশেষণ) উক্ত অর্থে। {গছানো>}
  • Bengali Word গতার্তবা Bengali definition [গতার্‌তোবা] (বিশেষ্য) যে স্ত্রীলোকের আর্তব শেষ হয়েছে অর্থাৎ ঋতু বন্ধ হয়েছে; বৃদ্ধা নারী। □ ( বিশেষণ) বন্ধ্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+আর্তব (>ঋতু)+আ(টাপ্‌)}
  • Bengali Word গতাসু Bengali definition [গতাশু] (বিশেষণ) মৃত; যার জীবন শেষ হয়েছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+অসু}
  • Bengali Word গতায়তি Bengali definition গতাগতি
  • Bengali Word গতায়াত, গতাগত Bengali definition [গতায়াত্‌, গতাগত্‌] (বিশেষ্য) গমনাগমন; যাতায়াত (ইহাই ছিল আমার গতায়াতের স্থান-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত + আয়াত, আগত}
  • Bengali Word গতায়ু Bengali definition [গতায়ু] (বিশেষণ) ১ আয়ু শেষ হয়েছে এমন। ২ আসন্নমৃত্য; মুমূর্ষু। ৩ মৃত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত + আয়ু}
  • Bengali Word গতি Bengali definition [গোতি] (বিশেষ্য) ১ গমন। ২ বেগ; চলন (দ্রুতগতি)। ৩ উপায় (অন্যগতি নাই)। ৪ সহায়; আশ্রয় (আল্লাহর রহমই আমার গতি)। ৫ পরিণাম; শেষ অবস্থা; মৃত্যুর পরবর্তী অবস্থা (স্বর্গ-গতি)। ৬ উদ্ধারের উপায়; ত্রাণের পথ (বিপন্নের কোনো গতি করতেই হবে)। ৭ অন্ত্যেষ্টিক্রিয়া; সৎকার; শবসৎকার (মড়ার গতি করা)। ৮ গন্তব্যস্থল (জীবনের গতির সমাপ্তি মৃত্যু)। ৯ অবস্থা; দশা (সুগতি, দুর্গতি)। ১০ ধরন-ধারন; হাবভাব; চালচলন; গতিক (আকাশের গতি ভালো নয়)। গতি দায়িনী ( বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মোক্ষদাত্রী; মুক্তিদানকারিণী। গতিদীর্ণ (বিশেষণ) লোকের যাতায়াতের ফলে ভাঙা ও ফাটা (রেশমি রুমাল উড়ে গতিদীর্ণ পথে-সাহ)। গতি পরিপন্থী (বিশেষ্য) গতির পরিপন্থী; অন্তরায়; বাধা (উভয় সঙ্কট স্বভাবতই গতিপরিপন্থী- সুধীন্দ্রনাথ দত্ত)। গতি বিজ্ঞান, গতিবিদ্যা (বিশেষ্য) গতি বা বেগবিষয়ক বিজ্ঞান বা শাস্ত্র; kinetics; dynamics। গতিভঙ্গ (বিশেষ্য) ১ চলতে চলতে বাধাপ্রাপ্ত হয়ে থেমে যাওয়া বা থেমে দাঁড়ানো; গতিকার্যে প্রতিবন্ধক; গতির বিঘ্ন। ২ অর্ধপথে বিরতি বা বিরাম। গতিরোধ (বিশেষ্য) ১ পথরোধ। ২ গমনে প্রতিবন্ধক; যাত্রায় বিঘ্ন। গতিশক্তি (বিশেষ্য) ১ চলনশক্তি। ২ চলনজনিত শক্তি (কোন বস্তুর গতির ফলে যে শক্তি সৃষ্টি হয় তাহাকে গতিশক্তি বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+তি(ক্তি)}
  • Bengali Word গতিক Bengali definition [গোতিক্‌] (বিশেষ্য) ১ অবস্থা; হাল; দশা (মনের এ ভাব-গতিকের রীতিমত কারণও খুঁজে পাচ্ছিনে-(কাজী নজরুল ইসলাম))। ২ কৌশল (কোন গতিকে এখান থেকে বেরুতে পারলে হয়)। ৩ লক্ষণ (পাহাড় দেশের মেঘ ভালো হওয়ার গতিক বুঝে ....-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ধরন; ভঙ্গি; রকম (মায়ের ভাবগতিক দেখে নির্মলা হেসে ফেলে বললে-প্রেমেন্দ্র মিত্র)। কার্যগতিকে (ক্রিয়াবিশেষণ) কাজের তাগিদে; প্রয়োজনে; দরকারে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি+(বাংলা) ক}
  • Bengali Word গতিক্রিয়া Bengali definition [গোতিক্‌ক্রিয়া] (বিশেষ্য) অত্যন্ত বিলম্বে কার্যকরণ; দীর্ঘসূত্রতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি+ক্রিয়া}
  • Bengali Word গতিদায়িনী, গতিদীর্ণ, গতিপরিপন্থী, গতিবিজ্ঞান, গতিবিদ্যা Bengali definition গতি
