Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আপাকা Bengali definition [আপাকা] (বিশেষণ) ১ অপক্ব; কাঁচা। ২ আধপাকা; ঈষৎ পক্ব। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
  • Bengali Word আপাঙ্গ Bengali definition আপাং
  • Bengali Word আপাণ্ডুর Bengali definition [আপান্‌ডুর্] (বিশেষণ) ঈষৎ পাণ্ডুবর্ণ। { (বাংলা) আ+(তৎসম বা সংস্কৃত) পাণ্ডুর}
  • Bengali Word আপাত Bengali definition [আপাতো] (বিশেষ্য) ১ উপস্থিত সময়; তৎকাল; ঘটনাকাল; আরম্ভকাল। ২ পতন; সংঘটন। আপাতকঠিন (বিশেষণ) আপাতত কঠিন মনে হয় এমন কিন্তু তা নয়। আপাতত (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) সম্প্রতি; এক্ষণে; উপস্থিতমতো; এখনকার মতো (আপাতত এ কাজটা করছি)। আপাতমধুর (বিশেষণ) উপস্থিমতো মধুর কিন্তু পরিণামে নয়। {(তৎসম বা সংস্কৃত) আ+√পত্+অ(ঘঞ্)}
  • Bengali Word আপাদ , আপদ ২ Bengali definition [আপাদ্, আপদো] (ক্রিয়াবিশেষণ) ১ পা পর্যন্ত। ২ পা থেকে। আপাদ চুম্বিত, আপাদ লম্বিত (বিশেষণ) পা পর্যন্ত লম্বিত বা ঝুলানো। আপাদ মস্তক (ক্রিয়াবিশেষণ) পা থেকে মাথা পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+পাদ, পদ; পা পর্যন্ত-(অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আপান Bengali definition [আপান্] (বিশেষ্য) ১ পানের আড্ডা বা স্থান। ২ মদের দোকান। {(তৎসম বা সংস্কৃত) আ+√পা+অন(ল্যুট্)}
  • Bengali Word আপামর Bengali definition [আপামর্] (বিশেষণ) সকলেই; সাধারণ লোক পর্যন্ত; ছোটবড়ো অভেদে (আপামর সর্বজনে শান্তিবারি করিল প্রদান-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আ+ পামর; পামর পর্যন্ত-(অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আপিঙ্গল Bengali definition [আপিঙ্‌গল্] (বিশেষণ) ঈষৎ পিঙ্গল বা তাম্রবর্ণ; তাম্রাভ। {(তৎসম বা সংস্কৃত) আ+ পিঙ্গল}
  • Bengali Word আপিল , আপীল Bengali definition [আপিল্] (বিশেষ্য) ১ উচ্চতর বিচারালয়ে পুনর্বিচারের আবেদন। ২ আবেদন। {(ইংরেজি) appeal}
  • Bengali Word আপিস Bengali definition অফিস
  • Bengali Word আপীত ১ Bengali definition [আপিতো] (বিশেষণ) ঈষৎ পীত বা হলুদবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) আ+পীত}
  • Bengali Word আপীত ২ Bengali definition [আপিতো] (বিশেষণ) নিঃশেষে পান করা হয়েছে এমন; সম্যক পীত। {(তৎসম বা সংস্কৃত) আ+ √পা+ ত(ক্ত)}
  • Bengali Word আপীন Bengali definition [আপিনো] (বিশেষ্য) গরু ছাগল প্রভৃতি পশুর স্তন বা ওলান; পালান। □ (বিশেষণ) মোটা; স্থূল; সুপুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) আ+√প্যায়+ ত(ক্ত)}
