Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মওজুদ, মজুদ, মজুত, মৌজুত Bengali definition [মওজুদ্‌, মোজুদ্‌, মজুত্‌, মোউজুত্‌] (বিশেষণ) ১ জমা; সঞ্চিত (মজুদ টাকা কে কোথায় কোন পথে নিয়া যায় তার আর সন্ধান পাওয়া যায় না-মীর মশাররফ হোসেন)। ২ বিদ্যমান; বর্তমান (শিক্ষিত কন্যা মজুত-কেদারনাথ মজুমদার; আগুন মওজুদ রহিয়াছে-মোহাম্মদ বরকতুল্লাহ)। মওজুদ তহবিল (বিশেষ্য) ভবিষ্যতের জন্য সঞ্চিত করা অর্থাদি; অর্থাদি সঞ্চিত করে রাখা হয়েছে যে তহবিলে। {(আরবি) সরজুদ}
  • Bengali Word মওত Bengali definition ⇒ মউত
  • Bengali Word মওন Bengali definition [মওন্‌] (বিশেষ্য) মন্থন। {(তৎসম বা সংস্কৃত) মন্থন>}
  • Bengali Word মওলবী Bengali definition ⇒ মৌলবি
  • Bengali Word মওলা Bengali definition ⇒ মহলা
  • Bengali Word মওলানা Bengali definition ⇒ মৌলানা
  • Bengali Word মওসুম Bengali definition ⇒ মৌসুম
  • Bengali Word মওড়া Bengali definition ⇒ মহড়া
  • Bengali Word মওয়া Bengali definition [মওয়া] (ক্রিয়া) মন্থন করা; মথা। {(তৎসম বা সংস্কৃত) √মথ্‌>}
  • Bengali Word মওয়াজ্জমা, মোয়াজ্জমা Bengali definition [মওয়াজ্‌জমা, মোয়াজ্‌জমা] (বিশেষণ) সম্মানিত; শ্রেষ্ঠ (হাজি সাহেব মক্কা মওয়াজ্জমা মদিনা মনা’ওয়ারা....বহু পবিত্রস্থান দর্শন করিয়া আসিয়াছিলেন-কাজী ইমদাদুল হক)। {(আরবি) মুয়াজ্জামাহ; (তুলনীয়) মদিনা মনোয়ারা}
  • Bengali Word মওয়াজ্জল Bengali definition [মওয়াজ্‌জল্‌] (বিশেষণ) বিলম্বে দেয় এমন। মহর মওয়াজ্জল (বিশেষ্য) পরবর্তীকালে দেয় মহর বা স্ত্রীধন। {(আরবি) মহর মু’আজ্জাল}
  • Bengali Word মকতব, মক্তব, মকতবখানা Bengali definition [মক্‌বত্‌, মক্‌তব্‌খানা] (বিশেষ্য) মুসলমান বালক-বালিকাদের প্রাথমিক বিদ্যালয় বা বিদ্যালয়গৃহ (চৌবাড়ী ও পাঠশালা ও মকতবখানা-রামরাম বসুরাম বসু)। {(আরবি) মক্‌তব্‌+, (ফারসি) খানহ্‌}
  • Bengali Word মকদুর Bengali definition [মোক্‌দুর্‌] (বিশেষ্য) শক্তি; ক্ষমতা (বেটার এত মকদুর-মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি) মকদূর}
  • Bengali Word মকদ্দমা, মোকদ্দমা, মকর্দমা Bengali definition [মকোদ্‌দমা, মোকদ্‌দমা, মকোর্‌দমা] (বিশেষ্য) ১ মামলা; আদালতে দায়েরকৃত নালিশের বিচার। ২ বিষয়; ব্যাপার (একদিনের মকদ্দমা; সাহেব বেঞ্চের উপর বসিয়া কয়েকটা মারপিটের মকদ্দমা ফয়সালা করিলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) মুকদ্দামাহ}
  • Bengali Word মকফাইট Bengali definition [মক্‌ফাইট্‌] (বিশেষ্য) কৃত্রিম যুদ্ধ (এ মকফাইটে কোন সেনানীর বুদ্ধি হয়নি লয়-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) mockfight}
  • Bengali Word মকবরা, মকবেরা, মাকবেরা Bengali definition [মক্‌বরা, মক্‌বেরা, মাক্‌বেরা] (বিশেষ্য) সমাধি-ভবন; করব; গোর। {(আরবি) মাকবরাহ}
  • Bengali Word মকবুল Bengali definition [মোক্‌বুল্‌] (বিশেষ্য) ১ আল্লাহ যা গ্রহণ করেছেন; স্বীকৃতি (আল্লাহ্‌র দরগায় তবে হইবে মকবুল-ফকির গরীবুল্লাহ; আল্লার মকবুল হইবে বেহেশতে চলিয়া যাবে-সৈয়দ হামজা)। ২ প্রিয়; কবুল করে যে। {(আরবি) মকবুল}
  • Bengali Word মকবেরা Bengali definition ⇒ মকবরা
