Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অন্তর্বিরোধ Bengali definition অন্তর্বিগ্রহ
  • Bengali Word অন্তর্বেদনা Bengali definition [অন্‌তোর্‌বেদোনা/অন্‌তর্‌বেদোনা] (বিশেষ্য) মানসিক অশান্তি; মনোবেদনা। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+বেদনা; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্তর্বেদি , অন্তর্বেদী Bengali definition [অন্‌তোর্‌বেদি/অন্‌তর্‌বেদি] দুই নদীর মধ্যস্থ প্রদেশ; দোআব। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+বেদি; বেদী; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্তর্ভুক্ত , অন্তর্ভূত Bengali definition [অন্‌তোর্‌ভুক্‌তো, অন্‌তোর্‌ভুতো/অন্‌তর্‌ভুতো] (বিশেষণ) অন্তর্গত; মধ্যস্থিত। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+ভুক্ত, ভূত}
  • Bengali Word অন্তর্ভেদী Bengali definition [অন্‌তোর্‌ভেদি/অন্‌তর্‌ভেদি] (বিশেষণ) অন্তর ভেদকারী; penetrating (অন্তর্ভেদী দৃষ্টি)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+ভেদী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অন্তর্মাধুর্য Bengali definition [অন্‌তোর্‌মাধুর্‌জো/অন্‌তর্‌মাধুর্‌জো] (বিশেষ্য) অভ্যন্তরীণ সৌন্দর্য। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+মাধুর্য; কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্তর্মুখ , অন্তর্মুখী Bengali definition [অন্‌তোর্‌মুখ, অন্‌তোর্‌মুখী] (বিশেষণ) নিবিষ্টচিত্ত; আত্মবিষয়ে চিন্তাশীল; introspective। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+মুখ, মুখী}
  • Bengali Word অন্তর্যামী Bengali definition [অন্‌তোর্‌জামি/অন্‌তর্‌জামি] (বিশেষণ) মনের ভাব জানেন এমন; হৃদয়ের ভাববেত্তা (খোদা সর্বজ্ঞ ও অন্তর্যামী)। □ (বিশেষ্য) খোদা; ঈশ্বর; যিনি অন্তরে অবস্থান করেন ও মনের সকল কথা জানেন। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+যামী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অন্তর্হাস Bengali definition [অন্‌তোর্‌হাস্‌/অন্‌তর্‌হাস্‌] (বিশেষ্য) গুপ্ত হাসি; অব্যক্ত হাস্য। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+হাস; মধ্যলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্তর্হিত Bengali definition [অন্‌তোর্‌হিতো/অন্‌তোর্‌হিতো] (বিশেষণ) তিরোহিত; অদৃশ্য হয়েছে এমন; চক্ষুর অগোচর (চকিতের মধ্যে অন্তর্হিত হইল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+√ধা+ত(ক্ত)>}
  • Bengali Word অন্তস্তল Bengali definition [অন্‌তোস্‌তল্‌/অন্‌তস্‌তল্‌] (বিশেষ্য) ১ সর্বনিম্নতল (অন্তরের অন্তস্তল)। ২ মন; হৃদয়। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্(=অন্তঃ)+তল; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্তস্থ Bengali definition অন্ত
