প পৃষ্ঠা ১০
- Bengali Word পরচাল Bengali definition ⇒ পরচালা
- Bengali Word পরচালা, পরচাল Bengali definition [পর্চালা, পর্চাল্] (বিশেষ্য) ঘরের চালের নিম্নদেশে দ্বারের উপরকার ক্ষুদ্র আচ্ছাদন বা চালা; চালের ছাঁইচ (পথের ধারে এক খানা আটচালা দেখিয়া তাহার পরচালার নীচে আশ্রয় লইলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {পর+চাল+আ}
- Bengali Word পরচুল, পরচুলা Bengali definition [পর্চুল, পর্চুলা] (বিশেষ্য) কৃত্রিম কেশ (যাহার সুন্দর কেশপাশ আছে সে আর পরচুলা ব্যবহার করে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {পর+চুল+আ}
- Bengali Word পরচ্ছন্দ Bengali definition [পরোচ্ছন্দো] (বিশেষ্য) ১ অন্যের ইচ্ছা বা অভিলাষ; পরের মতলব। □ (বিশেষণ) পরাধীন; পরবশ; অন্যের ইচ্ছায় চলে এমন। পরচ্ছন্দানুবর্তী (বিশেষণ) পরের অনুকারী; পরাধীন। {(তৎসম বা সংস্কৃত) পর+ছন্দ}
- Bengali Word পরচ্ছিদ্র Bengali definition [পরোচ্ছিদ্দ্রো] (বিশেষ্য) ১ অন্যের দোষ বা ত্রুটি। পরচ্ছিদ্রান্বেষণ (বিশেষ্য) অপরের দোষ খুঁজে বের করা; পরের দোষ সন্ধান। পরচ্ছিদ্রান্বেষী (-ষিন্) (বিশেষণ) অন্যের দোষ খুঁজে বেড়ায় এমন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) পর+ছিদ্র}
- Bengali Word পরজ Bengali definition [পরোজ্] (বিশেষ্য) সঙ্গীতের রাগবিশেষ (তারপর বীণায় পরজ আলাপ করলেন অতি মৃদু স্বরে, অতি বিলম্বিত লয়ে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) পরজিকা>}
- Bengali Word পরজীবী (-বিন্) Bengali definition [পরোজিবি] (বিশেষ্য), (বিশেষণ) ১ যে অন্যকে আশ্রয় করে বাঁচে; অন্যের দ্বারা প্রতিপালিত হয় এমন। ২ (বিজ্ঞান.) অন্য জীবের দেহে বাস করে এরূপ উদ্ভিদ বা প্রাণী; parasite। {(তৎসম বা সংস্কৃত) পর+জীবিন্}
- Bengali Word পরঞ্জয় Bengali definition [পরোন্জয়্] (বিশেষ্য) রিপু জয়কারী; অরিন্দম; শত্রুবিজয়ী। {(তৎসম বা সংস্কৃত) পর+√জি+অ(অচ্)}
- Bengali Word পরটা, পরোটা, পরেটা Bengali definition [পরোটা, পরোটা, পরেটা] (বিশেষ্য) ঘিয়ে অথবা তেলে ভাজা রুটি (এক বেলা আটার পরোটা খাওয়া যেতো-ওবায়েদুল হক)। {(তৎসম বা সংস্কৃত) পুরোডাশ>; (তুলনীয়) (হিন্দি) পরেঠা}
- Bengali Word পরত Bengali definition [পরোত্] (বিশেষ্য) ভাঁজ; স্তর; থাক; পট; layer (শতেক পরতে যদি কস্তুরি ঢাকএ অবশ্য তাহার গন্ধ প্রকাশিত হএ-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) ফর্দ্; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পত্র}
- Bengali Word পরতঃ Bengali definition [পরতহ্] (অব্যয়) ১ অন্য হতে। ২ পর দিয়ে। {(তৎসম বা সংস্কৃত) পর+তস্(তসিল্)}
- Bengali Word পরতন্ত্র Bengali definition [পরোতন্ত্রো] (বিশেষণ) পরাধীন; পরবশ; পরের ইচ্ছায় নিয়ন্ত্রিত (অকিঞ্চিৎকর ইন্দ্রিয় সুখের পরতন্ত্র হইয়া পিতা-মাতা জন্মভূমি প্রভৃতি সকল পরিত্যাগ করিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পর+তন্ত্র; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরতল Bengali definition ⇒ পরতাল
- Bengali Word পরতাপ Bengali definition ⇒ প্রতাপ
- Bengali Word পরতাল, পরতল Bengali definition [পর্তাল্, পর্তল্] (বিশেষ্য) ১ পুনর্বার ওজন। ২ জরিপ বা মাপ (তা না হয়তো পরতাল করে দেখ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ৩ যাচাই; পুনরায় পরীক্ষা। {(ফারসি) পরদাল্}
