Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গণইতে(ব্রজবুলি) Bengali definition [গনোইতে] (অসমাপিকাক্রিয়া) গণনা বা হিসাব করতে (গণইতে দোষ গুণ লেশ ন পাওবি-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌>}
  • Bengali Word গণক Bengali definition [গণোক্‌] (বিশেষ্য) ১ ভাগ্য ইত্যাদি গণনাকারী; দৈবজ্ঞ; গণৎকার; astrologer। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√ণ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word গণতন্ত্র, গণতন্ত্রী, গণতান্ত্রিক Bengali definition গণ
  • Bengali Word গণতি Bengali definition গুনতি
  • Bengali Word গণন, গণনা Bengali definition [গনোন্‌, গনোনা] (বিশেষ্য) ১ সংখ্যা গণনার কাজ; অঙ্ক করা বা কষা। ২ অবধারণ; নিরূপণ; নির্ধারণ (বিচারে দোষী বলে গণনা)। ৩ হিসাব (বৎসর গণনা)। ৪ গ্রাহ্য বা স্বীকারকরণ (শ্রদ্ধেয় বলে গণনা)। ৫ উল্লেখ; বর্ণনা; নির্দেশ (শয়তান হিসাবে গণনা)। ৬ (জ্যোশা) রাশি-ক্ষেত্রের সাহায্যে ভবিষ্যৎ শুভাশুভ স্থিরীকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+অন(ল্যুট্‌),+আ(টাপ্‌)}
  • Bengali Word গণনাথ, গণনায়ক Bengali definition গণ
  • Bengali Word গণনীয় Bengali definition [গনোনিয়ো] (বিশেষণ) গণনার উপযুক্ত; মাননীয়; মান্য; গণনা করতে হবে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+অনীয়(অনীয়র্‌)}
  • Bengali Word গণপতি Bengali definition গণ
  • Bengali Word গণবি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গণবি] (ক্রিয়া) গণনা বা গণ্য করবে (নাহি গণবি আনে-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌}
  • Bengali Word গণলু, গণলুঁ (ব্রজবুলি) Bengali definition [গনলু, গণলুঁ] (ক্রিয়া) গণ্য করলাম (নাহি গণলু-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌}
  • Bengali Word গণশক্তি, গণসন্নিপাত, গণসমজ্বা Bengali definition গণ
  • Bengali Word গণা Bengali definition গনা
  • Bengali Word গণিকা Bengali definition [গোনিকা] (বিশেষ্য) নারী যৌনকর্মী; বারনারী; বেশ্যা; কসবি। গণিকালয় (বিশেষ্য) পতিতালয়; বেশ্যালয়; বেশ্যাবাড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word গণিত Bengali definition [গোণিত্‌, বিশেষণে উচ্চারণ ‘গোনিতো’] (বিশেষ্য) অঙ্কশাস্ত্র; গণনা-বিজ্ঞান; mathematics। □ (বিশেষণ) ১ গণনার দ্বারা নির্দিষ্ট, স্থিরীকৃত বা ধার্য। ২ গণনা করা হয়েছে এমন; সংখ্যাত। গণিতক (বিশেষ্য) হিসাব। গণিতজ্ঞ (বিশেষ্য) গণিতশাস্ত্রে অভিজ্ঞ বা শিক্ষিত; গণিতশাস্ত্রবেত্তা। গণিতবিজ্ঞান, গণিতবিদ্যা (বিশেষ্য) অঙ্কশাস্ত্র; গণনাবিজ্ঞান; mathematics। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+ত(ক্ত)}
  • Bengali Word গণীভূত Bengali definition [গোণিভুতো] (বিশেষণ) ১ জাতিগত; জাতীয়। ২ দলগত; গণের অন্তর্ভুক্ত; দলভুক্ত। ৩ সংস্থান্তর্গত; সঙ্ঘভুক্ত; সম্প্রদায় বা গোষ্ঠীগত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+ঈ(চ্বি)+ √ভূ+ত(ক্ত)}
  • Bengali Word গণেশ Bengali definition [গণেশ্‌] (বিশেষ্য) হিন্দু দেবতাবিশেষ; শিব ও দুর্গার জ্যেষ্ঠপুত্র; হিন্দুমতে সিদ্ধিদাতা; লম্বোদর; গজানন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ+ঈশ}
  • Bengali Word গণ্ড Bengali definition [গন্‌ডো] (বিশেষ্য) ১ গাল; কপোল (গণ্ডদেশ)। ২ বৃহৎ স্ফোটক; ফোঁড়া; আব; মাংসস্ফীতি (ফোলা) রোগ; tumour (গলগণ্ড)। ৩ গ্রন্থি। ৪ চিহ্ন। ৫ যোগবিশেষ। □ (বিশেষণ) প্রধান; বৃহৎ (গণ্ডগ্রাম)। গণ্ড কূপ (বিশেষ্য) ১ গালের টোল। ২ অধিত্যকা। গণ্ড গাত্র (বিশেষ্য) আতা, নোনা বা ডেউয়া জাতীয় ফল। গণ্ড গ্রাম (বিশেষ্য) ১ ক্ষুদ্র গ্রাম; পল্লিগ্রাম অর্থেও ব্যবহৃত (এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। গণ্ডদেশ (বিশেষ্য) গাল; কপোল; cheek । গণ্ডমালা (বিশেষ্য) গলার গ্রন্থিস্ফীতি রোগ। গণ্ডমূর্খ (বিশেষণ) আকাট মূর্খ; অত্যন্ত নির্বোধ (কোথাকার গণ্ডমূর্খ পাষণ্ড নাস্তিক-রবীন্দ্রনাথ ঠাকুর)। গণ্ডযোগ (বিশেষ্য) (জোশা) যোগবিশেষ; যে যোগে জন্ম হলে সন্তানের মাতাপিতার মৃত্যু হয়। গণ্ডশৈল (বিশেষ্য) ১ পর্বত থেকে উৎক্ষিপ্ত বড়ো প্রস্তরখণ্ড। ২ গণ্ডসদৃশ ছোট পাহাড়। গণ্ডস্থল (বিশেষ্য) গণ্ডদেশ; গাল। গণ্ডেপিণ্ডে ⇒ গাণ্ডেপিণ্ডে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ড}
