অ পৃষ্ঠা ৪২
- Bengali Word অবচেতন Bengali definition [অবোচেতোন্] (বিশেষণ) অর্ধসচেতন; অর্ধসজ্ঞান; subconscious (তেমনই সাধ থাকলেও, অবচেতন প্রতিবন্ধকের প্রতিপক্ষে এগোনো অধিকাংশ মানুষের সাধ্যে কুলায় না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অব+চেতন}
- Bengali Word অবচ্ছায় Bengali definition [অবোচ্ছায়্] (বিশেষ্য) অন্তরাল; আড়াল (অখ্যাতির অবচ্ছায়ে-সুধীন্দ্রনাথ দত্ত)। {( তৎসম বা সংস্কৃত)অব+ছায়া}
- Bengali Word অবচ্ছিন্ন Bengali definition [অবোচ্ছিন্নো] (বিশেষণ) ১ বিশিষ্ট; যুক্ত। ২ বিচ্ছিন্ন; বিভক্ত(নিরবচ্ছিন্ন)। {(তৎসম বা সংস্কৃত)অব+ছিন্ন}
- Bengali Word অবচ্ছেদ Bengali definition [অবোচ্ছেদ্] (বিশেষ্য) ১ ছেদন; খণ্ড; অংশ; বিভাগ। ২ সীমা; বিচ্ছেদ। অবচ্ছেদক (বিশেষণ) ১ ছেদনকারী। ২ বিচ্ছেদ বা বিরাম সৃষ্টিকারী। ৩ বিভাগকারী। অবচ্ছেদে (ক্রিয়াবিশেষণ) সর্বসাকুল্যে; নির্বিশেষে। { (তৎসম বা সংস্কৃত)অব+ছেদ}
- Bengali Word অবচয় Bengali definition [অবোচয়্] (বিশেষ্য) ১ চয়ন; ফুল তোলা। ২ অপচয়। ৩ মূল্য হ্রাস; depreciation। অবচিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√চি+অ(অচ্), ত(ক্ত)}
- Bengali Word অবচয়ন Bengali definition [অবোচয়োন্] (বিশেষ্য) ১ ফুল তোলা; চয়ন। ২ অপচয়। {(তৎসম বা সংস্কৃত) অব+√চি+অন(ল্যুট্)}
- Bengali Word অবজর Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অবোজর্] (বিশেষণ) মুক্তার ন্যায় উজ্জ্বল বা সোনালি (কুকুরের গলে যেন অবজর ভূষণ-দৌলত উজির বাহরাম খান)। {ফারসি আবজর }
- Bengali Word অবজান Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অবোজান্] (বিশেষ্য) অবজ্ঞা (বুঝিয়া কার্যের তত্ত্ব, নিবেদয়ে ভারু দত্ত, পশ্চাতে করিয়া অবজান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অবজ্ঞান>}
- Bengali Word অবজ্ঞা Bengali definition [অবোগ্গাঁ] (বিশেষ্য) ১ উপেক্ষা। ২ তাচ্ছিল্য। ৩ ঘৃণা। ৪ অবমাননা; অপমান। অবজ্ঞাত (বিশেষণ) (সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবজ্ঞেয় (বিশেষ্য) অবজ্ঞার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অব+√জ্ঞা+অ(অঙ্)+আ}
- Bengali Word অবতংস Bengali definition [অবোতঙ্শো] (বিশেষ্য) ভূষণ; অলঙ্কার; রত্ন (চন্দ্র বংশ অবতংস বীর পুরূরবা-মোহিতলাল মজুমদার)। { (তৎসম বা সংস্কৃত)অব+√তংস্+ অ(ঘঞ্)}
- Bengali Word অবতত Bengali definition [অবোততো] (বিশেষণ) সংহত; ব্যাপ্ত (তার আদিম অবতত দেহের অনেক যন্ত্রকে রোগ দুঃখ ভোগ করতে হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবততি (বিশেষ্য) বিস্তৃতি; ব্যাপ্তি। {অব+√তন্(বিস্তারে)+ত(ক্ত), তি(ক্তিন্)}
- Bengali Word অবতরণ Bengali definition [অবোতরোন্] (বিশেষ্য) নামা; অবরোহণ। অবতরণিকা (বিশেষ্য) ১ ভূমিকা; মুখবন্ধ। ২ সোপান সিঁড়ি। {(তৎসম বা সংস্কৃত)অব+√তৃ্ +অন(ল্যুট্)}
