Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -গ Bengali definition [গো] (বিশেষ্য) গামী; গমনকারী; ধাবমান; অভিমুখী (ঊর্ধ্বগ)। -গা (নিম্নগা) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+অ(ড)}
  • Bengali Word -গামী Bengali definition [গামি] (বিশেষণ) ১ গমন করে এমন; গমনশীল। ২ গমনরত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word -গার, -গর Bengali definition [গার্‌, গর্‌] ‘কর্তা’ বাচক প্রত্যয় (খিদমতগার, কারিগর)। -গারি (বিশেষ্য) কার্য; করণ (খিদমতগারি)। {(ফারসি) গার, গর }
  • Bengali Word -গারী ২, -গারী ২ Bengali definition -গার
  • Bengali Word -গিরি Bengali definition [গিরি] (বিশেষ্য) পেশা, আচরণ প্রভৃতি অর্থবোধক প্রত্যয় (গোমস্তাগিরি, মোল্লাগিরি)। {(ফারসি) গিরি }
  • Bengali Word গ ১ Bengali definition -বাংলা ভাষায় তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং ক-বর্গের তৃতীয় বর্ণ। এর উচ্চারণস্থান জিহ্বামূল। এটি জিহ্বা-মূলীয়, পশ্চাত্তালুজাত বা কোমলতালুজাত (velar), অল্পপ্রাণ ঘোষ (unaspirated voiced), স্পর্শ (plosive) ধ্বনি।
  • Bengali Word গ ২ Bengali definition [গো] (মধ্যযুগীয় বাংলা) (অব্যয়) গো; ওগো; সম্বোধনকসূচক ধ্বনিবিশেষ (এহা দুখ বড়ায়ি গ সহিতে না পারি-বড়ু চণ্ডীদাস)। {অগ>}
  • Bengali Word গ. সা. গু. Bengali definition গরিষ্ঠ
  • Bengali Word গঁদ Bengali definition [গঁদ্‌] (বিশেষ্য) ১ আঠা; gum (গঁদ দিয়ে জুড়ে দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ বাবলা জিওল ইত্যাদি জাতীয় বৃক্ষের নির্যাস। গাঁদের গঁদ (বিশেষ্য) খুব দূর সম্পর্কিত ব্যক্তি; দূর কুটুম্বের কুটুম্ব। {(হিন্দী) গোঁদ}
  • Bengali Word গং Bengali definition [গঙ্‌] গয়রহ-র সংক্ষিপ্তরূপ; অন্যান্য; সহযোগীরা। {(আরবি) খায়রাহ }
  • Bengali Word গইচ Bengali definition [গোইচ্‌] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) গর্ত; খানাখন্দ (পন্থ থুইয়া কেন ভাইরে গইচে দেও পারা-পূর্ববঙ্গ গীতিকা.)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ত>}
  • Bengali Word গইন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোইন্‌] (বিশেষণ) গহীন; গভীর; অতল (গইন গম্ভীরা নদী-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গহন}
  • Bengali Word গইবি, গইবী Bengali definition গায়েবি
  • Bengali Word গওর Bengali definition [গওর্‌] (বিশেষ্য) গভীর চিন্তা; বিবেচনা; ধ্যান। {(আরবি) গরর}
  • Bengali Word গওস, গাউস Bengali definition [গওস্‌, গাউস] (বিশেষ্য) দরবেশদের স্তরবিশেষ। (কত নবী পরগম্বর গওস কুতুব .....-সৈয়দ মুজতবা আলী; কেস্‌সা বলতেন গাউস কুতুব আউলিয়া-আম্বিয়ার-শাআ)। {(আরবি) গরছ}
  • Bengali Word গওহর Bengali definition [হওহর্‌] (বিশেষ্য) মূল্যবান মতিবিশেষ; gem (নীল দরিয়ার ঢেউয়ের দোলায় গওহরে দেয় জন্মদান-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) গওহার }
