Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অবনি Bengali definition অবনী
  • Bengali Word অবনি , অবনী Bengali definition (বিরল)[অবোনি] (বিশেষ্য) পৃথিবী; ভূমি; দেশ। অবনিতল (বিশেষ্য) ভূতল; ধরণীতল। অবনিপতি (বিশেষ্য) রাজা; মহারাজা। অবনিমণ্ডল (বিশেষ্য) সমগ্র পৃথিবী; ভূমণ্ডল। {(তৎসম বা সংস্কৃত)√অব্+অনি+ঈ(ঙীপ্)}
  • Bengali Word অবনিবনা , অবনিবনাও Bengali definition [অবোনিবনা, অবোনিবনাও] (বিশেষ্য) অনৈক্য; মনোমালিন্য। {বা.অ+হি. বনিবনাউ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবন্তী , অবন্তি Bengali definition (বিরল)[অবোন্‌তি] (বিশেষ্য) মালব দেশ; উজ্জয়িনী। {(তৎসম বা সংস্কৃত) √অব্+অন্তি=অবন্তি+ঈ}
  • Bengali Word অবন্ধন Bengali definition [অবন্‌দোন্] (বিশেষ্য) বন্ধনের অভাব; মুক্তি। □ (বিশেষণ) অবাধ; মুক্ত(অয়ি অবন্ধনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বন্ধন; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবন্ধ্য Bengali definition [অবন্‌দ্‌ধো] (বিশেষণ) সফল; সার্থক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বন্ধ্যা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবনয়ন Bengali definition অবনমন
  • Bengali Word অববাহিকা Bengali definition [অবোবাহিকা] (বিশেষ্য) নদীল উভয় পার্শ্বস্থ যে ভূমির উপর দিয়ে পানি এসে নদীতে পড়ে; basin of a river। {(তৎসম বা সংস্কৃত)অপ(=অব)+বাহ+ইক(ঠন্)+আ(টাপ্)}
  • Bengali Word অববুদ্ধ Bengali definition [অবোবুদ্‌ধো] (বিশেষণ) ১ জাগরিত; সজাগ। ২ প্রবুদ্ধ; সম্বুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত)অব+√বুধ্+ত(ক্ত)}
  • Bengali Word অববোধ Bengali definition [অবোবোধ্] (বিশেষ্য) ১ বিশেষ জ্ঞান; তত্ত্বজ্ঞান। ২ জাগরণ। ৩ জ্ঞানদান; জ্ঞাপন। {(তৎসম বা সংস্কৃত)অব+√বুধ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অবভাস Bengali definition [অবোভাশ্] (বিশেষ্য) ১ প্রকাশ; স্ফুরণ। ২ অধ্যাস; আরোপ। ৩ মিথ্যা জ্ঞান; ছল। অবভাসমান (বিশেষণ) প্রকাশিত; স্ফুরিত; দীপ্ত; ভাস্বর (তুমি স্বীয় কিরণমন্ডল দ্বারা দিবাকরের ন্যায় অবভাসমান হইতেছ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অব+√ভাস্+অ(ঘঞ্)}
  • Bengali Word অবভূথ Bengali definition [অবোভ্রিথ্] (বিশেষ্য) ১ হিন্দুদের যজ্ঞ। ২ যজ্ঞান্তে স্নান; গৌণ যজ্ঞ (তদনন্তর যথাবিধি অবভৃথ ক্রিয়া সম্পাদন করিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। (তৎসম বা সংস্কৃত)অব+√ভৃ+থ(ক্‌থন্‌)}
  • Bengali Word অবমত Bengali definition [অবোমত্] (বিশেষ্য) অবহেলিত; অবজ্ঞাত; অনাদৃত। অবমতি (বিশেষ্য) অবজ্ঞা; হেয়জ্ঞান; উপেক্ষা। {( তৎসম বা সংস্কৃত)অব+√মন্+ত(ক্ত)}
  • Bengali Word অবমন্তা Bengali definition [অবোমন্‌তা] (বিশেষণ) অবজ্ঞাকারী; তিরস্কারকারী। অবমন্য (বিশেষণ) অবজ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত)অব+√মন্+তৃ(তৃচ্)}
