Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অপভ্রংশ Bengali definition [অপোব্‌ভ্রোঙ্‌শো] (বিশেষ্য) ১ প্রাকৃত স্তরের পরের ভাষা। ২ মূল শব্দের বিবর্তিত রূপ। ৩ বিকৃতি; অশুদ্ধি। ৪ বিচ্যুতি; স্খলন; স্বস্থান থেকে বিচলন (সম্রাটের সিংহদ্বারের সিংহের এই অপভ্রংশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপভ্রষ্ট (বিশেষণ) ১ বিকৃত; অশুদ্ধ। ২ স্খলিত; পতিত। {(তৎসম বা সংস্কৃত)অপ+√ভ্রন্‌শ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word অপমান Bengali definition [অপোমান্] (বিশেষ্য) অসম্মান; অবমাননা; লাঞ্ছনা। অপমানিত (বিশেষণ) অপমান করা হয়েছে এমন।অপমানিতা (স্ত্রীলিঙ্গ)। অপমান্য (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) অপমানের যোগ্য। অপমান্যা (স্ত্রীলিঙ্গ)(অপমান্যা বুড়ী তুমি যাও নিজের ঘরে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত)অপ+মান; কর্মধারয় সমাস}
  • Bengali Word অপমিশ্রণ Bengali definition অপ-
  • Bengali Word অপমৃত্যু Bengali definition [অপোমৃত্‌তু] (বিশেষ্য) অস্বাভাবিক বা অপঘাত মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত )অপ+মৃত্যু; কর্মধারয় সমাস}
  • Bengali Word অপযশ Bengali definition [অপোজশ্‌] (বিশেষ্য) নিন্দা; কলঙ্ক; অখ্যাতি (আপনারও বিলক্ষণ অপযশ হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অপযশশর বিশেষণ অখ্যাতিজনক; নিন্দাসূচক। {(তৎসম বা সংস্কৃত)অপ+যশস্}
  • Bengali Word অপর Bengali definition [অপর্] (বিশেষণ) অন্য; অপর (অপর ব্যক্তি)। ২ বিপরীত (অপর তীর)। ৩ শেষ; পশ্চাদ্বর্তী (পূর্বপর আলোচনা)। □ সর্ব অন্য লোক (অপরের কথা)। অপরঞ্চ, অপরন্তু অব্য অপিচ; আরও (অপরন্তু, লাঠ্যৌযধি দ্বারা দেহস্থ পঞ্চভূত প্রকম্পিত করিলে- রাজশেখর বসু (পরশু))। অপরা (বিশেষণ)(স্ত্রীলিঙ্গ) অন্যা; ভিন্না। □ সর্ব (স্ত্রীলিঙ্গ) অন্য স্ত্রীলোক। অপরাবিদ্যা (বিশেষ্য) অপ্রধান বিদ্যা। (অপরাবিদ্যা সম্পূর্ণ আয়ত্ত না হলে কারও পক্ষে পরাবিদ্যা লাভের অধিকার জন্মায় না- প্রথম চৌধুরী)। অপরাপর (বিশেষণ) অন্যান্য; অন্য সমস্ত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পর; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অপরাজিত Bengali definition [অপরাজিতো] (বিশেষণ) পরাস্ত হয়নি এমন; অপরাভূত। অপরাজিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অপরাভূতা। □ (বিশেষ্য) ১ ফুলবিশেষ। (তুমি অপরাজিতার সুনীল মাধুরী-কাজী নজরুল ইসলাম)। ২ লতাবিশেষ। অপরাজেয় (বিশেষণ) অজেয়; পরাভূত করা যায় না এমন।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরাজিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরাধ Bengali definition [অপোরাধ্] (বিশেষ্য) ১ দোষ; ত্রুটি। ২ আইন বিরুদ্ধ কাজ; দণ্ডনীয় কর্ম। ৩ পাপ; অধর্ম। অপরাধী(-ধিন্) বিশেষণ। অপরাধিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√রাধ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অপরাপর Bengali definition অপর
  • Bengali Word অপরাবিদ্যা Bengali definition অপর
  • Bengali Word অপরামর্শ Bengali definition [অপরামর্‌শো] (বিশেষ্য) কুপরামর্শ; কুমন্ত্রণা। □ (বিশেষণ) পরামর্শযোগ্য নয় এমন; অনুচিত (বিলম্ব করাই অপরামর্শ ও অকর্তব্য-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরামর্শ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরাস্ত Bengali definition [অপরাস্‌তো] (বিশেষণ) অপরাজিত; অপরাভূত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পরাস্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরাহ্ন Bengali definition [অপোরান্‌হো} (বিশেষ্য) বিকাল; মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত কাল। {(তৎসম বা সংস্কৃত)অপর+অহ্ন; কর্মধারয় সমাস}
