Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অন্বিষ্ট Bengali definition [ওন্‌নিশ্‌টো, অন্‌নিশ্‌টো] (বিশেষণ) অন্বেষিত; অনুসন্ধান করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ইষ্+ত(ক্ত)}
  • Bengali Word অন্বীক্ষণ Bengali definition [ওন্‌নিক্‌খন্‌, অন্‌নিক্‌খন্‌] (বিশেষ্য) ১পশ্চাৎ-দর্শন; retrospection। ২ অন্বেষণ। অন্বীক্ষিত বিণ। {( তৎসম বা সংস্কৃত)অনু+ঈক্ষণ}
  • Bengali Word অন্বীক্ষা Bengali definition [ওননিক্‌খা, অননিক্‌খা] (বিশেষ্য) দর্শন; ন্যায়শাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত )অনু+ঈক্ষা}
  • Bengali Word অন্বেষক Bengali definition অন্বেষণ
  • Bengali Word অন্বেষণ Bengali definition [অন্‌নেশন্‌, ওন্‌নেশন্‌] (বিশেষ্য) তালাশ; অনুসন্ধান; খোঁজ। অন্বেষিত বিণ। অন্বেষক ( বিশেষ্য) গবেষক। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ইষ্ +অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অন্বয় Bengali definition [অন্‌নয়্‌] (বিশেষ্য) ১ ((ব্যাকরণ)) পদের পরস্পর সম্বন্ধ; relation। ২ সম্বন্ধযুক্ত পদসমূহের ক্রমবিন্যাস। ৩ ক্রম; ধারা। ৪ সম্বন্ধ; মিল। অন্বয়ী বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+অয়}
  • Bengali Word অন্য Bengali definition [ওন্‌নো] (সর্বনাম) অপর লোক। □ (বিশেষণ) ভিন্ন; পর। অন্য-অন্য ⇒ অন্যোন্য। অন্যকৃত (বিশেষণ) অপরের দ্বারা অনুষ্ঠিত বা সম্পাদিত। অন্যগত (বিশেষণ) ১ অপরের উপর নির্ভরশীল। ২ অপরের প্রতি আসক্ত। অন্যজনা সর্ব (স্ত্রীলিঙ্গ) অপরলোক (অন্যজনা লক্ষ্মী সে কল্যাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্যজন (পুংলিঙ্গ)। অন্যত অব্য ১ অন্য থেকে; অপর থেকে। ২ অন্যভাবে; ভিন্ন উপায়ে। □ (ক্রিয়াবিশেষণ) অন্যত্র; ভিন্ন স্থানে। অন্যতম (বিশেষণ) বহুর মধ্যে এক। অন্যতর (বিশেষণ) দুইয়ের মধ্যে এক। অন্যত্র (ক্রিয়াবিশেষণ) অন্য বিষয়ে বা স্থানে। অন্যথা অব্য নতুবা; না হয়তো। □ (বিশেষ্য) ১ ভিন্নরূপ; অন্যরূপ (কোনও কালে অন্যথাভাব দেখিতে পাওয়া যায় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ব্যতিক্রম; বৈপরীত্য। অন্যথা করা ক্রিয়া লঙ্ঘন করা; অন্যরূপ করা। অন্যথাচরণ (বিশেষ্য) বিপরীত ব্যবহার; বিরুদ্ধ আচরণ। অন্যদীয় (বিশেষণ) অপর সম্বন্ধীয়। অন্যপূর্বা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে পূর্বে অন্যের বাগ্‌দত্তা বা (স্ত্রীলিঙ্গ) ছিল। অন্যপূর্ব (পুংলিঙ্গ)। অন্য বিধ (বিশেষণ) অপর প্রকার। অন্যভাব (বিশেষ্য) ভাবান্তর; ভিন্নভাব। অন্যমনস্ক, অন্যমনা (বিশেষণ) আনমনা; অমনোযোগী। অন্যমনস্কতা (বিশেষ্য)। অন্যমনে (ক্রিয়াবিশেষণ) আনমনা অবস্থায়; অন্য বিষয়ে নিবিষ্ট থেকে (অন্যমনে চলি পথে; ভুলি নে কি ফুল?- রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যসাপেক্ষ (বিশেষণ) অন্যের সঙ্গে সম্বন্ধযুক্ত; relative। {(তৎসম বা সংস্কৃত)√অন্+য}
  • Bengali Word অন্যান্য Bengali definition [ওন্‌নোন্‌নো] (বিশেষণ) ১ অপরাপর। ২ ভিন্ন ভিন্ন। {(তৎসম বা সংস্কৃত )অন্য+অন্য; দ্বন্দ্ব সমাস}
