Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পবার, পবাল Bengali definition ⇒ প্রবাল
  • Bengali Word পবিত্র Bengali definition [পোবিত্‌ত্রো] (বিশেষণ) ১ পূত। ২ বিশূদ্ধ; খাঁটি। ৩ নিষ্পাপ; পাপহীন। পবিত্রা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পবিত্রতা (বিশেষ্য) ১ বিশুদ্ধতা; নির্মলতা। ২ পরিশুদ্ধি। পবিত্রিত (বিশেষণ) ১ পবিত্র করা হয়েছে এমন। ২ সংশোধিত। পবিত্রীকরণ (বিশেষ্য) ১ নির্মলীকরণ। ২ সংশোধন। পবিত্রীকৃত (বিশেষণ) পূত বা পবিত্র করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √পূ+ইত্র}
  • Bengali Word পবেস Bengali definition ⇒ প্রবেশ
  • Bengali Word পমেটম Bengali definition [পমেপম্‌] (বিশেষ্য) কেশের পারিপাট্যের জন্য ব্যবহৃত সুগন্ধময় স্নেহজ পদার্থবিশিষ্ট; কেশপ্রসাধন দ্রব্য (পমেটম ল্যাভেন্ডার ও আতর মেখে বাবু ড্রেসিংরুম হতে বৈঠকখানায় বার হলেনকালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) pomatum}
  • Bengali Word পম্প Bengali definition ⇒ পাম্প
  • Bengali Word পর পর Bengali definition [পর্‌পর্‌] (ক্রিয়াবিশেষণ) ১ উপর্যুপরি; উত্তরোত্তর; একের পর আর। ২ ক্রমান্বয়ে। ৩ ক্রমে ক্রমে। ৪ অন্তর অন্তর (দুই চারদিন পর পর জ্বর আসে)। □ (বিশেষণ) পাশাপাশি (পর পর সাজানো)। {(তৎসম বা সংস্কৃত) পর+ পর}
  • Bengali Word পর ১ Bengali definition [পর্‌] (বিশেষ্য) পাখির পালক। {(ফারসি) পর}
  • Bengali Word পর ২ Bengali definition [পর্‌] (বিশেষণ) ১ অন্য; ভিন্ন; পৃথক। ২ অনাত্মীয়; যার সাথে সম্বন্ধ নেই। ৩ শ্রেষ্ঠ; প্রধান; চরম; পরম (তুমি পিতা পরমে তোমার পর নাই-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ শত্রু; বৈরী; অরি। ২ অন্য ব্যক্তি (পরচর্চা)। ৩ মোক্ষ; মুক্তি; নির্বাণ। ৪ পরমাত্মা। ৫ ব্রহ্মা। □ (ক্রিয়াবিশেষণ) অনন্তর; পশ্চাৎ। পরা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরের ঘর (বিশেষ্য) মেয়েদের শ্বশুরবাড়ি। পরের ধনে পোদ্দারি-অন্যের অর্থাদির সাহায্যে কর্তৃত্ব ফলানো। পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো-ফাঁকি দিয়ে পরের দ্রব্যাদি আত্মসাৎ করা; পরকে ঠকানো। {(তৎসম বা সংস্কৃত) √পৃ…+ অ(অচ্‌)}
  • Bengali Word পর ৩ Bengali definition [পর্‌] (বিশেষ্য) প্রহর (তিন পর বেলা)। {(তৎসম বা সংস্কৃত) প্রহর>}
  • Bengali Word পর ৪, ’পর Bengali definition [পর্‌]- ‘উপর’- এর সংক্ষিপ্ত রূপ (মাথার পরে দেয়নি তুলে বাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উপরি>}
  • Bengali Word পরওয়া Bengali definition ⇒ পরোয়া
  • Bengali Word পরওয়ানা Bengali definition ⇒ পরোয়ানা
  • Bengali Word পরওয়ার Bengali definition [পর্‌ওয়ার্‌] (বিশেষ্য) প্রতিপালক। পরওয়ারদেগার, পরওয়ারদিগার (বিশেষ্য) রক্ষক; পালনকর্তা; জন্মদাতা আল্লাহ (গায়েবের মালিক পরওয়ারদেগার)। {(ফারসি) পরবর্‌ }
  • Bengali Word পরক Bengali definition [পরোক্‌] (বিশেষণ) ভিন্নদেশীয়; alien। {(তৎসম বা সংস্কৃত) পর+ ক}
