Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পাংশু, পাংসু Bengali definition [পাঙ্‌শু] (বিশেষণ) ছাই; ভষ্ম; পাঁশ। ২ ধুলা; রজঃ (চরণ প্রহারে পাংশু উড়য় অপার-সৈয়দ আলাওল)। ৩ কলঙ্ক; দোষ। ৪ পাপ। ৫ পাণ্ডুবর্ণ (পাংশু কুণ্ডল মলিন বেশ-সত্যেন্দ্রনাথ দত্ত)। পাংশুল (বিশেষণ) ১ ধূলিপূর্ণ। ২ ছাইবর্ণ (অসীম অকূল দুর্ভাবনার পাংশুল ছায়া মেলে-সত্যেন্দ্রনাথ দত্ত; ছোটবাবু পাংশুল চোখমুখ নিয়ে দীনুর মুখের দিকে এক লক্ষ্যে তাকিয়ে রইলো-সরদার জয়েনউদ্দীন)। ৩ কলঙ্কযুক্ত। ৪ পাপিষ্ঠ। পাংশুলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ধূলিপূর্ণা। □ (বিশেষণ) পাপিষ্ঠা; কলঙ্কযুক্তা; দুশ্চরিত্রা। □ (বিশেষ্য) কুলটা। ২ রজস্বলা নারী। ৩ পৃথিবী। পাংশুবর্ণ (বিশেষ্য) ধুলার রং। ২ ছাইয়ের রং। □ (বিশেষণ) ছাইয়ের মতো বর্ণ এমন; ফ্যাকাশে। পাংশু মুখ (বিশেষণ) বিষণ্ন মুখ; শুষ্কবদন। {(তৎসম বা সংস্কৃত) □ পংশ্‌, □ পংস্‌+উ(কু)}
  • Bengali Word পাংসন Bengali definition ⇒ পাংশন
  • Bengali Word পাংসু Bengali definition ⇒ পাংশু
  • Bengali Word পাঅ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পায়] (অব্যয়) প্রায়; মতো (আগুনির পাঅ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রায়>পাঅ}
  • Bengali Word পাই ১ Bengali definition [পাই] (বিশেষ্য) ১ পুরনো এক পয়সার এক-চতুর্থাংশ। ২ মুদ্রাবিশেষ। ৩ (মধ্যযুগীয় বাংলা) পা; পায়া (তেপাই চৌপাই পরিহাস-বিদ্যাপতি)। পাই পাই হিসাব (বিশেষ্য) সম্পূর্ণ প্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত) পাদ>}
  • Bengali Word পাই ২ Bengali definition [পাই] (ক্রিয়া) ১ প্রাপ্ত হই। ২ লাভ করি। {□ পা>}
  • Bengali Word পাই ২ Bengali definition [পাই] (অসমাপিকা ক্রিয়া) পেয়ে; পাইয়া (তরুণী পাই পরিহাস-বিদ্যাপতি)। {□ পা>}
  • Bengali Word পাইক Bengali definition [পায়িক] (বিশেষ্য) ১ পদাতিক সৈন্য (পাইক পদাতি সাজে সত্তুর হাজার-হেয়াত মাহমুদ)। ২ সংবাদবাহক (উচ্চরবে পাইক যাবে হেঁকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লাঠিয়াল; লেঠেল (পাইকে পাইকে যুঝে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ পেয়াদা। ৫ দাঁড়ি (পাইক মাঝি এড়ি গেল নৌকা রইল পড়ি-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) পদাতিক>(প্রাকৃত)পাইক্ক>; (ফারসি) পেক}
  • Bengali Word পাইকস্ত, পাইকস্তা Bengali definition [পাইকস্‌তো, পাইকস্‌তা] (বিশেষ্য) এক জমিদারের অধীনে বাস করে যে ব্যক্তি অপর জমিদারের অধীনস্থ গ্রামে চাষ করে বা জমিজমা রাখে তাকে পাইকস্তা রায়ত বলে এবং ঐ ধরনের জমিকে বলে পাইকস্তা জমি (এক্ষণে গাঁতি অর্থাৎ খোদকস্তা প্রজা এত ও পাইকস্তা এত-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) পায়েকাশ্‌ত}
  • Bengali Word পাইকা Bengali definition [পাইকা] (বিশেষ্য) ছাপার অক্ষরের আকারবিশেষ। {(ইংরেজি) pica}
