প পৃষ্ঠা ৩৯
- Bengali Word পার্থসারথি Bengali definition [পার্থোশারোথি] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) পার্থ+সারথি}
- Bengali Word পার্থিব Bengali definition [পার্থিবো] (বিশেষণ) ১ পৃথিবীসংক্রান্ত; ঐহিক; জাগতিক। ২ ভূপতি; নৃপ। {(তৎসম বা সংস্কৃত) পৃথিবী+অ(অঞ্)}
- Bengali Word পার্বণ Bengali definition [পার্বোন্] (বিশেষ্য) ১ উৎসব (বিবাহ-উৎসব তুই পার্বণের রাজা-দেবেন্দ্রনাথ সেন)। ২ হিন্দুদের অমাবস্যাদি পর্বদিনে অনুষ্ঠেয় শ্রাদ্ধ। □ (বিশেষণ) ১ পর্বতসংক্রান্ত। ২ পর্বদিনে করণীয়। পার্বণী (বিশেষ্য) পর্ব বা উৎসব দিবসের পারিতোষিক; বখশিশ (পার্বণী পঞ্চক যত-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্বন্+অ(অণ্)}
- Bengali Word পার্বত, পার্বতীয় Bengali definition [পারবত্, পার্তোতিয়ো, পার্বোত্তো] (বিশেষণ) ১ পর্বত সংক্রান্ত। ২ পর্বতময় (পার্বত্য চট্টগ্রাম)। ৩ পর্বতবাসী; পাহাড়ি। ৪ পর্বতে উৎপন্ন বা জাত (চড়িবারে দিল তার পার্বতীয় ঘোড়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্বত+অ(অণ্), ঈয়(ছ), পার্বতীয়>}
- Bengali Word পার্বতী Bengali definition [পার্বোতি] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত পর্বতরাজ হিমালয়ের দুহিতা; নগনন্দিনী; গিরিজা; উমা; গৌরী; হৈমবতী; দূর্গা; অর্পণা। ২ পর্বতকন্যা; পর্বতবাসিনী; পাহাড়ি। {(তৎসম বা সংস্কৃত) পর্বত+ই(ইঞ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পার্যমাণে Bengali definition [পার্জোমানে] ক্রিবিন পারলে; সম্ভব হলে; পারতপক্ষে (পার্যমাণে তাহা ভাঙ্গিয়া খরচ করিও না-ভূদেব মুখোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ পার্+মান(শানচ্)+এ}
- Bengali Word পার্লামেন্ট Bengali definition [পার্লামেন্ট্] (বিশেষ্য) রাষ্ট্রের আইনসভা; জাতীয় সংসদ; বিধান-পরিষদ; আইন সংগঠক সভা। {(ইংরেজি) parliament}
- Bengali Word পার্শ পরিবর্তন Bengali definition [পার্শোপোরিবর্তোন্] (বিশেষ্য) পাশ ফেরা; পাশ মোড়া। {(তৎসম বা সংস্কৃত) পার্শ্ব+পরিবর্তন}
- Bengali Word পার্শ্ব Bengali definition [পার্শো] (বিশেষ্য) ১ পাশ; দিক (উত্তর পার্শ্ব)। ২ প্রান্ত; কিনারা। ৩ নিকট। পার্শ্বচর (বিশেষ্য), (বিশেষণ) ১ সহচর; সঙ্গী। ২ অনুচর। ৩ পরিচারক। ৪ মোসাহেব; চাটুকার। পার্শ্বচরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ স্পৃশ্+শ্ব(শ্বণ্)}
- Bengali Word পার্শ্বনাথ Bengali definition [পার্শোনাথ্] (বিশেষ্য) ১ জৈন তীর্থ। ২ একজন জৈন ধর্মগুরুর নাম। {(তৎসম বা সংস্কৃত) পার্শ্ব+নাথ}
- Bengali Word পার্শ্বব Bengali definition [পার্শবো] (বিশেষ্য) কুঠারস্ত্রধারী। {(তৎসম বা সংস্কৃত) পর্শু (পরশু)+ অ(অণ্)}
- Bengali Word পার্শ্ববর্তী, পার্শ্বস্থ Bengali definition [পার্শোবোর্তি, পার্শোস্থো] (বিশেষণ) পার্শ্বস্থিত; পার্শ্বে অবস্থান করে এমন। পার্শ্ববর্তিনী, পার্শ্বস্থা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পার্শ্ব+□ বৃৎ+ইন্(ণিনি), পার্শ্ব+□ স্থা+অ(ক)}
- Bengali Word পার্ষদ Bengali definition [পার্শদ্] (বিশেষ্য) পরিষদ; সভাসদ; সভ্য (যত যত স্থানে সব পার্ষদ জন্মিলা-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) পর্ষদ+অ(অণ্)}
