Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পাক ২ Bengali definition [পাক্‌] (বিশেষ্য) ১ ঘূর্ণন; আবর্তন; প্রদক্ষিণ (চিরদিনের ঘরিণ পাকে এই যে নূতন মনগড়া এর সাথে আজ মিলিয়ে নেবে হাত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হেতু; কারণ; নিমিত্ত; জন্য (যোগিনী হইবে সেই পাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ মোচড়; মোড়া (পাক দেওয়া)। ৪ ঘটনাক্রম; ঘটনাচক্র (পাকচক্র)। ৫ চক্রান্ত; ষড়যন্ত্র; কৌশল; ফাঁদ (পাকে পড়া, পাকে ফেলা)। পাকচক্র (বিশেষ্য) ১ ঘটনাচক্র। ২ চক্রান্ত; ষড়যন্ত্র। পাকদণ্ডী, পাকদণ্ডি (বিশেষ্য) এমন পথ যা ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠে গেছে (সেখান থেকে পাকদণ্ডি নেমেছে ঝরণা পর্যন্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পাকেচক্রে, পাকে-প্রকারে (ক্রিয়াবিশেষণ) ১ ঘটনাচক্রে; ঘটনাক্রমে। ২ কলেকৌশলে; কৌশলে। জিলিপির পাক (জিলিপির প্যাঁচ) ১ (বিশেষ্য) জিলিপি নামক মিষ্টান্নের চক্র। ২ (আলঙ্কারিক) দুষ্টুবুদ্ধি; কুচক্র (পেটে পেটে এত জিলাপির পাক তোর)। {(তৎসম বা সংস্কৃত) পরিক্রম>}
  • Bengali Word পাক ৩ Bengali definition [পাক্‌] (বিশেষণ) শুদ্ধ; পবিত্র (এসমে আজম তাবিজের মতো আজো তব রুহু পাক-কাজী নজরুল ইসলাম)। নাপাক (বিশেষণ) অপবিত্র; পবিত্র নয় এমন (নাপাক বলে এত বড় দায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) পাক}
  • Bengali Word পাকন Bengali definition [পাকোন্‌] (বিশেষ্য) ১ পক্বতাপ্রাপ্ত হওয়া; পরিণত হওয়া। ২ শুভ্র বা সাদা হওয়া। ৩ ফলাদিতে রং ধরা। ৪ স্ফোটকাদিতে পুঁজের সঞ্চার হওয়া। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word পাকনাড়া Bengali definition [পাক্‌নাড়া] (বিশেষ্য) হাত ধরে ঘুরপাক; করতলে চেপে ধরে ঘুরানো (লেজে ধরি দেয় পাকনাড়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {পাক (ঘূর্ণন)+ নাড়া}
  • Bengali Word পাকপাঞ্জতন Bengali definition ⇒ পাঞ্জতন
  • Bengali Word পাকল Bengali definition [পাকোল্‌] (বিশেষণ) রক্তবর্ণ; লোহিত; অগ্নিবর্ণ (হীরারে জিজ্ঞাসে চক্ষু করিয়া পাকল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পাক+ □ লা+অ(ক)}
  • Bengali Word পাকলানো ১ Bengali definition [পাক্‌লানো] (ক্রিয়া) রক্তবর্ণ করা; অগ্নিবর্ণ করা; চোখ লাল করা (হবু চন্দ্র রাজা বলে পাকলিয়া চোখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পাকল + (বাংলা) আনো}
  • Bengali Word পাকলানো ২, পাকলা, পাখলানো Bengali definition [পাক্‌লানো, পাক্‌লা, পাখ্‌লানো] (ক্রিয়া) প্রক্ষলন করা; ধৌত করা (রোজ ধোয়া পাকলানো পরিচ্ছন্ন থাকার উপায়)। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষলন>}
  • Bengali Word পাকলানো ৩ Bengali definition [পাক্‌লানো] (ক্রিয়া) দাঁতের মাঢ়ি দ্বারা চিবানো। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষলন>}
  • Bengali Word পাকশাসন Bengali definition [পাক্‌শাশোন্‌] (বিশেষ্য) হিন্দু দেবতা ইন্দ্র যিনি স্বর্গের অধিপতি এবং পাক নামক অসুরকে হননকারী। {(তৎসম বা সংস্কৃত) পাক+শাসন}
  • Bengali Word পাকসাট Bengali definition ⇒ পাখসাট
