প পৃষ্ঠা ২৯
- Bengali Word পাকড় Bengali definition [পাকড়্] (বিশেষ্য) ধরা; ধৃতকরণ; গ্রেপ্তার করা; গ্রেপ্তার (ধরপাকড়)। {(হিন্দি) পাকড়না}
- Bengali Word পাকড়াও ১ Bengali definition [পাক্ড়াও] (বিশেষ্য), (বিশেষণ) সবলে ধরা; আয়ত্তে আনা (হঠাৎ কেমন করে পাকড়াও করে ঘরে এনে একটা বিলিতি ইঁদুরের খাঁচায় বন্ধ করলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দি) পাকড়না}
- Bengali Word পাকড়াও ২, পাকড়ো Bengali definition [পাক্ড়াও, পাক্ড়ো] (ক্রিয়া) ধরো; গ্রেফতার করো। পাকড়ানো (ক্রিয়া) ধৃত করা; গ্রেপ্তার করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(হিন্দি) পাকড়না}
- Bengali Word পাকড়ী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাক্ড়ি] (বিশেষ্য) ১ ফুল; ফুলের পাঁপড়ি (চাঁপার পাক্ড়ী দিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পাকুড় গাছ। ৩ অম্বত্থ গাছ। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পাখ Bengali definition ⇒ পাখ্
- Bengali Word পাখ, পাখনা Bengali definition [পাখ্, পাখ্না] (বিশেষ্য) পক্ষী পতঙ্গাদির ডানা বা পালক (দুপুর বেলার তীক্ষ্ণ রোদে পাখনা মেলে যাও কোথায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। পাখপাখালি (বিশেষ্য) পাখি বা পাখিজাতীয় প্রাণী; ছোট বড় নানা জাতীয় পাখি (দুপুরের পাখপাখালি ডাকে সুদূর পঞ্চাশ বছরের পার হইতে বাঁশের মর মর শব্দ কানে আসে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; পাখপাখালীর ঝাঁকে-আশরাফ সিদ্দিকী)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পাখমার Bengali definition [পাখ্মার্] (বিশেষ্য) পক্ষী-শিকারি; ব্যাধ (পাখমারটা কুঁকড়োকে ত্যাগ করছে যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {পাখি+মারা}
- Bengali Word পাখরিয়া Bengali definition [পাখোরিয়া] (বিশেষ্য) ১ পক্ষিরাজ। □ (বিশেষণ) পক্ষিরাজের ন্যায় দ্রুতগামী (আগুদলে ধায় যত পাখরিয়া ঘোড়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষর (অশ্বকবচ)> পাখর+ইয়া}
- Bengali Word পাখলানো, পাকলানো, পাকলা Bengali definition [পাখ্লানো, পাক্লানো, পাক্লা] (ক্রিয়া) প্রক্ষালন করা; রগড়িয়ে ধৌত করা; ধোয়া-পাখলা করা (শ্বেত চন্দন গায়ে মাখিয়া হাত পাখালিয়া সাধু তাম্বুল মুখে দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষালন>}
- Bengali Word পাখসাট, পাকসাট Bengali definition [পাখ্শাট্, পাক্সাট্] (বিশেষ্য) পাখার বা ডানার ঝাপটা (শুক পাকসাট দিয়া সারিকারে খেদাইয়া নারী নিন্দাচ্ছলে নিন্দে ভূপে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>পাখ+সাট}