  • Bengali Word পরকলা Bengali definition [পর্‌কলা] (বিশেষ্য) ১ কাচ। দর্পণ; আয়না। ৩ কাচের চাকতি; lens (চশমার পরকলা দুটো পুছে নিয়ে বললে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) পর্‌কালাহ্‌ }
  • Bengali Word পরকার Bengali definition ⇒ প্রকার
  • Bengali Word পরকাল Bengali definition [পরোকাল্‌] (বিশেষ্য) ১ পরলোক; মৃত্যুর পরবর্তী অবস্থা; আখেরাত। ২ ভবিষ্যৎ; উত্তরকাল। পরকাল খাওয়া ভবিষ্যৎ উন্নতির পথ নষ্ট করা (আদর দিয়ে দিয়ে ছেলের পরকালটা খেলে)। {(তৎসম বা সংস্কৃত) পর+ কাল}
  • Bengali Word পরকাশ Bengali definition ⇒ প্রকাশ
  • Bengali Word পরকিত Bengali definition ⇒ প্রকৃত
  • Bengali Word পরকীকরণ Bengali definition [পরোকিকরোন্‌] (বিশেষ্য) হস্তান্তরিতকরণ; alienation। {(তৎসম বা সংস্কৃত) পর+ ক+ ঈ(চ্বি)+ করণ}
  • Bengali Word পরকীয় Bengali definition [পরোকিয়ো] (বিশেষণ) পরসম্বন্ধীয়; অন্যের। পরকীয়া (বিশেষ্য) প্রণয়িনী; অন্যের পত্নী; পরপত্নী বা কুমারী (আপনি পরকীয়া মহিলা আশঙ্কা করিয়া অধর্মভয়ে শকুন্তলা পরিগ্রহে পরাঙ্মুখ হইতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পরকীয়াবাদ (বিশেষ্য) বৈষ্ণব শাস্ত্রে প্রেমবিষয়ক মতবাদ। {(তৎসম বা সংস্কৃত) পর+ক(কুক্‌আগম)+ ঈয়(ছ)}
  • Bengali Word পরকোলা Bengali definition [পর্‌কোলা] (বিশেষ্য) ১ দোলা (আসবে আবার পদ্মানদী, দুলবে তরী ঢেউ দোলায় তেমনি করে দুলব আমি তেমার বুকের পরকোলায়-কাজী নজরুল ইসলাম)। {পর+কোল+আ}
  • Bengali Word পরখ, পরখাই Bengali definition [পরোখ্‌, পর্‌খাই] (বিশেষ্য) ১ পরীক্ষা; বিচার; যাচাই (এ গাঁর লোকে করতে পরখ ও গাঁর লোকের বল-জসীমউদ্‌দীন; ভিনদেশী অতিথে আজ করিব পরখাই-ময়মনসিংহ গীতিকা)। ২ বিবেচনা; পর্যালোচনা। পরখা (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) পরীক্ষা করা। পরখি (পদ্যে ব্যবহৃত) পরীক্ষা করে (চিনি যে পরখি রূপ যে দরদি-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরীক্ষা>}
  • Bengali Word পরগনা, পরগণা Bengali definition {পর্‌গনা} (বিশেষ্য) অনেকগুলো গ্রামের সমষ্টি; জেলার অংশবিশেষ; চাকলা (অধিকার রাজার চৌরশী পরগণা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) পরগনাহ্‌ }
  • Bengali Word পরগাছা Bengali definition [পর্‌গাছা] (বিশেষ্য) ১ যে গাছ বা লতা অন্য গাছকে আশ্রয় করে জন্মে ও বাঁচে; পরজীবী উদ্ভিদ। ২ (আলঙ্কারিক) অপরের আশ্রিত ব্যক্তি (পরগাছারা বিদেয় হয়েছে-মনোজ বসু)। {পর+গাছ+আ}
  • Bengali Word পরঘরি Bengali definition [পর্‌ঘোরি] (বিশেষণ) অন্যের গৃহে বাসকারী; পরাশ্রিত। {পর+ঘর+ই}
  • Bengali Word পরচর্চা Bengali definition [পর্‌চর্‌চা, পরোচর্‌চা] (বিশেষ্য) অণ্যের সম্বন্ধে সমালোচনা। {পর+চর্চা}
  • Bengali Word পরচা Bengali definition ⇒ চর্চা
  • Bengali Word পরচার Bengali definition ⇒ প্রচার
  • Bengali Word পরচারি Bengali definition ⇒ প্রচার