Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word অতীত Bengali definition [ওতিত্] (বিশেষণ) ১ বিগত; হয়েছে বা ঘটে গেছে এমন(অতীত ঘটনা)।২ শেষ; সমাপ্ত (আবশ্যক অতীত হইয়া গেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বহিভূত; অগোচর (দৃষ্টির অতীত; ধারণার অতীত)।  (বিশেষ্য) বিগতকাল (অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতীতবেত্তা (বিশেষ্য) যিনি বিগতকালের বিষয় জানেন। {(তৎসম বা সংস্কৃত) অতি+√ই+ত(ক্ত)}
 • Bengali Word অতীন্দ্রিয় Bengali definition [ওতিন্‌দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয়াতীত; চক্ষুকর্ণাদির অগোচর। অতীন্দ্রিয়তা (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত) অতি +ইন্দ্রিয়}।
 • Bengali Word অতীব Bengali definition [ওতিবো] (বিশেষণ) অত্যন্ত; অধিক। অতীবা (বিশেষণ) স্ত্রী; অতিশয়; অতিরিক্তা (অসীমচুম্বনী, তবু চুম্বনের অতীত, অতীবা-বুদ্ধদেব বসু)।{(তৎসম বা সংস্কৃত) অতি+ইব}
 • Bengali Word অতীসার Bengali definition অতি
 • Bengali Word অতুচ্ছ Bengali definition [অতুচ্‌ছো] (বিশেষণ) তুচ্ছ; অশিক্ষিত লোকের মুখে ব্যবহৃত ‘তুচ্ছ’ শব্দের কথ্যরূপ (এটা বুঝি অতুচ্ছ কথা হলো? –বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তুচ্ছ}
 • Bengali Word অতুল, অতুলন, অতুলনীয়, অতুলিত, অতুল্য Bengali definition [অতুল্, অতুলন্, অতুলোনিয়ো, অতুলিতো, অতুল্‌লো] (বিশেষণ) উপমাহীন; সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না এমন; অদ্বিতীয় (এই অতুল বিভব-মীম; জীবনের অতুলন স্বাদ থেকে গড়া-হাসান হাফিজুর রহমান; অতুলিত দেখি আখিঁ মুখ করতল-সৈয়দ আলাওল)। অতুলনা, অতুলনীয়া, অতুলিতা, অতুল্যা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তুল,তুলন, তুলনীয়,তুলিত,তুল্য; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অতুষ্ট Bengali definition [অতুশ্‌টো] (বিশেষণ) অসন্তুষ্ট; বিরক্ত। অতুষ্টিকর (বিশেষণ) অসন্তোষজনক; বিরক্তিজনক। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+তুষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অতৃপ্ত Bengali definition [অতৃপ্‌তো] (বিশেষণ) ১ অসন্তষ্ট; অপরিতুষ্ট। ২ অচরিতার্থ; অসফল(অতৃপ্ত কামনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতৃপ্তি বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√তৃপ্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অতৃপ্য Bengali definition [অতৃপ্‌পো] (বিশেষণ) তৃপ্তি দেওয়া যায় না বা তৃপ্ত হয় না এমন (যে কারিগর এই পরিবর্তনশীল সংসার, আর এই অতৃপ্য নয়ন সৃজন করিয়াছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তৃপ্য; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অতেব Bengali definition অতএব
 • Bengali Word অত্বর Bengali definition [অত্‌তর্] (বিশেষণ) ত্বরাযুক্ত নয় এমন; বিলম্বিত (অথবা অত্বর চিঠি, মধ্যরাতে লাজুক তন্দ্রায়-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ত্বরা; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অত্যধিক Bengali definition [ওত্‌তোধিক্] (বিশেষণ) অত্যন্ত বেশি; প্রয়োজনের অধিক। {(তৎসম বা সংস্কৃত) অতি+ অধিক; (প্রাদি সমাস)}
 • Bengali Word অত্যন্ত Bengali definition [ওত্‌তোনতো] (বিশেষণ) অতিশয়; খুব বেশি। অত্যন্ত গামিক (বিশেষণ) অতিশয় দ্রুতগামী। {(তৎসম বা সংস্কৃত) অতি+ অন্ত; প্রাদি.}
