অ পৃষ্ঠা ৬৩
- Bengali Word অসংখ্যাত Bengali definition [অশোঙ্খ্যাতো] (বিশেষণ) সংখ্যা নিরূপণ করা যায়নি এরূপ; অপরিমিত; অগণিত (সে-রহস্যও আসলে হয়তো অসংখ্যাত সাধারণের অনন্য সমষ্টি -সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ+সংখ্যাত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংখ্যেয় Bengali definition [অশোঙ্খেয়ো] (বিশেষণ) সংখ্যা নিরূপণ করা যায় না এমন; সংখ্যাতীত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংখ্যেয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংগত , অসঙ্গত Bengali definition [অশঙ্গতো] (বিশেষণ) ১ অযৌক্তিক; যুক্তিবিরুদ্ধ (এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্যায়; অবিহিত। ৩ অবান্তর। অসঙ্গতি (বিশেষ্য) ১ যুক্তি বা সম্বন্ধহীনতা। ২ সংস্থানের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সঙ্গত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংঘট Bengali definition [অশঙ্ঘটো] (বিশেষণ) অঘটনীয় (অসংঘট কাজে পুন সংঘট করাএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংঘট}
- Bengali Word অসংবদ্ধ Bengali definition ⇒ অসম্বদ্ধ
- Bengali Word অসংবর Bengali definition ⇒ অসংবরণীয়
- Bengali Word অসংবরণীয় , অসংবর Bengali definition [অশঙ্বরোনিয়ো, অশঙ্বরো] (বিশেষণ) সংবরণ করা যায় না এমন; অনিবার্য। অসংবরণ (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংবরণীয়, সংবর, বহু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসংবৃত , অসম্বৃত (অপপ্রয়োগ) Bengali definition [অশঙ্ব্রিতো, অশম্ব্রিতো] (বিশেষণ) ১ অনাচ্ছাদিত; আবরণশূন্য; নগ্ন। ২ শরীরের কাপড় চোপড় আলগা হয়ে পড়েছে এমন; আলুলায়িত; এলোমেলো; বিস্রস্ত। অসংবৃতা স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্বৃত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংযত Bengali definition [অশঙ্জতো] (বিশেষণ) ১ সংযমহীন; উচ্ছৃঙ্খল। ২ নিয়ম বন্ধন মানে না এমন। ৩ উদ্দাম। অসংযত অংংরসনা (বিশেষণ) জিহ্বার সংযম নেই এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংযত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংযুক্ত Bengali definition [অশঙ্জুক্তো] (বিশেষণ) সংযুক্ত নয় এমন; বিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংযুক্ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংলগ্ন Bengali definition [অশঙ্লগনো] (বিশেষণ) ১ অসম্বদ্ধ; অর্থহীন। ২ পূর্বাপর সম্পর্কহীন। ৩ পরস্পরবিরোধী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংলগ্ন; ( নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংশোধন Bengali definition [অশঙ্শোধোন্] (বিশেষ্য) অসংস্কার; অপরিমার্জন। অসংশোধনীয়, অসংশোধ্য (বিশেষণ) সংশোধন করা যায় না এমন। অসংশোধিত (বিশেষণ) সংশোধন করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংশোধন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসংশ্লিষ্ট Bengali definition [অশঙ্শ্লিশ্টো] (বিশেষণ) সংশ্লিষ্ট নয় এমন; অম্পর্কিত; সম্বন্ধশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংশ্লিষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসংশয় Bengali definition [অশঙ্শয়্] (বিশেষণ) ১ নিঃসন্দেহ; অসন্দিগ্ধ। ২ নিশ্চিত; দ্বন্দ্বরহিত। □ (বিশেষ্য) সন্দেহহীনতা; নিশ্চয়তা। অসংশয়িত (বিশেষণ) সংশয়হীন, অসন্দিগ্ধ, সন্দেহহীন। অসংশয়ে (ক্রিয়া বিশেষণ ) নিঃসন্দেহে; দ্বিধাহীনভাবে (অসংশয়ে করি স্থির-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ সংশয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংসক্ত Bengali definition [অশঙ্শক্তো] (বিশেষণ) অসংশ্লিষ্ট; নিঃসংসর্গ; নির্লিপ্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংসক্ত; নতৎ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসংসাহস , অসংসাহসিক Bengali definition ⇒ অসম