  • Bengali Word অন্যায্য Bengali definition [অন্যাজ্‌জো] (বিশেষণ) অনুচিত; অসঙ্গত; অন্যায়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ন্যায্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অন্যাসক্ত Bengali definition [ওন্‌নাশক্‌তো] (বিশেষণ) অপরের প্রতি অনুরক্ত। অন্যাসক্তা (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত)অন্য+আসক্ত; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অন্যায় Bengali definition [অন্‌ন্যায়্] (বিশেষ্য) ১ অনুচিত কার্য; ন্যায়বিরুদ্ধ কর্ম। ২ অবিচার; জুলুম। □ (বিশেষণ) অনুচিত; অকর্তব্য। অন্যায়কৃৎ (বিশেষ্য) অন্যায়কারী; জালিম (আমরা অন্যায়কৃৎকে শাস্তি দিতে ছুটে যাই-মোতাহের হোসেন চৌধুরী)।
  • Bengali Word অন্যায়ত Bengali definition (ক্রিয়াবিশেষণ) অন্যায়ভাবে। অন্যায়াচরণ (বিশেষ্য) অনুচিত ব্যবহার; ন্যায়বিরুদ্ধ ব্যবহার। অন্যায়চারী বিশেষণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ন্যায়}
  • Bengali Word অন্যূন Bengali definition [অন্‌নুনো/অনুনো] (বিশেষণ) ১ অন্তত; কমপক্ষে। ২ সম্পূর্ণ; আস্ত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ন্যূন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অন্যোন্য , অন্য - অন্য Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [ওন্‌নোন্‌নো, ওন্‌নো-ওন্ নো] (বিশেষণ) পরস্পর (অন্যে-অন্যে দোহান মিলন হইল পুনি-দৌলত উজির বাহরাম খান)। অন্যোন্যনির্ভর (বিশেষণ) পরস্পর নির্ভরশীল (নৈরাত্ম্য আর বৈচিত্র্য অন্যোন্যনির্ভর-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্যঃ+অন্য}
  • Bengali Word অনড় Bengali definition [অনড়্‌] (বিশেষণ) ১ অচল; স্থির (কঠিন অনড় ভূধর-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ অপরিবর্তনীয়; অটল(আমার প্রতিজ্ঞা অনড়)। {অ(নঞ্)+নড়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপ Bengali definition -[অপো] অব্যয় নিন্দা বিরোধ প্রতিকূল ইত্যাদি সূচক তৎসম উপসর্গ বিশেষ। ∼অপকর্ম (বিশেষ্য) ১ কুকর্ম; দুষ্কর্ম। ২ অন্যায় বা ক্ষতিকর কাজ। অপকর্মা (বিশেষণ) ১ কুকর্মকারী; খারাপ করে এমন। ২ অন্যায়কারী; ক্ষতিকর কাজ করে এমন।অপকলঙ্ক (বিশেষ্য) মিথ্যা অপবাদ; অনুচিত কলঙ্ক। অপকীর্তি ( বিশেষ্য) দুর্নাম; অপযশ। অপক্রান্ত (বিশেষণ) অপসৃত; বহির্গত; পলায়িত (তথা হইতে অপক্রান্ত হইয়া সুর্যাস্ত সময়ে বনমধ্যে প্রবেশপূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অপক্রিয়া (বিশেষ্য) কুকর্ম; অপকার।অপগ্রহ (বিশেষ্য) প্রতিকূল গ্রহ। অপঘাত (বিশেষ্য) ১ দূর্ঘটনায় মৃত্যু; অপমৃত্যু। ২ আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি। অপঘাতক, অপঘাতী (-তিন্) (বিশেষণ) অপঘাতকারী। অপচ্ছায়া (বিশেষ্য) ১ বিকৃত ছায়া; আবছায়া। ২ ভূতপ্রেতের অস্পষ্ট ছায়া। অপজাত (বিশেষণ) স্ববংশীয় গুণ বা পূর্বের উৎকর্ষ লয় পেয়েছে এমন। □ (বিশেষ্য) হীনতাপ্রাপ্ত জাতি; নীচ জাতি (অপজাতদের প্রভাব কমেছিল-সুধীন্দ্রনাথ দত্ত)। অপজাতি (বিশেষ্য) হীনজাতি; নষ্টকুল। অপদেব, অপদেবতা (বিশেষ্য) ভূত প্রেত ইত্যাদি (জাগিয়া দেখিনু জুটিয়াছে যত হনুমান আর অপদেব-কাজী নজরুল ইসলাম)। অপপাঠ (বিশেষ্য) অশুদ্ধ পাঠ; লিপিকর প্রমাদ। অপপ্রয়োগ (বিশেষ্য) অনুচিত উদ্দেশ্য বা প্রক্রিয়ায় প্রয়োগ। অপমিশ্রণ (বিশেষ্য) ভেজাল বা নিকৃষ্ট দ্রব্য মিশানো। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