  • Bengali Word আপীল Bengali definition আপিল
  • Bengali Word আপীড়ন Bengali definition [আপিড়ন্] (বিশেষ্য) ১ নিপীড়ন; সম্যক পীড়ন। ২ গাঢ় আলিঙ্গন। আপীড়িত বিণ। {(তৎসম বা সংস্কৃত) আ+পীড়ন}
  • Bengali Word আপেক্ষিক Bengali definition [আপেক্‌খিক্] (বিশেষণ) ১ অপেক্ষাকৃত; তুলনামূলক; তুলনায় নির্ধারিত। ২ সাপেক্ষ; অন্য বিষয়ের উপর নির্ভরশীল; পরস্পর নির্ভরশীল; relative (সমস্তই আপেক্ষিক কি না-রাজশেখর বসু (পরশু))। আপেক্ষিকতা (বিশেষ্য) (একদিন জ্ঞান মাত্রেরই আপেক্ষিকতা লইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আপেক্ষিক গুরুত্ব (বিশেষ্য ) পরস্পর গুরুত্ব বা ওজন সম্বন্ধে তুলনা; অন্য বস্তুর তুলনায় গুরুত্ব বা ভাগ; specific gravity। আপেক্ষিক তত্ত্ব (বিশেষ্য) গতি মাত্রেই আপেক্ষিক এবং কাল জড়বস্তুর চতুর্থ মাত্রা—এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের মতবাদ; Theory of Relativity । {(তৎসম বা সংস্কৃত) অপেক্ষা+ইক(ঠক্)}
  • Bengali Word আপেল Bengali definition [আপেল্] (বিশেষ্য) ফলবিশেষ। {(ইংরেজি) apple}
  • Bengali Word আপোষ , আপোঙষ ( প্রাচীন বাংলা ) Bengali definition [আপোশ্, আপোঙ্‌শো] (বিশেষণ) দণ্ডাহত; বিলক্ষণ প্রহৃত (কংসে সুথি পাইলে হইবে তোহ্মে আপোষ-বড়ু চণ্ডীদাস; মোএঁ আপোঙষ হৈবোঁ তোহ্ম জাইবেঁ মার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+√পুংস্>}
  • Bengali Word আপ্ত ১ Bengali definition [আপ্‌তো] (বিশেষণ) ১ প্রাপ্ত; লব্ধ। ২ অভ্রান্ত; ভুলত্রুটিশূন্য; প্রামাণিক (আপ্ত বাক্য)। ৩ আত্মীয়; নিকট সম্পর্কীয়; সুহৃদ (আমা হন্তে তোর আপ্ত আর কেবা আছে-দৌলত উজির বাহরাম খান; সমাজ শয়তান আপ্তজন উপদেশে পটু এ জীবন কি দামে বিকাবে?-আবদুল গনি হাজারী)। আপ্তকাম (বিশেষণ) সিদ্ধকাম; মনস্কামনা চরিতার্থ হয়েছে এমন। আপ্ততা (বিশেষ্য) আত্মীয়তা; মৈত্রী (যেন মিত্র রাখিয়া আপ্ততা হৌক ভঙ্গ-সৈয়দ আলাওল)। আপ্তবচন, আপ্তবাক্য (বিশেষ্য) ১ সিদ্ধবাক্য; ভ্রমপ্রমাদশূন্য বাক্য; অভ্রান্ত বাণী (খৃষ্টান ভ্রাতারা বাইবেলের প্রত্যেক বর্ণকে স্বর্গীয় আপ্তবাক্য বলিয়া বিশ্বাস করেন-মওলানা আকরম খাঁ)। ২ মহাপুরুষদের উক্তি বা বাণী। আপ্তভাবে (ক্রিয়াবিশেষণ) স্বজন বা মিত্রের মতো আত্মীয়তা করে (সে দেশে কামিলা নাই, পাঠালেন তব ঠাঁই, আপ্তভাবে নৃপতিনন্দন -কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আপ্তশ্রুতি (বিশেষ্য) অভ্রান্ত কাহিনী; বিশ্বাস স্থাপন করা যায় এরূপ প্রবাদ প্রবচন বা কিংবদন্তি (এরূপ আপ্তশ্রুতি আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আপ্তি (বিশেষ্য) প্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) আপ্+ক্ত>ত}