  • Bengali Word গতিবিধি Bengali definition [গোতিবিধি] (বিশেষ্য) ১ চালচলন; কার্যকলাপ (শত্রুর গতিবিধি)। ২ যাতায়াত; যাওয়া আসা। ৩ মুক্তির উপায় বা পথ (রহমান, তুমি করো গতিবিধি)। {গতি+বিধি; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word গতিভঙ্গ, গতিরোধ, গতিশক্তি Bengali definition গতি
  • Bengali Word গতীয Bengali definition [গোতিয়ো] (বিশেষণ) গতিতত্ত্ব বা গতিবিজ্ঞান সংক্রান্ত; kinetic; dynamic। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি+ঈয়(ছ)}
  • Bengali Word গতুয়া Bengali definition [গোতুয়া] (বিশেষণ) গেঁতো; দীর্ঘসূত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গত+(বাংলা) উয়া}
  • Bengali Word গত্যন্তর Bengali definition [গোত্‌তোন্‌তর্‌] (বিশেষ্য) অন্য উপায়; উপায়ান্তর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি+অন্তর; (নিত্য সমাস)}
  • Bengali Word গদ Bengali definition [গদ্‌] (বিশেষ্য) ১ রোগ; ব্যাধি। ২ বিষ; গরল। ৩ গুরুভোজন জনিত ভার (পেটে গদ থাকা)। ৪ সর্পবিষ প্রতিষেধক মন্ত্র বা ঔষধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গদ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word গদগদ, গদ্‌গদ Bengali definition [গদোগদো, গদ্‌গদো] (অব্যয়) অব্যক্ত কণ্ঠধ্বনিবাচক। □ (বিশেষ্য) ভাবের প্রাবল্যজনিত অব্যক্ত কণ্ঠস্বর। □ (বিশেষণ) ১ আবেগে বিভোর বা বিহ্বল (গদগদ চিত্ত)। ২ আবেগের আতিশয্যে রুদ্ধ বা জড়িত (গদগদ কণ্ঠবচন বা ভাষা)। গদগদকণ্ঠ (বিশেষণ) ভাবের বা আবেগের প্রাবল্যে জড়িত কণ্ঠ। গদগদ বচন (বিশেষণ) শোক অভিমান ক্রোধ ইত্যাদি হেতু অস্ফুট বাক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গদা Bengali definition [গদা] (বিশেষ্য) ১ মুদ্‌গরজাতীয় যুদ্ধাস্ত্র। ২ মুদ্‌গর; মুগুর। ৩ শক্ত ও মোটা লাঠি। গদাঘাত (বিশেষ্য ) গদার দ্বারা আঘাত; গদা দ্বারা প্রহার। গদাধর, গদাপাণি (বিশেষ্য) যিনি গদা ধারণ করেন বা গদা যাঁর অস্ত্র; হিন্দু দেবতা বিষ্ণু। গদাযুদ্ধ (বিশেষ্য) যে যুদ্ধে গদা অস্ত্রস্বরূপ ব্যবহৃত হয়; গদা দ্বারা সংগ্রাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গদি+অ(অচ্‌)+আ(টাপ্‌)
  • Bengali Word গদাই Bengali definition [গদাই] (বিশেষ্য) গদাধর-আদরে অথবা অতি পরিচয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গদা+(বাংলা) আই}
  • Bengali Word গদাই লশকরি, গদাই লস্করি Bengali definition [গদাই লশ্‌কোরি] (বিশেষণ) গাধাবোটের ন্যায় অতি মন্থর গতি; কুঁড়ে; অলস; টিমে (কলকাতা থেকেও এই গদাই লস্করী চাল সম্পূর্ণ লোপ পায়নি-সৈয়দ মুজতবা আলী; বাংলা সাহিত্যে সাধারণ লেখকের গদ্য গদাই লস্করিভাবে চলে -প্রথম চৌধুরী)। {গদাই+লশকর+ই}
  • Bengali Word গদি Bengali definition [গোদি] (বিশেষ্য) ১ তুলা, নারকেলের ছোবড়া প্রভৃতি দ্বারা প্রস্তুত নরম আসন বা বিছানা। ২ ব্যবসায়ীর অফিস বা দফতর (তেজারতি গদি)। ৩ রাজাসন; সিংহাসন (গদিতে আরোহণ করা)। ৪ রাজা বাদশাহ পীর প্রভৃতি প্রভাবশালী লোকদের আসন বা পদ (গদি পাওয়া)। {(হিন্দী) গদ্দী}
  • Bengali Word গদ্য Bengali definition [গোদ্‌দো] (বিশেষ্য) যে রচনা ছন্দোবদ্ধ নয়। □ (বিশেষণ) ছন্দোবদ্ধ নয় এমন (গদ্য-ভাষা)। গদ্য ছন্দ (বিশেষ্য) যে গদ্য রচনার মধ্যে ছন্দ আছে; ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গদ্‌+য(যৎ)}
  • Bengali Word গদ্‌গদ Bengali definition গদগদ