  • Bengali Word অবমাননা . অবমানন , অবমান Bengali definition [অবোমানোনা, অবমানোন্, অবমান্] (বিশেষ্য) অপমান; অসম্মান (প্রাণের দারুণ অবমানন-রবীন্দ্রনাথ ঠাকুর) অবমাননীয়, অবমান্য (বিশেষণ) অপমানের যোগ্য; হতাদরের উপযুক্ত। অবমানয়িতা (বিশেষণ) অবমাননাকারী; অপমানকারী। অবমানিত (বিশেষণ) অপমানিত; অবজ্ঞাত (সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত (স্ত্রীলিঙ্গ)-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অব+মাননা, মানন, মান}
  • Bengali Word অবমুক্ত Bengali definition [অবোমুক্‌তো] (বিশেষণ) নির্দিষ্ট লক্ষ্যে মুক্ত। অবমুক্তি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অব+মুক্ত,মুক্তি}
  • Bengali Word অবমোচন Bengali definition [অবোমোচোন্] (বিশেষ্য) মুক্তিদান; উন্মোচন; খালাস। ২ পরিত্যাগ। {(তৎসম বা সংস্কৃত)অব+√মুচ্+অন(ল্যুট্)}
  • Bengali Word অবর Bengali definition [অবর্] (বিশেষণ) ১ নিকৃষ্ট; অধম; পশ্চাদ্বর্তী (আপন মনের প্রভু নই মোরা অবর শবর জাতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নিম্নপদস্থ অপ্রধান; সহকারী; অধীন; subordinate; assistant(অবর সচিব)। {অ(নঞ্)+বর(শ্রেষ্ঠ, উত্তম); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবরা Bengali definition [অবরা] (বিশেষ্য) ১ হিন্দু দেবী দুর্গা। □ (বিশেষণ) সর্বশ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বর+আ(টাপ্)}
  • Bengali Word অবরুদ্ধ Bengali definition [অবোরুদ্‌ধো] (বিশেষণ) ১ রুদ্ধ; ব্যাহত; বন্ধ (পথ অবরুদ্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আটক; গ্রেফতার; বন্দী (আপনি ইহাকে অবরুদ্ধ করুন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ বেষ্টিত; শত্রু দ্বারা পরিবেষ্টিত। ৪ আবদ্ধ; প্রতিরুদ্ধ। { (তৎসম বা সংস্কৃত)অব+রুদ্ধ}
  • Bengali Word অবরে - সবরে , অবুরে - সবুরে Bengali definition [অবরেসবরে, অবুরেসবুরে] (ক্রিয়াবিশেষণ) কালে ভদ্রে; সময়ে সময়ে; মধ্যে মধ্যে; কখনো কখনো (অবিশ্যি এই উৎপাত ঘটে অবরে সবরে- শওকত ওসমান)। {ফা.আবর +আ, সবর }
  • Bengali Word অবরেণ্য Bengali definition [অবরেন্‌নো] (বিশেষণ) বরণ করার অযোগ্য; অবরণীয়; সমাদরের অযোগ্য (অবরেণ্যে বরণ করা)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বরেণ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবরোধ Bengali definition [অবোরোধ্] (বিশেষ্য) ১ আটক; প্রতিরোধ (তাহার বাক্য পথ সবলে অবরোধ করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তঃপুর (ধরাধরি করি সখী লইয়া দেবীরে অবরোধে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ পরিবেষ্টন; blockade (নয় দিবস পাটনা অবরোধ করিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ পর্দা (অবরোধ প্রথা)। ৫ কারাগার; হাজত। অবরোধক (বিশেষণ) অবরোধকারী। অবরোধ প্রথা (বিশেষ্য) পর্দা প্রথা; স্ত্রীলোকদিগকে এমনভাবে অন্তঃপুরে রাখা যাতে অনাত্মীয় ব্যক্তির সঙ্গে দেখা-সাক্ষাৎ না ঘটে। {(তৎসম বা সংস্কৃত)অব+রোধ}
