Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ময়না ১ Bengali definition [ময়্‌না] (বিশেষ্য) শালিকজাতীয় সুকণ্ঠ পাখি। ময়নার বুলি (বিশেষ্য) মানুষের কণ্ঠধ্বনির অনুরূপ ময়নার ডাক; (আলঙ্কারিক) শেখানো কথা। {(তৎসম বা সংস্কৃত) মদনসারিকা>}
  • Bengali Word ময়না ২ Bengali definition [ময়্‌না] (বিশেষ্য) ১ রাজা মানিকচন্দ্রের যাদুকরী স্ত্রী ময়নামতীর নাম। ২ ডাকিনী বা খলস্বভাবা নারী (ময়নাবুড়ি)। {(তৎসম বা সংস্কৃত) মদনসারিকা>}
  • Bengali Word ময়না ৩, মায়না Bengali definition [ময়্‌না, মায়না] (বিশেষণ) (অপমৃত্যু হলে) অনুসন্ধেয়। ময়নাতদন্ত (বিশেষ্য) আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু বা খুনের পর শব-ব্যবচ্ছেদ দিয়ে পরীক্ষা; postmortem। {(আরবি) মু’আয়িনা}
  • Bengali Word ময়মুরুব্বি Bengali definition [ময়্‌মরুব্‌বি] (বিশেষ্য) অভিভাবক; গুরুজন; সহায়ক; রক্ষক (ওজন-ভারী ময়মুরুব্বি ওজনভারী রাত-রওশন ইজদানী)। {(আরবি) মুরব্বী}
  • Bengali Word ময়রা Bengali definition [ময়্‌রা] (বিশেষ্য) মোদক, মিঠাই প্রভৃতি প্রস্তুতকারক ও বিক্রেতা। ময়রানি, ময়রানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মোদক>}
  • Bengali Word ময়লা Bengali definition [ময়্‌লা] (বিশেষ্য) ১ বিষ্ঠা; মল; আবর্জনা (ময়লার গাড়ি)। ২ মালিন্য; মলিনতা; বিষণ্নতা (মনের ময়লা)। □ (বিশেষণ) ১ অপরিচ্ছন্ন; মলযুক্ত (ময়ালা ঘা)। ২ অনুজ্জ্বল; ফর্সা নয় এমন; অগৌর (রং ময়লা)। ৩ কুটিল; খারাপ; মন্দ (ময়লা মন)। ময়লাটে (বিশেষণ) সামান্য ময়লা। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) মল}
  • Bengali Word ময়ান Bengali definition [ময়ান্‌] (বিশেষ্য) লুচি ইত্যাদি তৈরি করার জন্য ময়দা মাখতে যে ঘি দেয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) মোদন>(প্রাকৃত) মোয়ণ>}
  • Bengali Word ময়াল Bengali definition [ময়াল্‌] (বিশেষ্য) একপ্রকার বৃহদাকার সাপ; অজগর; python (ময়াল সাপের হুড়কা ঠেলে নাগবালারা আসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মহাকাল>}
  • Bengali Word ময়ূখ Bengali definition [মোয়ুখ্‌] (বিশেষ্য) কিরণ; আলো; জ্যোতিঃ; রশ্মি। ময়ূখমালী (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) √মা+ঊখ}
  • Bengali Word ময়ূর Bengali definition [মোয়ুর্‌] (বিশেষ্য) একজাতীয় বিচিত্র রঙের নৃত্যপরায়ণ পক্ষী; শিখী; কলাপী; বর্হী; শিখণ্ডী। ময়ূরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ময়ূর-কণ্ঠী (বিশেষণ) বিচিত্র রঙের (ময়ূরকণ্ঠী উত্তরীয় গলে-মোহিতলাল মজুমদার)। ময়ূরপঙ্খি, ময়ূরপঙ্খী (বিশেষ্য) ময়ূরের আকৃতিবিশিষ্ট নৌকা। ময়ূরপুচ্ছধারী (বিশেষণ) ১ ময়ূরের ন্যায় পুচ্ছবিশিষ্ট। ২ যা নয় তা হওয়ার ভান করে এমন (সব গেরুয়া এক নয় ময়ূর পুচ্ছধারী বায়সের সংখ্যাই অধিক-শেখ ফজলল করিম)। ময়ূরাক্ষী (বিশেষণ) ময়ূরের মতো চোখ এমন (রাঢ়ের ময়ূরাক্ষী তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মী+ঊর(ঊরন্‌)}