Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অশ্বারূঢ় Bengali definition [অশ্‌শারুঢ়ো] (বিশেষণ) ঘোড়ায় চড়ে আছে এমন (তাতার নির্ভীক অশ্বারূঢ়-রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্বারূঢ়া (বিশেষণ) স্ত্রী. (অশ্বারূঢ়া কেহ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+আরূঢ়; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্বারোহণ Bengali definition [অশ্‌শারোহোন্] (বিশেষ্য) ঘোড়ায় চড়ন। অশ্বারোহী (-হিন্) (বিশেষ্য) ঘোড়াসওয়ার। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+আরোহণ; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্বিনী Bengali definition [ওশ্‌শিনি] (বিশেষ্য) ১ নক্ষত্রবিশেষ। □ (বিশেষ্য) স্ত্রী. ১ অশ্বারূপধারিণী সূর্যপত্নী। ২ (অপপ্রয়োগ) ঘোটকী। ততঅশ্বিনীকুমার, অশ্বিনীসূত (বিশেষ্য) দেব চিকিৎসক যমজ দেবভ্রাতৃদ্বয়ের কোনো একজন। {(তৎসম বা সংস্কৃত) অশ্ব+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
  • Bengali Word অশ্বী Bengali definition অশ্ব
  • Bengali Word অশ্ম Bengali definition [অশ্‌শোঁ] (বিশেষ্য) ১ প্রস্তর; শিলা; পাষাণ; ২ শিলাজতু; bitumen । অশ্মমণ্ডল (বিশেষ্য ) পৃথিবীর প্রস্তরময় স্তর। অশ্মর (বিশেষণ) ১ পাথুরে; প্রস্তরময়। ২ শিলা সম্বন্ধীয়। অশ্ম রী (বিশেষ্য) পাথুরি নামক রোগ। অশ্মীভূত (বিশেষণ) প্রস্তরীভূত; প্রস্তরে পরিণত; শিলীভূত; fossilized । {(তৎসম বা সংস্কৃত) অশ্+মন্}
  • Bengali Word অশ্রদ্ধা Bengali definition [অস্‌স্রোদ্‌ধা] (বিশেষ্য) ১ অভক্তি; শ্রদ্ধার অভাব (মাতৃভাষার উপর অশ্রদ্ধা ক্রমেই কমে আসছে)। ২ অবজ্ঞা; ঘৃণা। ৩ অনুরাগের অভাব; বিরাগ। ৪ অপ্রবৃত্তি। ৫ অনাস্থা। অশ্রদ্ধ (বিশেষণ) ১ শ্রদ্ধাহীন। ২ আস্থাহীন। অশ্রদ্ধেয় (বিশেষণ) ১ শ্রদ্ধার অযোগ্য। ২ হেয়; ঘৃণ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রদ্ধা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্রান্ত Bengali definition [অস্‌স্রাত্‌তো] (বিশেষণ) ১ শ্রান্তিহীন; শ্রান্তিরহিত। ২ অক্লান্ত। ৩ বিরামহীন; অবিরাম; অবিশ্রাম। □ (ক্রিয়া বিশেষণ) অবিরত; অবিশ্রান্ত; অনবরত (অশ্রান্ত গাহিতেছিল বিফল কাকলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রান্তগতি (বিশেষ্য) অবিরাম গতি; অক্লান্ত গমন (চলেছে অশ্রান্ত গতি যত পান্থ দল- রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রান্তি (বিশেষ্য) ১ শ্রান্তিহীনতা। ২ বিরামহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রান্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশ্রাব্য Bengali definition [অস্‌স্রাব্‌বো] (বিশেষণ) ১ শোনা যায় না এমন; শোনার অযোগ্য। ২ অশ্লীল; কুৎসিত; কুরুচিপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রাব্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্রু Bengali definition [ওস্‌স্রু] (বিশেষ্য) চোখের পানি; নয়ন জল; নেত্রবারি। অশ্রুআঁখি, অশ্রুচোখ (বিশেষ্য) অশ্রুপূর্ণ আঁখি বা চোখ (অশ্রুআঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুগদগদ (বিশেষণ) আবেগাতিশয্যে প্রায় রুদ্ধবাক বা অস্ফুটবাক। অশ্রুজল (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) অশ্রু। অশ্রুপাত, অশ্রুবর্ষণ (বিশেষ্য) ক্রন্দন।