  • Bengali Word মকমক Bengali definition [মক্‌মক্‌] অব্যয় ১ ভেকের ডাক; ব্যাঙের কণ্ঠনিঃসৃত শব্দ। ২ অবরুদ্ধ; ক্রোধে গর গর করছে এমন শ্বদ (রাগে মকমক করা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মকমকি, মকমকী Bengali definition [মক্‌মোকি] (বিশেষ্য) ব্যাঙের ডাক (হড়মড়ী মেঘের ভেকের মকমকী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মকমল, মখমল Bengali definition [মক্‌মল্‌, মখ্‌মল] (বিশেষ্য) কোমল ও মিহি কাপড়; velvet (কৃষ্ণ মকমলে হীরকের কার্য যেন নয়নরঞ্জন-কায়কোবাদকোবাদ)। {(ফারসি) মখম্‌ল}
  • Bengali Word মকম্মল Bengali definition [মকম্‌মল্‌] (বিশেষণ) পূর্ণাঙ্গ; কার্যে পরিণত (ডিক্রি মকম্মল করা)। {(আরবি) মুকম্মল}
  • Bengali Word মকর Bengali definition [মকোর্‌] (বিশেষ্য) ১ কুমিরের মতো জলজন্তু; হিন্দু বিশ্বাসে গঙ্গা দেবীর বাহন; ঘড়িয়াল। ২ রাশিচক্রের দশম রাশির নাম। ৩ কন্দর্পের পতাকা চিহ্ন। ৪ হিন্দুদের মধ্যে সখীর পাতানো নাম (মকর, গঙ্গাজল)। মকরকুণ্ডল (বিশেষ্য) মকরমুখো কর্ণভূষণ; কানের অলঙ্কারবিশেষ। মকরকেতন, মকরকেতু, মকরধ্বজ১ (বিশেষ্য) যাঁর পতাকায় মকর আছে; হিন্দুদেবতা কন্দর্প; মদন। মকরক্রান্তি, মকরক্রান্তিবৃত্ত (বিশেষ্য) বিষুববৃত্ত বা নিরক্ষরেখার ২৩°২৭© দক্ষিণস্থ সমাক্ষরেখা; দক্ষিণায়না-ন্তবৃত্ত; Tropic of Capricorn। মকরধ্বজ২ (বিশেষ্য) পারদ ও গন্ধঘটিত কবিরাজি ওষুধবিশেষ (কোকিলের ডিমের সঙ্গে মকরধ্বজ মাড়িয়া খাই-রাজশেখর বসু (পরশু))। মকরবাহন (বিশেষ্য) হিন্দুদেবতা বরুণ। মকরবাহনা (স্ত্রীলিঙ্গ)। মকরবাহিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণোক্ত গঙ্গ দেবী। মকরব্যূহ (বিশেষ্য) মকরাকারে সৈন্য সমাবেশের পদ্ধতিবিশেষ। মকরসংক্রান্তি (বিশেষ্য) সূর্যের মকররাশিতে গমন; মাঘ মাসের শেষ দিন। {(তৎসম বা সংস্কৃত) মুখ্‌+√কৃ+অ(ক); (তৎসম বা সংস্কৃত) নক্র>নকর>মকর}
  • Bengali Word মকরন্দ Bengali definition [মকোরন্‌দো] (বিশেষ্য) ১ ফুলের রেণু; পুষ্পমধু (মকরন্দ লোভে মাতি শিলীমুখবৃন্দ আইল ধাইয়া-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কুন্দ ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) মকর+√দা+অ(ক)}
  • Bengali Word মকরররি Bengali definition [মকোর্‌রোরি] (বিশেষণ) চিরস্থায়ী ভূমি বন্দোবস্তু। {(আরবি) মুকরররী}
  • Bengali Word মকরাকর Bengali definition ⇒ মকরালয়
  • Bengali Word মকরালয়, মকরাকর Bengali definition [মকোরালয়, মকোরাকর্‌] (বিশেষ্য) মকরের আলয়; সাগর (দেখিলেন দূরে সাগর-মকরালয়-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মকর+আলয়, আকর}
  • Bengali Word মকরিকা Bengali definition [মকোরিকা] (বিশেষ্য) ললাটে মকরের আকারে রচিত পত্রাবলি; একপ্রকার ললাটিকা; চন্দন প্রভৃতি দ্বারা কপালে আঁকা মকরাকৃতি চিত্র। {(তৎসম বা সংস্কৃত) মকরী+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word মকরুহ Bengali definition [মোক্‌রুহ্‌] (বিশেষণ) ১ ইসলামি শরিয়ত (মোতাবেক যা অপছন্দনীয় বা পরিহার্য (কি কি জন্তু মকরুহ তার তালিকা দেওয়া হয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ সামান্য ক্রুটিপূর্ণ; অপছন্দ; বর্জনীয়। {(আরবি) মাকরুহ্‌}
  • Bengali Word মকর্দম, মুকদ্দম Bengali definition [মকোর্‌দম্‌, মুকদ্‌দম্‌] (বিশেষ্য) অগ্রণী; নেতা (মকর্দম আর তামাম প্রজার ছের ছালামত আল্লাহ রাকিবেন সবার-গরীব)। {(আরবি) মুকদ্দম}