Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পাঁচ Bengali definition [পাঁচ্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৫ সংখ্যা বা সংখ্যক। পাঁচই, পাঁচুই (বিশেষ্য) মাসের পঞ্চম দিবস বা পাঁচ তারিখ। পাঁচকথা (বিশেষ্য) নানা ধরনের কথা; কটুবাক্য (পাঁচ কথা শুনিয়ে দিল)। পাঁচ চুলা, পাঁচ চুলো (বিশেষ্য) বিশ্রী অসমানভাবে চুলছাটা (পাঁচ চুলা করে দিল পেঁচ গোটা দশ-ঘনরাম চক্রবর্তী)। পাঁচজন (বিশেষ্য) জনসাধারণ; পঞ্চায়েত (পাঁচজনে মন্দ বলে)। পাঁচনরি (বিশেষ্য) পাঁচ নহর যুক্ত হার। পাঁচ-পাঁচি (বিশেষ্য) পাঁচজনের মধ্যে প্রচলিত; সাধারণ (পরম সুন্দর ও চমৎকার অসুন্দর দুইই দুর্লভ, পাঁচ-পাঁচিই জগতে প্রচুর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পাঁচফোড়ন (বিশেষ্য) জিরা কালজিরা মেথি মৌরি রাঁধুনি-রন্ধনে ব্যবহৃত এই পাঁচ রকমের মসলা। পাঁচ মিশালি, পাঁচ মিশালী, পাঁচ মিশুলি (বিশেষণ) ১ পাঁচ রকম অর্থাৎ বিবিধ দ্রব্যের সংমিশ্রণে প্রস্তুত (জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়াতাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিশ্রিত (পাঁচমিশালি গান)। পাঁচসাত, পঞ্চায়েত, সাতপাঁচ (বিশেষ্য) অগ্রপশ্চাৎ; বিবিধ প্রকার জল্পনা-কল্পনা (তখনে গুনিল রাধা মনে পাঞ্চসাত-বড়ু চণ্ডীদাস)। পাঁচহাতি, পাঁচহাতী (বিশেষণ) পাঁচহাত লম্বা (পাঁচহাতি কাপড়)। পাঁচাপাঁচি (মধ্যযুগীয় বাংলা) কথা কাটাকাটি; বাকবিতণ্ডা (এইরূপ দুজনে কথার পাঁচাপাঁচি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ>; (ফারসি) পাঁচ}
  • Bengali Word পাঁচট, পাচট, পাঁচুটি, পাচুটি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাঁচট্‌, পাচট্‌, পাঁচুটি, পাচুটি] (বিশেষ্য) সন্তান ভূমিষ্ঠ হওয়ার পঞ্চম দিনে হিন্দুদের পালনীয় জাতধর্ম বিশেষ (পাঁচুটি পাউস বিসর্জন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ>পাঁচ+ষষ্ঠী>}
  • Bengali Word পাঁচন Bengali definition ⇒ পাচন
  • Bengali Word পাঁচনবাড়ি, পাঁচনি, পাঁচানি Bengali definition ⇒ পাচনবাড়ি
  • Bengali Word পাঁচালি, পাঁচালী Bengali definition [পাঁচালি] (বিশেষ্য) ১ এক প্রকার বর্ণনাত্মক কাব্য যা রাগ-রাগিণী সমেত গায়েন-মুখে নাচ-গান- বাদ্যযোগে অতীতে গীত হতো। ২ গীতাভিনয় বিশেষ (পাঁচালির দল)। ৩ কবিগানের একটি অংশ যেখানে কবিয়ালদ্বয় ছড়া কেটে বাদানুবাদ করে থাকেন। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চালিকা (পুত্তলিকা) অথবা পঞ্চালক> (মূল গায়েনের সঙ্গে সমবেত কন্ঠে গান) পাঞ্চালি> পাঁচালি}
  • Bengali Word পাঁচিল, পাচিল Bengali definition [পাঁচিল্‌, পাচিল্‌] (বিশেষ্য) প্রাচীর; দেয়াল (আজ নিমেষে মুক্তি দেবো তারে, ভেঙ্গে কারার পাঁচিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রাচীর>}