অশ্রুপ্লুত (বিশেষণ) অশ্রুপ্লাবিত; অশ্রুবিধৌত; অশ্রুপরিপূর্ণ (অশ্রুপ্লুত করুণায় পরিপূর্ণ ক্ষমার প্রভাতে -রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রুবর্ষণ ⇒ অশ্রুপাত। অশ্রুবারি (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) নয়নজল (সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি-রবীন্দ্রনাথ ঠাকুর)।অশ্রুবিসর্জন (বিশেষ্য) ক্রন্দন; অশ্রুত্যাগ। অশ্রুভারাক্রান্ত (বিশেষণ ) ১ চোখের পানিতে ভারী। ২ ক্রন্দনবশে কাতর। অশ্রুময়, অশ্রুমান (বিশেষ্য) অশ্রুপূর্ণ; অশ্রুযুক্ত। অশ্রুময়ী, অশ্রুমতী স্ত্রী.। অশ্রুমুখ (বিশেষণ) অশ্রুসিক্ত মুখবিশিষ্ট। অশ্রুমুখী স্ত্রী.। অশ্রুমোচন, অশ্রুবিমোচন (বিশেষ্য) নেত্রবারি বিসর্জন; ক্রন্দন। অশ্রু রুদ্ধ (বিশেষণ) ক্রন্দনাবেগে রুদ্ধ বা ব্যাহত (অশ্রুরুদ্ধ কন্ঠ)। অশ্রুসংবরণ (বিশেষ্য) চোখের পানি সামলানো; ক্রন্দন বন্ধ করণ। অশ্রুসজল, অশ্রুসিক্ত (বিশেষণ) চোখের পানিতে ভিজা। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+রু}
  • Bengali Word অশ্রুত Bengali definition [ওস্‌স্রুতো] (বিশেষণ) শোনা যায়নি বা হয়নি এমন (অতীতের গৃহছাড়া কত যে অশ্রুতবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অশ্রুতপূর্ব (বিশেষণ) পূর্বে কখনও শোনা যায়নি এমন (যদি কেহ সেই অদৃষ্টচর; অশ্রুতপূর্ব অদ্ভুত বিদ্যাপ্রকাশকে চাতুরী অথবা প্রতারণা শব্দে নির্দেশ করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রুত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্রেয় , অশ্রেয়ঃ (অশ্রেয়স্) Bengali definition [অস্‌স্রেয়ো, অস্‌স্রেয়োহ্] (বিশেষণ) ১ অপ্রশস্ত। ২ অহিতকর; অমঙ্গলজনক। ৩ অধম। ৪ অশুভ। □ (বিশেষ্য ) ১ অহিত; অমঙ্গল। ২ অনর্থ। অশ্রেয়সী স্ত্রী.। অশ্রেয়স্কর (বিশেষণ) ১ অনুচিত; অবিধেয়। ২ অমঙ্গলজনক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রেয়স্>; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্রোতব্য Bengali definition [অস্‌স্রোতোব্‌বো] (বিশেষ্য) অশ্রাব্য; শ্রবণের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রোতব্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অশ্রোত্রিয় Bengali definition [অস্‌স্রোত্‌ত্রিয়ো] (বিশেষণ) বেদজ্ঞানহীন ব্রাহ্মণ। □ (বিশেষণ) শ্রোত্রিয়হীন; বেদজ্ঞব্রাহ্মণশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্রোত্রিয়; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অশ্লীল Bengali definition [অশ্‌শ্লিল/অস্‌স্লিল] (বিশেষণ) ১ কুৎসিত; জঘন্য। ২ অশালীন; অশিষ্ট। ৩ কুরুচিপূর্ণ; কদর্যরুচি (অশ্লীল মন্তব্য করে- আ.ন.ম.বজলুর রশীদ)। অশ্লীলতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্লীল; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অশ্লেষা Bengali definition [অস্‌স্লেশা] (বিশেষ্য) অশুভ সূচনাকারী নক্ষত্রবিশেষ (মোদের সাক্ষাৎ হল অশ্লেষার রাক্ষসী বেলায়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+শ্লেষ+আ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অষুধ , অষুধ করা , অষুধ ধরা Bengali definition ঔষধ
