প পৃষ্ঠা ২৫
- Bengali Word পসারল (ব্রজবুলি) Bengali definition [পসারল] (ক্রিয়া) প্রসারিত করল (চাতকী চঞ্চু পসারল আশে-চণ্ডীদাস)। পসারলি (ব্রজবুলি) (ক্রিয়া) প্রসারিত করলি (দিঠি তব হৃদয়ে পসারলি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>}
- Bengali Word পসারা ১ Bengali definition [পশারা] (ক্রিয়া) পণ্য প্রসারিত করা; বাড়িয়ে দেওয়া; বিস্তারিত করা (দুবাহু পসারি বলরাম ধরি-মাধব দাস)। □ (বিশেষ্য) পসরা (এসব মোর পসারা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার>}
- Bengali Word পসারা ২, পসরা Bengali definition [পশারা, পশোরা] (বিশেষ্য) পণ্যসামগ্রী; বিক্রেয় বস্তু (ঘৃত দধি দুধ আওর ঘোল এসব মোর পসারা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রসার+(বাংলা) আ}
- Bengali Word পসারি Bengali definition ⇒ পসারী
- Bengali Word পসারি, পশারী, পশারি Bengali definition [পশারি] (বিশেষ্য) ১ দোকানদার; পণ্যবিক্রেতা। ২ মিছরি, মসলা, বিবিধ গাছগাছড়া, শুষ্ক ফল ইত্যাদি বিক্রেতা। পসারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রসারী}
- Bengali Word পসালা Bengali definition ⇒ পসলা
- Bengali Word পসাহন (ব্রজবুলি) Bengali definition [পসাহনো] (বিশেষ্য) প্রসাধন; অলঙ্কারাদি ব্যবহার করে শরীরের শোভা বাড়ানো (এ ধনি না করু পসাধন আন-বিদ্যাপতি)। ২ পসাহী (ব্রজবুলি) (অসমাপিকা ক্রিয়া) প্রসাধন বা অলঙ্ককরণ করে (কি করবি অধিক পসাহী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রসাধন>}
- Bengali Word পসুরি, পশুরী, পসুরী Bengali definition [পোশুরি] (বিশেষ্য) ১ পাঁচ সের ওজন; পাঁচ সের পরিমাণ। □ (বিশেষণ) পাঁচসের ওজনের; পাঁচসেরা (দুই পসুরি চাউল) । {(বাংলা) পাঁচসেরি>পসুরি}
- Bengali Word পস্তানো Bengali definition [পস্তানো] (ক্রিয়া) ১ পশ্চাত্তাপ পাওয়া। ২ অনুতাপ করা; অনুশোচনা করা; আফসোস করা (শেষে পস্তাইয়াছেন এমন লোকও অনেক আছেন-হাবীবুর রহমান)। ৩ খেদ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পস্তানি (বিশেষ্য) পশ্চাত্তাপ। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+তাপ}
- Bengali Word পস্তু Bengali definition ⇒ পশতু
- Bengali Word পহর Bengali definition ⇒ প্রহর
- Bengali Word পহরি, পহুরী (প্রাচীন বাংলা) Bengali definition [পহোরি, পোহুরি] (বিশেষ্য) প্রহরী (হনুমন্ত পহরিক হুঁকার পাড়িল; কংসের পহুরী চিআইল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। পহরিয়া (অসমাপিকা ক্রিয়া) পহরী হয়ে (ভারত রহিবে পহরিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) প্রহরী>}
- Bengali Word পহলব Bengali definition [পহোলব্] (বিশেষ্য) প্রাচীন ইরানি জাতি; পহলবি ভাষাভাষী জাতি। পহলবি (বিশেষণ) পহলব সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ প্রাচীন পারস্য ভাষা। ২ পদবি বিশেষ। {(ফারসি) পাহলবী}
- Bengali Word পহলবী Bengali definition ⇒ পাহলভী
- Bengali Word পহিরণ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোহিরন্] (বিশেষ্য) ১ পরিধান। ২ পোশাক; পরিচ্ছদ (ধরি অনেক প্রহরণ জরীর পহিরণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পরিধান>(বর্ণ বিপর্যয়ে) পরিহরণ}
- Bengali Word পহিল Bengali definition [পোহিল] (ব্রজবুলি) (বিশেষণ) প্রথম; নতুন; নবীন; তরুণ (পহিল বয়স মোর না পুরল সাধে-বিদ্যাপতি)। পহিলহি (ক্রিয়াবিশেষণ) প্রথমে; প্রথমেই (পহিলহি অলকা তিলক করি সাজ-বিদ্যাপতি)। {পহেলা>}
- Bengali Word পহিলা Bengali definition ⇒ পহেলা