  • Bengali Word অপকর্ষ Bengali definition [অপোকর্‌শো] (বিশেষ্য) ১ নিকৃষ্টতা; হীনতা। ২ অবনতি। উৎকর্ষ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√কৃষ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অপকলঙ্ক Bengali definition অপ
  • Bengali Word অপকার Bengali definition [অপোকার্] (বিশেষ্য) অনিষ্ট; ক্ষতি। অপকারক, অপকারী (বিশেষণ) ক্ষতিকর; অনিষ্টকারী। অপকৃত (বিশেষণ) অপকার করা হয়েছে এমন; ক্ষতিগ্রস্ত। অপকৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অপ+√কৃ+অ(ঘঞ্)}
  • Bengali Word অপকীর্তি Bengali definition অপ-
  • Bengali Word অপকৃত , অপকৃতি Bengali definition অপকার
  • Bengali Word অপকৃষ্ট Bengali definition [অপোকৃশ্‌টো] (বিশেষণ) ১ নিকৃষ্ট; জঘন্য; মন্দ। ২ অবনতিপ্রাপ্ত; অপনীত। {(তৎসম বা সংস্কৃত)অপ+√কৃষ্+ত(ক্ত)}
  • Bengali Word অপকেন্দ্র Bengali definition [অপোকেন্‌দ্রো] (বিশেষণ) কেন্দ্র থেকে দূরে গমণকারী। {(তৎসম বা সংস্কৃত )অপ+কেন্দ্র}
  • Bengali Word অপক্ব Bengali definition [অপক্ কো] (বিশেষণ) ১ পাকেনি এমন; কাঁচা। ২ অসিদ্ধ; পাক করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পক্ব; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অপক্রান্ত , অপক্রিয়া Bengali definition অপ-
  • Bengali Word অপক্ষপাত Bengali definition [অপোক্‌খোপাত্] (বিশেষ্য) নিরপেক্ষতা; ন্যায়কারিতা। □ (বিশেষণ) নিরপেক্ষ; পক্ষপাতহীন (অপক্ষপাত সমালোচনার দ্বারা–রবীন্দ্রনাথ ঠাকুর)। অপক্ষপাতী(-তিন্) (বিশেষণ) ১ নিরপেক্ষ। ২ ন্যায়দর্শী। অপক্ষপাতিত্ব,অপক্ষপাতিতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ+পক্ষপাত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অপক্ষেপ Bengali definition [অপোক্‌খেপ্‌] (বিশেষ্য) প্রত্যাখ্যান; অগ্রাহ্যকরণ। {(তৎসম বা সংস্কৃত )অপ+√ক্ষিপ্+অ(ঘঞ্)}
  • Bengali Word অপক্ষয় Bengali definition [অপোক্‌খয়্‌] (বিশেষ্য) বিনাশ; লোপ (তাঁহার সেই প্রতিষ্ঠার অপক্ষয় সম্ভাবনা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অপ+ক্ষয়}
  • Bengali Word অপগত Bengali definition [অপোগতো] (বিশেষণ) ১ বিগত; পলায়িত; অপসৃত (অপগত-নেশা পাঁচ শ’ বিড়াল তখন বসেছে উঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) মৃত। অপগত হওয়া ক্রিয়া বিদূরিত হওয়া; অপসৃত হওয়া। অপগমন, অপগম (বিশেষ্য) পলায়ন; অপসরণ; প্রস্থান। {(তৎসম বা সংস্কৃত)অপ+√গম্+ত(ক্ত)}
  • Bengali Word অপগা Bengali definition [অপোগা] (বিশেষণ) নিম্নদিকে গমনরত; নিম্নগামিনী; সমুদ্রগামিনী। □ (বিশেষ্য) নদী। {( তৎসম বা সংস্কৃত)অ+√গম্+অ(ড)+আ (টাপ্)}