  • Bengali Word অন্তস্পট Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অন্‌তোস্‌পট্‌/অন্‌তোস্‌পট্‌] (বিশেষ্য) পর্দা; আবরণ (জরকসী অন্তস্পট প্রতি দ্বারে দ্বারে-সৈয়দ আলাওল)।{(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+পট>; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্তিক Bengali definition [ওন্‌তিক্‌] (বিশেষণ) ১ সন্নিহিত; নিকট। ২ চরম; extreme। (অন্তিক ব্যবস্থা গ্রহণ করা হলো)। □ (বিশেষ্য ) সন্নিধান, নৈকট্য। {(তৎসম বা সংস্কৃত)অন্ত+ইক(ঠক্)}
  • Bengali Word অন্তিম Bengali definition [ওন্‌তিম্‌] (বিশেষণ) ১ শেষ; চরম। ২ মৃত্যুকালীন।
  • Bengali Word অন্তিমঅবস্থা , অন্তিমদশা Bengali definition (বিশেষ্য) মুমূর্যু অবস্থা; শেষ দশা। অন্তিমকাল, অন্তিমসময় (বিশেষ্য) মরণকাল; মৃত্যু সময়। অন্তিমশয়ন, অন্তিমশয্যা (বিশেষ্য) যে শয়নে বা শয্যায় মৃত্যু ঘটে। {(তৎসম বা সংস্কৃত) অন্ত+ইম}
  • Bengali Word অন্তেবাসী Bengali definition (-সিন্)[অন্‌তোবাশি] (বিশেষ্য) ১ গুরুগৃহে অস্থানকারী ছাত্র বা শিষ্য। ২ প্রতিবেশী; পড়শি (যত অন্তেবাসী থাকে, জিজ্ঞাসিলু একে একে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ (হিশা) গ্রাম প্রান্তবাসী চণ্ডাল। □ (বিশেষণ) নিকটস্থ; সমীপরর্তী। {(তৎসম বা সংস্কৃত)অন্তে+√বস্+ ইন্(ণিনি)}
  • Bengali Word অন্ত্য Bengali definition [অন্‌তো, ওন্‌তো] (বিশেষণ) ১ চরম; অন্তিম; শেষ। ২ অন্তস্থ; শেষস্থ। □ (বিশেষ্য) শূদ্র। অন্ত্যজ (বিশেষণ) ১ নীচ বংশজাত; শূদ্রকুলজাত; অস্পৃশ্য। ২ পরিত্যক্ত (তেতালার ছোট ঘরে, যেটা সিঁড়ি ভাঙবার ভয়ে পরিবারে অন্ত্যজ-বুদ্ধদেব বসু)। □ (বিশেষ্য) নীচ জাতি। অন্ত্যদেশ (বিশেষ্য) শেষ প্রান্ত (বাঙলা শব্দের অন্ত্যদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়-সৈয়দ মুজতবা আলী)। অন্ত্যবর্ণ (বিশেষ্য) ১ শেষ হরফ বা অক্ষর। ২ চতুর্থ বর্ণ; শূদ্র। {( তৎসম বা সংস্কৃত)অন্ত+য(যৎ)}
  • Bengali Word অন্ত্যেষ্টি , অন্ত্যেষ্টিক্রিয়া Bengali definition [অন্‌তোশ্‌টি, অন্‌তোশ্‌টিক্রিয়া] (বিশেষ্য) মৃতের সৎকার; অন্তিম অনুষ্ঠান (অন্ত্যেষ্টি ব্যতীত নাহি গতি এ নগরে-মাইকেল মধুসূদন দত্ত; মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাও হতো সেখানে-আকাশা)। {(তৎসম বা সংস্কৃত)অন্ত্য+ইষ্টি, + ক্রিয়া; কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্ত্র Bengali definition [অন্‌ত্রো] (বিশেষ্য) ১ নাড়িভুঁড়ি; আঁতড়ি; bowels। ২ পাকস্থলীর নিম্ন থেকে মলদ্বার পর্যন্ত যন্ত্র; intestines। অন্ত্রবৃদ্ধি (বিশেষ্য) এক প্রকার রোগ; hernia। {(তৎসম বা সংস্কৃত) √অম্+ত্র(স্ট্রন্)}
  • Bengali Word অন্দর , আন্দর Bengali definition [অন্‌দর্‌/অন্‌দোর্, আন্‌দোর্] (বিশেষ্য) ১ ভিতর; অভ্যন্তর (জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তঃপুর; অন্দরমহল। অন্দরমহল (বিশেষ্য) অন্তঃপুর। {ফারসি আন্দার }