- Bengali Word পহু ২, পহু ২ (ব্রজবুলি) Bengali definition (বিশেষ্য) প্রভু। {(তৎসম বা সংস্কৃত) প্রভু>}
- Bengali Word পহেলা, পহিলা, পয়লা Bengali definition [পহেলা, পহিলা, পয়লা] (ক্রিয়াবিশেষণ) প্রথম; অগ্রে (বন্ধুর পীরিতি শেলের ঘা পহিলে সহিলে বুকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; ঐ বছরের পয়লা যে-কাজী আবদুল মান্নান)। {(তুলনীয়) (হিন্দি) পহ্লা}
- Bengali Word পা ১ Bengali definition [পা] (বিশেষ্য) ১ পদ; চরণ; ঊরু-সন্ধি থেকে পায়ের পাতা; পদতল (মাটিতে পায়ের দাগ পড়েছে)। ৩ আসবাব-পত্রাদির পায়া। পা-গাড়ি (বিশেষ্য) সাইকেল; bicycycle (বাহিরে পা-গাড়ীর ঘন্টার শব্দ শুনা গেল-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। পা-চাটা (বিশেষণ) অতি লজ্জাহীনভাবে তোষামোদকারী। পা চাটা (ক্রিয়া) হীনভাবে তোষামোদ করা। পা ধুতেও না আসা (ক্রিয়া) অত্যন্ত ঘৃণা হেতু পরিহার করে চলা; ঘৃণা হেতু করো বাড়িতে পদার্পণ না করা। পা বাড়ানো (ক্রিয়া) যেতে উদ্যত হওয়া। পায়-পায়, পায়ে পায়ে (ক্রিয়াবিশেষণ) ১ প্রতিপদে (পায় পায় বাধা)। ২ ধীরে হাঁটতে হাঁটতে (পায় পায় যাও)। পায়ে ঠেলা (ক্রিয়া) অবজ্ঞার সাথে পরিত্যাগ করা। পায়ে তেল দেওয়া (ক্রিয়া) হীনভাবে তোষামোদ করা। পায়ে ধরা (ক্রিয়া) একান্ত বিনীতভাবে অনুরোধ করা। পায়ের উপর পা দিয়ে থাকা (ক্রিয়া) অত্যন্ত আরাম ও বিলাসব্যসনের মধ্যে থাকা। পায়ের পাতা (বিশেষ্য) পায়ের তলার বিপরীত পৃষ্ঠ; পদপৃষ্ঠ। পায়ে রাখা (ক্রিয়া) ১ আশ্রয় দেওয়া। ২ কৃপা করা। নিজের পায়ে নিজে কুড়াল মারা (ক্রিয়া) স্বহস্তে নিজের সর্বনাশ করা। {(তৎসম বা সংস্কৃত) পদ>}
- Bengali Word পা ২ Bengali definition [পা] (বিশেষ্য) স্বরগ্রামের পঞ্চম স্বরের লিখিত চিহৃ বা সংকেত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চম>}
- Bengali Word পাঁইজ Bengali definition ⇒ পাঁজ২
- Bengali Word পাঁইজোর, পাঁয়জোর Bengali definition [পাইজোর্, পায়্জোর্] (বিশেষ্য) পায়ের অলক্ত বা নূপুর (রিনিঝিনি রিমঝিম বাজে পাঁইজোর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) পাদ>+জোর<(হিন্দি) জেওর}
- Bengali Word পাঁইট Bengali definition ⇒ পাইণ্ট
- Bengali Word পাঁইতারা Bengali definition ⇒ পাঁয়তারা
- Bengali Word পাঁউরুটি, পাউরুটি Bengali definition [পাঁউরুটি, পাউরুটি] (বিশেষ্য) বিশেষ পদ্ধতিতে তৈরি রুটিবিশেষ (আমি ভাত ছাড়িয়াছি পাঁউরুটি খাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(পর্তুগিজ) pao}
- Bengali Word পাঁক Bengali definition [পাঁক্] (বিশেষ্য) কাদা; কর্দম (টানছে তাদের ওই পাঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত; এক পাঁক গ্লানিতে ডুবে গেলেন তিনি-সৈয়দ শামসুল হক)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক}
- Bengali Word পাঁকাটি Bengali definition ⇒ পেঁকাটি
- Bengali Word পাঁকাল, পাকাল Bengali definition [পাকাল্] (বিশেষ্য) বাইম বা বাইন মাছ, পাঁক বা কাদায় বাস করে বলে নাম পাঁকাল (শূকরও পাঁক ঘাটে, পাঁকাল মাছও পাঁক গাটে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পান্তা ভাত (উদর পূরিয়া ভুঞ্জি প্রাণ পাই পাইলে পাঁকাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক>পাঁক+(বাংলা) আল}
- Bengali Word পাঁকুই, পাঁকই Bengali definition [পাঁকুই, পাঁকোই] (বিশেষ্য) জলকাদা লেগে আঙ্গুলের সন্ধিতে উৎপন্ন ক্ষত; হাজারোগ (সন্ধিতে পাঁকুই মৈল ঘা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পঙক>পাঁক+উই, অই}