প পৃষ্ঠা ৪০
- Bengali Word পালট Bengali definition [পালোট্] (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন; পুনরাবর্তন; ফের; মোড় (উলটপালট)। ২ পাতমোড়া (রত্নের পালটক জিনি চরণের শোভা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। উলটপালট ⇒ উলটপালট। {(তৎসম বা সংস্কৃত) পর্যস্ত>(প্রাকৃত)পল্লট্ট>}
- Bengali Word পালটা, পাল্টা Bengali definition [পাল্টা] (বিশেষণ) ১ উল্টা; বিপরীত (পালটা আদেশ)। ২ প্রতিপক্ষ দ্বারা বা ব্যবহৃত; বিপক্ষীয় (পালটা জবাব)। ৩ বিনিময়; বদর (পালটাপালটি)। উলটাপালটা ⇒ উলটপালটা। {পালট+আ}
- Bengali Word পালটানো, পাল্টানো Bengali definition [পাল্টানো] (ক্রিয়া) ১ পরিবর্তিত করা; বদলানো (বস্ত্র পালটানো, মত পালটানো)। ২ উলটানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {□ পালটা+আনো}
- Bengali Word পালটি ১, পালটী Bengali definition [পাল্টি] (বিশেষণ) সমান বংশমর্যাদার জন্য যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করা যায় (তোমাদেরই পালটিঘর-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; আদান-প্রদানে খ্যাত ত্রিকুলে পালটী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(প্রাকৃত)পল্লট্ট>+ই, ঈ}
- Bengali Word পালটি ২, পালটিয়া Bengali definition [পাল্টি] (অসমাপিকা ক্রিয়া) ১ প্রত্যাবর্তন করে; ফিরিয়ে। ২ পিছন ফিরে (পদ আধ যায় পিয়া চায় পালটিয়া-চণ্ডীদাস)। ৩ উলটে (পালটে দেখ)। ৪ বদলিয়ে। {পালট+ইয়া>}
- Bengali Word পালন Bengali definition [পালোন্] (বিশেষ্য) ১ প্রতিপালন; লালন-পালন; ভরণ-পোষণ (সন্তান পালন, পরিবার পালন)। ২ তত্ত্বাবধান; রক্ষণ (পশু পালন)। ৩ মান্যকরণ (আজ্ঞা পালন)। ৪ প্রতিশ্রুতি রক্ষা (প্রতিক্ষা পালন)। পালনীয় (বিশেষণ) পালনযোগ্য; পালনের উপযুক্ত; রক্ষণীয়। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+অন(ল্যুট্)}
- Bengali Word পালম Bengali definition ⇒ পালঙ১
- Bengali Word পাললিক Bengali definition [পালোলিক্] (বিশেষণ) ১ পলিবিষয়ক; পলি সম্বন্ধীয়। ২ পলিজাত। {(তৎসম বা সংস্কৃত) পলল+ইক(ঠক্)}
- Bengali Word পালা ২ Bengali definition [পালা] (বিশেষ্য) ১ পল্লব; প্রশাখা; ছোট ডাল। ২ গাদা; স্তূপ (খড়ের পালা)। {(তৎসম বা সংস্কৃত) পল্লব>}
- Bengali Word পালা ৩ Bengali definition [পালা] (ক্রিয়া) ১ পালন করা; পোষা (কুকুর পালা)। ২ প্রতিপালন করা; ভরণপোষণ করা (পরিবার পালা)। ২ কথামতো কাজ করা বা মান্য করা (বচন আন্ধার পালএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্>}
- Bengali Word পালা ৪ Bengali definition [পালা] তুষার; বরফ; হিমানী। {(তৎসম বা সংস্কৃত) প্রালেয়>}
- Bengali Word পালান ১ Bengali definition [পালান্] (বিশেষ্য) ১ ভার বহনকারী পশুর পিঠের গদিবিশেষ। ২ গাভীর স্তন; ওলান। {(ফারসি) পালান}
- Bengali Word পালান ২ Bengali definition ⇒ পলানো