  • Bengali Word অন্ধ Bengali definition [অন্‌ধো] (বিশেষণ) ১ চক্ষুহীন; দৃষ্টিহীন; কানা। ২ সূচিভেদ্য; গাঢ় (অন্ধ তামস-রবীন্দ্রনাথ ঠাকুর )। ৩ মূর্খ; অজ্ঞান। অন্ধকূপ (বিশেষ্য) অপরিসর অন্ধকারময় কক্ষ; তায়খানা। অন্ধতম (বিশেষণ) গাঢ় অন্ধকারবিশিষ্ট। অন্ধতমস (বিশেষ্য) গাঢ় অন্ধকার। অন্ধতা, অন্ধত্ব (বিশেষ্য) দৃষ্টিহীনতা; চক্ষুহীনতা। অন্ধতমিস্র (বিশেষ্য) নিবিড় অন্ধকার। অন্ধবিশ্বাস (বিশেষ্য ) যুক্তিহীন গভীর আস্থা (অন্ধ বিশ্বাস এদেশে শিকড় গাড়িয়া বসিয়াছিল-মোহাম্মদ ওয়াজেদ আলী)। অন্ধহওয়া ক্রিয়া ১ দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হওয়া। ২ (আল.) কোনো বিষয়ে বা কারো গুণ বা দোষ না দেখা। ৩(আল.) হিতাহিত জ্ঞানশূন্য হওয়া। অন্ধের নড়ি, অন্ধের যষ্টি (বিশেষ্য) (আল.) অসহায়ের সহায়; অক্ষমের অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত)√অন্ধ্+অ(অন্)}
  • Bengali Word অন্ধকার Bengali definition [অন্‌ধোকার্‌] (বিশেষ্য) আলোর অভাব; তিমির; তমঃ; আঁধার। □ (বিশেষণ) অন্ধকারময়; তমিস্র (অন্ধকার রাত্রি)। অন্ধকারদেখা ক্রিভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া। অন্ধকারদেখানো ক্রিয়া বিপদে ফেলে অভিভূত করা। অন্ধকারে ঢিল মারা ক্রিয়া আন্দাজ বা নিছক অনুমানের উপর নির্ভর করে কোনো কাজ করা অথবা কোনো বিষয়ে মন্তব্য করা। অন্ধকারে থাকা ক্রিয়া কোনো বিষয়ে অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রিয়া অনুমানের উপর নির্ভর করে পথ চলা বা কোনো বিষয়ে অনুসন্ধান করা। {(তৎসম বা সংস্কৃত)অন্ধ+√কৃ+অ(অণ্)}
  • Bengali Word অন্ধানুকরণ Bengali definition [অন্‌ধানুকরোন্‌] (বিশেষ্য) নির্বিচার অনুসরণ; যুক্তিহীন অনুরূপ আচরণ (এ যে আরো পীড়াদায়ক, মূ্ল্যহীন, অর্থহীন, ইউরোপের অন্ধানুকরণ -সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধ+অনুকরণ; কর্মধারয় সমাস}
  • Bengali Word অন্ধিসন্ধি Bengali definition [ওন্‌ধিশোন্‌ধি] (বিশেষ্য) ১ ছিদ্র; ফাঁক; রন্ধ্র। ২ ভিতরের কথা; গুপ্ত তথ্য (মনের অন্ধিসন্ধি)। ৩ উদ্দেশ্য; হদিস(ডুবুরী ডুবিলেও অন্ধিসন্ধি পাইত না-প্যারীচাঁদ মিত্র)। ৪ উপায়; উদ্যোগ (অন্ধিসন্ধি করে কত কেমনে মিটে আশ- ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) রন্ধ্র> অন্ধি; সন্ধান>সন্ধি; দ্বন্দ্ব সমাস}
  • Bengali Word অন্ধীভূত Bengali definition [ওন্‌ধিভুতো] (বিশেষণ) অন্ধতাপ্রাপ্ত; অন্ধ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত )অন্ধ+ চি্‌ +√ভূ+ত(ক্ত)}
  • Bengali Word অন্ধ্র Bengali definition [অন্‌ধ্রো] (বিশেষ্য) ১ প্রাচীন জাতিবিশেষ। ২ মাদ্রাজের উত্তর-পূর্ব অঞ্চল; তেলেগুভাষীদের দেশ। {(তৎসম বা সংস্কৃত)√অন্ধ্+র}
