Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খাই ১ Bengali definition [খাই] (ক্রিয়া) ১ ভক্ষণ করি; আহার করি। □ (বিশেষ্য) ভোজন (খাই-খরচ)। খাই কুঁড় (বিশেষণ) পেটুক; ঔদরিক। খাই কুড়ি (স্ত্রীলিঙ্গ)। খাই খরচ, খাই খরচা (বিশেষ্য) খাওয়ার খরচ; খোরাকি (কাইখরচাও মকুব হয়ে যায়-মনোজ বসু)। খাই খাই (বিশেষ্য) সর্বদা খাওয়ার জন্য আগ্রহ; খাওয়ার লালসা (যত আনি তত নাই না ঘুচিল খাই খাই-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ খাকতি; চাহিদা। খাইয়ে (বিশেষণ) ১ বেশি খেতে পারে এমন; পেটুক। ২ ভোজনরসিক। ৩ খাওয়াতে জানে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্‌> (প্রাকৃত) খা> (বাংলা) কা; (তুলনীয়)(ফারসি) খা’ঈদান চর্বণ করা, দাঁত দিয়ে কামড়ানো}
  • Bengali Word খাই ২ Bengali definition [খাই] (বিশেষ্য) ১ গর্ত। ২ পরিখা (গড়খাই)। ৩ গভীরতা (দশ হাত খাই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত>}
  • Bengali Word খাই ৩ Bengali definition খেই
  • Bengali Word খাই-খরচ Bengali definition খাই
  • Bengali Word খাই-খালাসি Bengali definition [খাইখালাশি] (বিশেষণ) জমির ফসল বা উপস্বত্ব থেকে ধারশোধের শর্তযুক্ত (খাইখালাসি দলিল)। □ (বিশেষ্য) জমির উপস্বত্ব খেয়ে ঋণমুক্তি; বিষয়ের আয়ে ঋণশোধ। {(ফারসি) খারাহি+খালাস্‌>?}
  • Bengali Word খাইদ Bengali definition খাদ১
  • Bengali Word খাইল Bengali definition খালি২
  • Bengali Word খাইস Bengali definition খায়েস
  • Bengali Word খাইয়ে Bengali definition খাই১
  • Bengali Word খাউকি, খাউকী Bengali definition [খাউকি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খেতে ও ওস্তাদ এমন; ভোজন-পটু। (তুলনীয়) (বিপরীতার্থক শব্দ) নিখাউকি, নিখাকি। খাউকা, খাউকো (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খা> (প্রাকৃত) খা> (বাংলা) খা}
  • Bengali Word খাউজ Bengali definition [খাউজ্‌] (বিশেষ্য) চুলকানি; কোস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্জু}
  • Bengali Word খাউজানো, খাজুয়ানো Bengali definition [খাউজানো, খাজুয়ানো] (ক্রিয়া) (অশিষ্ট) চুলকানো; কণ্ডূয়ন করা (নিয়ত করিলা সবে নিয়মে রহিলা তবে নক্ষে না খাজুয়া এ অঙ্গে-সৈয়দ সুলতান)। খাউজানি, খাজুয়ানি বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্জন>খজ্জন>খাজন>খাজুয়ান> (অপিনিহিতির ফলে ধ্বনিসাম্যে)}
  • Bengali Word খাউনি, খাউনী Bengali definition [খাউনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খেতে পটু। {খা+উনি}
  • Bengali Word খাওন Bengali definition [খায়োন্‌] (বিশেষ্য) ১ আহার; ভোজন। ২ খাদ্য; ভোজ্য (খাওন দাও)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্‌> (প্রাকৃত) খা> (বাংলা) √খা+ (বাংলা) ওন}
  • Bengali Word খাওন্দ Bengali definition [খাওন্‌দ্‌] (বিশেষ্য) মালিক; প্রভু; স্বামী। {(ফারসি) খারীন্দ}
  • Bengali Word খাওয়া Bengali definition [খাওয়া] (ক্রিয়া) ১ আহার করা; ভোজন করা। ২ পান করা; পানীয় গ্রহণ করা (চা খাওয়া)। ৩ দংশন করা (সাপে খায়)। ৪ সেবন করা (হাওয়া খাওয়া/নেওয়া)। ৫ ভোগ করা (মার খাওয়া)। ৬ অন্যায়ভাবে গ্রহণ করা (ঘুষ খাওয়া)। ৭ নষ্ট করা; বরখাস্ত করা (চাকরি খাওয়া)। ৮ খারাপ করা (মাথা খাওয়া)। ৯ দেওয়া (চুমু খাওয়া)। □ (বিশেষ্য) ভোজন। □ (বিশেষণ) ১ ভক্ষিত। ২ (ক্রিয়া) খাওয়া ও খাদ্য দান করা; খাওয়া ও খাওয়ানো। টাকা খাওয়া (ক্রিয়া) ঘুষ নেওয়া; অন্যায়ভাবে টাকা গ্রহণ করা। নুন খাওয়া, নিমক খাওয়া (ক্রিয়া) উপকার পাওয়া; ‍উপকৃত হওয়া। মিশ খাওয়া (ক্রিয়া) একীভূত হওয়া; মিলে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খা+ (বাংলা) ওয়া}
