অ পৃষ্ঠা ৬৪
- Bengali Word অসতী , অসতীত্ব Bengali definition ⇒ অসৎ
- Bengali Word অসত্তা Bengali definition [অশত্তা] (বিশেষ্য) অনস্তিত্ব; অবিদ্যমানতা; মিথ্যা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সত্তা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসত্য Bengali definition [অশোত্তো] (বিশেষণ) সত্য নয় এমন; অলীক; অযথার্থ। □ (বিশেষ্য) মিথ্যা (অসত্য অবশ্য পরিত্যাজ্য)। অসত্যবাদী (বিশেষণ) মিথ্যা বলে এমন; মিথ্যাবাদী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ সত্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসদ & গ্রাহী Bengali definition [অশদ্গ্রাহি] (বিশেষণ) ১ অবৈধ দান গ্রহণকারী। ২ ঘুষখোর। অসদ্গ্রাহিতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদ&গ্রাহী; বহু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসদাচরণ Bengali definition [অশদাচোরোন্] (বিশেষ্য) ১ মন্দ ব্যবহার বা আচরণ। ২ দুর্বৃত্ততা। অসদাচার (বিশেষ্য) ১ কদাচার। ২ দুর্বৃত্ততা। অসদাচারী বিণ। {(তৎসম বা সংস্কৃত) অসৎ+আচরণ, কর্মধারয় সমাস}
- Bengali Word অসদুপদেশ Bengali definition [অশদুপোদেশ্] (বিশেষ্য) কুপরামর্শ; কুমন্ত্রণা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদুপদেশ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসদৃশ Bengali definition [অশদ্রিশো] (বিশেষণ) ১ অন্য রকম; ভিন্ন প্রকার; বিসদৃশ। ২ বিরুদ্ধ। ৩ বেমানান; অনুপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদৃশ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসদ্ব্যবহার Bengali definition [অশদ্ব্যাবোহার্] (বিশেষ্য) ১ অভদ্র আচরণ; মন্দ আচরণ। ২ দুর্ব্যবহার। ৩ অনুপযুক্ত ব্যবহার; অযথার্থ প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদ্ব্যবহার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসদ্ভাব Bengali definition [অশদ্ভাব্] (বিশেষ্য) ১ মনোমালিন্য; কলহ। ২ অপ্রতুল; অসংস্থান (অধুনা বেইমানের কোনো অসদ্ভাব নাই)। ৩ অভাব (শারীরিক ব্যায়ামের অসদ্ভাবেই হউক বা ঐহিক সুখ সম্ভোগেই হউক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদ্ভাব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসন Bengali definition [অশন্] (বিশেষ্য) ২ ক্ষেপণ; ত্যাগকরণ; ত্যাগ করা। ২ আসন; গাছ; পিয়াসাল। {(তৎসম বা সংস্কৃত) √অস্+অন(ল্যুট্)}
- Bengali Word অসন্তুষ্ট Bengali definition [অশন্তুশ্টো] (বিশেষণ) ১ অসুখী; নাখোশ; অপ্রীত। ২ বিরক্ত। ৩ অতৃপ্ত; সন্তোষশূন্য। ৪ ক্ষুব্ধ। অসন্তুষ্টি, অসন্তোষ (বিশেষ্য) ১ বিরাগ; বিরক্তি। ২ অতৃপ্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সন্তুষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসন্দিগ্ধ Bengali definition [অশন্দিগ্ধো] (বিশেষণ) ১ নিঃসংশয়; নিংসন্দেহ; নিশ্চিত। ২ সন্দেহ করে না এমন (তাহার অসন্দিগ্ধ প্রমাণ প্রদর্শন করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সন্দিগ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসন্দিহান Bengali definition [অশন্দিহান্] (বিশেষণ) সন্দেহ করে না এমন। ২ সংশয়শূন্য; অসন্দিগ্ধ (যে আজ্ঞা করিবেন, তাহাই অসন্দিহান চিত্তে শিরোধার্য করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সন্দিহান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসপত্ন Bengali definition [অশপত্নো] (বিশেষণ) মিত্র; সখা (গান সে অসপত্ন তব-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) ১ শত্রুহীন; অরিশূন্য। ২ নিষ্কন্টক; নির্বিঘ্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)সপত্ন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসপ্ত Bengali definition [অশপ্তো] (বিশেষণ) ছয় সংখ্যক; ষষ্ঠ (অসপ্ত মথনে জন্ম ঐরাবত করি কর্ম্ম-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সপ্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসবর্ণ Bengali definition [অশবর্নো] (বিশেষণ) ভিন্ন জাতীয়; ভিন্ন বর্ণভুক্ত (পূর্বে অসবর্ণ বিবাহের শাস্তি ছিল প্রাণদণ্ড-প্রথম চৌধুরী)। অসবর্ণ বিবাহ (বিশেষ্য) ভিন্ন বর্ণ বা গোত্রে বিবাহ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সবর্ণ; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসভ্য Bengali definition [অশোব্ভো] (বিশেষণ) ১ অভদ্র; অশিষ্ট; অমার্জিত; অশ্লীল। ২ অশিক্ষিত; দুর্বিনীত; গোঁয়ার। ৩ অসামাজিক। ৪ বর্বর। ৫ বন্য। অসভ্যতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সভ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম Bengali definition [অশমো] (বিশেষণ) ১ সমান নয় এমন; অসমান। ২ সাদৃশ্যহীন। ৩ ভিন্ন প্রকার; অন্য রকম। ৪ অসমতল; উচুঁনিচু। ৫ বিষম। অসমতা ( বিশেষ্য) অসমকক্ষ (বিশেষণ) (বিশেষ্য) সমকক্ষ নয় এমন; শক্তিতে সমান নয় এমন (এই লড়াই নিতান্ত অসমকক্ষের লড়াই-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসমদর্শী (অসমশিন্) (বিশেষণ) পক্ষপাতী; একচোখা। অসমদর্শিতা (বিশেষ্য) অসমবয়সী (বিশেষণ) সমবয়সী নয় এমন; অসমানবয়স্ক (দুই অসমবয়সী বন্ধুর মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসমসাহস, অসংসাহস (বিরল) ( বিশেষ্য) সম্পূর্ণ ভয়শূন্যতা; অকুতোভয়তা। □ (বিশেষণ) দুঃসাহসিক। অসম সাহসিক, অসমসাহসী (অসমসিন্) (বিশেষণ) ১ অতুল সাহসযুক্ত; অত্যন্ত সাহসী এমন; কোনো কিছুতে ভয় করে না এমন; অকুতোভয় (নিতান্ত অসংসাহসিকের কার্য বলিয়া বোধ হয় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দুঃসাহসী। অসমসাহসিকতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমক্ষ Bengali definition [অশমোক্খো] (বিশেষ্য) অসাক্ষাৎ; অদেখা। অসমক্ষে (ক্রিয়া বিশেষণ) অসাক্ষাতে; অগোচরে; আড়ালে; পরোক্ষে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্+অক্ষ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমঞ্জ Bengali definition [অসমোন্জো] (বিশেষ্য) সগর রাজার জ্যেষ্ঠ পুত্র। □ (বিশেষ্য) (বিশেষণ) পাপ বা অন্যায়ের প্রতিবাদকারী (শেলি-পরবর্তী অসমঞ্জদের নিয়মিত নির্যাতন দেখে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত অপরিহার্য-সুধীন্দ্রনাথ দত্ত )। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্+√অঞ্জ্+অ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসমঞ্জস Bengali definition [অশমোন্জশো] (বিশেষণ) ১ সামঞ্জস্যহীন। ২ সাদৃশ্যহীন। ৩ বেখাপ্পা; অনুপযুক্ত। ৪ বিষম। ৫ অসঙ্গত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সমঞ্জস; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমতল Bengali definition [অশমোতল্] (বিশেষণ) অসমান; বন্ধুর; উঁচুনিচু; এবড়ো-থেবড়ো। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সমতল; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমতা , অসমদর্শী Bengali definition ⇒ অসম
- Bengali Word অসমর্থ Bengali definition [অশমোর্থো] (বিশেষণ) ১ সমর্থ নয় এমন; অক্ষম। ২ দুর্বল; কমজোর। ৩ অপটু। অসমর্থতা, অসামর্থ্য ( বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সমর্থ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমর্থন Bengali definition [অশমোর্থোন্] (বিশেষ্য) অননুমোদন। অসমর্থিত (বিশেষণ) ১ সমর্থিত নয় এমন; অননুমোদিত। ২ এখনো সঠিকভাবে স্বীকৃত হয়নি এমন (অসমর্থিত সংবাদ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সমর্থন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমসাহস , অসমসাহসী Bengali definition ⇒ অসম
- Bengali Word অসমান Bengali definition [অশমান্] (বিশেষ্য) (বিশেষণ) সমান বা একরূপ নয় এমন। □ (বিশেষণ) ১ অসমতল। ২ বক্র; বাঁকা। ৩ অসমকক্ষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ সমান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমাপক Bengali definition [অশমাপক্] (বিশেষণ) কার্য সমাপ্ত করে না এমন। অসমাপিকা স্ত্রী.। অসমাপিকা ক্রিয়া (বিশেষ্য) (ব্যাকরণ) যে ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না এবং এর সমাপ্তির জন্য অপর ক্রিয়াপদের অপেক্ষা রাখে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সমাপক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমাপ্ত Bengali definition [অশমাপ্তো] (বিশেষণ) ১ অসম্পন্ন; অনিষ্পন্ন; অসম্পূর্ণ। ২ অর্ধ সমাপ্ত। অসমাপ্তি (বিশেষ্য) অসম্পূর্ণতা; অসম্পাদনতা (যুগান্তর সৃষ্টিকালে অসমাপ্তি পুঞ্জীভূত যেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সমাপ্ত; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমীক্ষ্যকারী (অসমীক্ষ্যরিন্) Bengali definition [অশোমিক্খোকারি] (বিশেষণ) ১ হঠকারী; অবিমৃষ্যকারী; আচরণে অদূরদর্শী বা অবিবেচক। ২ গোঁয়ার। অসমীক্ষ্যকারিতা ( বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)সমীক্ষ্যকারী; বহু;}