ম পৃষ্ঠা ১৮
- Bengali Word মহাকরণ Bengali definition [মহাকরোন্] (বিশেষ্য) প্রধান সরকারি দপ্তর; সচিবালয়; secretariat। {(তৎসম বা সংস্কৃত) মহা+করণ}
- Bengali Word মহাকর্ষ Bengali definition [মহাকর্শো] (বিশেষ্য) (পদার্থবিদ্যা) জড় বস্তুর পারস্পরিক আকর্ষণ; gravitation; মাধ্যাকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) মহা+√কর্ষ্>}
- Bengali Word মহাকাব্য Bengali definition [মহাকাব্বো] (বিশেষ্য) পুরাণ বা ইতিহাস থেকে বৃত্তান্ত নিয়ে রচিত দেবতা, রাজা বা বীরকে নায়ক করে বিশেষ নিয়মে ও রীতিতে রচিত কাব্য; যে কাব্যে জীবন ও জগৎ ব্যাপকভাবে চিত্রিত হয়; epic। {(তৎসম বা সংস্কৃত) মহা+কাব্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকাল Bengali definition [মহাকাল্] (বিশেষ্য) ১ শিব; রুদ্র; ভৈরব (মহাকালের মন্দির)। ২ অনন্তকাল; ভাবীকাল; উত্তরকাল (তাদের কীর্তের রেখা মহাকাল করেনি বিলীন-সুফী মোতাহার হোসেন)। মহাকালী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দু পুরাণোক্ত মহাকালের পত্নী; আদ্যাশক্তি। {(তৎসম বা সংস্কৃত) মহা+কাল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকাশ, মহাশূন্য Bengali definition [মহাকাশ্, মহাকাশুন্নো] (বিশেষ্য) মহাশূন্য; বায়ুমণ্ডলের ঊর্ধ্বে অনন্ত আকাশ; space। মহাকাশ পোশাক (বিশেষ্য) মহাশূন্যে ও গ্রহাদিতে পরিভ্রমণের উপযোগী করে প্রস্তুত পোশাকবিশেষ; space-suit। মহাকাশ বিমান, মহাশূন্য যান (বিশেষ্য) মহাশূন্য ভ্রমণ ও গ্রহাদিতে যাওয়ার উপযোগী যানবিশেষ; space-ship। মহাকাশযাত্রী নি নভোচারী; মহাশূন্য পরিভ্রমণের জন্য যাত্রাকারী; spaceman। {(তৎসম বা সংস্কৃত) মহান্+আকাশ, শূন্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকায় Bengali definition [মহাকায়্] (বিশেষণ) অতি বৃহদাকার; বৃহৎ শরীরবিশিষ্ট (মহাকায় মহাদন্ত যাহার নাহিক অন্ত সেবক বৎসল ভগবান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) অতিশয় বৃহৎ হস্তী। {(তৎসম বা সংস্কৃত) মহা+কায়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহাকুষ্ঠ Bengali definition [মহাকুশ্ঠো] (বিশেষ্য) প্রাণঘাতী কুষ্ঠ রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+কুষ্ঠ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাকোশল Bengali definition [মহাকোশল্] (বিশেষ্য) দক্ষিণ ভারতের একটি প্রাচীন রাজ্য {(তৎসম বা সংস্কৃত) মহা+কোশল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাগুরু Bengali definition [মহাগুরু] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ গুরুজন। ২ হিন্দু বিশ্বাসে পিতা-মাতা, দীক্ষাদাতা বা স্বামী। {(তৎসম বা সংস্কৃত) মহান্+গুরু}
- Bengali Word মহাচ্ছায় Bengali definition [মহাচ্ছায়্] (বিশেষ্য) বটবৃক্ষ। □ (বিশেষণ) বিপুল ছায়াযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) মহা+ছায়া>}
- Bengali Word মহাজন Bengali definition [মহাজোন্] (বিশেষ্য) ১ অত্যন্ত ধার্মিক ব্যক্তি; সাধু ব্যক্তি; মহৎ ব্যক্তি। ২ বড় ব্যবসায়ী বা ব্যাপারী; আড়তদার; বণিক; উত্তমর্ণ; সুদ নিয়ে ঋণ দেয় যে; উত্তমর্ণ কুসীদজীবী। ৩ বৈষ্ণব পদকর্তা। মহাজনি, মহাজনী (বিশেষণ) ১ মহাজনগিরি; ব্যবসায় কর্ম; তেজারতি (তাহা হইলে সেই বাণিজ্যের করব মহাজনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তেজারতি বা কুসীদজীবী সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) মহান্+জন}