  • Bengali Word অবরোহ Bengali definition [অবরোহো] (বিশেষ্য) ১ অবতরণ। ২ (দর্শন.) কারন থেকে কার্যের অনুমান; deduction। ৩ অধোগতি; হীনাবস্থা (তেমনই ব্যক্তি স্বরূপের অবরোহ প্রতিবেশীর প্রতিষ্ঠা বাড়ায়-সুধীন্দ্রনাথ দত্ত)। অবরোহণ (বিশেষ্য) অবতরণ; ঊর্ধ্ব থেকে নিম্নে নামা। অবরোহণী ( বিশেষ্য) সিঁড়ি; সোপান। অবরোহী(-হিন্) (বিশেষণ) কারণ বিচারপূর্বক কার্য নির্ণয় প্রণালী সম্মত; deductive। {(তৎসম বা সংস্কৃত)অব+√রুহ্ +অ(ঘঞ্)}
  • Bengali Word অবর্জনীয় Bengali definition [অবব্‌জোনিয়ো] (বিশেষণ) অপরিহার্য; অপরিত্যাজ্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বর্জনীয়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবর্তমান Bengali definition [অবর্‌তোমান্] (বিশেষণ) ১ অবিদ্যমান; অনুপস্থিত। ২ মৃত। ৩ গত। অবর্তমানে (ক্রিয়াবিশেষণ) ১ অবিদ্যমানে (শার্দূলী অবর্তমানে নাশি শিশু যথা নিষাদ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ মৃত্যুর পর (পিতার অবর্তমানে পুত্র-কন্যাই সম্পত্তি ভোগ করে)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বর্তমান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবর্ষিত Bengali definition [অবোর্‌শিতো] (বিশেষণ) বর্ষিত হয়নি বা ঝরেনি এমন(অবর্ষিত অশ্রুধারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বর্ষিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবল Bengali definition অবলা
  • Bengali Word অবলম্ব Bengali definition [অবোলম্‌বো] (বিশেষ্য) অবলম্বন; আশ্রয়স্থল। □ (বিশেষণ) লম্বিত; ঝুলছে এমন।অবলম্বন (বিশেষ্য) ১ নির্ভর; আশ্রয়। ২ আশ্রয় করণ; ধারণ; গ্রহণ(ধর্মাবলম্বন)। ৩ ভর করণ (যষ্টি অবলম্বন)। অবলম্বিত (বিশেষণ) ১ আশ্রিত; শরণাগত। ২ গৃহীত; ধৃত; অবলম্বন করা হয়েছে এমন। ৩ লম্বমান; অবনত। অবলম্বী (-ম্বিন্) ( বিশেষণ) ১ নির্ভরশীল; অবলম্বনকারী। ২ লম্বমান; ঝুলছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অব+√লম্ ব্+অ(ঘঞ্)}
  • Bengali Word অবলা ১ Bengali definition [অবোলা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বলহীনা; অক্ষমা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নারী; ললনা(পতি বিনা অবলার কি গতি জগতে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) (ব্য.) অসমর্থ; অক্ষম (জ্ঞান তৃষ্ণা তার প্রবল; কিন্তু বই কেনার বেলা সে অবলা-সৈয়দ মুজতবা আলী)। অবল (পুংলিঙ্গ)। অবলা জাতি (বিশেষ্য) নারীকুল; (স্ত্রীলিঙ্গ) জাতি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বল+আ(টাপ্); নতৎ; (বহুব্রীহি সমাস)}