প পৃষ্ঠা ৮
- Bengali Word পদিনা Bengali definition ⇒ পুদিনা
- Bengali Word পদুমা Bengali definition ⇒ পুদ্মা
- Bengali Word পদুমিনী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোদুমিনি] (বিশেষ্য) ১ পদ্মিনী। ২ পদ্মের ন্যায় সৌরভ ইত্যাদি লক্ষণযুক্তা রমণী (একে ধনি পদুমিনী সহজহি ছোটি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পদ্মিনী>}
- Bengali Word পদে পদে Bengali definition [পদেপদে] (ক্রিয়াবিশেষণ) প্রতি পদে; বারে বারে; প্রতি পদক্ষেপে। {(তৎসম বা সংস্কৃত) পদ+এ>}
- Bengali Word পদোদক, পাদোদক Bengali definition [পদোদক্ পাদোদক্] (বিশেষ্য) পা-ধোয়া জল (স্বামীর পদোদকেই সকল ব্যামো সারে-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পদ, পাদ+উদক; কর্মধারয় সমাস}
- Bengali Word পদোন্নতি Bengali definition [পদোন্নতি] (বিশেষ্য) ১ চাকরিতে পরবর্তী ধাপে উত্তীর্ণ; চাকরি বা কর্মের উন্নতি। ২ আধিপত্য, মর্যাদা বা ক্ষমতার বৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) পদ+ উন্নতি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদ্ধতি Bengali definition [পদ্ধোতি] (বিশেষ্য) ১ পথ (প্রাণ লয়ে পালাতে পদ্ধতি খুঁজে বুলে-ঘনরাম চক্রবর্তী)। ২ নিয়ম; রীতি; প্রণালি; প্রথা; ধারা। ৩ শ্রেণি; পঙ্ক্তি। ৪ আচার। ৫ প্রবাহ। ৬ রেখা। {(তৎসম বা সংস্কৃত) পদ্+হতি; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word পদ্ম Bengali definition [পদ্দোঁ] (বিশেষ্য) ১ একপ্রকার জলজ পুষ্প; কমল; ঋৎপল; সরোজ; পঙ্কজ; নলিন; শতদল; রাজীব; কোকনদ; কুবলয়; পুণ্ডরীক; অরবিন্দ; ইন্দীবর; পুষ্কর; তামরস; মৃণাল। ২ তন্ত্রশাস্ত্রোক্ত দেহের অভ্যন্তরীণ চক্রবিশেষ (হৃৎপদ্ম, নাভিপদ্ম)। ৩ ১০,০০,০০০,০০,০০,০০০ সংখ্যা বা সংখ্যক; ১০১৩। পদ্মকাঁটা (বিশেষ্য) চর্মরোগবিশেষ; ত্বকের উপর মৃণালের কাঁটার মতো চর্মরোগ। পদ্মকেশর (বিশেষ্য) পদ্মফুলের পরাগযুক্ত সূক্ষ্মসূত্র। পদ্মকোষ (বিশেষ্য) পদ্মকোরক; কমল-কলি। পদ্মগন্ধি (বিশেষণ) পদ্মফুলের সৌরভবিশিষ্ট। গর্ভ (বিশেষ্য) ১ পদ্মফুলের অভ্যন্তর; পদ্মগর্ভে (অভ্যন্তরে) যার। পদ্মনাথ (বিশেষ্য) সূর্য। পদ্মনাভ (বিশেষ্য) ১ পদ্ম নাভিতে যার। ২ বিষ্ণু। পদ্মনেত্র (বিশেষণ) পদ্মের ন্যায় নয়নবিশিষ্ট; কমলোচন। পদ্মপত্র (বিশেষ্য) পদ্মপাতা; কমলদল। পদ্মপর্ণ (বিশেষ্য) পদ্মের পাপড়ি (অশ্রুময় আঁখি নিশার শিশির পূর্ণ পদ্মপর্ণ যেন-মাইকেল মধুসূদন দত্ত)। পদ্মপরাগ (বিশেষ্য) পদ্মের রেণু; পদ্মরাজ। পদ্মপলাশ (বিশেষ্য) পদ্ম পাতা। পদ্মপলাশলোচন (বিশেষণ) পদ্মের পাপড়ির মতো আয়ত নয়নবিশিষ্ট। পদ্মপাণি (বিশেষ্য) পদ্ম পাণিতে (হাত) যার; বিষ্ণু। পদ্মপুরাণ (বিশেষ্য) পুরাণবিশেষ। পদ্মপ্রিয়া (বিশেষ্য) হিন্দু