Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গলত Bengali definition গলদ
  • Bengali Word গলতি, গলতী Bengali definition [গোল্‌তি] (বিশেষ্য) ভুল; দোষ; ত্রুটি। □ (বিশেষণ) ফাঁক আছে এমন; ত্রুটিপূর্ণ; গলদভরা (এমন সব গলতী মামলায় আমি হাত দি না-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) )। {(আরবি) গলত}
  • Bengali Word গলদ, গলত, গলৎ Bengali definition [গলোদ্‌, গলত্‌, গলৎ] (বিশেষ্য) ভুল; দোষ; ত্রুটি; অপরাধ (ধর্মের ছদ্মবেশে যে সব গলদ শিকড় গাড়িয়া বসিয়াছিল জাতির জীবনে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ; কাহারও পক্ষে এই গলৎগুলি ধরিতে পারা সম্ভবপর নহে-মাওলানা মুহাম্মদ আকরম খাঁ; এমন একটা গলৎ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) গলত}
  • Bengali Word গলদা Bengali definition [গল্‌দা] (বিশেষ্য) বৃহদাকার চিংড়ি মাছবিশেষ। □ (বিশেষণ) মোটা; স্থূল (গলদা চেহারা)। {আঞ্চলিক}
  • Bengali Word গলদেশ Bengali definition গল
  • Bengali Word গলদ্‌ঘর্ম Bengali definition [গলোদ্‌ঘর্‌মো] (বিশেষ্য) দেহ থেকে ঘাম ঝরছে বা বিগলিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গলৎ+ঘর্ম}
  • Bengali Word গলন Bengali definition [গলোন্‌] (বিশেষ্য) ১ গলে যাওয়া; দ্রব হয়ে যাওয়া। ২ নিষ্ক্রান্ত বা নির্গত হওয়া। গলনীয় (বিশেষণ) গলনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গলা ১ Bengali definition [গলা] (বিশেষ্য) ১ কণ্ঠ; ঘাড়ের উল্টা দিক; গ্রীবার বিপরীত দিকে অবস্থিত অংশ। ২ ঘাড়; গ্রীবা। ৩ টুঁটি। ৪ কণ্ঠস্বর (মোটা গলা)। ৫ কণ্ঠের সুর (গানের গলা)। ৬ কণ্ঠস্বরের সামর্থ্য বা যোগ্যতা (গলা আছে বটে)। গলা কাটা (বিশেষ্য), (ক্রিয়া) ১ দেহ থেকে মুণ্ড বিচ্ছিন্ন করা। ২ ভীষণ প্রবঞ্চনা করা; বড় ধরনের ঠকানো। □ (বিশেষণ) গলা কাটে এমন। গলা কাটা দর (বিশেষ্য) অত্যধিক মূল্য। গলা খাঁকারি দেওয়া (ক্রিয়া) নিজের উপস্থিতি বা বক্তব্য জানাবার জন্য গলার ভিতর থেকে ‘খকর’ ‘খকখক’ এ ধরনের শব্দ করা। গলা খাসকি (বিশেষ্য) গলাখাঁকারি (সরকার সাহেব গলা খাসকি দিতে দিতে...চলিতে লাগিলেন- আবুল মনসুর আহমদ)। গলা খুসখুস (বিশেষ্য) গলার মধ্যে এমন অনুভূতি যাতে কাশির উদ্রেক হয়। গলা গলি (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ঘনিষ্ঠ বা আন্তরিকভাবে। গলা ঘড়ঘড় (বিশেষ্য) গলায় শ্লেষ্মা জমার ফলে ঘড় ঘড় শব্দ। গলা চাপা (ক্রিয়া) ১ কণ্ঠস্বর নিচু করা। ২ শ্বাসরোধ করা। গলাচিপা (ক্রিয়া) গলা চেপে ধরা। □ (বিশেষণ) সরু গলাবিশিষ্ট। গলা ছাড়া (ক্রিয়া) কণ্ঠস্বর উঁচু করা। গলাজল (বিশেষ্য) গলা পর্যন্ত ডোবে এরূপ পানি। (ছেলে বেলায় যে রকম গলজল ঠেলে ঠেলে খাল পেরুতুম-সৈয়দ মুজতবা আলী)। গলা টিপলে দুধ বেরোয়-নিতান্ত শিশু বা অল্পবয়স্ক; অজ্ঞ; জ্ঞানহীন। গলা ঠাণ্ডা কার্য (বিশেষ্য) মদ্যপান (স্বহস্তে ঢালিয়া, গলাঠাণ্ডা কার্য মনোমত সমাধান করিয়া গদগদ সুরে বলিলেন-মীর