অ পৃষ্ঠা ৪১
- Bengali Word অপ্রিয় Bengali definition [অপ্প্রিয়ো] (বিশেষণ) ১ অপ্রীতিকর; অরুচিকর। ২ বিরাগভাজন। অপ্রিয়কর (বিশেষণ) অসন্তোষজনক; অপ্রীতিকর (কোন অংশ চক্ষুর অপ্রিয়কর নয়–বচ)। অপ্রিয়বাদী(-দিন), অপ্রিয়ভাষী(-ষিন্) (বিশেষণ) কটুভাষী; দুর্মুখ; মুখরা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রিয়; ( বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রীতি Bengali definition [অপ্প্রিতি] (বিশেষ্য) ১ অপ্রণয়। ২ অসদ্ভাব; মনান্তর। ৩ অসন্তোষ। ৪ বিরাগ। অপ্রীত বিণ। অপ্রীতিকর (বিশেষণ) অসন্তোষজনক; অপ্রিয়কর (তাহা নিতান্ত অপ্রীতিকর বোধ হইল না –রবীন্দ্রনাথ ঠাকুর)।অপ্রীতিভাজন (বিশেষণ) বিরাগভাজন; অসন্তোষের পাত্র। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রীতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রয়োজন Bengali definition [অপ্প্রোয়োজন্] (বিশেষ্য) অনাবশ্যকতা; অদরকার; নিষ্প্রয়োজন (অপ্রয়োজনের প্রয়োজন নিয়া তার কারবার-আহমদ শরীফ)। অপ্রয়োজনীয় (বিশেষণ) অনাবশ্যক; অদরকারি। অপ্রয়োজনীয়তা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রয়োজন; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্সরা , অপ্সরী Bengali definition (অপ্র), অপ্সর (অপ্র) [অপ্শরা, অপ্শোরি, অপ্শর্] (বিশেষ্য) হিন্দুমতে স্বর্গবেশ্যা; সুরসুন্দরী (অপ্সর কিন্নর যক্ষ-ভারতচন্দ্র রায় গুণাকর; স্বর্গপথে কলকন্ঠে অপ্সরী কিন্নরী- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অপ্+√সূ+অস্(অসুন্)}
- Bengali Word অপয়া Bengali definition [অপয়া] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ অলক্ষণা; কূলক্ষণা। ২ অমঙ্গলজনক; অশুভ। {অ(নঞ্)+পয়(<পদ)+আ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অফ করা Bengali definition [অফ্ করা] ক্রিয়া নিবানো। {ইংরেজী off+ বা. করা}
- Bengali Word অফর Bengali definition [অফর্] (বিশেষণ) বিকাল; অপরাহ্ণ (অফর বেলায় নাও বাইয়া যাও-জসীমউদ্দীন)। {অ(অপশস্ত অর্থে)+প্রহর=(তৎসম বা সংস্কৃত)অপ্রহর>অপ্পহর>অফর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অফলা . আফলা Bengali definition [অফলা, আফলা] (বিশেষণ) ফল ধরে না এমন; বন্ধ্যা (মাটিও আফলা নয়-অচিন্তকুমার সেনগুপ্ত)। { (তৎসম বা সংস্কৃত)অফল+বা. আ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অফার Bengali definition [অফার্] (বিশেষ্য) ১ দিতে চাওয়া (এক কাপ চা ও অফার করলাম না –আলাউদ্দীন আল আজাদ)। ২ প্রস্তাব (চাকরির অফার এসেছে)। {ইংরেজী offer}
- Bengali Word অফিস , আপিস Bengali definition (অপ্র) [অফিশ্ আপিশ্] (বিশেষ্য) দপ্তর; কার্যালয় (বিষম রাক্ষস ওটা মেলিয়া অফিস কৌটা-রবীন্দ্রনাথ ঠাকুর; আফিস ছেড়ে এলাম যদি-দ্বিজেন্দ্রলাল রায়)। {ইংরেজী office}
- Bengali Word অফিসার Bengali definition [অফিসার্](বিশেষ্য) পদস্থ কর্মচারী; অফিসর {ইংরেজী officer; (তুল.)ফারসি আফ্সার }
- Bengali Word অফুট , অফুটা Bengali definition [অফুট, অফুটা] (বিশেষণ) অপ্রস্ফুটিত; অবিকশিত (অফুট কুসুম ডালা-জসীমউদ্দীন)।{( তৎসম বা সংস্কৃত)অস্ফুট> বা. অফুট+ বা.আ}
- Bengali Word অফুরন্ত , অফুরান Bengali definition [অফুরন্তো, অফুরান্] (বিশেষণ) শেষ হচ্ছে না এমন; ফুরাচ্ছে না এরূপ (বিশাল সাগর দক্ষিণে অফুরান-রশীদ খাঁন)। {বা. অ(নাই অর্থে)+√ফুরা+অন্ত, আন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অফেরু Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অফেরু] (বিশেষ্য) পেয়ারা; অমরুদ (অফেরু-বড়ু চণ্ডীদাস)।