  • Bengali Word পাইকার, পাইকের Bengali definition [পাইকার্‌, পাইকের্‌] (বিশেষ্য) ১ যে থোকে অনেক জিনিস ক্রয় বা বিক্রয় করে। ২ থোকে জিনিস কিনে খুচরা বিক্রয়কারী। ৩ ফেরিওয়ালা। পাইকারি (বিশেষণ) ১ থোক ক্রয়-বিক্রয় সম্বন্ধীয়। ২ খুচরার বিপরীত (পাইকারি দর)। ৩ এক সঙ্গে অনেক জিনিস ক্রয় বা বিক্রয় হয় এমন (পাইকারি ব্যবসায়ী, পাইকরি খদ্দের)। ৪ সমষ্টিগত; collective (পাইকারি ধরপাকড়)। {(ফারসি) পাইকার}
  • Bengali Word পাইট, পাট Bengali definition [পাইট্‌, পাট্‌] (বিশেষ্য) ১ পারিপাট্য; শৃঙ্খলা; ভাঁজ। ২ আবাদ; ক্ষেত বপনোপযোগীকরণ (নিজেও পাঁচনী হাতে করিয়া তরিতরকারির গাছ পাইট করিয়া দেন-মীর মশাররফ হোসেন)। ৩ মজুর; কৃষাণ। ৪ চাষের যথাযোগ্য কাজ-কর্ম (ধানের পাইটও আছে, তদারক না করিলে কলা ধরিতে পারে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৫ মাঝি; দাঁড়ি। {পাটি>}
  • Bengali Word পাইড Bengali definition [পাইড্‌] (বিশেষ্য) নদীর পাড়। {পাটক>}
  • Bengali Word পাইতুঁ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাইতুঁ] (ক্রিয়া) পেতাম (দেখিতে পাইতুঁ, শিরোপা করিতুঁ-চণ্ডীদাস)। {□ পা>}
  • Bengali Word পাইন Bengali definition ⇒ পান২
  • Bengali Word পাইন্ট, পাঁইট, পাঁই Bengali definition [পাইন্‌ট্‌, পাইট্‌, পাঁট্‌] (বিশেষ্য) জলীয় দ্রব্যের পরিমাণ; প্রায় দেড় পোয়া (সন্তানের প্রায় প্রতিদিন বিনামূল্যে কিন পাইন্ট দুধ-ওবায়েদুল হক)। {(ইংরেজি) pint}
  • Bengali Word পাইপ Bengali definition [পাইপ্‌] (বিশেষ্য) ১ নল; পানির কল। ২ ধূমপানের নলবিশেষ (হুঁকো থেকে বিড়ি, বিড়ি থেকে সিগারেট, সিগারেট থেকে পাইপ, এটাই ক্রমোন্নতির ধারা-ওবায়েদুল হক)। {(ইংরেজি) pipe}
  • Bengali Word পাইল Bengali definition ⇒ পাল২
  • Bengali Word পাইলট Bengali definition [পাইলট্‌] (বিশেষ্য) চালক; বিমান চালক; জাহাজ চালক; পথ প্রদর্শক। {(ইংরেজি) pilot}
  • Bengali Word পাউ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition পাউ (মধ্যযুগীয় বাংলা), -(পূর্ববঙ্গ গীতিকা)) [পাউ] (বিশেষ্য) পশু। {(তৎসম বা সংস্কৃত) পশু>}
  • Bengali Word পাউডার Bengali definition [পাউডার্‌] (বিশেষ্য) চূর্ণ; গুড়া। ২ সুগন্ধ চূর্ণ দ্রব্যবিশেষ (এখন যদিও সেটা পাউডারে সেন্টে অত্যন্ত তেজালো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) powder}
  • Bengali Word পাউণ্ড ১ Bengali definition [পাউণ্ড] (বিশেষ্য) যুক্তরাজ্যে প্রচলিত ওজনের একক; প্রায় আধসের। {(ইংরেজি) pound}
  • Bengali Word পাউণ্ড ২ Bengali definition [পাউণ্ড] (বিশেষ্য) ব্রিটিশ মুদ্রাবিশেষ (কী তুলেছো? চা? পাউণ্ড পাবে না চাহিদা কম-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) pound}
  • Bengali Word পাউরুটি Bengali definition ⇒ পাঁউরুটি