- Bengali Word পার্ষ্ণি Bengali definition [পার্শ্নি] (বিশেষ্য) ১ পায়ের গোড়ালি। ২ পিঠ; পৃষ্ঠদেশ। ৩ সৈন্যদলের পশ্চাদংশ। {(তৎসম বা সংস্কৃত) □ পৃষ্+নি}
- Bengali Word পার্সি, পার্শি Bengali definition [পার্শি] (বিশেষ্য) ১ পারসি; ফারসি। ২ পারস্যবাসী। ৩ পারসিক জাতি বা ভাষা। ৪ ভারতের অগ্নি উপাসক সম্প্রদায়। {(ফারসি) পার্সী}
- Bengali Word পার্সেল Bengali definition [পার্সেল্] (বিশেষ্য) ডাকযোগে প্রেরিত দ্রব্যাদি; মোড়ক; খণ্ড; প্যাকেট। {(তৎসম বা সংস্কৃত) parcel}
- Bengali Word পাল ১ Bengali definition [পাল্] (বিশেষ্য) (সাধারণত পশুর) দল (ব্রজকুলবালা রাজপথে আইলা লইয়া ধেনুর পাল-চণ্ডীদাস)। পালের গোদা (ব্যঙ্গার্থ) দলের পাণ্ডা বা সর্দার। {(তৎসম বা সংস্কৃত) পালি>}
- Bengali Word পাল ২ Bengali definition [পাল্] (বিশেষ্য) গরু প্রভৃতির সঙ্গম বা প্রজনন ক্রিয়া (পাল দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+অ(অচ্)}
- Bengali Word পাল ৩, পাইল Bengali definition [পাল্, পাইল্] (বিশেষ্য) ১ চাঁদোয়া (উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বায়ু ভরে নৌকা চালাবার জন্য মাস্তুলে সংলগ্ন কাপড়। {(তৎসম বা সংস্কৃত) পল>}
- Bengali Word পাল ৪ Bengali definition [পাল্] (বিশেষণ) ১ প্রতিপালক [রাজ্যপাল)। ২ রক্ষক (নগরপাল)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+অ(অচ্)}
- Bengali Word পাল-পার্বণ, পালিপার্বণ Bengali definition [পাল্পারবোন্] (বিশেষ্য) হিন্দুদের পালনীয় উৎসবাদি; শ্রাদ্ধ-মান্তি ও বিবিধ উৎসব। {(তৎসম বা সংস্কৃত) পালপার্বণ>}
- Bengali Word পালং ১ Bengali definition ⇒ পালঙ১
- Bengali Word পালং ২ Bengali definition ⇒ পালঙ্ক
- Bengali Word পালং, পালং শাক Bengali definition [পালোঙ্, পালোঙ্শাক্] (বিশেষ্য) এক ধরনের সবুজ শাক (টক পালং, মিষ্টি পালং)। {(তৎসম বা সংস্কৃত) পালঙ্ক>}
- Bengali Word পালওয়ান Bengali definition ⇒ পালোয়ান
- Bengali Word পালক ১ Bengali definition [পালোক্] (বিশেষণ) ১ পালনকর্তা; প্রতিপালক। ২ রক্ষক; রক্ষাকারী। পালিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পালক নেওয়া (ক্রিয়া) দত্তক সন্তানরূপে গ্রহণ করা। পালকপুত্র (বিশেষ্য) অপরের পুত্র হলেও যাকে নিজের পুত্রের মতো পালন করা হয়। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+অক(ণ্বুল্)}
- Bengali Word পালক ২ Bengali definition [পালোক্] (বিশেষ্য) ১ পাখির ডানা বা পাখা। ২ পাখির ডানার পর বা ফর। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>পক্খ>}
- Bengali Word পালকি, পালকী, পাল্কী Bengali definition [পাল্কি] (বিশেষ্য) মনুষ্যবাহিত এক প্রকার যান; শিবিকা। {(ফারসি) পাল্কী}
- Bengali Word পালঙ ১, পালং ১, পালম Bengali definition [পালোঙ্, পালোঙ্ পালোম্] (বিশেষ্য) পালং; একপ্রকার শাক। {(তৎসম বা সংস্কৃত) পালঙ্ক>}
- Bengali Word পালঙ্ক, পালঙ্গ, পালঙ ২, পালং ২ Bengali definition [পালোঙ্কো, পালোঙ্গো, পালঙ্, পালঙ্] (বিশেষ্য) পর্যঙ্ক; মূল্যবান শয্যাধার বা খাট (রতন পালঙ্ক পর বৈঠল দুহুঁজন-চণ্ডীদাস)। পালঙ্কপোশ, পালঙ্কপোষ (বিশেষ্য) ১ পালঙ্কের আবরণ বস্ত্র বা ঢাকনা। ২ পালঙ্ক এবং বিছানা। ৩ খাট। {(তৎসম বা সংস্কৃত) পর্যঙ্ক>; (পালি) পল্লঙ্ক>}