- Bengali Word পাখা, পাখনা Bengali definition [পাখা, পাখ্না] (বিশেষ্য) ১ পাখি পতঙ্গ প্রভৃতির ডানা বা পালক। ২ যা দ্বারা বাতাস করা হয়; ব্যজনী; তালবৃন্ত (তালপাখা; বৈদ্যুতিক পাখা)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পাখালা Bengali definition [পাখালা] (ক্রিয়া) প্রক্ষালন; ধৌত করা (হস্ত পাখালিয়া-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষালন>}
- Bengali Word পাখি ১, পাখী ১ Bengali definition [পাখি] (বিশেষ্য) পক্ষী; বিহঙ্গম; বিহগ। পাখি পড়ানো (বিশেষ্য) অর্থ না বুঝিয়ে পাখির বুলির মতো মুখস্ত করানো। □ (ক্রিয়া) মুখস্থ বলাবার জন্য বারবার বলা। পাখির প্রাণ (বিশেষ্য) পাখির মতো ক্ষীণ বা দুর্বল প্রাণ। প্রাণ-পাখি (বিশেষ্য) দেহরূপ পিঞ্জরে আবদ্ধ প্রাণরূপ পাখি। {(তৎসম বা সংস্কৃত) পক্ষিন্> পক্ষী>}
- Bengali Word পাখি ২, পাখী ২ Bengali definition [পাখি] (বিশেষ্য) ১ খড়খড়ির কাষ্ঠদণ্ড। ২ চরকার খুরায় সংলগ্ন কাষ্ঠদণ্ডাবলি। ৩ মইয়ের খিল বা ধাপ। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ (বাংলা) ই}
- Bengali Word পাখি ৩, পাখী ৩ Bengali definition [পাখি] (বিশেষ্য) ২৬/৩৩/৩৫ শতাংশ পরিমাণ জমি (১০ পাখি জমি)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পাখোয়াজ Bengali definition [পাখোয়াজ্] (বিশেষ্য) ১ মৃদঙ্গ, ঢোল ইত্যাদির ন্যায় এক প্রকার বাদ্যযন্ত্র (তোমার পাখোয়াজ বন্ধ কর বাপু-রাজশেখর বসু (পরমু))। ২ ইঁচড়ে পাকা; অকালপক্ব (পাখোয়াজ ছেলে)। ৩ চালাক; চতুর। পাখোয়াজি (বিশেষণ) পাখোয়াজ যন্ত্র বাজায় এমন; পাখোয়াজ বাদক। {(ফারসি) পকাবাজ ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পক্ষবাদ}
- Bengali Word পাখড় (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাখোড়্] (বিশেষ্য) ধর (পাখড় পাখড় বোলে বোল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রগ্রহ>?; (তুলনীয়) (হিন্দি) পাকড়া}
- Bengali Word পাগর Bengali definition ⇒ পাগল
- Bengali Word পাগল, পাগর Bengali definition [পাগোল্, পাগোর্] (বিশেষণ) ১ বাতুল; উম্মাদ; বিকৃতমস্তিষ্ক; ক্ষ্যাপা। ২ মত্ত; মাতাল (কি দিয়া সুন্দরী মোরে কুরল পাগর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ বিমুগ্ধ; বিমোহিত (রবীন্দ্রসঙ্গীত শুনতে একেবারে পাগল)। ৪ অবোধ (পাগল ছেলে যা বায়না ধরবে তা নেবেই)। পাগলি, পাগলী, পাগলিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাগল-ছাগল (বিশেষ্য) পাগলের প্রায়; পাগলের পর্যায়ভুক্ত (পাগল-ছাগল মানুষ দিয়ে কি কাজ হয়?)। পাগলঝোরা (বিশেষ্য) উম্মত্ত বা বেগবান ঝরনা (তারি সুর লয়ে ঝরিবে আমার গানের পাগলঝোরা-কাজী নজরুল ইসলাম)। পাগলপারা (বিশেষণ) পাগলের মতো; ক্ষিপ্তপ্রায়; ক্ষ্যাপার মতো (আঁধারে পাগলপারা ঘুরে বেড়ায় শূন্যময়-রজনীকান্ত সেন)। {(তৎসম বা সংস্কৃত) পাকল, পাগল}