  • Bengali Word অন্ন Bengali definition [অন্‌নো] (বিশেষ্য) ১ ভাত। ২ আহার্য; খাদ্যদ্রব্য। অন্নওঠা ক্রিয়া ১ জীবিকা রহিত হওয়া। (তোর এখানকার অন্ন উঠেছে)। ২ (আল.) পরমায়ু শেষ হওয়া। অন্নকষ্ট, অন্নভাব (বিশেষ্য) ১ খাদ্যাভাব; আহার্যের অকুলান। ২ দুর্ভিক্ষ; আকাল। অন্নকুট, অন্নকোট (বিশেষ্য) অন্নের পাহাড়; আহার্যের স্তুপ। অন্নক্ষেত্র ⇒অন্নছত্র। অন্নগত প্রাণ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) আহার্য ছাড়া বাঁচে না এমন। অন্নচিন্তা (বিশেষ্য) জীবিকার জন্য উদ্বেগ (অন্নচিন্তা চমৎকারা)। অন্নছত্র,অন্নসত্র, অন্নক্ষেত্র্র (বিশেষ্য) যে স্থানে অন্ন বিতরণ করা হয়। অন্নজল (বিশেষ্য) দানাপানি; আহার্য। অন্নজল ওঠা ক্রি(আল.) আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া। অন্নদা (বিশেষণ) অন্নদায়িনী; আহার্য প্রদানকারিণী (অন্নদা এ বনে তুমি-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) হিন্দু দেবী দুর্গা। অন্নদাতা (বিশেষণ) আহার্য দানকারী। □ (বিশেষ্য) প্রতিপালক; অভিভাবক। অন্নদাত্রী (স্ত্রীলিঙ্গ)। অন্নদাস (বিশেষণ) অন্নের জন্য যে পরের দাসত্ব করে। অন্ননালি (বিশেষ্য) গ্রাসনালি; oesophagus; gullet। অন্নপানি (বিশেষ্য) আহার্য ও পানি; দানাপানি (নারিকেলের গোপন কোষে অন্নপানি জোগায় গো সে-সত্যেন্দ্রনাথ দত্ত)।অন্নপায়ী (বিশেষণ) আহার্য বস্তু পান করে এমন; চিবিয়ে খেতে অক্ষম (অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যাপায়ী জীব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্নপূর্ণা (বিশেষ্য) হিন্দুদের দেবী ভগবতী। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আহার্যে পরিপূর্ণ।অন্নপ্রাশন (বিশেষ্য) শিশুদের প্রথম আহার্য গ্রহণের অনুষ্ঠান; মুখে ভাত। অন্নভোজী (বিশেষণ) অন্ন ভোজনে প্রাণ ধারণ করে এমন। অন্নময় (বিশেষণ) অন্নপূর্ণ; অন্নগঠিত। অন্নমুষ্টি (বিশেষ্য) এক মুষ্টি আহার্য; সামান্য খাদ্য (তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্নরস (বিশেষ্য) ভুক্ত খাদ্যজাত রসবিশেষ; chyle। অন্নলোভাতুর (বিশেষণ) আহার্যের জন্য কাতর; খাদ্য প্রত্যাশায় ব্যাকুল (মৈত্রেয়ী ভূমার চেয়ে অন্নলোভাতুর-জীবনানন্দ দাশ)। অন্ন সংস্থান (বিশেষ্য) জীবিকার্জন। অন্নসত্র ⇒অন্নছত্র। অন্নহীন (বিশেষণ) নিরন্ন; উপবাসী। □ (বিশেষ্য) ভিক্ষুক। {(তৎসম বা সংস্কৃত)√অদ্+ত(ক্ত); √অন্ +ন(নন্)}
  • Bengali Word অন্বর্থ Bengali definition [ওন্‌নর্‌থো, অন্‌নর্‌থো] (বিশেষণ) যথার্থ; অর্থসঙ্গত; অর্থানুরূপ (তুমি আমার দুর্মুখ নাম অন্বর্থ করিয়া দিলে- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অন্বর্থনামা (বিশেষণ) নামের অর্থের সঙ্গে স্বভাবের মিল বিদ্যমান এমন। {(তৎসম বা সংস্কৃত)অনু+অর্থ}
  • Bengali Word অন্বিত Bengali definition [ওন্‌নিতো] (বিশেষণ) ১ যুক্ত; সম্পন্ন (আশান্বিত)। ২ পরস্পর সম্বন্ধযু্ক্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ই+ত(ক্ত)}