মশাররফ হোসেন)। গলাধাক্কা (বিশেষ্য) ১ গলহস্ত; অর্ধচন্দ্র; গলদেশে হাত দিয়ে ধাক্কা; ঘাড় ধাক্কা। ২ ((আলঙ্কারিক)) অপমান করে দূরীকরণ; বিতাড়ন। গলবন্ধ (বিশেষ্য) গলায় ঠাণ্ডা না লাগার জন্য ব্যবহৃত দীর্ঘ ও অল্প প্রস্থবিশিষ্ট মোটা বস্ত্রখণ্ড; কম্ফর্টার। গলা বসা (ক্রিয়া) গলার স্বর অস্ফুট বা অস্পষ্ট হয়ে যাওয়া। গলা বাঁচানো (ক্রিয়া) প্রাণ বাঁচানো। গলাবাজি (বিশেষ্য) ১ হাঁকডাক; চিৎকার। ২ (ব্যঙ্গার্থ) বক্তৃতা বা বাগ্মিতা। গলা ভাঙা (বিশেষ্য ), (ক্রিয়া) স্বরভঙ্গ বা স্বরবিকৃতি হওয়া। গলাযোগ (বিশেষ্য) যোগদান বা বক্তব্য সংযোগ (আপনারা দেশি-বিলেতি সংগীত নিয়ে যে বাদানুবাদের সৃষ্টি করেছেন সে গোলযোগে আমি গলাযোগ করতে চাই-প্রথম চৌধুরী)। গলায় আঁকশি দেওয়া ( ক্রিয়া) জোর করে টেনে আনা অর্থাৎ কোনো কাজ করতে বা পাওনা মিটাতে বাধ্য করা। গলায় আঙুল দেওয়া (ক্রিয়া) জোর করে পাওনা আদায় করা। গলায় গলায় (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ঘনিষ্ঠ বা নিবিড় (গলায় গলায় ভাব)। গলায় গলায় পিরিত-বেশি মাত্রায় প্রণয় বা প্রীতি। গলায় গাঁথা/পড়া (ক্রিয়া) গলগ্রহ বা অনভিপ্রেত বোঝা হওয়া। গলায় গামছা দেওয়া (ক্রিয়া) প্রচণ্ড অপমান এবং জবরদস্তি করে বাধ্য করা। গলায় ছুরি দেওয়া (ক্রিয়া) বড় রকমের ঠকানো বা প্রবঞ্চনা করা। গলায় দড়ি (বিশেষ্য ) অত্যন্ত অন্যায় বা পাপ কার্যের জন্য মৃত্যুই প্রাপ্য শাস্তি এরূপ ধিক্কার ও তীব্র ভর্ৎসনাসূচক উক্তি। গলায় পড়া (ক্রিয়া) অপরকে দায়বদ্ধ করা (সেখানে আহারের ব্যবস্থা উত্তম, সেখানে গলায় পড়িতে নারাজ নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গলায় পা দেওয়া (ক্রিয়া) অত্যাচার বা জবরদস্তি করা। গলায় লাগা (ক্রিয়া) ১ গলায় প্রবিষ্ট না হওয়া; গলাধঃকরণ না হওয়া। ২ ভুক্ত বস্তু গলায় আটকে শ্বাস রোধের উপক্রম। ৩ ওল, কচু ইত্যাদি খাওয়ার ফলে গলা কুটকুট করা। গলাভারী (বিশেষ্য) গভীর কণ্ঠস্বর বা সুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দী) গলা}
  • Bengali Word গলা ২ Bengali definition [গলা] (ক্রিয়া) ১ গলে যাওয়া; তরল বা দ্রবীভূত হওয়া (বরফ গলা)। ২ সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে কোনো প্রকারে বের হওয়া (হাত দিয়ে পানি গলা)। ৩ অভিভূত বা বিহ্বল হওয়া (আনন্দে গলে যাওয়া)। ৪ কোনো কিছু ফেটে নিঃসৃত হওয়া (ফোঁড়া গলা)। ৫ কোনো রকমে ঢোকা (দরজায় মাথা গলানো)। ৬ সিদ্ধ হওয়া; নরম হওয়া (ভাত বা ডাল গলা)। ৭ আর্দ্র হওয়া; ভেজা (মন গলা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ ( বিশেষণ) ১ গলিত; তরলায়িত; দ্রবীভূত। ২ জীর্ণ; পরিপক্ব। ৩ অতিশয় নরম হয়ে যাওয়া; ফেটে যাওয়া। ৪ পচা। গলানো (ক্রিয়া) ১ তরল করা; গলানো। ২ সংকীর্ণ পরিসরের মধ্য দিয়ে চালনা বা প্রেরণ করা (জানালা দিয়ে শরীর গলানো)। ৩ আর্দ্র বা তুষ্ট করানো; ভুলানো (কথায় গলানো) । ৪ ঢোকানো; প্রবেশ করানো; পরানো (সুচে সুতা গলানো)। ৫ পরা; পরিধান করা (গায়ে জামা গলানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+ (বাংলা) আ}