দেবী মনসা। পদ্মবন্ধু (বিশেষ্য) ১ সূর্য। ২ মধুকর। পদ্মভূ, পদ্মসম্ভব, পদ্মোদ্ভব (বিশেষ্য) পদ্মে জন্ম যার; পদ্ম উৎপত্তি স্থল যার; বিষ্ণু বা ব্রহ্মা। পদ্মমুখ (বিশেষণ) পদ্মের মতো কমনীয় মুখবিশিষ্ট। □ (বিশেষ্য) পদ্মের মতো সুন্দর মুখ। পদ্মমুখী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । পদ্মযোনি (বিশেষ্য) ব্রহ্মা। পদ্মরাগ (বিশেষ্য) ১ পদ্মের ন্যায় রাগ বা বর্ণ যার। ২ পদ্মবর্ণ মূল্যবান মণিবিশেষ; চুনি; ruby। পদ্মলোচন (বিশেষণ) পদ্মনেত্র। পদ্মশ্রী (বিশেষ্য) ১ বোধিসত্ত্বের নাম। ২ বর্তমান ভারতে প্রচলিত সরকার প্রদত্ত উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ম(মন্)}
- Bengali Word পদ্মা, পদুমা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পদ্দাঁ, পোদুমা] (বিশেষ্য) ১ বাংলাদেশের নদীবিশেষ; পঙ্গানদীর নিম্নভাগের নাম যা বাংলাদেশে প্রবাহিত। ২ হিন্দুদেবী লক্ষ্মী; মনসা। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ম(মন্)+আ(টাপ্)}
- Bengali Word পদ্মাকর Bengali definition [পদ্দাঁকর্] অনেক পদ্ম জন্মে এমন জলাশয়; পদ্মপুষ্পবহুল সরোবর। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+আকর}
- Bengali Word পদ্মাক্ষ Bengali definition [পদ্দাঁক্খো] (বিশেষণ) ১ পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট; কমললোচন; পদ্ম-আঁখি। ২ পদ্মবীজ। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+অক্ষি}
- Bengali Word পদ্মাবতী Bengali definition [পদ্দাঁবোতি] (বিশেষ্য) ১ মনসাদেবী। ২ কর্ণপত্নী। ৩ পদ্মানদী। ৪ কবি আলাওলের একটি কাব্যগ্রন্থের নাম। {(তৎসম বা সংস্কৃত) পদ্মা +বৎ(বতুপ্)ঈ(ঙীষ্)}
- Bengali Word পদ্মালয়া Bengali definition [পদ্দাঁলয়া] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) লক্ষ্মী; কমলা; কমলবাসিনী (পদ্মালয়া পদ্মমুখী সীতারে পাইয়া-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+আলয়া}
- Bengali Word পদ্মাসন Bengali definition [পদ্দাঁশোন্] (বিশেষ্য) ১ যোগসাধনে বসার বিশেষ ভঙ্গি (ত্রিকোণাকার মণ্ডল মধ্যে পদ্মাসনের সমাসীন-সৈয়দ মুজতবা আলী)। ২ হিন্দু দেবতা ব্রহ্মা বা শিব। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+আসন; বহুব্রীহি সমাস}
- Bengali Word পদ্মাসনা Bengali definition [পদ্দাঁশোনা] (বিশেষ্য) লক্ষ্মী; কমলা। {(তৎসম বা সংস্কৃত) পদ্+ আসনা; বহুব্রীহি সমাস}
- Bengali Word পদ্মিনী Bengali definition [পোদ্দিঁনি] (বিশেষণ) পদ্মযুক্তা; কমলিনী। □ (বিশেষ্য) ১ পদ্মঝাড়; পদ্মসমূহ। ২ চার জাতীয় নারীর মধ্যে সুলক্ষণা ও শ্রেষ্ঠা নারী। পদ্মিনীকান্ত, পদ্মিনীবল্লভ (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) পদ্ম+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পদ্মোদ্ভব Bengali definition ⇒ পদ্ম
