Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মহানিশা Bengali definition [মহানিশা] (বিশেষ্য) রাতের মধ্যভাগ; গভীর রাত; নিশীথ। {(তৎসম বা সংস্কৃত) মহা+নিশা; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহানীল Bengali definition [মহানিল্‌] (বিশেষ্য) ১ গাঢ় নীল বর্ণ। ২ সিংহলে জাত নীলকান্তমণি। {(তৎসম বা সংস্কৃত) মহা+নীল}
  • Bengali Word মহানুভব, মহানুভাব Bengali definition [মহানুভব্‌, মহানুভাব্‌] (বিশেষণ) উদারচিত্ত; উদারস্বভাব। মহানুভবতা (বিশেষ্য) উদার হৃদয়; উদারতা; সংকীর্ণতামুক্ত মনোভাব (তবু হানিফের মহানুভবতাকে সে অপুরস্কৃত রাখবে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) মহা+অনুভব, অনুভাব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহান্ত Bengali definition [মহান্‌তো] (বিশেষ্য) ভক্তিযুক্ত কৃষ্ণভক্ত। {(তৎসম বা সংস্কৃত) মহন্ত>}
  • Bengali Word মহাপক্ষী Bengali definition [মহাপোক্‌খি] (বিশেষ্য) পেঁচা; পেচক। {(তৎসম বা সংস্কৃত) মহা+পক্ষী}
  • Bengali Word মহাপঙ্ক Bengali definition [মহাপঙ্‌কো] (বিশেষ্য) ১ গভীর কর্দম। ২ মহাপাপ। ৩ কামাসক্তি। {(তৎসম বা সংস্কৃত) মহা+পঙ্ক}
  • Bengali Word মহাপদ্ম Bengali definition [মহাপদ্‌দোঁ] (বিশেষ্য) (বিশেষণ) শতকোটি লক্ষ সংখ্যক; নাগ-বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+পদ্ম}
  • Bengali Word মহাপরিচালক Bengali definition [মহাপোরিচালক্‌] (বিশেষ্য) কোন প্রতিষ্ঠানের একাধিক পরিচালকের উপরের পদাধিকারী ব্যক্তি; Director-General। {(তৎসম বা সংস্কৃত) মহা+পরিচালক; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপাতক Bengali definition [মহাপাতোক্‌] (বিশেষ্য) জঘন্যতম পাপ; মহাপাপ। মহাপাতকী (বিশেষ্য) (বিশেষণ) মহাপাপী। {(তৎসম বা সংস্কৃত) মহা+পাতক; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপাত্র Bengali definition [মহাপাত্‌ত্রো] (বিশেষ্য) ১ প্রধানমন্ত্রী বা অমাত্য; Prime Minister; মহামাত্র (কেবা তার মহাপাত্র কেবা অধিকারী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ উপাধি। {(তৎসম বা সংস্কৃত) মহা+পাত্র; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপুরাণ Bengali definition [মহাপুরান্‌] (বিশেষ্য) বেদব্যাস রচিত অষ্টাদশ পুরাণ। মহাপুরাণগুলো নাম-ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, গরুড়, পদ্ম, শিব, ভারত, বামন, কূর্ম, নারদ, মার্কণ্ডেয়, মৎস্য, স্কন্দ, অগ্নি, ব্রহ্মবৈবর্ত, বরাহ, লিঙ্গ, বিষ্ণু, ভবিষ্যৎ। {(তৎসম বা সংস্কৃত) মহা+পুরাণ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপুরুষ Bengali definition [মহাপুরুশ্‌] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ পুরুষ; সাধু ব্যক্তি; মাহাত্মা। ২ অলৌকিক শক্তিসম্পন্ন পুরুষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+পুরুষ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপ্রতিহার, মহাপ্রতীহার Bengali definition [মহাপ্‌প্রোতিহার্‌] (বিশেষ্য) পুররক্ষকদের প্রধান ও তাদের সেনাপতি। {(তৎসম বা সংস্কৃত) মহা+প্রতিহার, প্রতীহার, (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপ্রভু Bengali definition [মহাপ্‌প্রোভু] (বিশেষ্য) ১ হিন্দুমতে পরমেশ্বর। ২ শ্রীচেতন্য। ৩ উড়িষ্যার পুরীতে প্রতিষ্ঠিত হিন্দুদেবতা জগন্নাথ। {(তৎসম বা সংস্কৃত) মহা+প্রভু; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপ্রলয় Bengali definition [মহাপ্‌প্রোলয়্‌] (বিশেষ্য) ১ সৃষ্টি বিনাশ। ২ মহাবিপদ। ৩ বিরাট ওলট-পালট; তুমুল ঝগড়া (দুই সতীনে মহাপ্রলয় শুরু করেছে)। {(তৎসম বা সংস্কৃত) মহা+প্রলয়; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাপ্রস্থান Bengali definition ⇒ মহাপ্রয়াণ