- Bengali Word অবতল Bengali definition [অবোতল্] (বিশেষণ) মধ্যস্থলে নিম্ন এমন উপরিভাগ বিশিষ্ট; concave (যে দর্পণের মাঝখানে ভিতরের দিকে বাঁকানো উহাকে অবতল দর্পন বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। উত্তল (বিপরীতার্থক শব্দ)(convex)। {(তৎসম বা সংস্কৃত) অব+তল}
- Bengali Word অবতার Bengali definition [অবোতার্] (বিশেষ্য) ১ হিন্দুমতে দেবতার জীবদেহ ধারণ; incarnation (কুষ্ণ বিষ্ণুর অবতার)। ২ মূর্তিমান রূপ (শয়তানের অবতার, করুণার অবতার)। ৩ অবতরণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√তৃ+অ(ঘঞ্)}
- Bengali Word অবতারণ Bengali definition [অবোতারোন্] (বিশেষ্য) ১ নামানো; নিম্নে আনয়ন (তাহাকে অবতারণ ও স্কন্ধে স্থাপন করিয়া সন্ন্যাসীর নিকট চলিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রস্তাবন। অবতারণা বি প্রস্তাবনা; ভূমিকা। অবতারণী (বিশেষ্য) সিঁড়ি; সোপান। {(তৎসম বা সংস্কৃত)অব+√তৃ+ণিচ্+আন(ল্যুট্)}
- Bengali Word অবতীর্ণ Bengali definition [অবোতির্নো] (বিশেষণ) ১ উপনীত; উপস্থিত (সর্বশেষে হোসেন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইলেন)। ২ অবতাররূপে আবির্ভূত। ৩ আবির্ভূত। ৪ নিম্নাগত (বিমান কিঞ্চিৎ অবতীর্ণ করিয়া নিদ্রান্বিতা লাবণ্যবতীকে লইয়া পলায়ন করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ উত্তীর্ণ; অতিক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত)অব+√তৃ+ত(ক্ত)}
- Bengali Word অবদমন Bengali definition [অবোদমোন্] (বিশেষ্য) অজ্ঞাতসারে অন্তরের স্বাভাবিক ইচ্ছার দমন; repression। অবদমিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+দমন, দমিত}
- Bengali Word অবদাত Bengali definition [অবোদাত্, অবোদাতো] (বিশেষণ) ১ বিশুদ্ধ; নির্মল; নির্দোষ (ধন্য রাজা রঘুনাথ, কুলেশীলে অবদাত-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ গুণসম্পন্ন; সর্বাঙ্গসুন্দর (তার সুত রঘুনাথ, রাজগুণে অবদাত গুরু করি করিল পূজিত-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অব+√দৈ+ত(ক্ত)}
- Bengali Word অবদান Bengali definition [অবোদান্] (বিশেষ্য) সুসম্পাদিত কাজ; কীর্তি; প্রশংসনীয় কর্ম (‘মেঘনাদবধ –কাব্য’ মধুসূদনের অবিস্মরণীয় অবদান)। {( তৎসম বা সংস্কৃত)অব+√দৈ+অন(ল্যুট্)}
- Bengali Word অবদ্ধ Bengali definition [অবদ্ধো] (বিশেষণ) আবাঁধা; মুক্ত (অবদ্ধ নিবিড় কেশরাশি পশ্চাদ্ভাগ অন্ধকার করিয়া রহিয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বদ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অবদ্য Bengali definition [অবোদ্দো] (বিশেষণ) অকথ্য; নিন্দনীয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বদ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অবধান Bengali definition [অবোধান্] (বিশেষ্য) ১ প্রণিধান। ২ বিশেষ মনোনিবেশ। ৩ মনোযোগের সাথে শ্রবণ (কারো অবধান-রবীন্দ্রনাথ ঠাকুর; ব্রাহ্মণ বলেন কন্যা কর অবধান-ক্ষেমানন্দ দাস)। ৪ শুনতে আজ্ঞা হোক অর্থে (কহে মন্ত্রিবর, জুড়ি দুই কর, অবধান মহিপতি-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধা+অন(ল্যুট্)}