  • Bengali Word গগন Bengali definition [গগোন্‌] (বিশেষ্য) আকাশ; খ; নভ। গগনচারী (বিশেষ্য) খেচর। □ (বিশেষণ) আকাশে বিচরণ করে এমন; অবাস্তব কল্পনাকারী। গগনচুম্বী (বিশেষণ) ১ আকাশকে স্পর্শ করে এমন। ২ অতি উচ্চ। গগনতল ( বিশেষ্য) ১ আকাশের পৃষ্ঠ; আকাশের গা। ২ আকাশের পট। গগনপট (বিশেষ্য) পটরূপে কল্পিত; আকাশ; নভোতল; আকাশ রূপ পট; আকাশ। গগনপথ (বিশেষ্য) শূন্যমার্গ; আকাশপথ। গগনপ্রান্ত (বিশেষ্য) ১ দিকচক্রবাল; দিগন্ত। ২ আকাশের এক কোণ বা প্রান্ত। গগনবিহারী (বিশেষণ) ১ গগনে বিহার করে এমন; খেচর। ২ ((আলঙ্কারিক)) আকাশবিহারী; ঊর্ধ্বচারী। গগনমণ্ডল (বিশেষ্য) নভোমণ্ডল; সম্পূর্ণ নভঃস্থল; সমস্ত আকাশ। গগনমার্গ (বিশেষ্য) আকাশপথ। গগনমূল (বিশেষ্য) আকাশপ্রান্ত (ঊষা না ফুটিতে হাসি ফুটে তার গগনমূলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। গগনস্পর্শী (বিশেষণ) আকাশস্পর্শকারী; আকাশচুম্বী; অতুচ্চ। গগনাঙ্গন (বিশেষ্য) আকাশরূপ আঙিনা; নভস্তল; আকাশপট। গগনাম্বু ( বিশেষ্য) বৃষ্টির পানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+অন(যুচ্‌)}
  • Bengali Word গগলস Bengali definition [গগল্‌স্‌] (বিশেষ্য) সূর্যের কিরণ থেকে দৃষ্টিশক্তি রক্ষা করার জন্য ব্যবহৃত ছাড়ানিবিড় রঙিন (তোর গগল্‌স্‌ হাত-ঘড়ি কাপড়-চোপড়-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) goggles}
  • Bengali Word গঙ্গা Bengali definition [গঙ্‌গা] (বিশেষ্য) ১ হিন্দুদের দেবীবিশেষ (গঙ্গা নামে মোর সতা তরঙ্গ এমনি-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ নদীবিশেষ; গঙ্গা নদী-হিন্দু বিশ্বাস অনুযায়ী এই নদী বিশেষ পবিত্র। ৩ ভাগীরথী। গঙ্গাজ (বিশেষণ) গঙ্গাজাত। □ (বিশেষ্য) ১ মহাভারতে উক্ত ভীষ্ম। ২ হিন্দু দেবতা কার্তিক। গঙ্গাজল (বিশেষ্য) ১ গঙ্গা নদীর পানি। ২ (সেকেলে) হিন্দু রমণীদের সখ্যসূচক সম্পর্কে নাম (দু’পুরুষ গঙ্গাজল ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ স্নিগ্ধ; নম্র; বিগলিত। গঙ্গাজলি১ (বিশেষ্য) ১ অন্তর্জলি। ২ হিন্দু বিশ্বাস অনুযায়ী মুমূর্ষু ব্যক্তিকে গঙ্গার জল পান করানো। ৩ হাতে গঙ্গার জল নিয়ে শপথ। গঙ্গাজলি২, গঙ্গাজলী (বিশেষণ) গঙ্গার পানির ন্যায় গেরুয়া রংবিশিষ্ট (গঙ্গাজলি কাপড়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গঙ্গাধর (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। গঙ্গাপুত্র (বিশেষ্য) ১ মহাভারতোক্ত ভীষ্ম। ২ মৃতদেহ দাহকারী। গঙ্গাপ্রাপ্তি, গঙ্গালাভ (বিশেষ্য) ১ মৃত্যু। ২ গঙ্গা নদীর তীরে মৃত্যু। গঙ্গাফড়িং (বিশেষ্য) সবুজ রংবিশিষ্ট একপ্রকার পতঙ্গ (গঙ্গাফড়িং লাফিয়ে চলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। গঙ্গাবাসী (বিশেষ্য), (বিশেষণ) গঙ্গা নদীর সন্নিকটে বা তীরে বসবাসকারী। গঙ্গা যমুনা (বিশেষ্য) গঙ্গা ও যমুনা নদী। □ (বিশেষণ) ১ সাদা ও কালো বা দুই রঙের মিলনজাত মিশ্র রং (আপনার কেশগুলি শাদা কালোয় গঙ্গা-যমুনা হইয়া গিয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সোনা ও রুপার মিশ্রণ। গঙ্গা যমুনা গাঁথনি (বিশেষ্য) কাদা ও সুরকি দ্বারা ইট গাঁথার কাজ। গঙ্গা যমুনা চুড়ি (বিশেষ্য) সোনা ও রুপার মিশ্রণে তৈরি চুড়িবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+গ (গন্‌)+ আ(টাপ্‌)}
