অ পৃষ্ঠা ৩৭
- Bengali Word অপরিবর্তন Bengali definition [অপোরিবর্তোন্] (বিশেষ্য) অবস্থান্তর প্রাপ্তির অভাব; অবিকার। □ (বিশেষণ) যথার্থ; অবিকৃত (অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপরিবর্তনশীল (বিশেষণ) পরিবর্তন হয় না এমন। অপরিবর্তনীয় (বিশেষণ) পরিবর্তনের অযোগ্য বা অসাধ্য। অপরিবর্তিত (বিশেষণ) অবিকৃত; বদলায়নি এমন; যথাযথ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিবর্তন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরিমাণ Bengali definition [অপোরিমান্] (বিশেষ্য) প্রাচুর্য; অপর্যাপ্ততা। □ (বিশেষণ) অঢেল; অপর্যাপ্ত; অমিত (শূণ্য ব্যোম অপরিমাণ মদ্যসম করিতে পান-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপরিমিত (বিশেষণ) ১ দেদার; অপার্যাপ্ত; মাপজোখ বা সীমা সংখ্যা নেই এমন। ১ ন্যায্যের অতিরিক্ত; অধিক (অপরিমিত স্নেহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অপরিমেয় (বিশেষণ) পরিমাণের অসাধ্য; অমেয় (জীবন অপরিমেয় নাকি-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিমাণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরিশুদ্ধ Bengali definition [অপোরিশুদ্ধো] (বিশেষণ) অবিশুদ্ধ; অপবিত্র। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পরিশুদ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপরিশোধনীয় , অপরিশোধ্য Bengali definition [অপোরিশোধোনিয়ো, অপোরিশোদ্ধো] (বিশেষণ) পরিশোধ করা যায় না এমন (অপরিশোধনীয় ঋণে বদ্ধ করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অপরিশোধিত (বিশেষণ) ১ পরিশোধ করা হয়নি এমন। ২ বিশুদ্ধ বা পরিষ্কৃত করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিশোধনীয়, পরিশোধ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরিষ্কার Bengali definition [অপোরিশ্কার্] (বিশেষ্য) মালিন্য; পরিচ্ছন্নতার অভাব। □ (বিশেষণ) অপরিচ্ছন্ন; মলিন; নোংরা।অপরিষ্কৃত (বিশেষণ) পরিষ্কার করা হয়নি এমন; অশোধিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিষ্কার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপরিসীম Bengali definition [অপোরিশিম্] (বিশেষণ) অসীম; অশেষ (মানুষের প্রতি খোদার দয়া অপরিসীম)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিসীমা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরিস্ফুট Bengali definition [অপোরিস্ফুটো] (বিশেষণ) অস্পষ্ট; অস্ফুট। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পরিস্ফুট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপরিস্ফুরণ Bengali definition [অপোরিস্ফুরন্] (বিশেষ্য) অস্ফুটতা; বিকাশের অভাব বা অনতিবিকাশ (তাহা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিস্ফুরণ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপরিহার্য , অপরিহরণীয় Bengali definition [অপোরিহার্জো, অপরিহরোনিয়ো] (বিশেষণ) অপরিত্যাজ্য; এড়ানো যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পরিহার্য, পরিহরণীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরীক্ষিত Bengali definition [অপোরিক্খিতো] (বিশেষণ) পরীক্ষা করে দেখা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত )অ(নঞ্)+পরীক্ষিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরূপ Bengali definition [অপোরুপ্] (বিশেষণ) ১ অপূর্ব; অতুলনীয় (কিবা অপরূপ রূপ হেরি তরুতলে-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ অদ্ভুত; বিস্ময়কর; আশ্চর্য। ৩ কদাকার। ৪ বেয়াড়া। {(তৎসম বা সংস্কৃত)অপ+রূপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপরোক্ষ Bengali definition [অপরোক্খো] (বিশেষণ) সাক্ষাৎ; প্রত্যক্ষ (ঘেরিল তন্বীর তনু অপরোক্ষ স্নেহে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ+পরোক্ষ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপর্ণা Bengali definition [অপর্না] (বিশেষ্য) যিনি তপস্যাকালে পর্ণ অর্থাৎ বৃক্ষের পত্র পর্যন্ত খাননি; দুর্গা; পার্বতী (শিবপদ ধ্যান গৌরী করে অনুক্ষণ ত্যজিল বৃক্ষের পত্র ত্যজি অন্নপান। এই হেতু ‘অপর্ণা’ হইল