অ পৃষ্ঠা ৬৫
- Bengali Word অসমীচীন Bengali definition [অশোমিচিন্] (বিশেষণ) সমীচীন বা যুক্তিযুক্ত নয় এমন; অসঙ্গত; অনুচিত। ২ অন্যায্য। ৩ উপযুক্ত নয় এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ সমীচীন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসমীয়া , অহমীয়া Bengali definition [অশোমিয়া, অহোমিয়া/অহমিয়া] (বিশেষ্য) আসামের ভাষা বা আসামের অধিবাসী। □ (বিশেষণ) আসাম সম্বন্ধীয় বা আসামে জাত। {(তৎসম বা সংস্কৃত) অসম/অহম্+ঈয়+আ}
- Bengali Word অসম্পর্ক Bengali definition [অশম্পর্কো] (বিশেষ্য) সম্বন্ধের বা সম্পর্কের অভাব। □ (বিশেষণ) সম্পর্কহীন; নিঃসম্পর্ক। অসম্পর্কীয় (বিশেষণ) ১ সম্পর্কহীন; অনাত্মীয়। ২ সম্বন্ধহীন; যোগাযোগশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্পর্ক, সম্পর্কীয়; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্পূর্ণ Bengali definition [অশম্পুর্নো] (বিশেষণ) ১ অপূর্ণ ২ অসমাপ্ত। ৩ অসমগ্র; আংশিক। অসম্পূর্ণতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্পূর্ণ; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্পৃক্ত Bengali definition [অশম্প্রিক্তো] (বিশেষণ) ১ সম্পর্কশূন্য বা সম্পর্ক রহিত; নিঃসম্পর্কিত। ২ অসংশ্লিষ্ট (এত কাছে বসেও তাদের থেকে অসম্পৃক্ত থাকতে হবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। অসম্পৃক্তি (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্পৃক্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্বদ্ধ , অসংবদ্ধ Bengali definition [অশম্বদ্ধো, অশঙ্বদ্ধো] (বিশেষণ) ১ একত্র গ্রথিত নয় এমন। ২ অসংলগ্ন; উল্টাপাল্টা; এলোমেলো) পাগলের মত এত অসংবদ্ধ কথা বলিতেছে -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ পুর্বাপরবিরুদ্ধ। অসম্বদ্ধতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্বদ্ধ, সংবদ্ধ, সম্বদ্ধতা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্বন্ধ Bengali definition [অশম্বন্ধো] (বিশেষণ) ১ সম্বন্ধবিহীন; অসংলগ্ন। ২ পূর্বাপরবিরুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্বন্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসম্বর Bengali definition [অশম্বর্] (বিশেষণ) ১ সম্বরণে অসমর্থ। ২ অধৈর্য; বেসামাল(শেষে প্রভু হইলেন বড় অসম্বর-বৃন্দাবন দাস)। □ (বিশেষ্য) অস্ত্রবিশেষ (কোন হাতে কেঁচা কোন হাতে খোঁচা কোন হাতে অসম্বর-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্বর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসম্বাধ Bengali definition [অশম্বাধ্] (বিশেষণ) ১ বাধারহিত; বিঘ্নহীন। ২ সংঘর্ষহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্+বাধা>; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসম্বৃত Bengali definition ⇒ অসংবৃত
- Bengali Word অসম্ভব Bengali definition [অশম্ভব্] (বিশেষণ) ১ সম্ভব নয় এমন। ২ ঘটে না বা ঘটানো যায় না এমন; দুর্ঘট; অঘটনীয়। ৩ অদ্ভুত। ৪ অস্বাভাবিক। অসম্ভাবনীয় ( বিশেষণ) ঘটার সম্ভাবনা নেই এমন; সম্ভাবনারহিত। অসম্ভাবিত (বিশেষণ) অপ্র্যাশিত; ঘটবে বলে আশা করা যায়নি এমন (এই অসম্ভাবিত পরিণয় সংঘটন দ্বারা অতুল ঐশ্বর্যের অধিপতি হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অসম্ভাব্য (বিশেষণ) ১ সম্ভাবনার যোগ্য নয় এমন; অসম্ভবপর। ২ অলৌকিক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্ভব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্ভূত Bengali definition [অশম্ভুতো] (বিশেষ্য) উৎপন্ন হয়নি এমন; অজাত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্ভূত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্ভেদ Bengali definition [অশম্ভেদ্] (বিশেষণ) তত্ত্বজ্ঞানহীন; নির্বোধ (বর্বর কৈতর যে না মানিল নিষেধ। নামিল সভার আগে হয়া অসম্ভেদ-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্ভেদ (ভেদ= তত্ত্ব); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্ভ্রম Bengali definition [অশম্ভ্রোম্] (বিশেষ্য) ১ অমর্যাদা; অসম্মান। ২ হেলা; অনাদর। অসম্ভ্রমে (ক্রিয়া বিশেষণ) হেলাভরে; অবহেলে; অবলীলাক্রমে (প্রবাদে যাঁর তুমি রূপবতি, ভ্রম অসম্ভ্রমে শূন্যে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্ভ্রম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসম্মত Bengali definition [অশম্মতো] (বিশেষণ) ১ সম্মত নয় এমন; নারাজ; গররাজি; অনিচ্ছুক। ২ অস্বীকৃত। ৩ অননুমত; মতানৈক্য আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্মতি Bengali definition [অশম্মোতি] (বিশেষ্য) অনিচ্ছা; অমত; অস্বীকৃতি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসম্মান