  • Bengali Word অষ্ট Bengali definition [অশ্‌টো] (বিশেষ্য) (বিশেষণ) আট; ৮ এই সংখ্যা বা সংখ্যক। অষ্টঐশ্বর্য (বিশেষ্য) হিন্দুমতে আট প্রকার গুণ। অষ্টক (বিশেষ্য) (বিশেষণ) আটের সমষ্টি। □ (বিশেষ্য) ১ প্রথম আট পঙ্‌ক্তি (পেত্রার্কার সনেটের অষ্টক পরস্পর মিলিত-প্রথম চৌধুরী) । ২ অষ্ট অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রস্থ। অষ্টকুষ্ঠি (বিশেষ্য) আঁটকুড়ি; গালিবিশেষ (এক চক্ষুখাদিকা ভর্তার পরমায়ুহন্ত্রী অষ্টকুষ্ঠি পুত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অষ্টচত্বারিংশ, অষ্টচত্বারিংশত্তম (বিশেষণ) ৪৭ টির পরবর্তী; আটচল্লিশের পূরক। অষ্টচত্বারিশৎ (বিশেষ্যের বিশেষণ ) ৪৮ এই সংখ্যা বা সংখ্যক। অষ্টদিক্‌পাল (বিশেষ্য) হিন্দুমতে ইন্দ্র বহ্নি যম নৈঋ©ত বরুণ মরুৎ কুবের ও ঈশান-এই অষ্ট দেবতা। অষ্টধর্ম (বিশেষ্য) হিন্দুমতে সত্য শৌচ অহিংসা অনসূয়া ক্ষমা অনৃশংস্য অকার্পণ্য সন্তোষ এই আট ধর্ম। অষ্টধা (অব্যয়) ১ আট প্রকার বা আট প্রকারে। ২ আটবার বা আটবারে। ৩ আটদিক বা আটদিকে। অষ্টধাতু (বিশেষ্য) স্বর্ণ রৌপ্যতাম্র পিতল কাংস্যত্রপু বা রাংসীসক ও লৌহ-এই আট ধাতু। অষ্টনবতি (বিশেষ্য ) (বিশেষণ) আটানব্বই; ৯৮ সংখ্যা বা সংখ্যক। অষ্টনবতিতম (বিশেষণ) ৯৭ টির পরবর্তী; আটানব্বই-এর পূরক। অষ্টনাগ (বিশেষ্য) হিন্দুমতে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট শঙ্খ-এই অষ্টবিধ সর্প বা নাগ। নায়িকা (বিশেষ্য) হিন্দুমতে মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী কৌমারী-এই অষ্ট নায়িকা।অষ্টপাদ (বিশেষ্য) ১ শরভ। ২ মাকড়সা। □ (বিশেষণ) অষ্টচরণবিশিষ্ট।অষ্টপ্রহর (বিশেষ্য) ১ দিবারাত্রি; সর্বদা; সর্বক্ষণ। ২ হিন্দুদের দিবারাত্রব্যাপী সংকীর্তন। □ ( ক্রিয়া বিশেষণ) দিবারাত্র ব্যাপিয়া। অষ্টবজ্র (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুর সুদর্শনচক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকেয়ের শক্তি, ও দুর্গার অসি। অষ্টবসু (বিশেষ্য) হিন্দু পুরাণ মতে গঙ্গা থেকে উৎপন্ন ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভব-এই অষ্ট গণদেবতা। অষ্টবিধ (বিশেষণ) আট রকম; আট প্রকার। অষ্টভুজ (বিশেষণ) আট বাহুবিশিষ্ট। অষ্ট ভুজা (বিশেষণ) স্ত্রী. আটটি হাতবিশিষ্টা। □ (বিশেষ্য) হিন্দুদের দুর্গা দেবী। অষ্টম (বিশেষণ) আট সংখ্যার পূরক। অষ্টমঙ্গলা (বিশেষ্য) স্ত্রী. হিন্দুমতে দুর্গার এক মূর্তি। অষ্টমী (বিশেষ্য) স্ত্রী. তিথিবিশেষ। অষ্টমূর্তি (বিশেষ্য) ১ হিন্দুমতে শিব। ২ হিন্দুমতে শিবের ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, যজমান, সোম ও সূর্য-এই আটটি মূর্তি। অষ্টরম্ভা (বিশেষ্য) কিছুই না; শূন্য; ফাঁকি। অষ্টসিদ্ধি (বিশেষ্য) হিন্দুমতে অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই অষ্ট অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) √অশ্(>ষ্)+অন্(কনিন্)}
  • Bengali Word অষ্টাংশিত Bengali definition [অশ্‌টাঙ্‌শিতো] (বিশেষণ) ১ আট অংশে বিভক্ত। তত২ আট পাতায় ভাঁজ করা। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট+অংশিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অষ্টাঙ্গ Bengali definition অশ্‌টাঙ্‌গো] (বিশেষ্য) ১ শরীরের অষ্ট অবয়ব যথা- দুই হস্ত, দুই চক্ষু, হৃদয়, কপাল, কণ্ঠ, ও মেরুদণ্ড; মতান্তরে-দুই হস্ত, দুই চক্ষু, হৃদয়, কপাল, মন, ও বাক্য; মতান্তরে-পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বক্ষ, ও নাসিকা। ২ শল্য, শালাক্য, কায়চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমারভৃত্য, অগদতন্ত্র, রসায়নতন্ত্র, বাজীকরণ-এই