  • Bengali Word পাকসাফ Bengali definition [পাক্‌সাফ্‌] (বিশেষণ) পরিষ্কার-পরিচ্ছন্ন। {(ফারসি) পাক+(আরবি) সাফ্‌ }
  • Bengali Word পাকা Bengali definition [পাকা] (ক্রিয়া) পক্ব হওয়া; পরিণত হওয়া; পেকে যাওয়া (আম পাকা; বুদ্ধি বা জ্ঞান পাকা)। ২ শুভ্র বা শুক্ল হওয়া (চুল পাকা)। ৩ পুঁজপূর্ণ হওয়া (ফোড়া পাকা)। ৪ বৃদ্ধ হওয়া; প্রবীন হওয়া (বয়স পাকা)। ৫ ঝানু হওয়া; নিপুণ বা দক্ষ হওয়া (বুদ্ধিতে পাকা)। □ (বিশেষণ) ১ পরিণত; পরিপক্ব (পাকা ফল; পাকা বয়স)। ২ অভিজ্ঞ; নিপুণ; পারদর্শী (পাকা চোর)। ৩ ঝানু (পাকা লোক)। ৪ নিপুণতার সঙ্গে কৃত (পাকা কাজ)। ৫ স্থায়ী (পাকা রং)। ৬ অপরিবর্তনীয়; যা নড়চড় হয় না (পাকা কথা)। ৭ পুরোপুরি; সম্পূর্ণ (পাকা তিন সের)। ৮ মজবুত; দৃঢ় (পাকা ছাদ)। ৯ এক সের পরিমাণে পুরোপুরি ৮০ তোলা আছে এমন; যথার্থ (পাকা ওজন)। ১০ ইটের তৈরি (পাকা বাড়ি)। ১১ আইন অনুযায়ী সম্পাদিত (পাকা দলিল)। ১২ নিখাদ; খাঁটি (পাকা সোনা)। ১৩ পরিশ্রমে অভ্যস্ত; পরিণতিপ্রাপ্ত (পাকা হাড়)। ১৪ ইষ্টকাদি দ্বারা বাঁধানো (পাকা রাস্তা)। ১৫ চূড়ান্ত (পাকা দেখা)। ১৬ উৎকৃষ্ট বা উঁচু মানের (পাকা ফলার)। পাকা আম দাঁড়কাকে খাওয়া (ক্রিয়া) সেরা জিনিস অযোগ্যের ভোগে আসা (হায় বিধি, পাকা আম্র দাঁড়কাকে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। পাকা ঘুঁটি কেচে যাওয়া (ক্রিয়া) সমাপ্তপ্রায় কাজ নষ্ট হয়ে যাওয়া। পাকা দেখা (ক্রিয়া) বিবাহ নির্ধারণ করার পর বর বা কনেকে আশীর্বাদ করবার জন্য দেখা। পাকা ধানে মই দেওয়া (ক্রিয়া) সুসম্পন্ন কাজ নষ্ট করা; মারাত্মক ক্ষতি করা। পাকানো (ক্রিয়া) ১ পক্ব করা। ২ মোচরানো; ঘুরানো (দড়ি পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকাপাকি (বিশেষণ) ১ স্থিরীকৃত; নির্ধারিত। ২ সুনিশ্চিত। পাকাপোক্ত (বিশেষণ) ১ সুদক্ষ; সুচতুর; সেয়ানা। ২ বলিষ্ঠ; সুদৃঢ়; মজবুত। ৩ পরিপক্ব; পরিণত। ৪ স্থায়ী; কায়েমি (এসে পাকাপোক্ত কর্মী হয়ে যায়-মনোজ বসু; অধিকারকে আইনানুগ করিয়া লইয়া পাকাপোক্ত হইয়া বসে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। পাকামাথা (বিশেষ্য) প্রবীণ ব্যক্তির মস্তক বা বুদ্ধি। পাকামো, পাকামি (বিশেষ্য) অপরিণত বয়সে প্রবীণ ব্যক্তির ন্যায় আচরণ (ডলুর মনের ন্যাকামি পাকামি সবই জানি-বিষ্ণু দে)। পাকা লেখা (বিশেষ্য) স্থায়ী লেখা। ২ নিপুণ রচনা। পাকা সোনা (বিশেষ্য) খাঁটি বা বিশুদ্ধ বা খাদহীন সোনা। পাকা হাড় (বিশেষ্য) বুড়ো মানুষের হাড়, যা পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক। □ (বিশেষণ) পরিশ্রমে অভ্যস্ত; সুদৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word পাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে Bengali definition পাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে (ডেঁপো ছেলে)। {ডেঁপ+উয়া>}
  • Bengali Word পাকাটি Bengali definition ⇒ পেঁকাটি
  • Bengali Word পাকাটে, প্যাকাটে Bengali definition [পাকাটে, প্যাকাটে] (বিশেষণ) রুগ্ন; পাতলা; অসুন্দর; পাটকাঠির মতো হালকা-পাতলা দেহ। {পাটকাঠি>}
