Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অরীতি Bengali definition [অরিতি] (বিশেষ্য) অনিয়ম; প্রথা। ২ কুপ্রথা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রীতি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অরু ১ ( ব্রজবুলি ) Bengali definition [ওরু] (বিশেষণ) রক্তবর্ণ সুন্দর বদন (চারু অরু লোচন কাজরে রঞ্জিত ভেলা-বিদ্যাপতি)। {( তৎসম বা সংস্কৃত) অরুণ>অরু}
  • Bengali Word অরু ২ ( ব্রজবুলি ) Bengali definition [ওরু] (অব্যয়) আর; অপর (একদিন হেরি হরি হসি হসি যায়। অরু দিন নাম ধরি মুরলি বাজায় -বিদ্যাপতি)। { (তৎসম বা সংস্কৃত) অপর>অবর>অওর>অরও>অরু}
  • Bengali Word অরুগি , অরোগী (অরুগিন্) Bengali definition [অরুগি, অরোগি] (বিশেষণ) সুস্থ; রোগহীন (সপুত্র বান্ধব হৌক অরুগি চিরায়ু-সৈয়দ আলাওল)। (তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রোগিন্>; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অরুগ্ন Bengali definition [অরুগ্‌নো] (বিশেষণ) রুগ্ন নয় এমন; সুস্থ; স্বাস্থ্যবান (অরুগ্ন বলিষ্ঠ হিংস্র নগ্ন বর্বরতা-রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রুগ্ন; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অরুচি Bengali definition [অরুচি] (বিশেষ্য) ১ বিতৃষ্ণা বা অনিচ্ছা (খাদ্যে অরুচি ধরে গেছে)। ২ মুখে খাদ্যমাত্র বিস্বাদ লাগা রোগ। ৩ অপ্রীতি; বিরাগ। অরুচিকর (বিশেষণ) অপ্রীতিকর; বিরুক্তিকর। অরুচিধরা (ক্রিয়া) বিরূপ মনোভাবের সৃষ্টি হওয়া। {(তৎসম বা সংস্কৃত) অ+রুচি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অরুণ Bengali definition [ওরুন্] (বিশেষ্য) ১ সূর্য। ২ তরুণ সূর্য; বালার্ক; নবোদিত সূর্য। ৩ উষা বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; উষা বা সন্ধ্যারাগ (শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সূর্য-সারথি। □ (বিশেষণ) ১ রক্তবর্ণ (অরুণ অরবিন্দ সম তরুণ এ হৃদয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কৃষ্ণাভ রক্তবর্ণ। ৩ আরক্ত। অরুণবর্ণ (বিশেষণ) অব্যক্ত রক্তবর্ণ (কপোলদ্বয় অরুন বর্ণ হইয়া উঠিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অরুণলোচন (বিশেষণ) রক্তচক্ষু।অরুণ সারথি (বিশেষ্য) সূর্য। অরুণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অরুণবর্ণ বিশিষ্টা। □ ( বিশেষ্য) গরুড় ও সূর্যসারথির ভগ্নি; অপ্সরাবিশেষ (অরুণার রশ্মিরাগে রাঙিয়াছে উসার আকাশ-শাহাদাত হোসেন)। অরুণিত (বিশেষণ) রক্তবর্ণ-প্রাপ্ত। অরুণিম (বিশেষণ) রক্তবর্ণ আভাবিশিষ্ট (দূর আকাশের অরুণিম উৎসবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অরুণিমা (বিশেষ্য) রক্তিমা; গোলাপি আভা। অরুণোদয় (বিশেষ্য) ১ উষা; উষাকাল; সূর্যোদয়ের প্রাক্কাল। ২ নব সূর্যের আবির্ভাব। অরুণোপল (বিশেষ্য) রক্তবর্ণ মনিবিশেষ; চুনি বা পদ্মরাগ মণি। {(তৎসম বা সংস্কৃত) √ঋ+উণ}
