Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পাল্লা Bengali definition [পাল্‌লা] (বিশেষ্য) খণ্ড; স্তর; পর্দা (এক পাল্লা চামড়া)। ২ দুইটির একটি; দুই ভাগের একটি (দরজায় পাল্লা)। ৩ ওজনের যন্ত্রে দ্রব্য বা বাটখারা রাখার পাত্র (দাঁড়ি পাল্লা)। ৪ দূরত্ব (দূর পাল্লা)। ৫ বেগ। ৬ কবল (ভাল লোকের পাল্লায় পড়েছি-রাজিয়া খান)। ৭ প্রতিযোগিতা (পাল্লা দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) পল>; (তুলনীয়) (হিন্দি) পল্লা}
  • Bengali Word পালয়িতা (-য়িতৃ) Bengali definition [পালোয়িতা] (বিশেষণ) প্রতিপালক; পালনকর্তা; পালনকারী। পালয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্‌+ণিচ্‌(=□ পিালি)+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word পাশ ১ Bengali definition [পাশ্‌] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্র; হিন্দু দেবতা বরুণদেবের অস্ত্র। ২ বন্ধন; ফাঁদ; জাল (মায়াপাশ)। ৪ গুচ্ছ; গোছা (কেতকী-কেশপাশ কর সুরভি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word পাশ ২ Bengali definition [পাশ্‌] (বিশেষ্য) অক্ষ; পাশ (পাশক্রীড়া)। {(তৎসম বা সংস্কৃত) পাশক>}
  • Bengali Word পাশ ৩ Bengali definition [পাশ্‌] (বিশেষ্য) ১ পার্শ্ব; সামীপ্য; নিকট (কে আছে বুঝিয়া সুঝিয়া বসিবে আমার পিয়ার পাশে-চণ্ডীদাস)। ২ ধার; প্রান্ত (পথের পাশ)। ৩ পক্ষ (সে তার পাশে খেলছে)। পাশ কাটানো (ক্রিয়া) এড়ানো (যাব না বলে পাশ কাটালে চলে না-সরদার জয়েনউদ্দীন)। পাশবালিশ ⇒ বালিশ। {(তৎসম বা সংস্কৃত) পার্শ্ব>(প্রাকৃত)পাস>}
  • Bengali Word পাশ ৪ Bengali definition [পাশ্‌] (বিশেষ্য) সুগন্ধি জল বা তরল দ্রব্যাদি ছিটাবার এক প্রকার পাত্র (গোলাপপাশ)। {(ফারসি) পাশ্‌}
  • Bengali Word পাশ ৫ Bengali definition ⇒ পাস
  • Bengali Word পাশক Bengali definition [পাশোক্] (বিশেষ্য) অক্ষ বা পাশা নামক ক্রীড়া। {(তৎসম বা সংস্কৃত) □ পশ্‌+অ(ঘঞ্‌)+ক(কন্‌)}
  • Bengali Word পাশব, পাশবিক (অশুদ্ধ কিন্তু প্রচলিত) Bengali definition [পাশোব্‌, পাশোবিক্‌] (বিশেষণ) ১ পশু সংক্রান্ত। ২ পশুসুলভ; পশুবৎ। ৩ অমানুষিক। ৪ নির্দয়; নিষ্ঠুর। পাশবিকতা বি। পাশবিক ক্রিয়া, পাশবিক কর্ম (বিশেষ্য) ১ নারী জাতির ধর্মনাশ; বলাৎকার। ২ পশুসুলভ কাজ; অমানুষিক কর্ম। {(তৎসম বা সংস্কৃত) পশু+অ(অণ্‌)}
  • Bengali Word পাশর Bengali definition [পাশোর্‌] (বিশেষ্য) বিস্মৃতি; বিস্মরণ। {(তৎসম বা সংস্কৃত) বিস্মরণ>}
  • Bengali Word পাশরন, পাশরণ Bengali definition ⇒ পাসরন
  • Bengali Word পাশরা Bengali definition ⇒ পাসরা
  • Bengali Word পাশা ১ Bengali definition [পাশা] (বিশেষ্য) ১ অক্ষ। ২ অক্ষখেলা। ৩ কানের এক প্রকার গহনা (কানপাশা)। {(তৎসম বা সংস্কৃত) পাশক>}
  • Bengali Word পাশা ২ Bengali definition [পাশা] (বিশেষ্য) তুরস্কের অভিজাত ও উচ্চপদস্থ সরকারি কর্মচারীর উপাধি (কামাল পাশা)। {(তুর্কি) পাশা}
  • Bengali Word পাশানো, পাসানো Bengali definition [পাশানো] (ক্রিয়া) ১ (তাস খেলায়) পাশ দেওয়া। ২ (রঙের তাস না থাকায়) অন্য রঙের তাস দেওয়া। {(ইংরেজি) pass}
  • Bengali Word পাশাপাশি Bengali definition [পাশাপাশি] (বিশেষণ) ১ পরস্পর পার্শ্বে অবস্থিত; নিকটস্থ; কাছাকাছি (পাশাপাশি বাড়ি)। □ (ক্রিয়াবিশেষণ) পরস্পরের পার্শ্ববর্তী হয়ে (পাশাপাশি বসা)। {পাশা+আ+পাশ+ই}
  • Bengali Word পাশাল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাশাল্‌] (বিশেষ্য) প্রশস্ত (পাশাল কপাল-ময়মনসিংহ গীতিকা)। {পাশ+আল}
  • Bengali Word পাশালি Bengali definition ⇒ পাশুলি
