Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অপূরণ Bengali definition [অপুরন্] (বিশেষ্য) কমতি। অপূরণীয় (বিশেষণ) পূরণ করা যায় না এমন (অপূরণীয় ক্ষতি)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+(তৎসম বা সংস্কৃত )√পূর্+ অন(ল্যুট্); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপূর্ণ Bengali definition [অপুর্‌নো] (বিশেষণ) ১ পূর্ণ নয় এমন; অসমাপ্ত (অপূর্ণ কাজ)। ২ অতৃপ্ত (অপূর্ণ বাসনা)। অপূর্ণতা (বিশেষ্য)। অপূর্ণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পূর্ণ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপূর্ব Bengali definition [অপুর্‌বো] (বিশেষণ) ১ অভূতপূর্ব; অভিনব। ২ অত্যুৎকৃষ্ট; অতি সুন্দর। ৩চমৎকার; আশ্চর্য। অপূর্বতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পূর্ব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপেক্ষক Bengali definition অপেক্ষা
  • Bengali Word অপেক্ষণ Bengali definition [অপেক্‌খোন্] (বিশেষ্য) রক্ষণ; তত্ত্বাবধান (নিয়োজিত কর তারে ছেলি অপেক্ষণ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অপ+ঈক্ষণ}
  • Bengali Word অপেক্ষমাণ Bengali definition অপেক্ষা
  • Bengali Word অপেক্ষা Bengali definition [অপেক্‌খা] (বিশেষ্য) ১ প্রতীক্ষা (অবশেষে অপেক্ষার হলো অবসান) । ২ ভরসা; নির্ভরতা (বৃষ্টির অপেক্ষায় কৃষিকাজ বন্ধ)। ৩ তোয়াক্কা; খাতির (তার অপেক্ষা করা অর্থহীন)। ৪ প্রত্যাশা (ফলের অপেক্ষা কে না করে)। ৫ সবুর; বিলম্ব (একটু অপেক্ষা কর)। □ অব্য চেয়ে; থেকে (চন্দ্র অপেক্ষা পৃথিবী বড়)। অপেক্ষাকৃত (বিশেষণ) অন্য বস্তু বা বিষয়ের তুলনায় (অপেক্ষাকৃত মন্দ)। অপেক্ষিত, অপিক্ষিত (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) প্রতীক্ষিত; প্রত্যাশিত; ঈপ্সিত (পণ এক ছাড়া দিই অপিক্ষিত জনে-ক্ষেমানন্দ দাস)। অপেক্ষী (-ক্ষিন্), অপেক্ষক ( বিশেষণ) অপেক্ষাকারী(-রিন্); প্রত্যাশী। অপেক্ষমান (বিশেষণ) প্রতীক্ষমাণ; অপেক্ষা করে আছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অপ+ঈক্ষা}
  • Bengali Word অপেরণ Bengali definition [অপেরন্] (বিশেষ্য) আপাতদৃষ্টিতে গ্রহ-নক্ষত্রের স্থানচ্যুতি; aberration (তার অপেরণে অপচারী দ্রষ্টাই প্রকট- সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অপ্+√ঈর্+ অন(ল্যুট্)}
  • Bengali Word অপেয় Bengali definition [অপেয়ো] (বিশেষণ) ১ পান করার যোগ্য নয় এমন। ২ দূষিত। ৩ পান করা অনুচিত এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ পেয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপোগণ্ড Bengali definition [অপোগন্‌ডো] (বিশেষ্য) শিশু। □ (বিশেষণ) ১ অল্পবয়স্ক; নাবালক। ২ অনধিক পনেরো বৎসর বয়স্ক (অসহায় অপোগন্ড শিশুর ভার)। ৩ অপদার্থ; অযোগ্য (অপোগণ্ড অর্বাচীন উকিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপরিণত(এই অল্পায়ু অপোগণ্ড অকালপক্ব কুষ্মান্ডুগণ-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত)অপ+√গম্+ড; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপৌরুষ Bengali definition [অপোউরুশ্] (বিশেষ্য) ১ পুরুষের অযোগ্য আচরণ। ২ অগৌরব; নিন্দা (কী লজ্জা! কী অপৌরুষ!-অচিন্তকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) অলৌকিক; মানুষের দ্বারা সম্পাদিত নয় এমন। অপৌরুষেয় (বিশেষণ) অলৌকিক; অমানুষিক। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ পৌরুষ; ( বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্ , অপ Bengali definition [অপ্] (বিশেষ্য) জল; সলিল; (ক্ষিতি অপ্ তেজ ভরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)√আপ্+ অ(ক্বিপ্)}
  • Bengali Word অপ্রকট Bengali definition [অপ্‌প্রোকট্] (বিশেষণ) ১ অব্যক্ত; অপ্রকাশিত; গোপন। ২ অন্তর্হিত; তিরোহিত। অপ্রকটলীলা (বৈষ্ণব সাহিত্য) (বিশেষ্য) যে লীলা এখনও প্রকাশ পায়নি এবং নিজের রূপেই অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+প্রকট; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রকম্প Bengali definition [অপ্রোকম্‌পো] (বিশেষণ) স্থির; অনড় (অপ্রকম্প শিখা)।