  • Bengali Word গণ্ডক Bengali definition [গন্‌ডক্‌] (বিশেষ্য) ১ গণ্ডার। ২ বিঘ্ন; অন্তরায়; প্রতিবন্ধক। ৩ সংখ্যাবিশেষ; গণ্ডা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্ড্‌+ক(কন্‌)}
  • Bengali Word গণ্ডকারী Bengali definition [গন্‌ডোকারি] (বিশেষ্য) ১ বৃক্ষবিশেষ। ২ লজ্জাবতী লতা। ৩ খয়ের গাছ। ৪ বনচালতে (চালিতা)। ৫ কাউয়াঠুঁটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড+কার+ঈ}
  • Bengali Word গণ্ডকী Bengali definition [গন্‌ডোকি] (বিশেষ্য) বিহার প্রদশেস্থ নদীবিশেষ। গণ্ডকী শিলা (বিশেষ্য) গণ্ডকী নদীতীরে উৎপন্ন শালগ্রাম শিলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ডক+ঈ}
  • Bengali Word গণ্ডগোল Bengali definition [গন্‌ডোগোল্‌] (বিশেষ্য) ১ গোলমাল; অতিশয় কোলাহল; শোরগোল; বহুলোকের কলরব। ২ ওলটপালট; বিশৃঙ্খলা। {গণ্ড+গোল}
  • Bengali Word গণ্ডা Bengali definition [গন্‌ডা] (বিশেষ্য) ১ চারটি। ২ চার কড়া। ৩ প্রাপ্য (আপন গণ্ডা)। ৪ প্রাপ্য টাকা (পাওনা গণ্ডা)। গণ্ডাকিয়া ( বিশেষ্য) গণ্ডা হিসাব করার পদ্ধতি। গণ্ডা গণ্ডা (বিশেষ্য) ১ বহুসংখ্যক; প্রচুর; অনেক। ২ যথেষ্ট পরিমাণ। গণ্ডায় এণ্ডা দেওয়া গোলমালের মধ্যে আপন কর্তব্যে ফাঁকি দিয়ে চলে যাওয়া। {মুণ্ডারি. গণ্ডা}
  • Bengali Word গণ্ডার Bengali definition [গন্‌ডার্‌] (বিশেষ্য) অত্যন্ত স্থূল চর্ম ও খড়্‌গবিশিষ্ট বৃহদাকার জন্তুবিশেষ; rhinoceros । গণ্ডারের চামড়া ( বিশেষ্য) ((আলঙ্কারিক)) গালাগাল বা অপমানসূচক কথা যার গায়ে লাগে না বা তাতে যার চৈতন্য হয় না এরূপ লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্ড+ক+(বাংলা) আল(ল>র)}
  • Bengali Word গণ্ডারী Bengali definition [গন্‌ডারি] (বিশেষ্য) পক্ষীবিশেষ। {গণ্ডার+ঈ}
  • Bengali Word গণ্ডি, গণ্ডী Bengali definition [গোন্‌ডি] (বিশেষ্য) ১ পরিধি; চৌহদ্দি; বেষ্টনরেখা। ২ সীমা; নির্দিষ্ট পরিসর। ৩ মন্ত্রের সাহায্যে যে স্থান নিরাপদ করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড+ই, ঈ; (প্রাকৃত) গংডী}
  • Bengali Word গণ্ডু, গণ্ডু Bengali definition [গোন্‌ডু] (বিশেষ্য) ১ উপাধান; বালিশ। ২ গ্রন্থি; গিঁট। গণ্ডুপদ (বিশেষ্য) কেঁচো। গণ্ডুপদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ছোট কেঁচো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>(প্রাকৃত) গংঠি}
  • Bengali Word গণ্ডূষ Bengali definition [গোন্‌ডুশ্‌] (বিশেষ্য) ১ মুখে বা হাতের কোষে যে পরিমাণ ধরে; একমুখ বা এক কোষ পানি। ২ হাতের কোষ। ৩ অত্যল্প। গণ্ডূষ করা (হিন্দুমতে) মন্ত্রপাঠপূর্বক হাতের কোষে পানি নিয়ে পান করা (অন্ন ত্যাগ করিয়া, গণ্ডূষ করিয়া উঠিয়া দ্বার খুলিয়া দিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্ড্‌+ঊষ (ঊষন্‌)}
  • Bengali Word গণ্ডেপিণ্ডে Bengali definition গাণ্ডেপিণ্ডে
  • Bengali Word গণ্য Bengali definition [গোন্‌নো] (বিশেষণ) ১ গণনা করা চলে এমন; গণনার যোগ্য; গণনীয়। ২ গ্রাহ্য; স্বীকৃত (বড়ো লোক হিসাবে গণ্য)। ৩ বিবেচনার যোগ্য; বিবেচ্য। ৪ সংখ্যেয়। গণ্যমান্য (বিশেষণ) ১ সম্ভ্রান্ত। ২ বিশেষ মান্য; সম্মানবিশিষ্ট; বিশেষ সম্মানযোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+য(যৎ)}
  • Bengali Word গণৎকার Bengali definition গনৎকার