  • Bengali Word পাশী (-শিন্‌) Bengali definition [পাশি] (বিশেষণ) ১ পাশ অস্ত্রধারী। ২ হিন্দু দেবতা বরুণ; বারীশ; জলাধিপ। ৩ ব্যাধ; নিষাদ। ৪ যম। {(তৎসম বা সংস্কৃত) পাশ+ইন্‌(ইনি)}
  • Bengali Word পাশুনি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাশুনি] (বিশেষ্য) পাপ; পিশুনের ভাব; কপটতা; ছলচাতুরী (কাহ্নাই পাশুনি কর দূর-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) পিশুন>}
  • Bengali Word পাশুপত Bengali definition [পাশুপত্‌] (বিশেষণ) পশুপতি বা শিবসম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ শিবের দ্বারা ব্যবহৃত অস্ত্রবিশেষ; শিবের অমোঘ অস্ত্র। ২ শিবকে তুষ্ট করবার জন্য সম্পাদনীয় ব্রতবিশেষ। ৩ শৈব সম্প্রদায়; শিবের উপাসক। {(তৎসম বা সংস্কৃত) পশুপতি+অ(অণ্‌)}
  • Bengali Word পাশুলি, পাশুলী, পাশালি Bengali definition [পাশুলি, পাশুলী, পাশালি] (বিশেষ্য) পদাঙ্গুলির ভুষণবিশেষ (হাতেতে কারচুবি চুড়ি পায়েতে পাশালি-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) পাষক>পাশ+উলি, আলি}
  • Bengali Word পাশ্চাত্য (অশুদ্ধ কিন্তু প্রচলিত), পাশ্চাত্ত্য Bengali definition [পাশ্‌চাত্‌তো] (বিশেষণ) ১ প্রতীচ্য; পশ্চিম দেশীয় দেশসংক্রান্ত; পশ্চিমস্থ। ২ পশ্চাদ্‌বর্তী। ৩ পশ্চাৎ আগত। ৪ পশ্চিম দেশ থেকে আগত। ৫ পশ্চিম দেশ জাত। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+ত্য(ত্যক্‌)}
  • Bengali Word পাষণ্ড, পাষণ্ডী (-ণ্ডিন্‌) Bengali definition [পাশোন্‌ডো, পাশোন্‌ডি] (বিশেষণ) ১ নাস্তিক; ধর্মে অবিশ্বাসী; ধর্মদ্বেষী (হায় হায় কি কহিব বিধাতা পাষণ্ডী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পাপিষ্ঠ; পামর। □ (বিশেষ্য) বৌদ্ধ সন্ন্যাসী। পাষণ্ডিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পাপ+□ সম্‌+ড}
  • Bengali Word পাষাণ Bengali definition [পাশান্‌] (বিশেষ্য) ১ শিলা; পাথর; প্রস্তর (অতীতের পাষাণ স্তূপ-হাবীবুল্লাহ বাহার)। ২ (আলঙ্কারিক) হৃদয়হীন; নির্মম; নিষ্ঠুর; নির্দয়; কঠিন (না মরে পাষাণ বাপ দিলা হেন বরে-ভারা)। ৩ ওজনের বাটখারা; উভয় পাল্লা সমান করার জন্য চাপানো পাথর ইত্যাদি (পাষাণ চাপানো)। □ (বিশেষণ) ১ হৃদয়হীন; নির্মম; নিষ্ঠুর; নির্দয়; কঠিন। ২ প্রস্তরবৎ; পাথরসদৃশ। পাষাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ). হৃদয়হীনা; নিষ্ঠুরা বা দয়ামায়াহীনা নারী। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্‌+আন(আনচ্‌)}
  • Bengali Word পাস, পাশ Bengali definition [পাশ্‌] (বিশেষ্য) ১ নিষিদ্ধ জায়গায় প্রবেশানুমতির জন্য লিখিত আদেশপত্র; প্রবেশপত্র; ছাড়পত্র; অনুমতিপত্র (গেটপাস)। ২ বিনমূল্যে ভ্রমণের বা সিনেমাদি দেখার অনুমতিপত্র। ৩ পরীক্ষায় সাফল্য লাভ (সে বিএ পাস করেছে)। ৪ মঞ্জুর; অনুমোদন (বাজেট পাস করা হলো)। □ (বিশেষণ) সফল; কৃতকার্য। {(ইংরেজি) pass}
  • Bengali Word পাসপোর্ট Bengali definition [পাস্‌পোর্‌ট্‌] (বিশেষ্য) বিদেশ ভ্রমণ বা দেশের বাইরে যাওয়ার সরকারি অনুমোদনপত্র {(ইংরেজি) passport}
  • Bengali Word পাসরন, পাসরণ, পাশরন, পাশরণ Bengali definition [পাশোরোন্‌] (বিশেষ্য) বিস্মরণ; স্মৃতিনাশ। {(তৎসম বা সংস্কৃত) প্রাস্মরণ>পাসরন}
  • Bengali Word পাসরা, পাশরা Bengali definition [পাশোরা] (ক্রিয়া) বিস্মৃত হওয়া; ভুলে যাওয়া (মৃত্যুজরা পাশরিয়া সবে-সত্যেন্দ্রনাথ দত্ত); পাসরিত করি মনে পাসরা না যায় রে-চণ্ডীদাস)। পাসরিল (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বিস্মৃত হইল; ভুলে গেল। পসারণ বি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ স্মৃ>}
  • Bengali Word পাসানো Bengali definition ⇒ পাশানো