Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অপগ্রহ , অপঘাত , অপঘাতক , অপঘাতী Bengali definition অপ
  • Bengali Word অপচার , অবচার Bengali definition [অপোচার্‌, অবোচার্‌] (বিশেষ্য) ১ অবিহিত আচরণ; বে-আইনি ব্যবহার। ২ বদহজম; অজীর্ণ (হজম করিতে পারেন নাই, সুতরাং অপচার ও উদরাধ্মান হইয়া রহিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অপচারী(-রিন্)বিণ অন্যায় ব্যবহারকারী; অহিতাচারী (অপচারী দ্রষ্টাই প্রকট-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অপ্+√চর্+অ(ঘঞ্)}
  • Bengali Word অপচায়িত Bengali definition [অপোচায়িতো] (বিশেষণ) বৃথা ব্যয়িত; অপব্যয়িত। {(তৎসম বা সংস্কৃত) অপ+√চি+ণিচ্+ত(ক্ত)}
  • Bengali Word অপচিকীর্ষা Bengali definition [অপোচিকির্‌শা] (বিশেষ্য) অপকার করার ইচ্ছা। অপচিকীর্ষু বিণ। {(তৎসম বা সংস্কৃত)অপ+চিকীর্ষ(√কৃ+সন্‌)+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word অপচিত , অপচিতি , অপচীয়মান Bengali definition অপচয়
  • Bengali Word অপচ্ছায়া , অপজাত , অপজাতি Bengali definition অপ-
  • Bengali Word অপচয় Bengali definition [অপোচয়্‌] (বিশেষ্য) ১ অপব্যয়; বাজে খরচ। ২ ক্ষতি; হ্রাস; ক্ষয়। অপচিত (বিশেষণ) ১ অপব্যয়িত। ২ ক্ষয়প্রাপ্ত; ক্ষীণ। অপচিতি (বিশেষ্য)। অপচীয়মান (বিশেষণ) ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন; ক্ষীয়মান। {(তৎসম বা সংস্কৃত)অপ+√চি+অ(অচ্)} ‍
  • Bengali Word অপটু Bengali definition [অপোটু] (বিশেষণ) ১ অনিপুণ; অক্ষম। ২ অসুস্থ; অশক্ত। {অ(নঞ্)+পটু; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপঠিত Bengali definition [অপোঠিতো] (বিশেষণ) পাঠ করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পঠিত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অপণ্ডিত Bengali definition [অপোন্‌ডিত] (বিশেষণ) জ্ঞানহীন; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পণ্ডিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপণ্য Bengali definition [অপোন্‌নো] (বিশেষণ) অবিক্রেয়; খাস্তা; অচল (অপণ্য দ্রব্যের ভারে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পণ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপত্নীক Bengali definition [অপোত্‌নিক] (বিশেষণ) ১ বিপত্নীক; পত্নী নাই এমন; মৃতদার। ২ অবিবাহিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পত্নী+ক(কপ্); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপত্য Bengali definition [অপোত্‌তো] (বিশেষ্য) সন্তান; পুত্র বা কন্যা (অপত্য কলত্র সহিত পুনজীর্বিত দেখিয়া অপরিসীম হর্ষ প্রাপ্ত হইলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অপত্য নির্বিশেষে (ক্রিয়াবিশেষণ) আপন সন্তানের ন্যায়; নিজ সন্তানবৎ (অপত্যনির্বিশেষে প্রজাপালন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অপত্য স্নেহ (বিশেষ্য) সন্তানের প্রতি স্নেহ বা ভালবাসা। অপত্যহীন (বিশেষণ) সন্তানহীন; নিঃসন্তান। {(তৎসম বা সংস্কৃত)অ+√পত্+য(যৎ)}