  • Bengali Word অরুন্তুদ Bengali definition [ওরুন্‌তুদ্] (বিশেষণ) ১ মর্মাঘাতী; মর্মভেদী (এলায়ে বিশাল জটা; অরুন্তুদ; অশনি আস্ফালি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অতিশয় হৃদয়বিদারক (দাঁড়ায়ে তেমনি তাজ অরুন্তুদ বিয়োগ কাহিনী-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) অরুস্ (=মর্মস্থল) +√তুদ্(পীড়া দেওয়া)+অ(খচ্)}
  • Bengali Word অরুন্ধতী Bengali definition [ওরুন্‌ধোতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সপ্তর্ষিমণ্ডল পরিবেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ (কোথা গো সপ্ত-ঋষি কোথা আজ?-কোথায় অরুন্ধতী? –সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (বিশেষ্য) বশিষ্ঠ মুনির পত্নী। {(তৎসম বা সংস্কৃত ) অ+ √রুধ্+ ত(ক্ত) +ঈ (স্ত্রীলিঙ্গ)}
  • Bengali Word অরূপ Bengali definition [অরূপ্] (বিশেষণ) নিরাকার (তোমার অরূপ মূর্তিখানি-রবীন্দ্রনাথ ঠাকুর) □ (বিশেষ্য) নিরাকার ঈশ্বর; আল্লাহ (অরূপ তোমার বাণী/অঙ্গে আমর চিত্তে আমার/মুক্তি দিক সে আনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অরূপা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নিরাকার; আকারহীনা (অরূপ সে, অলক্ষিত আলোকে আসীনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রূপ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অরে Bengali definition [অরে,ওরে] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ; (তুচ্ছার্থে) ওরে। {(তৎসম বা সংস্কৃত ) অরেরে}
  • Bengali Word অরোরা Bengali definition [অরোরা] (বিশেষ্য) ১ উষাকাল। ২ হিন্দু ও গ্রিক মতে উষা দেবী (না-দিন না-রাত্রির দেশে একাকিনী অরোরা আলো বিতরণ করেন- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মেরুজ্যোতি। {ইংরেজী aurora}
  • Bengali Word অর্ক Bengali definition [অর্‌কো] (বিশেষ্য) ১ সূর্য (অর্ক চন্দ্র একত্রে মিলিল স্নেহ ধরি-সৈয়দ আলাওল)। ২ স্ফটিক; আতসী পাথর; rock crystal। ৩ কিরণ; আলোক। ৪ আকন্দ গাছ (ক্ষুধার্ত হইয়া অর্কপত্র ভক্ষণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ তাম্র। অর্কপত্র (বিশেষ্য) ১ আকন্দ গাছ। ২ আকন্দ গাছের পাতা। অর্কফলা (বিশেষ্য) ১ শিখা; টিকি (তর্ক যাদের অর্কফলার তুমুল আন্দোলন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ রেফ চিহ্ন। অর্কবৃক্ষ, অর্কপাদপ (বিশেষ্য ) নিমগাছ। অর্কাঘাত (বিশেষ্য) সর্দিগর্মি। অর্কতাপত্তি (বিশেষ্য) স্ফটিকে পরিণত হওয়া, crystalization। {(তৎসম বা সংস্কৃত) √অর্চ্+ অ(ঘঞ্)}
  • Bengali Word অর্কিড , আর্কিড Bengali definition [অর্‌কিড্, আর্‌কিড] (বিশেষ্য) পরগাছা (আর্কিড-এর মত তার আকারের অপূর্বতা-প্রথম চৌধুরী )। {ইংরেজী orchid}
  • Bengali Word অর্গল Bengali definition [অর্‌গল্] (বিশেষ্য) ১ খিল; দরজার হুড়কা (এতটুকু পড়তেই যেন মনের অর্গল খুলে গেল-কাজী নজরুল ইসলাম)। ২ প্রতিবন্ধক; বাধা; অন্তরায়। অর্গলিকা, অর্গলি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ক্ষুদ্র অর্গল; ছিটকিনি। অর্গলিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্>অল(কলচ্)}
  • Bengali Word অর্গান , অর্গ্যান Bengali definition [অর্‌গান্, অর্‌গ্যান্‌] (বিশেষ্য) এই নামের বাদ্যযন্ত্র (অর্গানের শঙ্খনাদে জেগে, চরাচর ডুবাল উর্বর মোক্ষে- সুধীন্দ্রনাথ দত্ত)। {ইংরেজী organ}