  • Bengali Word গঙ্গোত্তরী, গঙ্গোত্রী Bengali definition [গঙ্‌গোত্‌তোরি, গঙগোত্‌ত্রি] (বিশেষ্য) ১ নিম্নাভিমুখে অবতরণকালীন গঙ্গা (আমি ব্যোমকেশ, ধরি বন্ধনহারা ধারা গঙ্গোত্রীর -(কাজী নজরুল ইসলাম))। ২ হিমালয়ের প্রান্তবর্তী যে স্থানে গঙ্গা নদী অবতরণ করছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+উত্তরী, উত্রী(<উত্তরী)}
  • Bengali Word গঙ্গোদক Bengali definition [গঙ্‌গোদক্‌] (বিশেষ্য) গঙ্গা নদীর পানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+উদক}
  • Bengali Word গঙ্গোপাধ্যায় Bengali definition [গঙ্‌গোপাদ্‌ধায়্‌] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণদের উপাধিবিশেষ; গাঙ্গুলি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+উপাধ্যায়}
  • Bengali Word গচ্চা, গচ্ছা Bengali definition [গচ্‌চা, গচ্‌ছা] (বিশেষ্য) ১ অনর্থক অর্থদণ্ড (গচ্চা দেওয়া, গচ্চা যাওয়া। ২ ক্ষতিপূরণ। ৩ অসাবধানতা-বশত লোকসান (কয়েক লাখ টাকা গচ্চা যাবে। তখন জীবিকা নিয়ে টানাটানি পড়বে-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌> (প্রাকৃত)গচ্ছ>+ (বাংলা) আ}
  • Bengali Word গচ্ছিত Bengali definition [গোচ্‌ছিতো] (বিশেষণ) রক্ষণাবেক্ষণের জন্য জমা রাখা হয়েছে এমন; রক্ষিত; ন্যস্ত; আমানত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌> (প্রাকৃত) গচ্ছ+ (বাংলা) ইত}
  • Bengali Word গছা, গছানো Bengali definition [গছা, গছানো] (ক্রিয়া) কৌশলে সম্মত করে চাপানো; ঘাড়ে চাপানো; অর্পণ করা; নেওয়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌> (প্রাকৃত) √গচ্ছ্‌>গছ্‌+আ, আনো}
  • Bengali Word গজ গজ, গজর গজর Bengali definition [গজ্‌গজ্‌, গজোর্‌গজোর্‌] (অব্যয়) ১ বিরক্তিপ্রকাশক অস্পষ্ট উক্তি; অসন্তোষ প্রকাশক (রাগে গজ গজ করছে)। ২ প্রকাশ করবার জন্য উন্মুখ (কথা গজ গজ করা)। ৩ অতিরিক্ত বোঝাই (পেটে খাদ্য গজ গজ করা)। গজগজানো, গজগজান (ক্রিয়া) বিরক্তি প্রকাশ করা; গজ গজ করা। গজগজানি (বিশেষ্য) বিরক্তিব্যঞ্জক অস্পষ্ট উক্তি। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্‌> (স্বরাগমে) গজর>গজ, দ্বিরুক্তি}
  • Bengali Word গজ ১ Bengali definition [গজ্‌] (বিশেষ্য) ১ হাতি; হস্তী (হয় গজ যদি দান করন্ত বিস্তর-কাজী দৌলত)। ২ দাবা খেলার ঘুঁটিবিশেষ (জিত্‌লে চতুরঙ্গ খেলায় নৌকা-গজে জোর ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কীটবিশেষ। গজকচ্ছপ (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত প্রবল বিদ্বেষভাবাপন্ন দুই সহোদর মুনিকুমার। ২ ((আলঙ্কারিক)) দুই প্রবল প্রতিদ্বন্দ্বী। গজকচ্ছপের লড়াই (বিশেষ্য) ১ তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ২ দুই স্থূলকায় ব্যক্তির বা দুই প্রবল পক্ষের লড়াই। গজকপালে, গজকপালিয়া (বিশেষণ) হস্তীর ন্যায় প্রশস্ত ললাটবিশিষ্ট; ভাগ্যবান (লোকটা গজকপালিয়া-আবুল