প পৃষ্ঠা ৩০
- Bengali Word পাচন ১ Bengali definition [পাচোন্] (বিশেষ্য) ১ আগাছা তুলে ফেলবার অস্ত্রবিশেষ; নিড়ানি। ২ গরু ঘোড়া প্রভৃতির তাড়াবার দণ্ডবিশেষ; নড়ি; ছোটলাঠি। {(তৎসম বা সংস্কৃত) প্রাজন>}
- Bengali Word পাচন ২, পাঁচন Bengali definition [পাচোন্, পাঁচোন্] (বিশেষণ) পরিপাককারী; জীর্ণকারক; হজমি। □ (বিশেষ্য) বিবিধ ওষধি, লতা, মূলাদির ক্বাথ; পাঁচ রকম গাছ-গাছড়া সিদ্ধ করে প্রস্তুত ঔষধ। পাচনযন্ত্র (বিশেষ্য) পরিপাকযন্ত্র; জীর্ণকারক যন্ত্র; digestive organ। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word পাচনবাড়ি, পাঁচনবাড়ি, পাচনি, পাঁচনি Bengali definition [পাচোন্বাড়ি, পাঁচোন্বাড়ি, পাচোনি, পাঁচোনি] (বিশেষ্য) গবাদি পশুর জন্য ব্যবহৃত তাড়নদণ্ড বিশেষ; নড়ি (পাঁচনীর আশীর্বাদে মানুষ করি ঠেঙ্গিয়ে বলদ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রাজন>+(তৎসম বা সংস্কৃত) বেষ্ট(বাঁশ)>(প্রাচীন বাংলা) বেট্ট>বাটি>বাড়ি}
- Bengali Word পাচলা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাচ্লা] (বিশেষ্য) ১ রন্ধন উপকরণ। ২ উপচার; পূজার উপকরণ (ধূপদীপ নানাবিধ নৈবেদ্য পাচলা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্(রান্না করা)>+(বাংলা) লা}
- Bengali Word পাচার Bengali definition [পাচার্] (বিশেষ্য) ১ গোপনে অপসারণ; চুপিচুপি সুরয়ে ফেলা; চুরি করে নিঃশেষকরণ (গল্পটা শুনেছে নিশ্চই কোন ইংরেজের কাছ থেকে, আর সেটা পাচার করে দিলে আপনার উপর দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ এক পিঠ থেকে উল্টা পিঠ পর্যন্ত (পাচার বিঁধ)। {(তুলনীয়) (হিন্দি) পছাড়া}
- Bengali Word পাচিকা Bengali definition ⇒ পাচক
- Bengali Word পাচিত Bengali definition [পাচিতো] (বিশেষণ) রাঁধা; ভাজা; ভর্জিত; অগ্নিপক্ব। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word পাচিল Bengali definition ⇒ পাঁচিল
- Bengali Word পাচ্য Bengali definition [পাচ্চো] (বিশেষণ) ১ রন্ধনযোগ্য; পাকযোগ্য। ২ পরিপাক বা হজমসাধ্য (সহজপাচ্য)। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+য(ণ্যৎ)}
- Bengali Word পাচড়ানো Bengali definition [পাছ্ড়ানো] (ক্রিয়া) ১ আছাড় দেওয়া; আছাড় দিয়ে ভূপাতিত করা। ২ ছাগাদি জবাই করার সময়ে মাটিতে ফেলা। □ (বিশেষ্য) কুলা দ্বারা শস্যাদি ঝাড়া (কুলোতে ডাল পাছড়াচ্ছিল কমলা-গুণময় মান্না)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {পাচড়া+আনো}
- Bengali Word পাছ Bengali definition [পাছ্] (বিশেষ্য) পশ্চাদ্ভাগ; পিছন। পাছদুয়ার (বিশেষ্য) বাড়ির পিছন দরজা; খিড়কি। পাছে (ক্রিয়াবিশেষণ) ১ পরে; পশ্চাৎ; পিছনে। ২ আশঙ্কায় (সে নদী পথে গেল না পাছে নৌকাডুবি হয়)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছা Bengali definition [পাছা] (বিশেষ্য) ১ নিতম্বদেশ। ২ নৌকার পশ্চাদ্ভাগ। পাছাপেড়ে (বিশেষণ) পাছার উপরে পরে এমন পাড়যুক্ত; মধ্যের পাড়সহ তিন পাড়যুক্ত (পাছাপেড়ে শাগি)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছানা, পহচানা Bengali definition [পাছানা, পাহ্চানা] (ক্রিয়া) চেনা (এরূপ যৌবন পাছানা জাইবে তুলি চাহা মোর মুখে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(প্রাকৃত)পচ্চহি আণ>}
- Bengali Word পাছানো Bengali definition [পাছানো] (ক্রিয়া) পিছিয়ে পড়া। ২ পিছে হটা। {পাছ+আনো}
- Bengali Word পাছাড় Bengali definition [পাছাড়্] (বিশেষ্য) পশ্চাৎ থেকে জাপটে ধরে আছাড় দান; মল্লযুদ্ধ। {(ফারসি) পাসার}
- Bengali Word পাছাড়ি Bengali definition [পাছাড়ি] (বিশেষণ) পিচনের; পশ্চাদ্বর্তী (আগাড়ি পাছাড়ি দড়ি-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ ঘোড়ার পিছনের পা বাঁধার দড়ি। ২ পাছড়া; পাটের তৈরি মোটা কাপড় বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাদ্বর্তী> পিছাড়ি>}