- Bengali Word পাগলা Bengali definition [পাগ্লা] (বিশেষণ) ১ ক্ষ্যাপা। ২ চঞ্চলমতি; অবুঝ। পাগলি, পাগলী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাগলা গারদ (বিশেষ্য) পাগলদের আড্ডা; যেখানে বিকৃতমস্তিষ্কদের আটক করে রাখা হয় (কর্তাকে বলে ওকে পাগলা গারদে পাঠান যাউক-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। পাগলাটে (বিশেষণ) ছিটগ্রস্ত; পাগল ধরনের। পাগলামি, পাগলামো (বিশেষ্য) ১ পাগলের ভাব বা ব্যবহার। ২ অবুঝপনা (পাগলামি কোরোনা)। {(তৎসম বা সংস্কৃত) পাগল+(বাংলা) আ}
- Bengali Word পাগলাই (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাগ্লাই] (বিশেষ্য) পাগলের ভাব; উম্মাদের মতো আচরণ (পাগলাই না করিব-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) পাগল+(বাংলা) আ}
- Bengali Word পাগাল Bengali definition [পাগাল্] (বিশেষ্য) ইস্পাত (বুড়োরা কয়, ছেলে নয় ও পাগাল লোহা যেন-জসীমউদ্দীন)। {পাকা> +আল?}
- Bengali Word পাগড়ি, পাগড়ী, পাগ Bengali definition [পাগ্ড়ি, পাগ্ড়ি, পাগ্] (বিশেষ্য) উষ্ণীয়; আমামা; শিরস্ত্রাণ; শিরোবিষ্টন বস্ত্র; মাথায় জড়ানোর কাপড় (রাজসভা যাইয়া মাথায় ফেলে পাগ-ঘনরাম চক্রবর্তী; ফেলিয়া বন্দুক জামা পাগ তলবার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) প্রগ্রহ>(প্রাকৃত)প্রগ্গহ> (হিন্দি) পাগ, পাগড়ী}
- Bengali Word পাঙাশ Bengali definition ⇒ পাঙ্গাশ১ ও পাঙ্গাশ২
- Bengali Word পাঙ্খা Bengali definition [পাঙ্খা] (বিশেষ্য) পাখা; ব্যজনী (উইড়া যাওয়ার সাধ ছিল, পাঙ্খা দেয় নাই বিধি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পাঙ্গাশ ১, পাঙাশ ১ Bengali definition [পাঙ্গাশ, পাঙাশ্] (বিশেষ্য) আড়টেংরা জাতীয় এক প্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গাশ>}
- Bengali Word পাঙ্গাশ ২, পাঙাশ ২ Bengali definition [পাঙ্গাশ্, পাঙাশ্] (বিশেষণ) পাংশুবর্ণ; ফ্যাকাসে; ছাইরঙা; রক্তহীনতায় পাণ্ডুর (চোখের সামনে ভেসে উঠল একটা পাঙাশ মূর্তি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>}
- Bengali Word পাঙ্ক্তেয় Bengali definition [পাঙ্ক্তেয়ো] (বিশেষণ) ১ পঙ্ক্তিতে বা সমশ্রেণিতে স্থান পাওয়ার উপযুক্ত। ২ এক পঙ্ক্তিতে বা এক সারিতে আহার করবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি+এয় (ঢক্)}
- Bengali Word পাচক Bengali definition [পাচোক্] (বিশেষণ) হজমি; পরিপাক করায় এমন; জীর্ণকারক। □ (বিশেষ্য), (বিশেষণ) রাঁধুনে; যে রাঁধে; সূপকার। পাচক-রস (বিশেষ্য) পাকস্থলীজাত রস যা হজমে সাহায্য করে; gastric juice। পাচিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রন্ধনকারিণী; রাঁধুনি। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পাচতি, পাচতী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পচোতি/পাচ্তি] (বিশেষ্য) ধাত্রী; ধাই (সাধুর কিঙ্করী ডাক আনিল পাচাতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {অজ্ঞাতমূল}