Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অবলা ২ Bengali definition [অবোলা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ), বাকশক্তিহীন; অবোলা; মূক; শব্দ উচ্চারণে অক্ষম(ও আমার অবলা জীব, কথা বলতে পারে না-শচ)। {বা. আ+বোল+আ>}
  • Bengali Word অবলিপ্ত Bengali definition [অবোলিপ্‌তো] (বিশেষণ) প্রলিপ্ত; লেপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত )অব+লিপ্ত}
  • Bengali Word অবলী Bengali definition [অবোলি} (বিশেষণ) দূর্বল; বলহীন (অবলা অবলী হৈলা-ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত)অবলা>}
  • Bengali Word অবলীলা Bengali definition [অবোলিলা] (বিশেষ্য) ১ অনায়াস; অক্লেশ। ২ হেলা। ৩ অসঙ্কোচ। অবলীলাকৃত (বিশেষণ) অনায়াসকৃত; সহজ (একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবলীলাক্রমে (ক্রিয়াবিশেষণ) অনায়াসে; সহজে; অসঙ্কোচে (হেলায় এই ছয় ক্রোশ অবলীলাক্রমে চলিআ আসিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অব+লীলা}
  • Bengali Word অবলীঢ় Bengali definition [অবোলিঢ়্} (বিশেষণ) ১ লেহন করা হয়েছে এমন। ২ আস্বাদিত। {(তৎসম বা সংস্কৃত )অব+√লিহ্+ত(ক্ত)}
  • Bengali Word অবলুন্ঠন Bengali definition [অবোলুন্‌ঠন্] (বিশেষ্য) ১ ভূলুন্ঠন। ২ গড়াগড়ি। অবলুন্ঠিত (বিশেষণ) ভূলুণ্ঠিত; গড়াগড়ি দিচ্ছে এমন। অবলুন্ঠিতা স্ত্রী. {(তৎসম বা সংস্কৃত)অব+লুন্ঠন}
  • Bengali Word অবলুপ্ত Bengali definition [অবোলুপ্‌তো] (বিশেষণ) ১ লোপপ্রাপ্ত। ২ অন্তর্হিত; অদৃশ্য। {(তৎসম বা সংস্কৃত )অব+লুপ্ত}
  • Bengali Word অবলেহ Bengali definition [অবোলেহো] (বিশেষ্য) ১ লেহন; জিহবা দ্বারা আস্বাদন। ২ চেটে খাওয়ার ঔষধ বা খাদ্য। {(তৎসম বা সংস্কৃত)অব+√লিহ্+ অ(ঘঞ্)}
  • Bengali Word অবলেহন Bengali definition [অবোলেহন্] (বিশেষ্য) চাটা; চেটে আহার করা (যজ্ঞীয় হবি অবেক্ষণ বা অবলেহন করে নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অব+√লিহ্+অন(ল্যুট্)}
  • Bengali Word অবশ Bengali definition [অবশ্] (বিশেষণ) ১ অবাধ্য; অনায়ত্ত। ২ অসাড়; বিকল (সকলে ভোজন করি আনন্দে অবশ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ অস্বাধীন; পরতন্ত্র। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বশ; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবশিষ্ট Bengali definition [অবোশিশ্‌টো] (বিশেষণ) ১ বাকি। ২ উদ্বৃত্ত। ৩ অতিরিক্ত। {(তৎসম বা সংস্কৃত )অব+ শিষ্+ ত(ক্ত)}
  • Bengali Word অবশীভূত Bengali definition [অবোশিভুতো] (বিশেষণ) অবাধ্য; অবশ্য; অননুগত। অবশীভাব (বিশেষ্য)। অবশীভূতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ+বশীভূত}
  • Bengali Word অবশে Bengali definition অবশ্য২
  • Bengali Word অবশেষ Bengali definition [অবোশেশ্] (বিশেষ্য) ১ অন্ত; সমাপ্তি; অবসান। ২ সীমা; শেষ।□ (বিশেষণ) অবশিষ্ট (ধ্বংসাবশেষ)। □ (ক্রিয়াবিশেষণ) শেষাশেষি। অবশেষে (ক্রিয়াবিশেষণ) শেষ সময়ে; পরিশেষে। { (তৎসম বা সংস্কৃত)অব+ শেষ}
  • Bengali Word অবশ্য ১ Bengali definition [অবোশ্‌শো] (বিশেষণ) অবাধ্য; বশ করা যায় না এমন। অবশ্যতা (বিশেষ্য)। { (তৎসম বা সংস্কৃত)অ+বশ্য}
  • Bengali Word অবশ্য ২ , অবশে Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অবোশ্‌শো, অবশে](অব্যয়) যদিও; তবে। □ (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়; নিশ্চিতরূপে (বড়ই সাহসী তুঞি,অবশে জানিলু মুঞি-ভবানন্দ)। □ (বিশেষণ) অপরিহার্য; অনিবার্য (অবশ্য কর্তব্য)। অবশ্য অবশ্য (ক্রিয়াবিশেষণ) নিশ্চয়ই; অন্যথা না করে। অবশ্যস্তব, অবশ্যম্ভাবী (-বিশেষণ) (বিশেষণ) নিশ্চই ঘটবে বা না ঘটে পারে না এমন (সকল অনিবার্য কারণ একই হইয়া ছিল যাহাতে গ্রন্থের এই বিচিত্র পরিণাম অবশ্যম্ভব হইয়া উঠিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবশ্যম্ভাবিতা (বিশেষ্য)। অবিশ্যি অব্য ‘অবশ্যই’ (নিশ্চিতার্থে ব্যবহৃত) শব্দের আধুনিক বিকৃতি; প্রথম বিকৃতি-অবশ্যি> অবিশ্যি (স্বরসঙ্গতিতে)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বশ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবসন্ন Bengali definition [অবোশন্‌নো] (বিশেষণ) ১ অবসাদগ্রস্ত; শ্রান্ত। ২ বিষন্ন (অবসন্ন দিবালোকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবসন্নতা (বিশেষ্য)। অবসন্না (বিশেষণ) স্ত্রী. অবসানপ্রাপ্তা; ক্ষয়প্রাপ্তা (রজনী অবসন্না হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অব+√সদ্+ত(ক্ত)}