- Bengali Word মহাজ্ঞান Bengali definition [মহাগ্গ্যান্] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ বা পরম জ্ঞান। ২ মৃতকে পুরুজ্জীবিত করার বিদ্যা। মহাজ্ঞানী(-নিন্) (বিশেষণ) পরম জ্ঞানবান। {(তৎসম বা সংস্কৃত) মহা+জ্ঞান; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাঢ্য Bengali definition [মাহাঢ্ঢো] (বিশেষ্য) বিরাট ঐশ্বর্যশালী; মহাধনী। {(তৎসম বা সংস্কৃত) মহা+আঢ্য; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাতপা, মহাতপাঃ Bengali definition [মহাতপা, মহাতপাহ্] (বিশেষ্য) (বিশেষণ) অতি কঠোর তপস্বী; উগ্রতাপস। {(তৎসম বা সংস্কৃত) মহা+তপঃ>}
- Bengali Word মহাতেজা(ঃ), মহাতেজস্বী Bengali definition [মহাতেজাহ্, মহাতেজোশ্শি] (বিশেষণ) ১ অতিশয় তেজস্বী; অতীব শৌর্যসম্পন্ন। ২ অতিশয় দীপ্তিশালী। ৩ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) মহা+তেজ>}
- Bengali Word মহাতৈল, মহাতেল Bengali definition [মহাতোইলো, মহাতেল্] (বিশেষ্য) মানব দেহের তেল বা চর্বি। {(তৎসম বা সংস্কৃত) মহা+তৈল, (বাংলা) তেল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাত্মা Bengali definition [মহাত্তাঁ] (বিশেষণ) ১ অতিমহৎ; উদারহৃদয়; মহানুভব; মহাপ্রাণ। ২ বদান্য। {(তৎসম বা সংস্কৃত) মহান+আত্মা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাদেব Bengali definition [মহাদেব্] (বিশেষ্য) শিব; মহেশ্বর। {(তৎসম বা সংস্কৃত) মহা+দেব}
- Bengali Word মহাদেবী Bengali definition [মহাদেবি] (বিশেষ্য) ১ হিন্দুদেবী ভগবতী; মহেশ্বরী; দুর্গাদেবী। ২ রাজার প্রধানা মহিষী; পাটরানী। {(তৎসম বা সংস্কৃত) মহা+দেবী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহাদেশ Bengali definition [মহদেশ্] (বিশেষ্য) অনেকগুলো দেশযুক্ত বৃহত্তম ভৌগোলিক বিভাগ (এশিয়া মহাদেশ)। {(তৎসম বা সংস্কৃত) মহা+দেশ}
- Bengali Word মহাদ্রাবক Bengali definition [মহাদ্দ্রাবোক্] (বিশেষ্য) ১ গন্ধকের আরক। ২ গলানোর জন্য ব্যবহার্য রাসায়নিক বস্তুবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+দ্রাবক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহান Bengali definition ⇒ মহৎ
- Bengali Word মহানগরী Bengali definition [মহানগোরি] (বিশেষ্য) অতি বৃহৎ; নগর; রাজধানী। {(তৎসম বা সংস্কৃত) মহা+নগরী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানন্দ Bengali definition [মহানন্দো] (বিশেষ্য) অত্যন্ত গভীর আনন্দ; পরমানন্দ। □ (বিশেষণ) অতিশয় আনন্দিত। {(তৎসম বা সংস্কৃত) মহা+আনন্দ}
- Bengali Word মহানবমী Bengali definition [মহানবোমি] (বিশেষ্য) শারদীয় দুর্গা পূজার নবমী তিথি। {(তৎসম বা সংস্কৃত) মহা+নবমী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানরক Bengali definition [মহানরোক্](বিশেষ্য) অতিশয় ক্লেশদায়ক নরক বা স্থান। {(তৎসম বা সংস্কৃত) মহা+নরক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানস Bengali definition [মহানশ্] (বিশেষ্য) রন্ধনগৃহ; রান্নাঘর। {(তৎসম বা সংস্কৃত) মহা+অনঃ>}
- Bengali Word মহানাদ Bengali definition [মহানাদ্] (বিশেষ্য) ভয়ঙ্কর শব্দ; অতি উচ্চধ্বনি; বিপুল শব্দ। □ (বিশেষণ) উচ্চ ধ্বনিযুক্ত। ২ গম্ভীর নাদকারী (সিংহাদি পশু)। ৩ বর্ণণোন্মুখ; বর্ষণকারী। {(তৎসম বা সংস্কৃত) মহা+নাদঃ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word মহানিদ্রা Bengali definition [মহানিদ্দ্রা] (বিশেষ্য) মৃত্যু; মরণ; চিরনিদ্রা। {(তৎসম বা সংস্কৃত) মহা+নিদ্রা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মহানিম Bengali definition [মহানিম] (বিশেষ্য) নিমসদৃশ বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+নিম}