- Bengali Word পাছু, পিছু, পেছু, পিছ Bengali definition [পাছু, পিছু, পেছু, পিছ্] (বিশেষ্য) পিছন; পশ্চাৎ (পাছ থেকে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ পিছন বা পশ্চাৎ দিকে (পিছু হাঁটা)। ২ পশ্চাৎ থেকে (পিছু ডাকা)। ৩ পরে; পাছে; শেষে (পিছু শুনবে)। ৪ পিছে; পিছনে (পিছু লাগা)। পিছুটান (বিশেষ্য) প্রিয়জনদের প্রতি স্নেহ মমতার আকর্ষণ। পিছু নেওয়া (ক্রিয়া) অনুসরণ করা; পিছনে পিছনে যাওয়া। পিছু পিছু (ক্রিয়াবিশেষণ) পিছে পিছে; পিছনে পিছনে (মধুকর কুল পাছুপাছু ছোটে-বিচ)। পিছুলাগা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে পিছনে লাগা। ২ উত্ত্যক্ত করা; বিরক্ত করা। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছুআন, পাছুয়ান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাছুয়ান্] (বিশেষণ) পশ্চাদ্গামী; পিছনের (সারথি ইহা পাছুআন-কাশীরাম দাস)। (বিপরীতার্থক শব্দ) আগুয়ান। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ> পাছু+ (বাংলা) আন}
- Bengali Word পাছুড়ি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাছুড়ি] (বিশেষ্য) ঘোড়ার পিছনের পা বাঁধার দড়ি (আগুড়ি, পাছুড়ি দড়ি-ঘনরাম চক্রবর্তী)। আগুড়ি (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>পাছ+(বাংলা) উড়ি}। ⇒ পাছাড়ি
- Bengali Word পাছে Bengali definition [পাছে] (ক্রিয়াবিশেষণ) ১ পরে; পরবর্তীকালে; পরে যদি (পাছে তুমি বকো এই ভয়ে আমি খেলতে যাইনি); যদি ক্ষতিকর বা অনভিপ্রেত কিছু ঘটে এই ভয়ে বা আশঙ্কায়; ভেবে; বিবেচনায় (ভাই মোর দায় তোর পাছে চোর ভাগে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পশ্চাদ্ভাগে; পিছনে; পিছে। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছড়া, পাছুড়ি Bengali definition [পাছ্ড়া, পাছ্ড়ি] (বিশেষ্য) উত্তরীয় বস্ত্র; গায়ের চাদর; দোপাট্টা (পাটের পাছুড়ি দিল সকল শরীর-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) প্রচ্ছদপট>}
- Bengali Word পাজাম Bengali definition ⇒ পায়জামা
- Bengali Word পাজি, পাজী Bengali definition [পাজি] (বিশেষ্য) উদ্ধত; ঠেটা; ঝগড়াটে; নচ্ছার; দুষ্ট; পামর; নীচ; ইতর (পাজী না হইলে এরূপ কথা মুখে আনো না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পাজির পা ঝাড়া (বিশেষণ) পাজির হদ্দ; অতিশয় পাজি। {(ফারসি) পাজী}
- Bengali Word পাজেব, পাযেব Bengali definition [পাজেব্] (বিশেষ্য) পায়ের অলঙ্কারবিশেষ। {(ফারসি) পাজ্বেব্}
- Bengali Word পাঞ্চ Bengali definition [পান্চো] (বিশেষণ) পাঁচ (এ হাত মোর পাঞ্চলাখ দানে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ; (ফারসি) পন্জ}
- Bengali Word পাঞ্চজন্য Bengali definition [পান্চজোন্নো] (বিশেষ্য) শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। ‘পঞ্চজন’ নামের দৈত্যের অস্থি দিয়ে নির্মিত বলে এ শঙ্খের নাম পাঞ্চজন্য। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চজন+অ(ঞ্য)}
- Bengali Word পাঞ্চবার্ষিক Bengali definition [পান্চোবার্শিক্] (বিশেষণ) ১ পঞ্চবর্ষীয়। ২ প্রতি পাঁচ বছর অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন; পঞ্চবর্ষস্থায়ী। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চবর্ষ+ইক(ঠক্)}
- Bengali Word পাঞ্চভৌতিক Bengali definition [পান্চোভোউতিক্] (বিশেষণ) ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম-এই পঞ্চভূত দ্বারা গঠিত বা উৎপন্ন; পঞ্চভূত সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চভূত+ইক(ঠক্)}
- Bengali Word পাঞ্চাল Bengali definition [পান্চাল] (বিশেষ্য) ১ পঞ্চাল দেশীয়; রোহিলাখণ্ড অঞ্চলের। ২ পঞ্চাল দেশ বা আধুনিক বেরিলি সংক্রান্ত। ৩ পঞ্চাল দেশজাত। পাঞ্চালী (বিশেষ্য) ১ পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদী। ২ কাষ্ঠ প্রভৃতি দ্বারা নির্মিত পুতুল। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাল+অ(অণ্)}
- Bengali Word পাঞ্জতন, পাকপাঞ্জতন Bengali definition [পান্জোতন্, পাক্পান্জোতন্] (বিশেষ্য) পাঁচ শ্রেষ্ঠ ব্যক্তি:হজরত মুহম্মদ (সা.); হজরত আলী (রা.); হজরত ফাতিমা (রা.); হজরত হাসান (রা.); ও হজরত হুসাইন (রা.)। {(ফারসি) পানজতন}