  • Bengali Word অপথ Bengali definition [অপথ্] (বিশেষ্য) ১ কুপথ; বিপথ; মন্দপথ। ২ ভুলপথ; যে স্থানে পথ নেই (অসময়ে অপথ দিয়ে যাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পথ; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপথ্য Bengali definition [অপোত্‌থো] (বিশেষণ) কুপথ্য; রোগীর অখাদ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পথ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপদ Bengali definition [অপদ্] (বিশেষণ) পদহীন (অপদ সর্বত্র গতাগতি-ভারতচন্দ্র রায় গুণাকর)। { (তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পদ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপদস্থ Bengali definition [অপোদস্‌থো] (বিশেষণ) অসম্মানিত; লাঞ্ছিত (লোকের চক্ষে অপদস্থ করা হইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পদস্থ; (বহুব্রীহি সমাস) ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপদার্থ Bengali definition [অপোদার্‌থো] (বিশেষণ) ১ অসার। ২ অযোগ্য। ৩ অকর্মণ্য। {(তৎসম বা সংস্কৃত )অ+পদার্থ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপদেব , অপদেবতা Bengali definition অপ-
  • Bengali Word অপনোদন Bengali definition [অপোনোদোন্] (বিশেষ্য) দূরীকরণ; অপসারণ; খণ্ডন। অপনোদিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অপ+√নুদ্+অন(ল্যুট্); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপনয় , অপনয়ন Bengali definition [অপোনয়্, অপনয়োন্] (বিশেষ্য) অপসারণ, দূরীকরণ। অপনীত (বিশেষণ) দূরীভূত; অপসৃত (তাহা অপনীত হউক-রাজশেখর বসু (পরশু); অপনীত সূর্যকর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√নী+অ(অচ্),অন(ল্যুট্)}
  • Bengali Word অপপাঠ , অপপ্রয়োগ Bengali definition অপ-
  • Bengali Word অপবর্গ Bengali definition [অপোবর্‌গো] (বিশেষ্য) মুক্তি; মোক্ষ। {(তৎসম বা সংস্কৃত) অপ+√ব্‌জ্‌+অ(ঘঞ্)}
  • Bengali Word অপবাদ Bengali definition [অপোবাদ্] (বিশেষ্য) নিন্দা; কুৎসা; গিবত; বদনাম। অপবাদক বিণ। {(তৎসম বা সংস্কৃত)অপ+বাদ}
  • Bengali Word অপবিত্র Bengali definition [অপোবিত্‌ত্রো] (বিশেষণ) অশুচি; নাপাক; অশুদ্ধ। অপবিত্রতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(ঘঞ্)+পবিত্র; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপব্যবহার Bengali definition [অপোব্‌ব্যাবোহার্] (বিশেষ্য) ১ অনুচিত আচরণ। ২ অন্যায্য প্রয়োগ; অপপ্রয়োগ(আজকাল ‘ফলশ্রুতি’ শব্দের অপব্যবহার খুব বেশি দেখা যায়)। {(তৎসম বা সংস্কৃত)অপ+ব্যবহার}
  • Bengali Word অপব্যয় Bengali definition [অপোব্‌ব্যায়্‌] (বিশেষ্য) বাজে খরচ; বেহুদা খরচ; অপচয়; বৃথা ব্যয়। অপব্যয়িতা (বিশেষণ) অন্যায়ভাবে ব্যয়িত। অপব্যয়িত (বিশেষ্য) অপব্যয় করার অভ্যাস বা স্বভাব। অপব্যয়ী(-য়িন্) ( বিশেষণ) অপব্যয়কারী। {(তৎসম বা সংস্কৃত)অপ+ব্যয়; প্রাদি.}
  • Bengali Word অপভাষ Bengali definition [অপোভাশ্] (বিশেষ্য) নিন্দা; কুৎসা (শুনিলে হইবে অপভাষ-চদা)। {(তৎসম বা সংস্কৃত)অপ+ভাষা}
  • Bengali Word অপভাষা Bengali definition [অপোভাশা] (বিশেষ্য) অসাধু গ্রাম্য বা অশিক্ষিত ও অমার্জিত জনের ভাষা বা বাক্য। {(তৎসম বা সংস্কৃত)অপ+ভাষা; কর্মধারয় সমাস}
  • Bengali Word অপভূবিন্দু Bengali definition [অপোভুবিন্‌দু] (বিশেষ্য) চাঁদের কক্ষপথের বিন্দুবিশেষ। {(তৎসম বা সংস্কৃত )অপ+ভূ+বিন্দু}