 • Bengali Word অত্যন্তিক Bengali definition [ওত্‌তোনতিক্] (বিশেষণ) অত্যধিক। {(তৎসম বা সংস্কৃত) অতি+ অন্তিক; প্রাদি.}
 • Bengali Word অত্যল্প Bengali definition [ওত্‌তলপো] (বিশেষণ) অতি অল্প; যৎকিঞ্চিৎ {(তৎসম বা সংস্কৃত) অতি+ অল্প; প্রাদি.}
 • Bengali Word অত্যহিত Bengali definition [ওত্‌তোহিত্] (বিশেষ্য) অতিশয় অকল্যাণ; সর্বনাশ। {(তৎসম বা সংস্কৃত) অতি+ অহিত; প্রাদি.}
 • Bengali Word অত্যাচার Bengali definition [ওত্‌তাচার্] (বিশেষ্য) উৎপীড়ন; জুলুম; উপদ্রব; দুর্ব্যবহার। ২ অপরিমিত বা অতিরিক্ত আহার বিহার পরিশ্রম ইত্যাদি। (শরীরের উপর অত্যাচার)। অত্যাচারী (-রিন্) (বিশেষণ) জালিম; উৎপীড়ক। অত্যাচারিণী (স্ত্রীলিঙ্গ)। অত্যাচারিত (বিশেষণ) উৎপীড়ত; দুর্ব্যবহার প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) অতি+ আচার; কর্মধা.}
 • Bengali Word অত্যাজ্য Bengali definition [অত্যাজ্‌জো] (বিশেষণ) ত্যাগ করা যায় না এমন; অপরিহার্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ত্যাজ্য; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অত্যাবশ্যক; অত্যাবশ্যকীয় Bengali definition [ওত্‌তাবোশ্‌শোক্; ওত্তাবোশ্‌শোকিয়ো] (বিশেষণ) অতি প্রয়োজনীয়; অত্যন্ত দরকারি। {(তৎসম বা সংস্কৃত) অতি+আবশ্যক, আবশ্যকীয়; প্রাদি.}
 • Bengali Word অত্যাশ্চর্য Bengali definition [ওত্‌তাশ্‌চর্‌জো] (বিশেষণ) অতি অদ্ভুত; অত্যন্ত বিস্ময়কর (অত্যাশ্চর্য ক্ষমতা)। {(তৎসম বা সংস্কৃত)অতি+আশ্চার্য; প্রাদি.}
 • Bengali Word অত্যাসক্ত Bengali definition [ওত্‌তাশক্‌তো] (বিশেষণ) অতিশয় অনুরক্ত; অত্যন্ত আসক্ত। অত্যাসক্তি বি। {(তৎসম বা সংস্কৃত) অতি+আসক্ত; প্রাদি.}
 • Bengali Word অত্যুক্তি Bengali definition [ওত্‌তুক্‌তি] (বিশেষ্য) অতিরঞ্জিত বর্ণনা; অতিশয় উক্তি।{(তৎসম বা সংস্কৃত) অতি+ উক্তি; প্রাদি.}
 • Bengali Word অত্যুগ্র Bengali definition [ওত্‌তুগ্‌গ্রো] (বিশেষণ) অত্যন্ত প্রখর; অতিশয় উগ্র বা রুক্ষ।{(তৎসম বা সংস্কৃত) অতি+ উগ্র; প্রাদি.}
 • Bengali Word অত্যুঙ্গ Bengali definition [ওত্‌তুঙ্‌গো] (বিশেষণ) অতিশয় উচ্চ। {অতি+তুঙ্গ; প্রাদি.}
 • Bengali Word অত্যুজ্জ্বল Bengali definition [ওত্‌তুজ্‌জল] (বিশেষণ) অতিশয় দীপ্তিমান; অত্যান্ত উজ্জ্বল।{(তৎসম বা সংস্কৃত) অতি+উজ্জ্বল; প্রাদি.}
 • Bengali Word অত্যুষ্ণ Bengali definition [ওত্‌তুশ্‌নো] (বিশেষণ) অত্যন্ত গরম; অতিশয় উত্তপ্ত। {(তৎসম বা সংস্কৃত) অতি+ উষ্ণ; প্রাদি.}
 • Bengali Word অত্যুৎকৃষ্ট Bengali definition [ওত্‌তুত্কৃশটো] (বিশেষণ) অতি উত্তম; অত্যন্ত ভালো। {(তৎসম বা সংস্কৃত)অতি+উৎকৃষ্ট; প্রাদি.}
 • Bengali Word অত্যুৎপাদন Bengali definition [ওত্‌তুত্পাদোন্] (বিশেষ্য) অধিক মাত্রায় উৎপাদন; overproduction।{(তৎসম বা সংস্কৃত) অতি+উৎপাদন; প্রাদি.}
 • Bengali Word অত্যয় Bengali definition [ওত্তয়্] (বিশেষ্য) ১ অতিক্রম; অতিপাত (কালাত্যয়)। ২ বিনাশ; ধ্বংস; মৃত্যু(প্রাণাত্যয়)। ৩ বিপদ; দুঃখ। ৪ (পরি.) আকস্মিক বিপদ; emergency। অত্যয়পত্র (বিশেষ্য) জরুরি সনদপত্র; emergency certificate। অত্যয়িত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অতি+√ই+অ(অচ্)}
 • Bengali Word অত্র Bengali definition [অত্‌ত্রো] (ক্রিয়া (বিশেষণ))এখানে; এ স্থানে। অত্রত্য (বিশেষণ) এ স্থানের; এখানকার; এই দেশের (অত্রত্য লোকে তোমার প্রকৃত পরিচয় পাইলে প্রাণ দণ্ড হইবে–ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) এতদ্+ত্র(ত্রন্)}