  • Bengali Word পাউড়ি, পাউড়ী Bengali definition [পাউড়ি] (বিশেষ্য) ভারী কাঠ বা বাঁশের লাঠি (মাথাটা ভাঙ্গিয়ে তোর পাউড়ির বাড়ি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>পাউ+ড়ি}
  • Bengali Word পাওন Bengali definition [পাওন্‌] (বিশেষ্য) প্রাপ্তি; পাওয়া; লাভকরণ। {□ পা+ওন; (তৎসম বা সংস্কৃত) প্রাপণ}
  • Bengali Word পাওনা Bengali definition [পাওনা] (বিশেষণ) প্রাপ্য (পাওনা টাকা)। □ (বিশেষ্য) ১ প্রাপ্তি; লাভ; উপার্জন। ২ লভ্য অর্থ। দেনা-পাওনা (বিশেষ্য) আদান-প্রদান; প্রাপ্য ও দেয়ের মীমাংসা। পাওনা-গণ্ডা (বিশেষ্য) প্রাপ্য টাকা-পয়সা। পাওনাদার (বিশেষ্য) যার কিছু প্রাপ্য আছে; মহাজনদ উত্তমর্ণ। {পাওন+আ; (তৎসম বা সংস্কৃত) প্রাপণ>}
  • Bengali Word পাওয়া Bengali definition [পাওয়া] (ক্রিয়া) প্রাপ্ত হওয়া; লাভ করা (চাকরি পাওয়া)। ২ মেলা (জবাব পাওয়া)। ৩ আয় করা; উপার্জন করা (কাটা পাওয়া)। ৪ বোধ করা (ক্ষুধা পাওয়া)। ৫ নিদ্রাবেশ পাওয়া (ঘুম পাওয়া)। ৬ সমর্থন পাওয়া (শুনতে পাওয়া)। ৭ ভীত হওয়া (ভয় পাওয়া)। ৮ অনুভব করা (শীত পাওয়া, তৃষ্ণা পাওয়া)। ৯ জানতে পারা (টের পাওয়া)। ১০ গ্রস্ত হওয়া (ভূতে পাওয়া)। ১১ ভোগ করা (আরাম পাওয়া, কষ্ট পাওয়া)। ১২ লাভ করা (জো পাওয়া)। ১৩ গোচর হওয়া (প্রকাশ পাওয়া)। ১৪ আবেগ আসা (কান্না পাওয়া)। ১৫ প্রাপ্ত; লব্ধ (পাওয়া জিনিস)। ১৬ গ্রস্ত (ভূতে পাওয়া)। পাওয়ানো (ক্রিয়া) ১ প্রাপ্তি করানো; লাভ করানো। ২ সমর্থ করানো; সক্ষম করানো। ৩ বোধ করানো; অনুভব করানো। ৪ উদ্রিক্ত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {□ পা+আ}
  • Bengali Word পাওয়ার Bengali definition [পাওয়ার্‌] (বিশেষ্য) ১ শক্তি (দরোজার ওপরে অনেক পাওয়ারের একটি বাল্‌ব জ্বলছে-আলাউদ্দীন আল আজাদ)। ২ প্রভাব (তার অনেক পাওয়ার)। {(ইংরেজি) power}
  • Bengali Word পাক ১ Bengali definition [পাক্‌] (বিশেষ্য) ১ রন্ধন; রন্ধনকার্য (পাকের ঘর), অগ্নিতাপে সিদ্ধকরণ (সতীত্বে সাবিত্রী পাকে দ্রৌপদী সুন্দরী-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ অগ্নির উত্তাপে তৈরি করা (কবিরাজি তৈলাদির পাক)। ৩ হজম। ৪ পরিণতি; পরিণাম (বিপাক)। ৫ পক্বতা; শুক্লতা; শুভ্রতা (কেশে আমার পাক ধরেছে বটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পাক করা (ক্রিয়া) রান্না করা। পাকঘর (বিশেষ্য) রান্নাঘর। পাক ধরা (ক্রিয়া) ১ পক্বতা প্রাপ্ত হওয়া; পেকে ওঠা (আমে পাক ধরেছে)। ২ সাদা হতে শুরু করা (চুলে পাক ধরেছে)। পাকযন্ত্র (বিশেষ্য) পাকস্থলী; পাকাশয়; stomach। পাকশালা (বিশেষ্য) রন্ধনশালা; রান্নাঘর। পাকস্থলী (বিশেষ্য) পাকাশয়; উদরের যে অংশে খাদ্যদ্রব্যাদি জীর্ণ হয়; stomach। পাকস্থালী, পাকপাত্র (বিশেষ্য) রান্নার বা রন্ধনপাত্র। পাকস্পর্শ (বিশেষ্য) ১ বউভাত। ২ বাঙালি বিবাহ অনুষ্ঠানের একটি অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্‌+অ(ঘঞ্‌)}