মনসুর আহমদ)। গজকুম্ভ (বিশেষ্য) হস্তীর মস্তকোপরি কলস সদৃশ মাংসপিণ্ড যাকে ‘করিকুম্ভ’ বলা হয়। গজগতি (বিশেষণ) হস্তীর ন্যায় ধীর ও গুরুগম্ভীর চালবিশিষ্ট। □ (বিশেষ্য) হস্তীর গমন বা গমনভঙ্গি। ৩ সংস্কৃত ছন্দবিশেষ। গজগামিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ হাতিতে আরোহণকারিণী নারী; গজারোহিণী। ২ হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গমনভঙ্গিবিশিষ্টা। গজগামী (বিশেষণ) ১ হস্তীর পৃষ্ঠে আরোহণপূর্বক গমনকারী। ২ হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গতিবিশিষ্ট। গজগিরি, গজগীর (বিশেষ্য) ১ ((আলঙ্কারিক)) প্রকাণ্ড; সুবিশাল (তোমার ঐ গজগিরি দেহ গুরুভার-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কুয়া ইত্যাদির পাড়ে শান-বাঁধানো চত্বর। ৩ ঘরের মেঝে বা দেয়ালে চুনের কারুকার্য; পঙ্খের কাজ; limepunning (তোমার হুকুমে খোদা হ’ল .... পদানত যত গজগিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। গজঘণ্টা (বিশেষ্য) হস্তীর গলায় বাঁধিবার ঘণ্টা। গজচক্ষু (বিশেষ্য) ঈষৎ বক্র ও দেহের তুলনায় অতি ক্ষুদ্র ও বেমানান চক্ষু। গজদন্ত (বিশেষ্য) ১ হাতির দাঁত; ivory। ২ দাঁতের উপর উৎপন্ন দাঁত। গজগতি (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ হস্তী। ২ গজপ্রধান। ৩ উড়িষ্যার প্রাচীন রাজাদের উপাধি। গজবীথি (বিশেষ্য) ১ হস্তীদের সুশৃঙ্খল ও সুবিন্যস্ত শ্রেণি। ২ ঐরাবত অবস্থানের দ্বিতীয় স্থান। গজভুক্ত কপিত্থবৎ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) গজ নামক ক্ষুদ্র কীট কর্তৃক ভক্ষিত কৎবেলের মতো; গজ নামক কীট কৎবেলের ভিতরে প্রবেশ করে সমস্ত শাঁস খেয়ে ফেলার পরও যার বাইরের রূপ পূর্বের মতোই থাকে। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অন্তঃসারশূন্য। গজমোতি, গজমুক্তা, গজমতি (বিশেষ্য) যে মুক্তা হাতির মাথায় জন্মে বলে জন প্রবাদ। গজরাজ (বিশেষ্য) গজশ্রেষ্ঠ; ঐরাবত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গজ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word গজ ২ Bengali definition [গজ্‌] (বিশেষ্য) ১ দুই হাত বা তিন ফুট বা ৩৬ ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য পরিমাপের একক। ২ কাপড় মাপবার জন্য ব্যবহৃত ঐ পরিমাপবিশিষ্ট ফিতা ইত্যাদি; এক মিটারের কিছু কম (১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি) শীঘ্র দর্জি ডাক, গজ এনে মেপে দেখ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ঐ মাপের (তিন গজ কাপড়)। গজকাঠি (বিশেষ্য) একগজ মাপের কাঠি। গজি (বিশেষণ) গজবিশিষ্ট বা পরিমিত; গজ পরিমান (পাঁচ গজি শাড়ি)। {(ফারসি) গজ}
  • Bengali Word গজব, গযব Bengali definition [গজোব্‌] (বিশেষ্য) ১ আল্লাহ প্রদত্ত শাস্তি (গজব পড়ল বলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জুলুম; অত্যাচার। ৩ প্রচণ্ড ক্রোধ (গজব করিলা তুমি আজব কথায়-ভারতচন্দ্র রায়গুণাকর; আমি একা বেঁচে আছি গজব খোদার-আহসান হাবীব)। {(আরবি) গদব}
  • Bengali Word গজর, গজর Bengali definition গজগজ