  • Bengali Word মহাপ্রাণ Bengali definition [মহাপ্‌প্রান্‌] (বিশেষণ) ১ উদারহৃদয়; মহানুভব। ২ দীর্ঘজীবী। ৩ (ব্যাকরণ) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত। □ (বিশেষ্য) (ব্যাকরণ) মহাপ্রাণ বর্ণ; প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং শ ষ স হ বর্ণগুলো; aspirated। মহাপ্রাণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+প্রাণ}
  • Bengali Word মহাপ্রাণী Bengali definition [মহাপ্‌প্রানি] (বিশেষ্য) জীবাত্মা। {(তৎসম বা সংস্কৃত) মহা+প্রাণী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাপ্রয়াণ, মহাপ্রস্থান Bengali definition [মহাপ্‌প্রোয়ান্‌, মহাপ্‌প্রোস্‌থান্‌] (বিশেষ্য) ১ মৃত্যু। ২ মৃত্যুর উদ্দেশ্যে প্রস্থান; শেষ যাত্রা। {(তৎসম বা সংস্কৃত) মহা+প্রয়াণ, প্রস্থান}
  • Bengali Word মহাফল Bengali definition [মহাফল্‌] (বিশেষ্য) ১ বিল্বফল; বেল গাছ ও তার ফল। ২ সুমহৎ পরিমাণ। □ (বিশেষণ) মহৎফলবিশিষ্ট। মহাফলা (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+ফল}
  • Bengali Word মহাফা Bengali definition ⇒ মাহাফা
  • Bengali Word মহাফেজ Bengali definition [মহাফেজ্‌] (বিশেষ্য) সরকারি কাগজপত্র রক্ষক বা হেফাজতকারী; record-keeper। মহাফেজখানা (বিশেষ্য) দলিলপত্র সংরক্ষিত করে রাখার কক্ষ; archive। {(আরবি) মুহাফিজ}
  • Bengali Word মহাবন Bengali definition [মহাবোন্‌] (বিশেষ্য) বিশাল ঘন অরণ্য। {(তৎসম বা সংস্কৃত) মহা+বন}
  • Bengali Word মহাবল Bengali definition [মহাবল্‌] (বিশেষ্য) অতিশয় বলশালী বা শক্তিশালী। □ (বিশেষ্য) পবন; বায়ু। {(তৎসম বা সংস্কৃত) মহা+বল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাবাক্য Bengali definition [মহাবাক্‌কো] (বিশেষ্য) ১ মহাজন বা মহাপুরুষের জ্ঞানগর্ভ বাণী বা বাক্য। ২ মহাসংকল্প জ্ঞাপক বাক্য। {(তৎসম বা সংস্কৃত) মহা+বাক্য; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাবাহু Bengali definition [মহাবাহু] (বিশেষণ) ১ অতিশয় বাহুবলসম্পন্ন; মহাবলশালী (মহাবাহু ওমর ছিলেন তাঁর দক্ষিণহস্ত-হবীবুল্লাহ বাহার)। ২ দীর্ঘবাহুবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) মহা+বাহু; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word মহাবিক্রম Bengali definition [মহাবিক্‌ক্রম্‌] (বিশেষ্য) প্রবল পরাক্রম (মহাবিক্রমে ঝাঁপিয়ে পড়ল)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিক্রম}
  • Bengali Word মহাবিদ্যা Bengali definition [মহাবিদ্‌দা] (বিশেষ্য) ১ পরাবিদ্যা; ঈশ্বর বিষয়ক জ্ঞান। ২ কালী; তারা, ষোড়শী, বগলা, ভুবনেশ্বরী, মাতঙ্গী, ভৈরবী, ছিন্নমস্তা, কমলা, ধূমাবতী-দূর্গার হিন্দু পুরাণোক্ত এই দশটি মূর্তি; দশমহাবিদ্যা। ৩ শ্রেষ্ঠবিদ্যা। ৪ (ব্যঙ্গার্থ) চুরিবিদ্যা; চৌর্যবিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিদ্যা; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাবিভ্রাট Bengali definition [মহাবিভ্রাট, (বিশেষ্য) ১ মহা দায় (মহাবিভ্রাটে পড়ে গেলাম)। ২ বিষম গোলযোগ বা বিশৃঙ্খলা (মহাবিভ্রাট বেধে গেল)। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিভ্রাট; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word মহাবিষ Bengali definition [মহাবিশ্‌] (বিশেষ্য) দ্বিমুখ সর্প। {(তৎসম বা সংস্কৃত) মহা+বিষ; (বহুব্রীহি সমাস)}