অষ্ট আয়ুর্বেদিক প্রক্রিয়া। ৩ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি-এই অষ্টযোগ। সাষ্টাঙ্গ প্রণাম (বিশেষ্য) ১ হিন্দুমতে ভূমিতে দেহের অষ্ট অঙ্গ (অর্থাৎ জানু পদ হস্ত উরঃ বুদ্ধি শিরঃ বাক্য চক্ষু অথবা দুই হাত দুই পা বক্ষ চক্ষুদ্বয় মস্তক) স্পর্শ করে প্রণাম। ২ ইসলামি মতে দুই হাত, দুই হাঁটু, দুই পা, নাসিকা, ও ললাট-এই আট অঙ্গ স্পর্শ করে ভূমিতে সেজদা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট+অঙ্গ; কর্মধারয় সমাস}
  • Bengali Word অষ্টাত্রিংশ , অষ্টাত্রিংশত্তম Bengali definition [অশ্‌টাত্‌ত্রিঙ্‌শো, অশ্‌টাত্রিঙ্‌শোত্‌তমো] (বিশেষণ) আটত্রিশ সংখ্যার পূরক; সাঁইত্রিশের পরবর্তী। অষ্টাত্রিংশৎ ( বিশেষ্যের বিশেষণ) আটত্রিশ; ৩৮ এই সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টন্+ত্রিংশৎ/ত্রিংশত্তম; অষ্টাধিক ত্রিংশৎ/ত্রিংশত্তম; মধ্য.}
  • Bengali Word অষ্টাদশ Bengali definition [অশ্‌টাদশ্] (বিশেষ্যের বিশেষণ) আঠারো; ১৮। □ (বিশেষণ) ১৮ সংখ্যার পূরক। তততঅষ্টাদশী (বিশেষণ) স্ত্রী. আঠারো বৎসর বয়স্কা। {(তৎসম বা সংস্কৃত) অষ্টন্+দশ; অষ্টোত্তর দশ-মধ্য.}
  • Bengali Word অষ্টাপদ Bengali definition [অশ্‌টাপদ্] (বিশেষ্য) ১ সোনা; স্বর্ণ (কাঠের সেঁউতী মোর হৈল অষ্টাপদ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ পাশার ছক। ৩ অষ্টপদবিশিষ্ট জন্তু; অক্টোপাস। ৪ মাকড়সা; ঊর্ণনাভ। {(তৎসম বা সংস্কৃত) অষ্টন্+পদ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অষ্টাবক্র Bengali definition [অশ্‌টাবক্‌ক্রো] (বিশেষ্য) পৌরাণিক মুনিবিশেষ; স্বনামখ্যাত বিকলাঙ্গ মুনি। {(তৎসম বা সংস্কৃত) অষ্টন্+বক্র; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অষ্টাবিংশ , অষ্টাবিংশতিতম Bengali definition [অশ্‌টাবিঙ্‌শো, অশ্‌টাবিঙ্‌শোতিতমো] (বিশেষণ) ২৮ সংখ্যার পূরক। অষ্টাবিংশতি (বিশেষ্য) (বিশেষণ ) আটাশ; ২৮ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্টন্+বিংশ, বিংশতি+তম; মধ্য.}
  • Bengali Word অষ্টাশি , অষ্টাশীতি Bengali definition [অশ্‌টাশি, অশ্‌টাশিতি] (বিশেষ্য) (বিশেষণ) আটাশি; ৮৮ সংখ্যা বা সংখ্যক। অষ্টাশীতিতম (বিশেষণ ) ৮৮ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>অষ্টন্+অশীতি; মধ্য.}
  • Bengali Word অষ্টি Bengali definition [ওশ্‌টি] (বিশেষ্য) ফলের আঁঠি; বিচি। {(তৎসম বা সংস্কৃত) √অস্+তি(ক্তিন্)}
  • Bengali Word অষ্টেপৃষ্ঠে Bengali definition আষ্টেপৃষ্ঠে
  • Bengali Word অসংকুচিত , অসঙ্কুচিত Bengali definition [অশঙ্‌কুচিতো] (বিশেষণ) ১ সঙ্কোচহীন; কুষ্ঠাহীন; অকুষ্ঠিত। ২ অকুঞ্চিত; অহ্রস্বীভূত। ৩ প্রশস্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সঙ্কুচিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অসংকোচ , অসঙ্কোচ Bengali definition [অশঙ্‌কোচ্‌] (বিশেষ্য) ১ সঙ্কোচহীনতা। ২ প্রশস্ততা; উদারতা। □ (বিশেষণ) ১ সঙ্কোচহীন; সঙ্কোচ নেই এমন। ২ প্রশস্ত; উদার। অসঙ্কোচে ক্রিবিণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সঙ্কোচ; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অসংখ্য Bengali definition [অশোঙ্‌খো] (বিশেষণ) অগণ্য; সংখ্যাতীত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সংখ্যা; (বহুব্রীহি সমাস)}