  • Bengali Word পাঁচে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পাঁচে] (ক্রিয়া) পাঠায় (বড় বড় বীর পাঁচে সেই ত দক্ষিণে-কৃত্তিবাস ওঝা)। পাঁচিলেক (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) পাঠাল (নল-নীল-পাঁচিলেক-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) প্রেরণ>}
  • Bengali Word পাঁচড়া Bengali definition [পাঁচ্‌ড়া] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ; খোস কণ্ডুরোগ। {(তৎসম বা সংস্কৃত) পিচ্চট>}
  • Bengali Word পাঁজ ১ Bengali definition [পাঁজ] (বিশেষ্য) পদচিহৃ; পদাঙ্ক। {(তৎসম বা সংস্কৃত) প্রেরণ>}
  • Bengali Word পাঁজ ২, পাঁইজ Bengali definition [পাঁজ্‌, পাঁইজ্‌] (বিশেষ্য) ১ সুতা কাটার জন্য পরিষ্কার করে ভাঁজ করা তুলা। ২ পেঁজা তুলার বাতি; পলিতা; মোটা সলিতা (ঝিউড়ির খেই বউড়ির পাঁজ গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জি>; (তৎসম বা সংস্কৃত) পুঞ্জ}
  • Bengali Word পাঁজর, পাঁজরা Bengali definition [পাঁজোর্‌, পাঁজ্‌রা] (বিশেষ্য) পঞ্জর; বুকের ও পার্শ্বদেশের অস্থি বা হাড় (হিয়া জর জর খসিল পাঁজর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জর>}
  • Bengali Word পাঁজা ১ Bengali definition [পাঁজা] (বিশেষ্য) পোড়াবার জন্য ইটের স্তুপ (একটি ইটের পাঁজা-অবনীন্দ্রনাথ ঠাকুর; রোদে রাঙ্গা ইটের পাঁজা-সুকুমার রায়)। {(ফারসি) পাজাবহ }
  • Bengali Word পাঁজা ২ Bengali definition [পাঁজা] (বিশেষ্য) গুচ্ছ; আটি; রাশি। {(তৎসম বা সংস্কৃত) পুঞ্জ>}
  • Bengali Word পাঁজা ৩ Bengali definition [পাঁজা] (বিশেষ্য) দুই করতল প্রসারিত করে ধারণ (পাঁজা করি চন্দ্রকেতু ধরিল সত্বর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পাঁজাকোলা (বিশেষণ) দুই হাত বাড়িয়ে জাপটে ধরে কোলের মধ্যে উত্তোলিত (তাঁহাকে পাঁজাকোলা করিয়া ধরিয়া বাটির ভিতর লইয়া গেল-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) পান্‌জাহ}
  • Bengali Word পাঁজি, পাঁজী Bengali definition [পাঁজি] (বিশেষ্য) পঞ্জিকা; মাস তিথি বার শুভাশুভ দিন গণনা ইত্যাদি নির্ধারণের জন্য জ্যোতিষ শাস্ত্রোক্ত সাংকেতিক গ্রন্থ (সে তো পাঁজি দেখিয়া যাত্রা শুরু করে নাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। পাঁজি পুঁথি (বিশেষ্য) হিন্দু পঞ্জিকা ও শাস্ত্রগ্রন্থ; প্রামাণ্য গ্রন্থ; পুঁথিপত্র (এই বেশে শিষ্যগণ সঙ্গে ফিরে অনুক্ষণ পাঁজি পুঁথি বোঝা লয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। হাতে পাঁজি মঙ্গলবার-কাছে পাঁজি থাকতে দিন তারিখ শুভাশুভ নির্ধারণের জন্য ভাবনা; (আলঙ্কারিক) প্রত্যক্ষ প্রমাণ থাকতে অনাবশ্যক দুশ্চিন্তা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জিকা>}
  • Bengali Word পাঁট Bengali definition ⇒ পাইন্ট
  • Bengali Word পাঁঠা, পাঁটা Bengali definition [পাঁঠা, পাঁটা] (বিশেষ্য) ১ পুং ছাগ। ২ (আলঙ্কারিক) গালিবিশেষ; বুদ্ধিশূন্য ব্যক্তি। পাঁঠি, পাঁঠী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তুলনীয়) (হিন্দি) পট্‌ঠা}