{(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+প্রকম্প; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রকাশ Bengali definition [অপ্‌প্রোকাশ্] (বিশেষ্য) গোপন; অগোচরে স্থিতি। □ (বিশেষণ) অব্যক্ত; অপ্রকাশিত; লুক্কায়িত (অপ্রকাশ, চিরস্বপ্রকাশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপ্রকাশিত (বিশেষণ) প্রকাশ পায়নি এমন; গুপ্ত (এতদিন অবসরাভাবে অপ্রকাশিত ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপ্রকাশ্য (বিশেষণ ) ১ প্রকাশের যোগ্য নয় এমন; গোপনীয়( এই অপ্রকাশ্য অপরিহার্য অপ্রতিবিধেয় প্রত্যহ পুঞ্জীভূত দুঃখভার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গুপ্ত; লুক্কায়িত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রকাশ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রকৃত Bengali definition [অপ্রোকৃতো,অপ্রোকৃত] (বিশেষণ) অযথার্থ; মিথ্যা; অসত্য। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+প্রকৃত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রকৃতিস্থ Bengali definition [অপ্রোকৃতিস্‌থো] (বিশেষণ) ১ স্বাভাবিক অবস্থায় নেই এমন। ২ বিকৃত মস্তিষ্ক। অপ্রকৃতিস্থতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্) +প্রকৃতিস্থ; ( বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রগল্ ভ Bengali definition [অপ্রোগল্‌ভো] (বিশেষণ) বাচাল; নির্লজ্জ বা ধৃষ্ট নয় এমন (তপস্বিকন্যারা স্বভাবত অপ্রগল্‌ভস্বভাবা–ঈবি)। অপ্রগল্‌ভা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রগল্‌ভ; ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপ্রগাঢ় Bengali definition [অপ্রোগাঢ়ো] (বিশেষণ) হালকা (অগভীর সেই অপ্রগাঢ় নিদ্রায় কপালকুণ্ডলা স্বপ্ন দেখিতে লাগিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রগাঢ়; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রচলিত , অচলিত Bengali definition [অপ্রোচোলিতো, অচোলিতো] (বিশেষণ) অব্যবহৃত; প্রচলিত নয় এমন। অপ্রচলন (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ প্রচলিত, চলিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রজ্বলিত Bengali definition [অপ্রোজ্‌জোলিতো] (বিশেষণ) অপ্রদীপ্ত; জ্বলে ওঠেনি এমন (সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রজ্বলিত; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রণয় Bengali definition [অপ্‌প্রোনয়] (বিশেষ্য) ১ অপ্রীতি; অনুরাগের অভাব। ২ বিবাদ। ৩ মনোমালিন্য। অপ্রণয়ী(-য়িন্) (বিশেষণ) ১ অপ্রেমিক। ২ বেরসিক। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রণয়; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রতর Bengali definition [অপ্‌প্রোতর্] (বিশেষণ) অবেগবান; স্রোতোহীন; মরা (নিঃস্ব অপ্রতর পরিখার মাঝে-সুধীন্দ্রনাথ দত্ত )। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতর; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রতর্ক্য Bengali definition [অপ্রোতর্‌কো] (বিশেষণ) তর্ক দ্বারা স্থির করতে পারা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্র+√তর্ক্ +য(যৎ); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপ্রতিকরণীয় , অপ্রতিকার্য Bengali definition [অপ্রোতিকরোনিয়ো, অপ্রোতিকার্‌জো] (বিশেষণ) ১ অপ্রতিবিধেয়; প্রতিকারের অযোগ্য (শূন্যের প্রকোপ অপ্রতিকার্য-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ চিকিৎসার অতীত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতিকরণীয়, প্রতিকার্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ্রতিগ্রহ Bengali definition [অপ্‌প্রোতিগ্‌গ্রোহো] (বিশেষ্য) দানগ্রহণে অস্বীকার। {(তৎসম বা সংস্কৃত)অ+প্রতিগ্রহ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপ্রতিদ্বন্দ্বী Bengali definition (-ন্দ্বিন্) [অপ্‌প্রোতিদ্‌দোন্‌দি] (বিশেষণ) ১ শত্রু শূন্য; প্রতিপক্ষহীন; অবিরোধী। ২ সমকক্ষহীন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ প্রতিদ্বন্দ্বী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপ্রতিবন্ধ Bengali definition [অপ্রোতিবন্‌ধো] (বিশেষণ) দুর্বার; বন্ধন করা বা বাধা দেওয়া যায় না এমন (সে এক অভাবিত মেয়ে. অপ্রতিবন্ধ-অচিন্তকুমার সেনগুপ্ত)। অপ্রতিবন্ধক (বিশেষণ) অবাধ; মুক্ত; উদার। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতিবন্ধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপ্রতিবিধেয় Bengali definition [অপ্রোতিবিধেয়ো] (বিশেষণ) প্রতিবিধান করা যায় না এমন; অপ্রতিকার্য (অথচ এই অপ্রকাশ্য অপরিহার্য অপ্রতিবিধেয় প্রত্যহ পুঞ্জীভূত দুঃখভার বহন করিয়া –রবীন্দ্রনাথ ঠাকুর)। অপ্রতিবিধান (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতিবিধেয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপ্রতিভ Bengali definition [অপ্‌প্রোতিভো] (বিশেষণ) ১ অপ্রস্তুত; হতবুদ্ধি। ২ লজ্জিত ও বিব্রত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রতিভ; (বহুব্রীহি সমাস)}