  • Bengali Word গলাধঃকরণ Bengali definition [গলাধোক্‌করোন্‌] (বিশেষ্য) ১ গিলে ফেলা; গেলা। ২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। ৩ পান। ৪ পরিপাক; হজম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গলাসি Bengali definition [গলাশি] গলবন্ধন রজ্জু; গলারশি (একটি গলাসি দেওয়া কাচের দোয়াত-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গলরশ্মি>গলর্সি>গলাসি}
  • Bengali Word গলি Bengali definition [গোলি্‌] (বিশেষ্য) সংকীর্ণ চলাচলের পথ। গলি ঘুঁজি, গলিঘুচি, গলিকুচ, গলিকুচা (বিশেষ্য) ১ অতি অপ্রশস্ত পথ ও তার নানা বাঁক বা শাখা-প্রশাখা (প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলিঘুঁজি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুর্গম ও অপ্রশস্ত স্থানসমূহ। ৩ অলিগলি (বিধবা ভগিনীকে মহানগরী কলিকাতা দেখাইয়া, গলিকুচ, বড় রাস্তা, যাদুঘর দেখাইয়া-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>; (তুলনীয়) (হিন্দী) গলী}
  • Bengali Word গলিজ, গলীয Bengali definition [গোলিজ্‌] (বিশেষণ) ১ নোংরা। ২ দুর্গন্ধময়। ৩ পচা; মড়া; বিকৃত (গলিজ আবর্জনায় ত্যক্ত ফিরে পায় মানবতা- ফররুখ আহমদ)। {(আরবি) গলীজ }
  • Bengali Word গলিত Bengali definition [গোলিতো] (বিশেষণ) ১ গলে গিয়েছে এমন; দ্রবীভূত; তরলিত। ২ তরল; গলা; নরম। ৩ জীর্ণ; বার্ধক্যপীড়িত; ক্ষয়প্রাপ্ত (গলিত পর্যুদস্ত)। ৪ শিথিল; ঢিলা; আলগা; শ্লথ; লোল (গলিত দেহ)। ৫ স্কলিত; নিঃসৃত; গলছে এমন (গলিত কুষ্ঠ)। গলিত কুষ্ঠ (বিশেষ্য) যে ভয়ানক কুষ্ঠ রোগে অঙ্গ-প্রত্যঙ্গ পচে গলে পড়ে। গলিত দন্ত (বিশেষণ) ১ বয়ঃপ্রভাবে দন্তসমূহ ক্ষয়প্রাপ্ত হয়েছে এমন। ২ অতিবৃদ্ধ (অবশেষে গলিতদন্ত খালিত মুনি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+ত(ক্ত)}
  • Bengali Word গলীয Bengali definition গলিজ
  • Bengali Word গলুই, গলই, গোলুই Bengali definition [গোলুই, গলোই, গোলুই] (বিশেষ্য) নৌকার উভয় প্রান্তের সরু অংশ। নৌকার যে প্রান্ত অপেক্ষাকৃত নিচু তাকে পাছা-গলুই এবং যে প্রান্ত অপেক্ষাকৃত উঁচু তাকে আগা-গলুই বলে (সোনার দাঁড় পবনের বৈঠা পঙ্খী নাওখানা; চন্দ্র সূরুয গোলই ভরি ফুল ছড়াইত জোছনা-(জসীমউদ্ ‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>}
  • Bengali Word গলেস্তনী Bengali definition গল
  • Bengali Word গল্প, গপ্‌পো Bengali definition [গল্‌পো, গপ্‌পো] (বিশেষ্য) ১ কাহিনী; উপকথা; ক্ষুদ্র উপন্যাস। ২ কথাবার্তা; আলাপ। ৩ গালগল্প (সৃষ্টি-ছাড়া গপ্‌পো করি -(কাজী নজরুল ইসলাম))। গল্প গুজব (বিশেষ্য) আলাপ-সালাপ বা গালগল্প; নানাবিধ কথাবার্তা। গল্প সল্প, গপসপ (বিশেষ্য) গালগল্প; আলাপ-আলোচনা (মানুষের সাথে গপসপ করতে ভালবাসেন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। গল্পে, গপ্‌পে (বিশেষণ) ১ গল্পকারী; গল্পবাজ। ২ মজলিসি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) জল্প>}