  • Bengali Word পাঁতর, পাঁথর (মধ্যযুগীয় বাংলা), পূগী) Bengali definition [পাঁতর্‌, পাঁথর্‌] (বিশেষ্য) প্রান্তর; বড় মাঠ। {(তৎসম বা সংস্কৃত) প্রান্তর}
  • Bengali Word পাঁতি Bengali definition [পাঁতি] (বিশেষ্য) ১ শ্রেণি; সারি (দাঁতের পাঁতি)। ২ শাস্ত্রীয় বচন; ব্যবস্থাপত্র। ৩ পত্র; চিঠি; লিপি (দঃখ পাঁতি লিখে পাঠাইল স্থানে স্থানে-সৈয়দ আলাওল)। ৪ ধরন; পদ্ধতি; রীতি। {(তৎসম বা সংস্কৃত) পঙ্‌ক্তি>}
  • Bengali Word পাঁদাড় Bengali definition [পাঁদাড়্‌] (বিশেষ্য) ১ বাড়ির পিছনের নোংরা আবর্জনাপূর্ণ জায়গা (পাঁদাড়ে গড়াগড়ি যেতে লাগলো-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্কাগার>}
  • Bengali Word পাঁপর ২, পাপর Bengali definition [পাঁপোর্‌, পাপোর্‌] (বিশেষ্য) নিঃস্ব ব্যক্তি, যার মোকদ্দমার ব্যয়ভার সরকার বহন করেন; পপার। {(ইংরেজি) pauper}
  • Bengali Word পাঁপর, পাঁপড় Bengali definition [পাঁপোর্‌, পাঁপোড়্‌] (বিশেষ্য) বিভিন্ন মসলামিশ্রিত করে ডালবাটা দিয়ে তৈরি তেলেভাজা পাতলা মচমচে রুটিবিশেষ (পাঁপর ভাজা)। {(তৎসম বা সংস্কৃত) পর্পট>}
  • Bengali Word পাঁপড় Bengali definition ⇒ পাপর
  • Bengali Word পাঁশ Bengali definition [পাঁশ] (বিশেষ্য) ১ ছাই; ভষ্ম। ২ ছাইয়ের ন্যায় অকিঞ্চিৎকর বস্তু (কী ছাইপাঁশ এনেছ)। ছাইপাঁশ (বিশেষ্য) ফেলে দেওয়ার মতো অকিঞ্চিৎকর বস্তু (এ ছাইপাঁশ ফেলে দিলে উপকার হবে)। পাঁশগাদা (বিশেষ্য) ছাইগাদা; ভষ্মস্তূপ (ছোট রানী পাঁশগাদার পাশে মাছ কুটিতে বসিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>}
  • Bengali Word পাঁশুটে Bengali definition [পাঁশুটে] (বিশেষণ) পাংশুবর্ণ বিশিষ্ট; ছাইবর্ণ; ash-coloured (কালকের মতোই পাঁশুটে সন্ধে; কিম্বা আরো একটা নিবিড়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>+(বাংলা) টিয়া>}
  • Bengali Word পাঁড় Bengali definition [পাড়্‌] (বিশেষণ) ১ পাকা (পাঁড় শসা)। ২ সম্পূর্ণ (পাঁড় মাতাল)। পাঁড় মাতাল (বিশেষ্য) বদ্ধমাতাল; অতিশয় মদ্যাসক্ত (দুটোই পাঁড়মাতাল-রাজশেখর বসু (পরমু))। {(তৎসম বা সংস্কৃত) পণ্ড>}
  • Bengali Word পাঁড়ে Bengali definition [পাঁড়ে] (বিশেষ্য) ১ হিন্দুস্থানি ব্রাহ্মণদের পদবি বা উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডিত; (তুলনীয়) (হিন্দি) পাণ্ডা> পাঁড়ে}
  • Bengali Word পাঁয়জোর Bengali definition ⇒ পাঁইজোর
  • Bengali Word পাঁয়তারা, পাঁইতারা Bengali definition [পাঁয়তারা, পাঁইতারা] (বিশেষ্য) ১ মল্লযুদ্ধাদিতে আক্রমণের পূর্বোদ্যোগস্বরূপ হাত-পা খেলানো। ২ কোনো কাজের আগে আস্ফালন (পাঁয়তাড়া আর কদ্দিন ভালো লাগে-আবু ইসহাক)। {(ফারসি) পায় + (আরবি) তুরাব, (তৎসম বা সংস্কৃত) পদান্তর>(প্রাকৃত)পয়ান্তর> (হিন্দি) পাঁয়তারা}
  • Bengali Word পাংশন, পাংসন Bengali definition [পাঙ্‌শোন্‌] (বিশেষণ) দূষণকারী; কলঙ্কিতকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পংশ্‌, □ পংস্‌+অন (ল্যুট্‌)}