অভিধান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পর্ণ+ আ(স্ত্রীলিঙ্গ); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপর্যাপ্ত Bengali definition [অপোর্জাপ্তো] (বিশেষণ) ১ প্রচুর; অঢেল; প্রয়োজনের অধিক (অপর্যাপ্ত তৃণরাশি সুস্নিগ্ধ কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অপ্রচুর; পর্যাপ্ত নয় এমন (মাসিক এক হাজার টাকার সরকারি সাহায্য যে-কোনো কলেজের পক্ষে অপর্যাপ্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পর্যাপ্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপলক Bengali definition [অপলোক্] (বিশেষণ) পলকহীন; অনিমেষ (অপলক চোখে)। অপলকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পলক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপলকা Bengali definition [অপল্কা] (বিশেষণ) পলকা; ভঙ্গুর। {অ.(সম্যক)+পলকা; (নঞ্ তৎপুরুষ সমাস )}
- Bengali Word অপলাপ Bengali definition [অপোলাপ্] (বিশেষ্য) ১ অবমাননা (সত্যের অপলাপ) ২ গোপন। ৩ মিথ্যা উক্তি। ৪ অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√লপ্+অ(ঘঞ্)}
- Bengali Word অপশন Bengali definition [অপ্শন্] (বিশেষ্য) ইচ্ছা; পছন্দ (পার্টিশনের সময়ে অপশন দিয়ে এসেছিলেন-আলাউদ্দীন আল আজাদ)। {ইংরেজী option}
- Bengali Word অপশব্দ Bengali definition [অপোশব্দো] (বিশেষ্য) ১ অপভ্রংশ বা বিকৃত শব্দ; অপকৃষ্ট শব্দ; ব্যাকরণদুষ্ট শব্দ; inelegant word। ২ অশ্লীল শব্দ। {( তৎসম বা সংস্কৃত)অপ+শব্দ; প্রাদি.}
- Bengali Word অপশ্রুতি Bengali definition [অপোস্স্রুতি] (বিশেষ্য) ধাতুর মূল স্বরধ্বনির অর্থাৎ মূল শ্রুতির অপশ্রবণ বা বিকার। এইরূপ বিভিন্ন মূল স্বরধ্বনির বিকার বা পরিবর্তনের নমুনা-‘চল>চাল’ ‘পড়>পাড়’ ‘দিশা>দেশ’ টুট>তোড়’ ইত্যাদি; ablaut। {(তৎসম বা সংস্কৃত )অপ+শ্রুতি; কর্মধারয় সমাস}
- Bengali Word অপসরণ Bengali definition [অপোশরোন্] (বিশেষ্য) ১ দূর হওয়া; স্থানান্তরে গমন। ২ পলায়ন। অপসৃত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অপ+√সৃ+অন(ল্যুট্)}
- Bengali Word অপসারণ Bengali definition [অপোশারোন্] (বিশেষ্য) দূরীকরণ; সরানো; স্থানান্তরিতকরণ (সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায়ে –রবীন্দ্রনাথ ঠাকুর)। অপসারিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অপ+√সৃ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word অপসিদ্ধান্ত Bengali definition [অপোশিদ্ধান্তো] (বিশেষ্য) অনুচিত সিদ্ধান্ত; অন্যায় বিচার (আধুনিক বাংলা কাব্যের সঙ্গে ব্যাকরণের অসদ্ভাব বুঝি বা এই অপসিদ্ধান্তের অন্যতম পরিণাম-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত )অপ+সিদ্ধান্ত}
- Bengali Word অপসৃত Bengali definition [অপোস্সৃতো] (বিশেষণ) পালিয়ে গেছে এমন; দূরীভূত। {(তৎসম বা সংস্কৃত )অপ+√স্+ত(ক্ত)}
- Bengali Word অপস্মার Bengali definition [অপোশ্শাঁর্] (বিশেষ্য) মৃগীরোগ; epilepsy (অপস্মার রোগে আক্রান্ত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√স্মারি+অ(অচ্)}
- Bengali Word অপহত Bengali definition [অপোহতো] (বিশেষণ) বিনষ্ট; ধ্বংসপ্রাপ্ত (অপহত হাস্যকর, তোর কন্ঠে আমি যে তন্ময়-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√হন্+ ত(ক্ত)}
- Bengali Word অপহরণ Bengali definition [অপোহরোন্] (বিশেষ্য) চুরি; লুন্ঠন। অপহর্তা(-তৃ), অপহারক, অপহারী(-রিন্) (বিশেষণ) চোর; লুন্ঠনকারী। অপহৃত, অপহারিত (বিশেষণ ) চুরি গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অপ+√হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word অপহুজুর Bengali definition [অপোহুজুর্] (বিশেষ্য) অন্যায় অধিকারী বা জবর দখলকারী কর্তা। {অপ+আ.হুদুর}
- Bengali Word অপহৃত Bengali definition ⇒ অপহরণ
- Bengali Word অপহ্নব , অপহ্নুতি Bengali definition [অপোন্হব, অপোন্হুতি] (বিশেষ্য) ১ সত্যের অপলাপ; অস্বীকার। ২ কাব্যলঙ্কারবিশেষ (বর্ণনীয় বস্তু বা বিষয়কে অস্বীকার বা গোপন করে উপমানের স্থাপন, যেমন-বৃষ্টি জলে গগন কাঁদিলা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অপ+√হ্নু+অ(অপ্), তি(ক্তিন্)}