- Bengali Word অসংস্কৃত Bengali definition [অশঙ্স্ক্রিতো] (বিশেষণ) ১ অশোধিত; অমার্জিত। ২ অবিন্যস্ত (অসংস্কৃত কেশরাশি)। ৩ শাস্ত্রীয় সংস্কারের অনুকূল নয় এমন। ৪ সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। অসংস্কৃত বাক্য (বিশেষ্য) ১ সংস্কৃত ব্যতীত অন্য ভাষায় কথিত বাক্য। ২ অসংশোধিত বা অশ্লীল বাক্য; অমার্জিত বাক্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংস্কৃত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসংস্থান Bengali definition [অশঙ্স্স্থান্] (বিশেষ্য) সংস্থানের অভাব; অসঙ্গতি; অপ্রতুল (আমার অনুপস্থিতিকালে গৃহে যে কোনও বিষয়ের অসংস্থান হইবেক, তুমি তাহা সম্পন্ন করিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংস্থান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসংহত Bengali definition [অশঙ্হতো] (বিশেষণ) সংলগ্ন বা একত্র নয় এমন; বিক্ষিপ্ত; অসংবদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংহত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসওয়াসা , ওয়াসওয়াসা Bengali definition [অস্ওয়াশা, ওয়াস্ওয়াশা] (বিশেষ্য) কুমন্ত্রণা (খান্নাসের অসওয়াসা চিরদিন চেয়েছে যেমন-ফররুখ আহমদ; বেশক দুনিয়ার ধন দওলৎ শয়তানের ওয়াসওয়াসা- আবুল মনসুর আহমদ)। {ব্সব্সাহ আ. }
- Bengali Word অসকাল Bengali definition [অশকাল্] (বিশেষ্য) ১ অসময়। ২ সন্ধ্যা (প্রাতঃকালে গেল পাল চরিবার তরে। অসকাল হৈল ফির্যা নাহি আল্য ঘরে- ক্ষেমানন্দ দাস)। {অ(নঞ্)+সকাল}
- Bengali Word অসকৃৎ Bengali definition [অশকৃত্] (অব্যয়) পুনঃপুন; বার বার; বহুবার। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সকৃৎ; (নঞ্ তৎপুরুষ সমাস))
- Bengali Word অসঙ্কুচিত Bengali definition ⇒ অসংকুচিত
- Bengali Word অসঙ্কোচ , অসঙ্কোচে Bengali definition ⇒ অসংকোচ
- Bengali Word অসঙ্গ Bengali definition [অশঙ্গো] (বিশেষণ) সঙ্গীহীন। □ (বিশেষ্য) পুত্র-পরিবার বিষয়াদি ত্যাগরূপ বৈরাগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসঙ্গত Bengali definition ⇒ অসংগত
- Bengali Word অসচ্চরিত্র Bengali definition [অসচ্চোরিত্ত্রো] (বিশেষণ) ১ চরিত্রহীন। ২ অসাধু। অসচ্চরিত্রা (স্ত্রীলিঙ্গ)। অসচ্চরিত্রতা (বিশেষ্য ) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সৎ+ চরিত্র; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসচ্ছল Bengali definition [অশচ্ছল্] (বিশেষণ) ১ আর্থিক অনটনে আছে এমন (অসচ্ছল অবস্থা)। ২ অপ্রতুল; অপ্রচুর (তোমাদের ঘরে খাওয়া পরা অসচ্ছল নয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দরিদ্র (অসচ্ছল ব্যক্তি)। অসচ্ছলতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সচ্ছল; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসজ্জন Bengali definition [অশজ্জন্] (বিশেষ্য) ১ অসাধু বা দুষ্ট লোক। ২ অভদ্র বা অশিষ্ট ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সজ্জন; কর্মধারয় সমাস}
- Bengali Word অসতর্ক Bengali definition [অশতর্কো] (বিশেষণ) অসাবধান; হুঁশিয়ার নয় এমন। অসতর্কতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সতর্ক; (নঞ্ তৎপুরুষ সমাস)}