  • Bengali Word গল্লা Bengali definition [গল্‌লা] শস্য। {(আরবি) গিল্লাহ্‌ }
  • Bengali Word গলৎ ১ Bengali definition [গলত্‌] (বিশেষণ) গলছে এমন; স্রবমাণ। গলদশ্রু (বিশেষণ) ক্রামগত অশ্রু ঝরছে বা বিগলিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word গলৎ ২ Bengali definition গলদ
  • Bengali Word গশগশ Bengali definition গসগস
  • Bengali Word গশ্‌ত Bengali definition [গশ্‌তো] (বিশেষ্য) রোদ; টহল; ভ্রমণ। {(ফারসি) গাশ্‌ত}
  • Bengali Word গসগস, গশগশ Bengali definition [গশ্‌গশ্‌] (অব্যয়) চাপা রাগের ভাব-প্রকাশক; অপ্রকাশিত ক্রোধের উত্তেজিত ভাব প্রকাশিত শব্দ (রাগে তখন আমার শরীর গশগশ করত -(কাজী নজরুল ইসলাম))। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গস্ত Bengali definition [গস্‌তো] (বিশেষ্য) ১ বেড়ানো; ভ্রমণ। ২ (হাটে বাজারে) ভ্রমণ করে নানা জিনিস ক্রয়। গস্তবেনে (বিশেষ্য) ১ হাট বাজারে ঘুরে দ্রব্যাদি ক্রয় করে যে ব্যবসায়ী বা বণিক (বেণের মতো বেণে পাইল না..... গস্তবেণে মস্তবেণে সকল বেণের দুয়ারেই দেখিল- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ফেরিওয়ালা। {(ফারসি) গাশ্‌ত্‌ }
  • Bengali Word গস্তানি Bengali definition [গস্‌তানি] (বিশেষ্য) কুলটা নারী; বেশ্যা; গণিকা (কুটিনী গস্তানী বড় যে মাস্তানী-ভারতচন্দ্র রায় গুণাকর; গস্তানি বিটী বলে কি-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) গাশ্‌তন্‌ }
  • Bengali Word গস্তিদার Bengali definition [গোস্‌তিদার্‌] (বিশেষ্য) সস্তা দরে মাল খরিদের জন্য যে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে। {(ফারসি) গাশ্‌ত্‌দার }
  • Bengali Word গহন Bengali definition [গহোন্‌] (বিশেষণ) ১ গভীর; ঘন (গহন বিপিন মাঝে তাকাই একান্ত-দৌলত উজির বাহরাম খান)। ২ দুর্গম; যে স্থানে গমন কষ্টসাধ্য। ৩ দুর্বোধ; দুর্ভেদ্য; দুরধিগম্য; দুরূহ। ৪ গহীন; অতলস্পর্শ। □বি ১ বনানী; অরণ্য (পুত্রক খুঁজিতে গেলা নজদ গহনে-দৌলত উজির বাহরাম খান)। ২ দুর্গম গভীর বা অতি সংগোপন স্থান (মনের গহনে তোমার মুরতিখানি-গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাহ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গহনা ১, গয়না ১ Bengali definition [গহোনা; গয়্‌না] (বিশেষ্য) অলংকার; ভূষণ। গহনাগাঁটি, গহনাপত্র ( বিশেষ্য) নানাবিধ অলংকার ও অনুরূপ দামি জিনিস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রহণ>; (তুলনীয়) (হিন্দী) গহ্‌না}
  • Bengali Word গহনা ২, গয়না ২, গহনার নৌকা, গয়নার নৌকা Bengali definition [গহোনা, গয়্‌না,.....] নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী বড়ো নৌকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গহ্‌+অন(ল্যুট্‌)+(বাংলা) আ}