অ পৃষ্ঠা ৪০
- Bengali Word অপ্রতিম Bengali definition [অপ্প্রোতিম্] (বিশেষণ) নিরুপম; অতুলনীয় (তাকে কোনও বিশেষ অবদানের গুণে অপ্রতিম লাগে না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতিমা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রতিষ্ঠ Bengali definition [অপ্রোতিশ্ঠো] (বিশেষণ) ১ প্রতিপত্তিহীন; অবিখ্যাত। ২ স্থিতিলাভ করেনি এমন; অপ্রতিষ্ঠিত। ৩ অনির্ণীত। অপ্রতিষ্ঠা(বিশেষ্য)। অপ্রতিষ্ঠিত (বিশেষণ) স্থাপিত হয়নি এমন; অপ্রতিষ্ঠ। {( তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতিষ্ঠা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রতিহত Bengali definition [অপ্প্রোতিহতো] (বিশেষণ) অবাধ; অব্যাহত; অপ্রতিবন্ধ (কাউন্সিলে অপ্রতিহত প্রতাপ-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ প্রতিহত; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রতীত Bengali definition [অপ্প্রোতিতো] (বিশেষণ) অদ্ভুত; অবিশ্বাস্য (তাদের মতে গ্রাম্য পদের ন্যায় ‘অপ্রতীত’ পদ কাব্যে অব্যবহার্য-প্রথম চৌধুরী)। অপ্রতীতি (বিশেষ্য) অবিশ্বাস। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতীত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রতুল Bengali definition [অপ্প্রোতুল] (বিশেষ্য) ১ অপ্রাচুর্য; আধিক্যের অভাব। ২ কমতি; অল্পতা (এখানে গোলের অপ্রতুল কি?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অভাব; অনটন (অপ্রতুলে কত দীন বাছাধন-নবীনচন্দ্র সেন)। ৪ অসমৃদ্ধি; শ্রীহানি; শ্রীভ্রষ্টতা (এ দেশের অত্যন্ত অপ্রতুল হইল দেশাধিকারী অতি দুরন্ত-রামু)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতুল; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অপ্রত্যক্ষ Bengali definition [অপ্রোত্তোক্খো] (বিশেষণ) ১ ইন্দ্রিয়ের অগোচর। ২ পরোক্ষ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রত্যক্ষ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রত্যাগত Bengali definition [অপ্রোত্তাগতো] (বিশেষণ) ফিরে আসেনি এমন (তাঁহাকে অপ্রত্যাগত দেখিয়া শিষ্যদিগকে কহিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রত্যাগত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রত্যাশিত Bengali definition [অপ্রোত্তাশিতো] (বিশেষণ) ১ আশাতীত (এ আমার অপ্রত্যাশিত পুরস্কার)। ২ অভাবনীয়। ৩ আকস্মিক (তার অপ্রত্যাশিত আগমনে সকলেই অবাক হয়ে গেল)। অপ্রত্যাশা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+অপ্রত্যাশিত; বহু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রত্যয় Bengali definition [অপ্রোত্তয়] (বিশেষ্য) প্রত্যয়ের অভাব; অবিশ্বাস; সন্দেহ। অপ্রত্যয়ী (বিশেষণ) ১ অবিশ্বাসী। ২ সন্দিগ্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+প্রত্যয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রধান Bengali definition [অপ্প্রোধান্] (বিশেষণ) ১ মূখ্য নয় এমন; শ্রেষ্ঠ নয় এরূপ। ২ গৌণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রধান; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রধৃষ্য Bengali definition [অপ্প্রোধ্রিশ্শো] (বিশেষণ) অপরাজিত; অধৃষ্য; অজেয় (প্রদর্শি পৌরুষ দর্প অপ্রধৃষ্য বীর্য্য গর্ব-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রধৃয্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রবৃত্তি Bengali definition [অপ্ প্রোব্রিত্তি] (বিশেষ্য) ১ অরুচি; অপছন্দ। ২ অনিচ্ছা; অনাসক্তি। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রবৃত্তি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রমত্ত Bengali definition [অপ্রোমত্তো] (বিশেষণ) ১ মত্ততাশূন্য; মাতাল নয় এমন। ২ ধীর; অবহিত (অপ্রমত্ত অযুক্ত হস্ত-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রমত্ত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রমেয় Bengali definition [অপ্রোমেয়ো] (বিশেষণ) ১ অপরিমেয়; প্রচুর চর্ব্য চুষ্য লেহ্য পেয় নানা রস অপ্রমেয়-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ (বিশেষণ) অসীম; অজ্ঞেয় (অপ্রমেয় গাণ্ডীব ধনু্-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রমেয়; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রযত্ন Bengali definition [অপ্রোজত্নো] (বিশেষ্য) অনুদ্যম; চেষ্টার অভাব □ (বিশেষণ) নিরুদ্যম; নিশ্চেষ্ট। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রযত্ন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রযুক্ত Bengali definition [অপ্রোজুক্তো] (বিশেষণ) ১ অব্যবহার্য বা অব্যবহৃত। ২ অসঙ্গত; অনুচিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রযুক্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রশংসা Bengali definition [অপ্প্রোশঙ্শো] (বিশেষ্য) অখ্যাতি; নিন্দা (অপ্রশংসার কথা)। অপ্রশংসনীয় (বিশেষণ) প্রশংসার অযোগ্য; নিন্দনীয় (ইহার মধ্যে কোন্ গ্রন্থ অপ্রশংসনীয়?-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রশংসা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রশমনীয় Bengali definition [অপ্প্রোশমোনিয়ো] (বিশেষণ) অনিবার্য; অদম্য (একটা অদম্য, অপ্রশমনীয় পিপাসা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ প্রশমনীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রশস্ত Bengali definition [অপ্প্রোশস্তো] (বিশেষণ) ১ সঙ্কীর্ণ; অবিস্তৃত। ২ অপকৃষ্ট; নিন্দিত। ৩ প্রতিকূল। ৪ অনুপযু্ক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ প্রশস্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রসন্ন Bengali definition [অপ্প্রোশন্নো] (বিশেষণ) ১ অসন্তুষ্ট; বিরক্ত (তাহা হইতে উহার মন এখন অপ্রসন্ন হইত না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ম্লান; বিমর্য; আনন্দশূন্য (অপ্রসন্ন আকাশের ভ্রূভঙ্গে যখন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ক্ষুব্ধ; দুঃখিত। অপ্রসন্নতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ প্রসন্নতা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রসিদ্ধ Bengali definition [অপ্প্রোশিদ্ধো] (বিশেষণ) অখ্যাত; অবিখ্যাত; অপ্রতিষ্ঠা। অপ্রসিদ্ধি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ প্রসিদ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রসূতা Bengali definition [অপ্প্রোশুতা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অজন্মদায়িনী; সন্তানহীনা; অসন্তানবতী (কার হৈল পুত্র কন্যা কেহ অপ্রসূতা-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ প্রসূতা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রস্তুত Bengali definition [অপ্রোস্তুত্] (বিশেষণ) ১ প্রস্তুত হয়নি এমন; অনির্মিত। ২ তৈরি করার কাজ শেষ হয়নি এমন (অপ্রস্তুত ব্যক্তি)। ৩ লজ্জিত; বিব্রত; অপ্রতিভ; সলজ্জ; শরমিন্দা। ৪ (আল.) উপস্থিত নয় এমন; বর্তমান বিষয় নয় এমন। অপ্রস্তুত প্রশংসা (বিশেষ্য) সাহিত্যে ব্যবহৃত অর্থালঙ্কার বিশেষ। এই অলঙ্কার অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বর্ণনীয় বিষয়টি ব্যঞ্জনায় বুঝানো হয় (যেমন: কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ প্রস্তুত; (নঞ্ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রাকৃত Bengali definition ⇒ অতিপ্রাকৃত
- Bengali Word অপ্রাচুর্য Bengali definition [অপ্প্রাচুরজো] (বিশেষ্য) ১ স্বল্পতা। ২ আধিক্যের অভাব। ৩ অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+প্রাচুর্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রাপ্ত Bengali definition [অপ্প্রাপ্তো] (বিশেষণ) পায়নি বা পাওয়া যায়নি এমন। অপ্রাপ্তবয়স্ক (বিশেষণ) ১ নাবালক । ২ বয়ঃপ্রাপ্ত হয়নি বা সাবালকত্ব লাভ করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ প্রাপ্ত; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রাপ্তি Bengali definition [অপ্প্রাপ্তি] (বিশেষ্য) ১ অলাভ। ২ প্রাপ্তির অভাব। ৩ অভাব (কিছু অপ্রাপ্তির অভিশাপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ প্রাপ্তি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রাপ্য Bengali definition [অপ্প্রাপ্পো] (বিশেষণ) ১ পাওয়া যায় না এমন; প্রাপ্য নয় এরূপ। ২ দুর্লভ; দুষ্প্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রাপ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপ্রামাণিক Bengali definition [অপ্প্রামানিক্] (বিশেষণ) ১ অবিশ্বাস্য।২ প্রমাণশূন্য; ভিত্তিহীন; দলিলহীন। অপ্রামাণিকতা ( বিশেষ্য)। অপ্রামাণ্য বিণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+প্রামাণিক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ্রাসঙ্গিক Bengali definition (বিশেষণ ) অবান্তর; আলোচ্য বিষয়ের বহির্ভূত; irrelevant। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রাসঙ্গিক; ( নঞ্ তৎপুরুষ সমাস)}