- Bengali Word অব Bengali definition [অবো] (অব্যয়) অনাদর নিশ্চয়তা ন্যূনতা ব্যাপ্তি নিম্নগতি ইত্যাদি অর্থে ব্যবহৃত তৎসম উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত)উপসর্গ বিশেষ}
- Bengali Word অবকর Bengali definition [অবোকর্] (বিশেষ্য) যাকে ঝাঁটা দ্বারা দূরীভূত করা হয়; জঞ্জাল; ধূলাবালি; আবর্জনা (তাথে পাও দিয়া ধোয়াইল অবকর- হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত)অব+√কৃ+অ(অল্)}
- Bengali Word অবকাঠামো Bengali definition [অবোকাঠামো] (বিশেষ্য) মধ্যস্থিত ব্যাপ্ত অদৃশ্য কাঠামো বা ঠাট; infrastructure। {(তৎসম বা সংস্কৃত) অব+বা. কাঠামো}
- Bengali Word অবকাশ Bengali definition [অবোকাশ্] (বিশেষ্য) ১ অবসর; বিরাম। ২ ছুটি(গ্রীষ্মাবকাশ)। ৩ ফাঁক। {(তৎসম বা সংস্কৃত)অব+√কাশ্+অ(ঘঞ্)}
- Bengali Word অবক্ষিপ্ত Bengali definition ⇒ অবক্ষেপ
- Bengali Word অবক্ষেপ Bengali definition [অবোক্খেপ্] (বিশেষ্য) নিম্নে নিক্ষেপ; হতস্তত ক্ষেপণ। অবক্ষিপ্ত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অব+√ক্ষিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word অবক্ষয় Bengali definition [অবোক্খয়্] (বিশেষ্য) বিনাশ; হানি; ক্ষতি। {(তৎসম বা সংস্কৃত) অব+ক্ষয়}
- Bengali Word অবগত Bengali definition [অবোগতো] (বিশেষণ) জ্ঞাত; বিদিত; খবরপ্রাপ্ত; ওয়াকিফহাল। অবগতি (বিশেষ্য) (জনসাধারণের অবগতির জন্য)। { (তৎসম বা সংস্কৃত)অব+√গম্+ত(ক্ত)}
- Bengali Word অবগাই Bengali definition (ব্র.)[অবোগাই] অক্রি ১ বিশ্রাম ক’রে (অনন্ত অবগাই-জ্ঞাদা)। ২ শান্ত ক’রে (এহি কর দেখি রোখ অবগাই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)অবগ্রাহ্য>অবগাহি>}
- Bengali Word অবগাহ , অবগাহন Bengali definition [অবোগাহো, অবোগাহোন্] (বিশেষ্য) পানিতে নেমে ডুব দিয়ে গোসল; শরীর ডুবিয়ে স্নান (সঙ্গীতের তরঙ্গময় সুরধারায় অবগাহন করার পরে – রাজিয়া খান)। {(তৎসম বা সংস্কৃত)অব+√গাহ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word অবগাঢ়ি Bengali definition (ব্র.)[অবগাঢ়ি] (বিশেষণ) বিহবল (অমঙ্গল শুনলু সতী পতিভয় অবগাঢ়ি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)অব+√গাহ্+ত(ক্ত)+বা.ই}
- Bengali Word অবগুণ Bengali definition [অবোগুন্] (বিশেষ্য) অপগুণ; দোষ; গুণহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অব+গুণ}
- Bengali Word অবগুন্ঠন Bengali definition [অবোগুন্ঠন্] (বিশেষ্য) ঘোমটা; স্ত্রীলোকের মুখাবরণ (করি লুন্ঠন অবগুন্ঠন-রবীন্দ্রনাথ ঠাকুর)অবগুন্ঠিত (বিশেষণ) ১ ঘোমটার দ্বারা আবৃত। ২ গুপ্ত; লুক্কায়িত (অন্তরালে সে অবগুন্ঠিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবগুন্ঠিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত )অব+√গুন্ঠ্+ অন(ল্যুট্)}
- Bengali Word অবচন Bengali definition ⇒ অবচনীয়
- Bengali Word অবচনীয় , অবচন Bengali definition [অবচোনিয়ো, অবচোন্] (বিশেষণ) অনির্বচনীয়; বাক্যাতীত(অবচন এ কি শ্লোক! অপরূপ সৃষ্টি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ+বচন, বচনীয়}
- Bengali Word অবচিত Bengali definition ⇒ অবচয়