  • Bengali Word পাকানো ১, পাকান Bengali definition [পাকানো] (ক্রিয়া) ১ পাক দেওয়া; মোচড়ানো; জড়ানো; ঘুরানো (সুতা পাকানো)। ২ জটিল করা; গোলমেলে করা (জট পাকানো)। ৩ বর্তুলাকার বা গোলাকার করা (বড়ি পাকানো)। ৪ জটলা করে কোনো অভিসন্ধি নির্ধারণ করা (দল পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকানো/পাকোয়ান পিঠা (বিশেষ্য) গোলাকার করে প্রস্তুত পিঠা (নকসি করা পাকান পিঠা সবাই তারে হারে-জসীমউদ্‌দীন)। {পাক+আনো}
  • Bengali Word পাকানো ২ Bengali definition [পাকানো] (ক্রিয়া) রান্না করা (ভাত পাকানো)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>পাক+আনো}
  • Bengali Word পাকাশয় Bengali definition [পাকাশয়্‌] (বিশেষ্য) পাকস্থলী; stomach। পাকাশয়িক (বিশেষণ) পাকাশয় সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পাক+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word পাকি ১, পাকী Bengali definition [পাকি] (বিশেষণ) ৮০ তোলার ওজনবিশিষ্ট (পাকি সের)। (বিপরীতার্থক শব্দ) কাঁচি। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>পাকা+ই}
  • Bengali Word পাকিমালা Bengali definition [পাকিমালা] (বিশেষ্য) বহুদিন ব্যবহার উপযোগী মালা (গাল ভরা গুয়া পান পাকিমাল গলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>+মালা}
  • Bengali Word পাকিল Bengali definition [পাকিল্‌/পাকিল্‌] (বিশেষণ) পাকা; পক্ব (দেখিল পাকিল বেল গাছের উপরে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word পাকিস্তান Bengali definition [পাকিস্‌তান্‌] (বিশেষ্য) ১৯৪৭ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্র, যা ছিলো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দ্বিধাবিভক্ত ভারতবর্ষের মুসলিমপ্রধান অংশ, ১৯৭১ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ সশস্ত্র মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নাম নিয়ে স্বাধীন হওয়ার পর অবশিষ্ট চারটি প্রদেশ নিয়ে গঠিত রাষ্ট্র। {(ফারসি) পাকিস্তান}
  • Bengali Word পাকী Bengali definition ⇒ পাকি
  • Bengali Word পাকুড় Bengali definition [পাকুড়্‌] (বিশেষ্য) অশ্বত্থজাতীয় বৃহৎ গাছ (পুরানো পাকুড় ছিলো ওই হোথা কাঁচা ও সড়ক ঘেসি-বন্দে আলী মিয়া)। পাইকড় (মবা.; মাগা)। {(তৎসম বা সংস্কৃত) পর্কটী>}
  • Bengali Word পাকে Bengali definition [পাকে] (ক্রিয়াবিশেষণ) ১ পাকচক্রে; পাকে প্রকারে। ২ নিমিত্ত; জন্য (এই পাকে হৈলি তুই ছাগল রাখাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্‌>পাক(পরিণামে অর্থে)+এ}
  • Bengali Word পাকেচক্রে, পাকে-প্রকারে Bengali definition ⇒ পাক২
  • Bengali Word পাকোয়ান Bengali definition [পাকোয়ান্‌] (বিশেষ্য) পাকানো পিঠা; ঘিয়ে ভাজা খাদ্য; কচুরি প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) পক্বান্ন>}
  • Bengali Word পাক্কা Bengali definition [পাক্‌কা] (বিশেষণ) ১ পাকা (আমার লেগেছিল কাইরো দেখতে পাক্কা একটি বচ্ছর-সৈয়দ মুজতবা আলী)। ২ পুরোপুরি দৃঢ় শক্ত (পাক্বা ভবন)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word পাক্ষিক Bengali definition [পাক্‌খিক্‌] (বিশেষণ) পনেরো দিন অন্তর সংঘটিত হয় এমন। □ (বিশেষ্য) যে সাময়িক পত্রিকা প্রতি পক্ষে প্রকাশিত হয় (এবার পাক্ষিকে লেখাটা প্রকাশিত হবে)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ইক (ঠক্‌)}