- Bengali Word অবধারণ ১ Bengali definition [অবোধারোন্] (বিশেষ্য) ১ নিরূপণ; নির্ণয় (তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না-রবীন্দ্রনাথ ঠাকুর) ২ সীমা নির্ধারণ; পরিমাণ নির্ণয় (তাহার অবধারণ জন্য জেলায় জেলায় আসেসর নিযুক্ত হইতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ ধার্যকরণ; নির্ধারণ। অবধারিত (বিশেষণ) ১ নিশ্চিত; অনির্বার্য(প্রাণদণ্ড এক প্রকার অবধারিত বলিতে হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নির্ধারিত; নির্ণীত (স্বর্ণকারের সহিত অবধারিত কথা আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অবধার্য, অবধারণীয় (বিশেষণ) নির্ণেয়; অবধারণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধারি+অন(ল্যুট্)}
- Bengali Word অবধারণ ২ , অবধারণি Bengali definition (ব্র.) [অবধারোন্, অবধারোনি] ক্রিয়া স্থির করেছি (হাম অবধারণ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)অব+ধারণ, ধারণি}
- Bengali Word অবধি Bengali definition [অবোধি] অব্যয় ১ থেকে; হতে (জনম অবধি হাম রূপ নেহারলুঁ নয়ন না তিরপিত ভেল-বিদ্যাপতি)। ২ পর্যন্ত (সেদিন থেকে আজ অবধি)। □ (বিশেষ্য) সীমা; শেষ; পার (আত্মীয়-স্বজনহীন অবস্থায় তাহার দুর্গতির অবধি নেই। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধা+ই}
- Bengali Word অবধূত Bengali definition [অবোধুত্] (বিশেষ্য) সর্বসংস্কারমুক্ত সন্ন্যাসী বিশেষ (রাখিব মহিমা তবে গোর্খ অবধূতে-শেখ ফয়জুল্লাহ)। অবেধৌত (বিশেষণ) প্রক্ষালিত; বিশেষভাবে ধোয়া। অবধৌতিক ( বিশেষণ) ‘অবধূত’ নামক সন্ন্যাসী সন্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধূ+ত(ক্ত)}
- Bengali Word অবধ্য Bengali definition [অবোদ্ধো] (বিশেষণ) বধের অযোগ্য; বধ করা যায় না এমন (দূত অবধ্য)। অবধ্যতা (বিশেষ্য)। অবধ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বধ্য; (নঞ্ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অবনত Bengali definition [অবোনতো] (বিশেষণ) ১ আনত; বিনত। ২ পতিত; হীনাবস্থাপ্রাপ্ত। অবনতমুখী (বিশেষণ) নতমুখী; লজ্জানত(অবনতমুখী সন্ধ্যা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবনতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আনতা; বিনতা (হৃদয় ভারে ধরায় অবনতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবনতি (বিশেষ্য) ১ অনুন্নতি; হীনতা। ২ নিম্নগতি; অধোগতি। {(তৎসম বা সংস্কৃত)অব+নত}
- Bengali Word অবনমন , অবনয়ন Bengali definition [অবোনমোন্, অবোনয়োন্] (বিশেষ্য) ১ অবনতকরণ; নোয়ানো। ২ অবনতি; হীনাবস্থা। ৩ দমন অবনমিত (বিশেষণ) ১ অবনত করা হয়েছে এমন। ২ নত (শ্রদ্ধাভরে ঈষৎ অবনমিত হইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অব+নমন, নয়ন}
- Bengali Word অবনম্র Bengali definition [অবোনম্ম্রো] (বিশেষণ) শিষ্ট; বিনীত (সুকোমল, সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অব+নম্র}