  • Bengali Word আপ্ত ২ , আফ্‌ত Bengali definition [আপ্‌তো, আফ্‌তো] (বিশেষণ) নিজ; আপন (রইল কোথায় আফ্‌ত স্বজন-রওশন ইজদানী)। আপ্তগরজি (বিশেষণ) স্বার্থপর; কেবল নিজের প্রয়োজনে কাজ করে এমন। আপ্তপর (বিশেষ্য) আপন ও পর; স্বপক্ষ এবং বিপক্ষ; শত্রুমিত্র। আপ্তসার (বিশেষণ) স্বার্থপর। □ (বিশেষ্য) যোগ বা তান্ত্রিক প্রক্রিয়ায় আত্মরক্ষা। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্>}
  • Bengali Word আপ্যায়ন Bengali definition [আপ্‌পায়োন্] (বিশেষ্য) ১ অভ্যর্থনা; সংবর্ধনা। ২ প্রীতি সম্পাদন; সন্তোষসাধন। আপ্যায়িত (বিশেষণ) ১ অভ্যর্থিত; সংবর্ধিত; আদর আপ্যায়নপ্রাপ্ত। ২ তুষ্ট; পরিতৃপ্ত (মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) আ+√প্যায়্+অন}
  • Bengali Word আপ্রাণ Bengali definition [আপ্‌প্রান্] (বিশেষণ) প্রাণপণ; যথাসাধ্য (আপ্রাণ চেষ্টা)। □ (ক্রিয়াবিশেষণ) প্রাণ থাকা পর্যন্ত; আজীবন। {(তৎসম বা সংস্কৃত) আ+প্রাণ; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আপ্লব , আপ্লাব , আপ্লাবন Bengali definition [আপ্‌প্লব, আপ্‌প্লাব, আপ্‌প্লাবোন্] (বিশেষ্য) ১ বন্যা; জলপ্লাবন। ২ অবগাহন; পানিতে শরীর ডুবিয়ে গোসল। আপ্লাবিত ( বিশেষ
  • Bengali Word আপ্লুত Bengali definition [আপ্‌প্লুতো] (বিশেষণ) ১ সিক্ত (অন্তরাত্মা অনির্বচনীয় আনন্দরসে আপ্লুত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্লাবিত। ৩ স্নাত। {(তৎসম বা সংস্কৃত) আ+ প্লুত}
  • Bengali Word আপৎ , আপৎকাল Bengali definition আপদ২
  • Bengali Word আপড়া Bengali definition [আপড়া] (বিশেষণ) ১ অপঠিত; পড়া হয়নি এমন। ২ লেখাপড়া শেখেনি এমন; অশিক্ষিত। {আ+পড়া; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আফওয়াই Bengali definition [আফ্‌ওয়াই] (বিশেষ্য) জনরব; গুজব (সহর বাজারে মিলের ওড়িল আফওয়াই-ফকির গরীবুল্লাহ)। {(আরবি)আফ্‌রাহ}
  • Bengali Word আফখোরা Bengali definition আবখোরা
  • Bengali Word আফগান Bengali definition [আফ্‌গান] (বিশেষ্য) আফগানিস্তানের অধিবাসী; পাঠান জাতিবিশেষ (আফগান মোগল পাঠান দলে দলে-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) ১ আফগানিস্তানে জাত। ২ উক্ত দেশ বা তার অধিবাসী সম্বন্ধীয়। আফগানি (বিশেষণ ) আফগানিস্তানে জাত; কাবুলি। {(ফারসি) আফগান}
  • Bengali Word আফজল , আফযল Bengali definition [আফ্‌জল্] (বিশেষণ) অপেক্ষাকৃত ভালো; উত্তম। {(আরবি)আফ&দাল্}