- Bengali Word পরতীত ((ব্রজবুলি), (মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [পরতীত] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) প্রতীত; জ্ঞানযুক্ত; বোধযুক্ত; বিশ্বাসযুক্ত (হামারি বচনে যদি নহ পরতীত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রতীত>}
- Bengali Word পরতেক, (মধ্যযুগীয় বাংলা) পরতেখ Bengali definition [পরতেক্, পরতেখ্] (বিশেষণ) প্রত্যক্ষ; সাক্ষাৎ (ঠাকুর বলেন পরতেক-ঘনরাম চক্রবর্তী)। পরতেকি (ব্রজবুলি) অসমাপিকা ক্রিয়া প্রত্যক্ষ করে (আজ দেখিনু পরতেকি-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যক্ষ>}
- Bengali Word পরত্র Bengali definition [পরোত্ত্রো] (অব্যয়),(ক্রিয়াবিশেষণ) পরকালে; পরলোকে। পরত্রভীরু (বিশেষণ) পরকালের ভয় করে এমন; ধার্মিক; ধর্মভীরু। {(তৎসম বা সংস্কৃত) পর+ত্র(ত্রল্)}
- Bengali Word পরথাই, পরথাব ((ব্রজবুলি) (মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [পরথাই, পরথাব] (বিশেষ্য) প্রস্তাব; প্রসঙ্গ; আলোচ্য বিষয় (আন পরথাই যাই যব পাশে-জ্ঞানদাস; তুয়া পরথাব কয়ল কছু থোরি-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রস্তাব>}
- Bengali Word পরদা Bengali definition ⇒ পর্দা
- Bengali Word পরদাজ Bengali definition [পর্দাজ্] (বিশেষণ) সম্পাদনকারী (কারপরদাজ)। {(ফারসি) পরদাজ্}
- Bengali Word পরদার Bengali definition [পরোদার্/পর্দার্] (বিশেষ্য) ১ অন্যের পত্নী; পরস্ত্রী। ২ পরস্ত্রীগমন (পরদার পাপ বলি বাঁদী রাখে নাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। পরদারগমন (বিশেষ্য) অন্যের স্ত্রীতে উপগত হওয়া; পরপত্নীর সাথে সংসর্গ। পরদারগামী (বিশেষণ) অন্যের পত্নীতে উপগমনকারী; অপরের পত্নীর সঙ্গে সংসর্গ করে এমন। পরদারিক, পারদারিক (বিশেষণ) পরস্ত্রী সম্ভোগকারী; পরপত্নীগামী। {(তৎসম বা সংস্কৃত) পর+দার; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরদেশ Bengali definition [পর্দেশ্] (বিশেষ্য) ভিন্নদেশ; অন্যদেশ; বিদেশ; প্রবাস (পিয়া পরদেশে হাম সহই না পার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পর+দেশ; কর্মধারয় সমাস}
- Bengali Word পরদেশি, পরদেশী, পরদেশীয় Bengali definition [পর্দেশি, পরদেশী, পর্দেশিয়ো] (বিশেষণ) বিদেশি ভিন্নদেশি। পরদেশিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরদেশ+ঈয়(ষ্ণয়)>}
- Bengali Word পরদ্বেষ Bengali definition [পরোদ্দেশ্] (বিশেষ্য) অন্যের প্রতি দ্বেষ বা হিংসা। পরদ্বেষী (-ষিন্) (বিশেষণ) অপরকে হিংসা করে এমন; পরদূষক। পরদ্বেষিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+দ্বেষ}
- Bengali Word পরধন Bengali definition [পরোধন্] (বিশেষ্য) ১ অপরের ধন বা সম্পদ। ২ পরস্ব। পরধনলোভী (বিশেষণ) অপরের ধনের প্রতি লোলুপ। {(তৎসম বা সংস্কৃত) পর+ধন; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরধর্ম Bengali definition [পরোধর্মো] (বিশেষ্য) অপরের ধর্ম; আপন জাতি সমাজ সংস্কার বা প্রকৃতিবিরোধী ধর্ম। {(তৎসম বা সংস্কৃত) পর+ধর্ম, ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পরন Bengali definition [পরোন্] (বিশেষ্য) পরিধানকরণ; বস্ত্ররূপে ব্যবহার (পরনের কাপড়)। {(তৎসম বা সংস্কৃত) পরিধান>}
- Bengali Word পরনাম Bengali definition ⇒ প্রণাম
- Bengali Word পরনারী Bengali definition [পরোনারি] (বিশেষ্য) অন্যের স্ত্রী; পরদার। {(তৎসম বা সংস্কৃত) পর+ নারী; ৬ তৎপুরুষ সমাস}