  • Bengali Word অর্ঘ Bengali definition [অর্‌ঘো] (বিশেষ্য) ১ মূল্য (মহার্ঘ)। ২ হিন্দুদের পূজার উপকরণ; পূজোপচার। ৩ পূজা। {(তৎসম বা সংস্কৃত)√অর্ঘ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অর্ঘ্য Bengali definition [অর্‌ঘো] (বিশেষ্য) ১ হিন্দুদের পূজার উপকরণ। ২ সম্মানিত ব্যক্তিকে সংবর্ধনার জন্য প্রদত্ত মালা ইত্যাদি উপচার। □ (বিশেষণ) পূজনীয়; উপাস্য। অর্ঘ্যপাত্র (বিশেষ্য) সম্মান প্রদর্শনার্থে প্রয়োজনীয় উপকরণ রাখার পাত্র (শীঘ্র কুটীর হইতে অর্ঘ্যপাত্র লইয়া আইস -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √অর্ঘ্‌+য(যৎ)}
  • Bengali Word অর্চক Bengali definition [অর্‌চক] (বিশেষ্য) যে অর্চনা করে; পূজক। {(তৎসম বা সংস্কৃত) √অর্চ্‌+অক(ণ্বুল)}
  • Bengali Word অর্চন , অর্চনা Bengali definition [অর্‌চন্‌/ অর্‌চোন্‌, অর্‌চোনা] (বিশেষ্য) উপাসনা; পূজা। অর্চনীয়, অর্চ্য (বিশেষণ) পূজনীয়; পূজ্য; উপাস্য। অর্চিত (বিশেষণ) পূজিত; উপাসিত। {(তৎসম বা সংস্কৃত) √অর্চ্‌+ণিচ্‌+অন(যুচ্‌), + আ(টোপ্‌)}
  • Bengali Word অর্চা Bengali definition [অর্‌চা] (বিশেষ্য) ১ পূজা। ২ প্রতিমা (পূজাঅর্চা)। {(তৎসম বা সংস্কৃত ) √অর্চ্‌+অ+আ}
  • Bengali Word অর্চি , অর্চিঃ (অর্চিচিস্‌) Bengali definition [ওর্‌চি, ওর্‌চিহ্‌] (বিশেষ্য) ১ শিখা। ২ জ্বালা। ৩ দীপ্তি। ৪ সূর্যকিরণ; অংশু। {(তৎসম বা সংস্কৃত) √অর্চ্‌+ইন্‌, ইস্‌(ইসি)}
  • Bengali Word অর্চিত , অর্চ্য Bengali definition অর্চন
  • Bengali Word অর্জক , অর্জয়িতা (অর্জকতৃ) Bengali definition [অর্‌জোক্‌, অর্‌জোয়িতা] (বিশেষণ) অর্জনকারী। অর্জিকা, অর্জয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্‌+অক(ণ্বুল্‌),+ তৃ(তুচ্‌)}
  • Bengali Word অর্জন Bengali definition [অরজোন্‌] (বিশেষ্য) ১ উপার্জন; রোজগার; আয়। ২ চেষ্টার দ্বারা প্রাপ্তি। ৩ লাভ। অর্জিত (বিশেষণ) উপার্জিত; প্রয়াস দ্বারা প্রাপ্ত; চেষ্টালব্ধ (অর্জিত জ্ঞান)। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word অর্জিত Bengali definition অর্জন
  • Bengali Word অর্জুন Bengali definition [ওরজুন্‌] (বিশেষ্য) ১ পাণ্ডবদের তৃতীয় ভ্রাতা; ধনঞ্জয়; পার্থ। ২ নেত্ররোগবিশেষ; আঞ্জনি। ৩ বৃক্ষবিশেষ। ৪ হিন্দু পুরাণোক্ত কৃতবীর্যের পুত্র; কার্তবীর্য। {(তৎসম বা সংস্কৃত) √অর্জ্‌+উন(উনন)}
  • Bengali Word অর্জয়িতা , অর্জয়িত্রী , অর্জিকা Bengali definition অর্জক
  • Bengali Word অর্ডার Bengali definition [অর্‌ডার] (বিশেষ্য) ১ হুকুম (অর্ডার করা)। ২ ফরমায়েশ (জুতার অর্ডার দেওয়া)। অর্ডারি (বিশেষণ) ফরমায়েশি; ফরমাশ অনুযায়ী কৃত বা নির্মিত (অর্ডারি মাল)। {ইংরেজী Order}
  • Bengali Word অর্ণব Bengali definition [অর্‌নব্‌, অর্‌নোব্‌] (বিশেষ্য) সমুদ্র (রক্ষোবর, মহিমার অর্ণব জগতে-মাইকেল মধুসূদন দত্ত)। অর্ণবতরি, অর্ণবপোত, অর্ণবযান (বিশেষ্য) সমুদ্রগামী জাহাজ (আমরা অর্ণবপোতে আরোহন করিলাম- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অর্ণস্‌+ব}