  • Bengali Word অবসর Bengali definition [অবোশর্] (বিশেষ্য) ১ অবকাশ; ছুটি। ২ ফাঁক; ফুরসত। ৩ কর্ম বা চাকরি থেকে বিদায় গ্রহণ; কর্ম-সময়ের (চাকরির) সমাপ্তি; retirement (সাতান্ন বৎসর বয়সে সরকারি কর্মচারীরা চাকরি থেকে ‘অবসর’ গ্রহণ করে থাকেন)। ৪ উপযুক্ত সময়; সুযোগ। অবসৃত (বিশেষণ) ১ অবসরপ্রাপ্ত; বিদায়ী (রাজকার্য হইতে অবসৃত হইয়া বিকলচিত্ত হইতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অপসৃত; দূরীভূত। {(তৎসম বা সংস্কৃত)অব+√সৃ+অ(অপ্)}
  • Bengali Word অবসাদ Bengali definition [অবোশাদ্] (বিশেষ্য) অতিশয় শ্রান্তি; ক্লান্তি জনিত বিষন্নভাব; উৎসাহহীনতা; fatigue (অপমান এবং অবনত হইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অব+√সদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অবসান Bengali definition [অবোশান্] (বিশেষ্য) ১ শেষ; সমাপ্তি; অন্ত। ২ মৃত্যু। অবসিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√সো+অন(ল্যুট্), ত(ক্ত)}
  • Bengali Word অবস্তু Bengali definition [অবোস্‌তু] (বিশেষ্য) অসার বস্তু (মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে-রবীন্দ্রনাথ ঠাকুর)।□ (বিশেষণ) অসার; অপদার্থ। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+বস্তু}
  • Bengali Word অবস্থা Bengali definition [অবোস্‌থা] (বিশেষ্য) ১ দশা; হাল (সস্তার তিন অবস্থা)। ২ ভাব (মনের অবস্থা)। ৩ সাংসারিক দশা (আমার অবস্থা ভালো নয়)। ৪ হাল; গতিক (দেশের অবস্থা)। ৫ সঙ্গতি; সম্পদ (অবস্থাপন্ন)। ৬ ক্ষেত্র। ৭ দূর্গতি। অবস্থাগতিকে (ক্রিয়াবিশেষণ) পারিপাশ্বিক অবস্থার চাপে। অবস্থান্তর (বিশেষ্য) অবস্থার পরিবর্তন; অন্য অবস্থা (নিত্য সমাস)। অবস্থাপন্ন (বিশেষণ) সম্পৎশালী; ধনবান। {(তৎসম বা সংস্কৃত) অব+√স্থা+অ(অঙ্)+আ(টাপ্)}
  • Bengali Word অবস্থান Bengali definition [অবোস্‌থান্] (বিশেষ্য) ১ বাস; স্থিতি। ২ বাসস্থান; location। {(তৎসম বা সংস্কৃত)অব+স্থান}
  • Bengali Word অবস্থান্তর , অবস্থাপন্ন Bengali definition অবস্থা
  • Bengali Word অবস্থাপন Bengali definition [অবোস্‌থাপোন্] (বিশেষ্য) সংস্থাপন; সন্নিবেশ; স্থাপিত করণ। অবস্থাপিত (বিশেষণ) স্থাপিত; সন্নিবিষ্ট (সাতিশয় শোচনীয় অবস্থায় অবস্থাপিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অব+স্থাপন}
  • Bengali Word অবস্থায়ী Bengali definition (-য়িন্)[অবোস্‌থায়ি] (বিশেষণ) ১ অবস্থানকারী। ২ স্থিতিবান। {(তৎসম বা সংস্কৃত )অব+√স্থা+ইন্‌}
  • Bengali Word অবস্থিত Bengali definition [অবোস্‌থিতো] (বিশেষণ) ১ আছে বা রয়েছে এমন; বর্তমান; বিদ্যমান (মীরপুর ঢাকায় অবস্থিত)। ২ শান্তসমাহিত; নিবিষ্ট (অবস্থিত চিত্ত ব্যক্তি)। ৩ আশ্রিত। অবস্থিতি, অবস্থান (বিশেষ্য)। {( তৎসম বা সংস্কৃত)অব+√স্থা+ত(ক্ত)}
  • Bengali Word অবহার ১ Bengali definition [অবোহার্] (বিশেষ্য) ১ যুদ্ধ বিরতি; armistice। ২ সৈন্যগণকে যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে আনয়ন। ৩ ধর্মান্তর গ্রহণ। অবহার্য বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√হৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অবহার ২ Bengali definition [অবোহার্] (বিশেষ্য) বাটা; ন্যায্য মূল্য থেকে বাদ দেওয়া অংশ; discount (ব্যবসায়ে ‘অবহার’ একটা স্বীকৃত নীতি)। {( তৎসম বা সংস্কৃত)অব+√হৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অবহাস Bengali definition (অবোহাশ্‌) (বিশেষ্য) পরিহাস; উপহাস। অবহসিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√হস্+অ(ঘঞ্)}