  • Bengali Word অপরিকল্পিত Bengali definition [অপোরিকোল্‌পিতো] (বিশেষণ) অচিন্তিত; অনুদ্ভাবিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিকল্পিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিগ্রহ Bengali definition [অপোরিগ্‌গ্রোহো] (বিশেষ্য) অস্বীকার; অগ্রহণ। □ (বিশেষণ) অবিবাহিত; অপরিণীত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিগ্রহ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিচ্ছন্ন Bengali definition [অপোরিচ্‌ছন্‌নো] (বিশেষণ) মলিন; নোংরা; অপরিষ্কৃত। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+পরিচ্ছন্ন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিচ্ছিন্ন Bengali definition [অপোরিচ্‌ছিন্‌নো] (বিশেষণ) অবিভক্ত; একটানা; অসীম। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+পরিচ্ছিন্ন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিচয় Bengali definition [অপোরিচয়্] (বিশেষ্য) পরিচয় বা জ্ঞানের অভাব। অপরিচিত (বিশেষণ) অজানা; অচেনা; অজ্ঞাত। অপরিচিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অজ্ঞাতা; অচেনা; অজানা (শুধাই তোমায় অপরিচিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিচয়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিজ্ঞাত Bengali definition [অপোরিগ্‌গ্যাঁতো] (বিশেষণ) অজানিত; অবিদিত; অজ্ঞাত (যৌবনের অনেক অপরিজ্ঞাত রহস্য কথা উদ্‌ঘাটিত হয় –অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিজ্ঞাত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিজ্ঞেয় Bengali definition [অপোরিগ্‌গোঁয়ো] (বিশেষণ) দুর্জ্ঞেয়; অজ্ঞেয়; জানা যায না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিজ্ঞেয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিণত Bengali definition [অপোরিনতো] (বিশেষণ) ১ অপূর্ণ; তরুণ (অপরিণত বয়স)। ২ অপরিপক্ব; কাঁচা। অপরিণত বয়স ( বিশেষণ) ১ অল্পবয়স। ২ যৌবনপ্রাপ্ত নয় এমন। ৩ নাবালক। অপরিণত বুদ্ধি (বিশেষণ) ১ বুদ্ধি পরিণত হয়নি এমন। ২ চপলমতি। ৩ ছ্যাবলা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিণত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিণামদর্শী Bengali definition (-র্শিন্) [অপোরিনাম্‌দোর্‌শি] (বিশেষণ) ‍অদূরদর্শী; অবিবেচক। অপরিণামদর্শিতা (বিশেষ্য) (আামদের অপরিণামদর্শিতা ও অবিমৃষ্যকারিতার দোষেই এই বিষয় সর্বনাশ ঘটিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিণাম+√দশ্+ইন্; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অপরিণীত Bengali definition [অপোরিনিতো] (বিশেষণ) অবিবাহিত। অপরিণীতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+পরিণীত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিতৃপ্ত Bengali definition [অপোরিত্রিপ্‌তো] (বিশেষণ) অতৃপ্ত; সন্তুষ্ট হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিতৃপ্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিতোষণীয়া Bengali definition [অপোরিতোশোনিয়া] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) তৃপ্তি সাধন করা যায় না এমন; অতৃপ্ত (অপরিতোষণীয়া আকাঙ্ক্ষার বৃদ্ধিতে যন্ত্রণা হয় –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অপরিতোষণীয় (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিতোষ+নীয়+আ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিত্যাজ্য Bengali definition [অপোরিত্‌ত্যাজ্‌জো] (বিশেষণ) অপরিহার্য; পরিত্যাগ করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিত্যাজ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিপক্ক Bengali definition [অপোরিপক্‌কো] (বিশেষণ) ১ অপক্ব; কাঁচা। ২ অপরিণত; অনভিজ্ঞ। অপরিপক্বতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিপক্ব; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিপন্থী Bengali definition (-ন্থিন্) [অপোরিপোন্‌থি] (বিশেষণ) অনুকূল; অবিরোধী। অপরিপন্থিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিপন্থী; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপরিপাক Bengali definition [অপোরিপাক্] (বিশেষ্য) অজীর্ণতা। অপরিপাচ্য (বিশেষণ) বদহজমকারক। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিপাক; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপরিপূর্ণ Bengali definition [অপোরিপুর্‌নো] (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অসফল। ২ অপূর্ণ; পূর্ণ হয়নি এমন। অপরিপূর্ণতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+পরিপূর্ণ; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}