  • Bengali Word খাওয়াছ, খাওয়াস Bengali definition [খাওয়াছ্‌, খাওয়াস্‌] (বিশেষ্য) ১ বিশিষ্ট ব্যক্তিগণ (খাওয়াছ ভেজিয়া দেয় এস্তাদা করিতে-সৈয়দ হামজা)। ২ খাস খিদমতগারগণ; বিশেষ কর্মচারীবৃন্দ। ৩ ঘনিষ্ঠ বন্ধুগণ। {(আরবি) খারাস}
  • Bengali Word খাওয়ানো Bengali definition [খাওয়ানো] (ক্রিয়া) ১ ভোজন বা পান করানো। ২ মজা দেখানো বা শাস্তি দেওয়া (মার খাওয়ানো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খা+ণিচ্‌> (বাংলা) আনো}
  • Bengali Word খাক ১ Bengali definition [খাক্‌] (বিশেষ্য) ১ মাটি; মৃত্তিকা (ভেঙে ফেলো, আজ খাকের মমতা-ফররুখ আহমদ)। ২ ছাই; ভস্ম (সে জ্বলিয়া পুড়িয়া খাক হইতেছে-মীর মশাররফ হোসেন)। ৩ ধুলা-বালি; ধুলামাটি (তাহাদেরি সেই খাকেতে খালেদ করিয়া তয়ম্মুম বাহিরিয়া এস-(কাজী নজরুল ইসলাম))। ৪ ধ্বংস; ভস্মাবশেষ (নীলকর বেটাদের জুলুমে মুলুক খাক হইয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। খাক হওয়া (ক্রিয়া) মাটি হওয়া; ভস্ম হওয়া; পুড়ে যাওয়া; ধ্বংস হওয়া (খাকী রঙে খাক হ’ল দুই আঁখি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খাক্‌}
  • Bengali Word খাক ২ Bengali definition খাগ
  • Bengali Word খাকছার, খাকসার Bengali definition [খাক্‌ছার, খাকসার] (বিশেষ্য) ১ ধুলামাটি তুল্য দীন সেবক (এরাই মানবজাতির খাদেম, ইহারাই খাকসার-(কাজী নজরুল ইসলাম))। ২ আল্লামা মাশরেকি কর্তৃক প্রবর্তিত মুসলিম রাজনৈতিক দলবিশেষ। □ (বিশেষ্য), (বিশেষণ) অকিঞ্চন; অধম; বিনয়াবনত। {(ফারসি) খাকসার}
  • Bengali Word খাকতি, খাক্তি Bengali definition [খাক্‌তি] (বিশেষ্য) ন্যূনতা; অভাব; ঘাটতি (ঘরে কি আমাদের টাকার খাক্‌তি পড়েছে?-কাজী আফসারউদ্দীন)। {খাঁকতি>}
  • Bengali Word খাকদর-খাক Bengali definition [খাক্‌দর্‌খাক্‌] ১ (বিশেষণ) অতি বিনীত; তুচ্ছাতিতুচ্ছ। {(ফারসি) খাকদর-খাক}
  • Bengali Word খাকসার Bengali definition খাকছার
  • Bengali Word খাকান Bengali definition [খাকান্‌] (বিশেষ্য) সম্রাট। {(তুলনীয়) খাকান}
  • Bengali Word খাকার Bengali definition খাঁকার
  • Bengali Word খাকি ১, খাকী Bengali definition [খাকি] (বিশেষণ) ঘোর বাদামি রঙের; মেটে রঙের; পাংশু বর্ণ; কপিশ বর্ণ। □ (বিশেষ্য) ১ খাকি রঙের জামা; সামরিক পোশাক বিশেষ (বুকের খাকী কখনও ভীত-সংকোচে আন্দোলিত হতে থাকে-(কাজী নজরুল ইসলাম))। ২ মাটি থেকে প্রস্তুত অর্থাৎ মানুষ (নুরীই হউক; খাকীই হউক সবারি ভাই এক স্বভাব-গোলাম মোস্তফা)। {(ফারসি) খাকী}
  • Bengali Word খাকি ১, খাগি Bengali definition [খাকি, খাগি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (মেয়েলি ভাষায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে গালিরূপে ব্যবহৃত) খাদিকা; ভক্ষণকারিণী (চোখখাকি)। গতরখাকি (বিশেষ্য) ১ অত্যন্ত অলস নারী। ২ দেহের অসুস্থতায় নড়াচড়া করতে অক্ষম স্ত্রীলোক। ৩ গালিবিশেষ। চোখখাকি (বিশেষণ) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চোখ খেয়েছে এমন; দৃষ্টিহীনা। নিখাকি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কিছু খায় না এমন। ভাতারখাকি (বিশেষণ) পতিহন্ত্রী; স্বামীর মৃত্যুর জন্য দায়ী; ভর্ৎসনাবিশেষ। খেকো, খেগো (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদিকা>খাইকা>খাকি}
  • Bengali Word খাকিনী Bengali definition [খাকিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ভক্ষণকারিণী। ২ ((আলঙ্কারিক)) যে সমস্ত বস্তুকে ধুলায় পরিণত করে অর্থাৎ মাটি করে এমন; সর্বগ্রাসিনী (পাপিনী খাকিনী কাকে দয়া নাহি করে-কাজী দৌলত)। {(ফারসি) খাক+(বাংলা) (স্ত্রীলিঙ্গ) ইনী}
  • Bengali Word খাকী Bengali definition খাকি