- Bengali Word পালান ৩ Bengali definition [পালান্] (বিশেষ্য) ১ শাকপাতা (এখনো ফলে কিছু পালানের তরকারি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ছোট ছোট অসার গাছ। ৩ তরকারি ইত্যাদির জন্য বাড়ির সংলগ্ন জমি। (পালানে বেগুন ধরেছে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল; বাড়ীর পালানে কুমড়া লাগাব-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) প্রাঙ্গণ>}
- Bengali Word পালানো Bengali definition ⇒ পলানো
- Bengali Word পালি ১ Bengali definition [পালি] (বিশেষ্য) প্রাচীন মাগধী প্রাকৃত ভাষার প্রকারভেদ; যে ভাষায় বুদ্ধদেব উপদেশ দিতেন অথবা যে ভাষায় তাঁর উপদেশ রক্ষিত হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি>}
- Bengali Word পালি ২, পালী Bengali definition [পালি] (বিশেষ্য) ১ পঙ্ক্তি; শ্রেণি; লাইন; সারি। ২ রাশি; সমূহ। ৩ প্রান্ত; কিনারা; ধার। ৪ দল। ৫ শস্যাদির পরিমাণবিশেষ (আছিল ভিক্ষার শেষ পালি দুই ধান-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি>; □ পাল্+ই=পালি}
- Bengali Word পালিকা Bengali definition ⇒ পালক২
- Bengali Word পালিত Bengali definition [পালিতো] (বিশেষণ) ১ পোষা (পালিত পশু)। ২ প্রতিপালিত; জন্মগত সম্পর্কযুক্ত না হলেও আপনজনের মতো লালিত; পোষ্য (পালিত সন্তান, পালিত পুত্র)। ৩ রক্ষিত (প্রতিজ্ঞা পালিত হওয়া)। ৪ মান্য করা হয়েছে এমন (আজ্ঞা পালিত হওয়া)। □ (বিশেষ্য) হিন্দু পদবিবিশেষ। পালিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+ত(ক্ত)}
- Bengali Word পালিত্য Bengali definition [পালিত্তো] (বিশেষণ) বার্ধক্যজনিত চুলের পক্বতা বা শুভ্রতা। {পালিত+য(ষ্যঞ্)}
- Bengali Word পালিনী Bengali definition [পালিনি] (বিশেষ্য), (বিশেষণ) পালনকারিণী (সন্তানপালিনিী)। {(তৎসম বা সংস্কৃত) পালিন্+ঈ(ঙীপ্)}
- Bengali Word পালিশ, পলিস Bengali definition [পালিশ্] (বিশেষ্য) ঔজ্জ্বল্য; চাকচিক্য। ২ উজ্জ্বল বা মসৃণ করার জন্য ব্যবহৃত প্রলেপাদি। ৩ মার্জিত ভাব বা আচরণ (বাবুগিরির পালিশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ঘর্ষণ বা স্নেহপদার্থের প্রলেপজনিত মসৃণতা। {(ইংরেজি) polish}
- Bengali Word পালী Bengali definition ⇒ পালি২
- Bengali Word পালুই Bengali definition [পালুই] (বিশেষ্য) ১ খড়ের গাদা; পালা; স্তূপ; খড়সহ ধানের পালা। ২ মরাই (পালেততে আগুন দিআ পলাইয়া-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পল্ল>}
- Bengali Word পালো Bengali definition [পালো] (বিশেষ্য) শটি; পানফল প্রভৃতির দ্বারা প্রস্তুত শ্বেতসারজাতীয় শিশুখাদ্য। {(তৎসম বা সংস্কৃত) পলি>}
- Bengali Word পালোয়ান, পালওয়ান Bengali definition [পালোয়ান্] (বিশেষ্য) ১ কুস্তিগির; ব্যায়ামবীর; মল্ল। ২ বলবান; বীর। {(ফারসি) পাহ্লোবান্}
- Bengali Word পাল্কি, পাল্কী Bengali definition ⇒ পালকি
- Bengali Word পাল্টা Bengali definition ⇒ পালটা
- Bengali Word পাল্টান, পাল্টানো Bengali definition ⇒ পালটানো
- Bengali Word পাল্য Bengali definition [পাল্লো] (বিশেষণ) প্রতিপালনযোগ্য; পালনের উপযুক্ত; পালনীয়। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+য(যৎ)}