- Bengali Word পদ্য Bengali definition [পোদ্দো] (বিশেষ্য) ১ ছন্দবদ্ধ রচনা; ছন্দযুক্ত বাক্য বা শ্লোক; verse। ২ নিম্নশ্রেণির লোক (করিয়া আসন গাড়িল নিশান সম্মানে বসান পদ্য-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √পদ্+ য(যৎ)}
- Bengali Word পনর, পনরই Bengali definition ⇒পনের
- Bengali Word পনস Bengali definition [পনোশ্] (বিশেষ্য) ১ কাঁঠাল গাছ। ২ কাঁঠাল ফল (রসাল পনসকোষ রসালের রসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পন্+অস(অসচ্)}
- Bengali Word পনাম Bengali definition ⇒ প্রণাম
- Bengali Word পনাহ, পানাহ Bengali definition [পনাহ্, পানাহ্] (বিশেষ্য) আশ্রয় (আল্লাহর কাছে পানাহ চাই)। {(ফারসি) পানাহ্}
- Bengali Word পনির, পনীর Bengali definition [পোনির্] (বিশেষ্য) লবণাক্ত জমাট-বাঁধা ছানাবিশেষ; cheese। {(ফারসি) পনীর}
- Bengali Word পনেরো, পনর Bengali definition [পনেরো, পোনোরো] (বিশেষ্য), (বিশেষণ) ১৫ সংখ্যা বা সংখ্যক। পনেরই (বিশেষ্য) মাসের পঞ্চদশ দিবস। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চদশ>}
- Bengali Word পন্থ Bengali definition [পন্থো] (বিশেষ্য) ১ পথ; রাস্তা (পন্থ বিপথ নাহি মান-বিদ্যাপতি; একদিন নদ্যার ঠাকুর পন্থে করে মেলা-ময়মনসিংহ গীতিকা)। ২ ধর্মমত (কবীর-পন্থ)। ৩ ধর্ম সম্প্রদায় (নানক পন্থ) {(তৎসম বা সংস্কৃত) পন্থাঃ}
- Bengali Word পন্থা Bengali definition [পন্থা] (বিশেষ্য) ১ পথ। ২ উপায়। ৩ সাধনা বা জ্ঞানমার্গ (তান্ত্রিক পন্থা)। ৪ ধারা; রীতি; পদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) পন্থাঃ}
- Bengali Word পন্নগ Bengali definition [পন্নগ] (বিশেষ্য) সর্প; সরীসৃপ; উরগ; অহি (নকুলে আকুল দেখে পন্নগের রণে-ঘনরাম চক্রবর্তী)। পন্নগী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । পন্নগঅশন, পন্নগাশন (বিশেষ্য) সর্পভুক; গরুড় (পন্নগ-অশনে নাগ নাহি ডরে যত-মাইকেল মধুসূদন দত্ত)। পন্নগকেশর (বিশেষ্য) নাগকেশর পুষ্প। পন্নগারি (বিশেষ্য) ১ গরুড়। ২ ময়ূর। ৩ বেজি; নকুল। {(তৎসম বা সংস্কৃত) পন্ন +√গম্+অ(ড)}
- Bengali Word পপিহা Bengali definition [পোপিহা] (বিশেষ্য) পক্ষীবিশেষ; পাপিয়া; চাতক। {ধ্বন্যাত্মক, (তুলনীয়) (হিন্দি) পপীহা}
- Bengali Word পবন Bengali definition [পবোন্] (বিশেষ্য) বায়ু; বাতাস। পবননন্দন (বিশেষ্য) ১ হনুমান। ২ ভীম। ৩ পবনবাহন অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √পূ+অন(ল্যুট্)}
- Bengali Word পবমান Bengali definition [পবোমান্] (বিশেষণ) পবন; বায়ু; পবিত্রকারী। {(তৎসম বা সংস্কৃত) √পূ+ মান(শানচ্)}