Bengali definition [অশম্মান্] (বিশেষ্য) ১ অপমান; মর্যাদাহানি। ২ অনাদর; অবহেলা। অসম্মানিত (বিশেষণ) অবমানিত; হতমান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসময় Bengali definition [অশোময়্] (বিশেষ্য) ১ অনুপযুক্ত সময় (ফসলের পক্ষে অসময়)। ২ অকাল (অসময়ের ফল)। ৩ দুঃসময় (সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়-কৃষ্ণচন্দ্র মজুমদার)। ৪ উপযুক্ত কালের পরবর্তী সময় (অসময়ের সন্তান)। অসময়ে ক্রিবিণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সময়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসরল Bengali definition [অশরোল্] (বিশেষণ) ১ সরল নয় এমন। ২ কপট। অসরলতা (বিশেষ্য) কপটতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সরল; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসহ Bengali definition [অশহো] (বিশেষণ) ১ অসহিষ্ণু। ২ ক্ষমাশূন্য ৩ অসহ্য (এ কুসুমমালা হয়েছে অসহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসহন (বিশেষ্য) অসহিষ্ণুতা। □ (বিশেষণ) ১ অসহ্য; সহ্যশক্তি বহ্ভিূত (অতি-অসহন বহ্নিদহন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অসহিষ্ণু। ৩ ক্ষামশূন্য। অসহনীয় (বিশেষণ) সহ্য করা যায় না এমন; অসহ্য। অসহমান (বিশেষণ) সহ্য বা ক্ষমা করতে অক্ষম বা অসমর্থ (একান্ত অসহমান হইয়া করতলে করাল করবাল ধারণপূর্বক তৎক্ষণাৎ তথায় উপস্থিত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {অ (নঞ্)+সহ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসহযোগ Bengali definition [অশহোজোগ্] (বিশেষ্য) ১ সহায়তা বা সাহায্য না করণ। ২ একত্রে কাজ না করা। ৩ সরকারকে রাজ্য শাসনে সাহায্য না করার আন্দোলনবিশেষ (আজ অসহযোগের অসহ্য আবেগে সে কলেজত্যাগিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসহযোগ আন্দোলন (বিশেষ্য) প্রজাগণ কর্তৃক ক্ষমতাসীন সরকারকে শাসনকার্য পরিচালনায় সহায়তা না করার আন্দোলন বিশেষ; non-cooperation movement । অসহযোগিতা (বিশেষ্য) ১ সাহায্য না করা; সহায়তা না করা। ২ একত্রে কাজ না করা। অসহযোগী (-গিন্) (বিশেষণ) অসহযোগ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সহযোগ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসহায় Bengali definition [অশহায়্] (বিশেষণ) ১ নিঃসহায়; সহায়হীন (ভুললো তার অসহায় স্ত্রী, অসহায়তর শিশুগুলি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ নিরুপায়। ৩ নিঃসঙ্গ; একা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সহায়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসহিষ্ণু Bengali definition [অশোহিশ্নু] (বিশেষণ) ১ সহ্যশক্তিহীন; অধৈর্য। ২ অধীর; অস্থির। অসহিষ্ণুতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সহিষ্ণু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসহ্য Bengali definition [অশোজ্ঝো] (বিশেষণ) সহ্য করা যায় না এমন; অসহনীয়; দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সহ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসাক্ষাৎ Bengali definition [অশাক্খাত্] (বিশেষণ) ১ দৃষ্টির বাহির; অপ্রত্যক্ষ। ২ অগোচর; ইন্দ্রিয়ের সীমা বহির্ভূত। অসাক্ষাতে (ক্রিয়া বিশেষণ) ১ দৃষ্টির বাইরে; আড়ালে। ২ গোপনে। {(তৎসম বা সংস্কৃত) অ+সাক্ষাৎ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসাজন্ত Bengali definition [অশাজোন্তো] (বিশেষণ) ১ খাপ খায় না এমন; বেমানান; অনুপযুক্ত; অযোগ্য (আমার একটি মেয়ে, আমি কি প্রাণ ধরে অসাজন্ত বরে দিতে পারি-দীনবন্ধু মিত্র)। ২ অশোভন। {(বাংলা) অ+সাজন্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসাদৃশ্য Bengali definition [অশাদৃশ্শো] (বিশেষ্য) সাদৃশ্যের অভাব; অমিল; অনৈক্য। {(তৎসম বা সংস্কৃত) নঞ্)+সাদৃশ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসাধ Bengali definition [অশাধ্] (বিশেষ্য) ১ অনিচ্ছা; অনভিলাষ। ২ অরুচি। ৩ আগ্রহের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসাধারণ Bengali definition [অশাধারোন্] (বিশেষণ) ১ সাধারণে দেখা যায় না এমন। ২ সচরাচর দুর্লভ। ৩ অসামান্য; সমান দেখা যায় না এমন। ৪ বিশিষ্ট। ৫ অনন্যসাধারণ।অসাধারণত্ব, অসাধারণতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাধারণ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অসাধু Bengali definition [অশাধু] (বিশেষণ) ১ অসৎ; মন্দ। ২ ঠক; প্রতারক। ৩ গর্হিত; নিন্দার্হ। ৪ অসম্ভ্রান্ত। ৫ ব্যাকরণদুষ্ট (অসাধু প্রয়োগ)। অসাধুতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাধু; (নঞ্ তৎপুরুষ সমাস)}